
30/07/2025
পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে সময়,যে শিক্ষক কাউকে ভয় দেখায় না, অথচ সবার জীবনে গভীর ছাপ ফেলে যায়।
সময় শেখায়—সবকিছুই ক্ষণিক।ভালো সময়ও যাবে, খারাপ সময়ও।আপনি চাইলে অর্থ উপার্জন করতে পারবেন, বড় বাড়ি বানাতে পারবেন, সন্তানের জন্য সঞ্চয় গড়ে তুলতে পারবেন...
কিন্তু আপনি কখনোই আপনার জীবনের সময়টা বাড়াতে পারবেন না।
আপনার ছোট্ট সন্তানটাকে এখন যে হাত ধরে খাওয়াচ্ছেন, শিখাচ্ছেন, বুকের কাছে টেনে ঘুম পাড়াচ্ছেন—এই সময়টা আর ফিরবে না।
একদিন ওরা নিজের পায়ে হাঁটবে, নিজের আয় করবে, নিজের পথ বেছে নেবে।
তখন আপনার যত অর্থই থাকুক, এই "শেখানোর সময়টা" আর ফিরিয়ে আনতে পারবেন না।
আর তাই সময়টাকে ভালোবাসুন।
ভুলে যান কে কী বললো, কে পাশে থাকলো না।
ভালো-মন্দ মিলিয়ে সময় পার হবেই, এটিই জীবনের অলিখিত নিয়ম।
তবে আফসোস রাখবেন না।
যে সময়টা হাতে আছে, তাকে ভালোবাসুন।
কারণ একদিন এই সময়ই হবে আপনার জীবনের সবচেয়ে বড় স্মৃতি। 💛