09/07/2024
সূরা আল কারিয়াহ- আরবী বাংলা উচ্চারণ ও অর্থ
ٱلْقَارِعَةُ
১) আল কা-রি‘আহ ।
১) করাঘাতকারী,
مَا ٱلْقَارِعَةُ
২) মাল কা-রি‘আহ।
২) করাঘাতকারী কি?
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ
৩) ওয়ামাআদরা-কা মাল কা-রি‘আহ।
৩) করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?
يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ
৪) ইয়াওমা ইয়াকূনুন্না-ছুকাল ফারা-শিল মাবছূছ।
৪) যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ
৫) ওয়া তাকূনুল জিবা-লুকাল‘ইহনিল মানফূশ।
৫) এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত।
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ
৬) ফাআম্মা-মান ছাকুলাত মাওয়া-ঝীনুহূ।
৬) অতএব যার পাল্লা ভারী হবে,
فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ
৭) ফাহুওয়া ফী ‘ঈশাতির রা-দিয়াহ।
৭) সে সুখীজীবন যাপন করবে।
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ
৮) ওয়া আম্মা-মান খাফফাত মাওয়াঝীনুহূ
৮) আর যার পাল্লা হালকা হবে,
فَأُمُّهُۥ هَاوِيَةٌ
৯) ফাউম্মুহূহা-বিইয়াহ।
৯) তার ঠিকানা হবে হাবিয়া।
وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ
১০) ওয়ামাআদরা-কা মা-হিয়াহ।
১০) আপনি জানেন তা কি?
نَارٌ حَامِيَةٌۢ
১১) না-রুন হা-মিয়াহ।
১১) প্রজ্জ্বলিত অগ্নি!সূরা আল কারিয়াহ এর তাফসীর
আল্লাহ তা'আলা বলেনঃ সেটা এক জ্বলন্ত অগ্নি। ঐ আগুন খুবই দাউদাউ করে জ্বলে ক্ষণিকের মধ্যে ভস্মীভূত করে দেয়।
হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “তোমাদের এ আগুনের তেজ জাহান্নামের আগুনের তেজের মাত্র সত্তর ভাগের এক ভাগ।” জনগণ জিজ্ঞেস করলেনঃ“হে আল্লাহর রাসূল (সঃ)! ধ্বংস করার জন্যে তো এ আগুনই যথেষ্ট?” উত্তরে রাসূলুল্লাহ (সঃ) বললেনঃ “তা ঠিক কিন্তু জাহান্নামের আগুন এর চেয়ে উনসত্তর গুণ বেশী তেজস্বী।