07/08/2025
আমরা কেউই জানি না, কে কতক্ষণ বেঁচে থাকব—এই জীবনের কোনো নিশ্চয়তা নেই। এক মুহূর্ত আগেও যে মানুষটা পাশে ছিল, পরের মুহূর্তেই হয়তো থাকবে না। মৃত্যু যেমনই হোক, মৃত্যু সত্য। আর এই সত্যটা সবসময়ই হয় অনাকাঙ্ক্ষিত, অপ্রস্তুত করে দেওয়া এক চরম বাস্তবতা।
এই যে আপনি এখন আমার লেখা পড়ছেন, কে জানে—আগামীকাল হয়তো আমি হবো কোনো এক পোস্টের গল্প!
তাই যতক্ষণ জীবন আছে, ততক্ষণ জীবনটাকে উপভোগ করুন। ছোট ছোট দুঃখে নিজেকে কষ্ট না দিয়ে, ছোট ছোট সুখ খুঁজে নিন।
"আমার সন্তান মেডিকেলে চান্স পায়নি", "আমার ঢাকায় ফ্ল্যাট নেই", "আমার জীবনে তেমন কিছু হয়নি"—এই আফসোসগুলো মৃত্যুর মুখে গিয়ে কিছুই না।
আমি আমার জীবনকে খুব কাছ থেকে অনুভব করেছি। বাইরের চোখে হয়তো মনে হবে, আমার তো অনেক কিছু আছে। কিন্তু ভেতরের আমি জানি—এই দুনিয়ায় আমি সবচেয়ে বেশি অসহায় একজন মা। আমার ফাইরুজ, আমার পরীক্ষার নাম। আল্লাহ তাকে আমার জন্য চরম পরীক্ষা করে পাঠিয়েছেন। আর এই পরীক্ষায় পাস করার মূল থিওরি হচ্ছে *বিশ্বাস*—আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস, তাঁর করুণায় বিশ্বাস।
আপনি যদি এই পৃথিবীতে এক সেকেন্ডও বেঁচে থাকার সুযোগ পান, তাহলে সেই এক সেকেন্ড আফসোসে না হারিয়ে দিনটাকে উপভোগ করুন। দুনিয়ার সব হিসেব আল্লাহর কাছে জমা আছে, আমরা শুধু বিশ্বাস রাখি আর জীবনটাকে যতটা পারি, ভালোবেসে কাটাই।