Daily Vorer Alap

Daily Vorer Alap আপনাদের সাথে ঘটে জাওয়া ঘটনা আমাদের জানান
সত্যোর সন্ধানে দৈনিক ভোরের আলাপ

মাদারীপুরে পুলিশ ক্লিয়ারেন্স পেতে ২৫ হাজার টাকা ঘুস দাবি, ৫ হাজারে সেবাউচ্চ শিক্ষার সুযোগ পেতে বা অনেক কোম্পানীতে চাকুরি...
24/07/2025

মাদারীপুরে পুলিশ ক্লিয়ারেন্স পেতে ২৫ হাজার টাকা ঘুস দাবি, ৫ হাজারে সেবা

উচ্চ শিক্ষার সুযোগ পেতে বা অনেক কোম্পানীতে চাকুরি কিংবা ভিসা ও ইমিগ্রেশনের জন্য প্রয়োজন হয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। মূলত একটি সরকারি নথি যা প্রমাণ করে, কোনো ব্যক্তি কোনো অপরাধমূলক কাজের সাথে জড়িত নয় এবং তার বিরুদ্ধে কোনো মামলা নেই। কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে পদে পদে হয়রানীর অভিযোগ উঠেছে। এমনকি মোটা অংকের ঘুস দাবি করা হয়। পরে টাকা দিলে পাওয়া যায় এই সার্টিফিকেট।
এমন ঘটনার শিকার মাদারীপুরের বালিগ্রাম ইউনিয়নের বাসিন্দা শফিক মুন্সি (ছদ্মনাম) কথা হয় তার সাথে। তিনি জানান, পাসপোর্টে তার থানার ঠিকানা কালকিনি আর ভোটার আইডি কার্ডে থানা দেয়া ডাসার। অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেন তিনি। কয়েক দফা পুলিশ সুপারের কার্যালয়ে ও ডাসার থানায় গিয়েও পাননি সেবা। শেষমেষ চলে আসেন কালকিনি থানায়। সেখানে যোগাযোগ করেন কালকিনি থানার কম্পিউটার অপারেটর মো. সোহেল খানের সাথে। গ্যারান্টি দেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়ার। এজন্য পুলিশের এই সদস্যকে দিতে হবে ২৫ হাজার টাকা। টাকা না দিলে কোন অবস্থাতেই মিলবে না এই সার্টিফিকেট। এমন কি অন্যকেউ শফিক মুন্সিকে সহযোগিতাও করবেন না বলে সাফ জানিয়ে দেন পুলিশ সদস্য। শেষমেষ ৫ হাজার টাকা নগদ সোহেলের হাতে তুলে দিলে পহেলা জুলাই অনলাইনে আবেদন করিয়ে ১৫ দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়ার প্রতিশ্রুত দেন থানার এই কম্পিউটার অপারেটর। গত ২০ জুলাই জেলার পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট গ্রহণ করেন এই ভুক্তভোগী।
অভিযুক্ত পুলিশ সদস্য মো. সোহেল খান বলেন, ‘আমি কার কাছ থেকে কোন টাকা নেয়নি। আপনার কোন কথা থাকলে থানার ওসি স্যারের সাথে থানায় এসে কথা বলেন।’
কালকিনির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘যে ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছে তাকে থানায় আসতে বলেন। আমি তার সাথে কথা বলি, বিষয়টি কি হয়েছে জানার চেষ্টা করি। পুলিশ ক্লিয়ারেন্স পেতে কোন টাকা লাগার কথা নয়।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, ‘অভিযোগের বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ওই পুলিশ সদস্য কোন অপরাধের সাথে জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।’
প্রসঙ্গত, কালকিনি উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় ডাসার থানা। পরে ঘোষণা হয় ডাসার উপজেলারও। জক্কিঝামেলা এড়াতে ডাসার থানার অনেক পাসপোর্টধারী পুরনো ঠিকানা অর্থাৎ কালকিন থানা ব্যবহার করছেন। এতেই পড়তে হচ্ছে নানাবিধ সমস্যায়। এক বছর ধরে কালকিনি থানার কম্পিউটার অপারেটর হিসেবে আছেন পুলিশ সদস্য মো. সোহেল খান।

21/07/2025

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন মাদারীপুর জেলা শ্রমিক দল ।

#তারেকরহমান #শ্রমিকদল #মাদারীপুর #বিক্ষোভমিছিল #বাংলাদেশরাজনীতি #দলীয়প্রতিবাদ #বিএনপি #রাজনৈতিকআন্দোলন

17/07/2025

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল করেন জেলা যুবদল।

#তারেকরহমান #বিএনপি #জেলা_যুবদল
#মাদারীপুর #বিক্ষোভ_মিছিল
#প্রতিবাদ_সমাবেশ #আইনশৃঙ্খলা
#বাংলাদেশ_রাজনীতি #রাজনৈতিক_অবস্থা
#তথ্যপ্রতিরোধ #তারেক_রহমান_এর_পক্ষে
#সত্যের_পক্ষে #যুবদল

16/07/2025

গোপালগঞ্জে হামলার প্রতিবাদী মাদারীপুরে বৈষম বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির বিক্ষোভ

ডাব্বা নামক জুয়া আর মাদকে সয়লাব তাহিরপুরের শ্রীপুর বাজার
11/07/2025

ডাব্বা নামক জুয়া আর মাদকে সয়লাব তাহিরপুরের শ্রীপুর বাজার

ডাব্বা নামক জুয়া আর মাদকে সয়লাব সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজার। বাজারে মাদক আর জুয়া (ডাব্বা নামক)...

কুখ্যাত ১মাদক ব্যবসায়ী ৩৬ কেজি গাঁজা ও ১টি সিএনজি সহ গ্রেফতার।
10/07/2025

কুখ্যাত ১মাদক ব্যবসায়ী ৩৬ কেজি গাঁজা ও ১টি সিএনজি সহ গ্রেফতার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান ...

ময়মনসিংহ শিক্ষা বোর্ড এস এস সি পাশের হার ৫৮.২২ শতাংশ
10/07/2025

ময়মনসিংহ শিক্ষা বোর্ড এস এস সি পাশের হার ৫৮.২২ শতাংশ

ময়মনসিংহ সহ সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলপ্রকাশ করা হয়েছে। ১০ জুলাই দুপুর ২টায় দেশের ১১টি...

মাদারীপুরে কাঁচা রাস্তার দুরবস্থায় জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর
08/07/2025

মাদারীপুরে কাঁচা রাস্তার দুরবস্থায় জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ মাটির রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলিত অবস....

07/07/2025

শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় পদ্মার তীর রক্ষা বাঁধের ১০০ মিটার এলাকায় ধস;বিলীন হয়েছে অন্তত ৫টি ব্যবসা প্রতিষ্ঠানসহ ১০টি স্থাপনা;সরিয়ে নেওয়া হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানসহ বসত ঘর।

05/07/2025

মাদারীপুরে বন্ধুত্বের মেলবন্ধন ঈদ পুনর্মিলনী
বন্ধু মানে সুখ-দুঃখের এক মজবুত ভরসা, চরম বন্ধুর পথে এগিয়ে চলার অনুপ্রেরণা। মানুষের জীবনের প্রায় ধাপে ধাপে শত বন্ধুর দেখা মেলে। কেউ স্কুলজীবনের বন্ধু, কেউবা কলেজজীবনের, কেউ বিশ্ববিদ্যালয়ের, কেউবা আবার কর্মজীবনের বন্ধু। এর বাইরেও অনেক বন্ধু রয়েছে। তবে জীবনচলার পথে যে বন্ধুদের দিয়ে বন্ধুত্বের সংজ্ঞা মনের মধ্যে আত্মস্থ হয়, তারা স্কুলজীবনের বন্ধু। তাদের কখনও ভোলা যায় না। হয়তো ব্যস্ততার কারণে নিয়মিত খোঁজখবর রাখা হয়ে ওঠে না, কিন্তু তারাই গেঁথে থাকে অন্তরে। বাস্তবে সচরাচর দেখা না মিললেও স্মৃতির পাতায় আজীবন রয়ে যায় অমলিন।
মাদারীপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাচ-৯৫ (এসএসসি)এর শিক্ষার্থীদের মিলনমেলায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনুষ্ঠানে এসকল কথা বলেন তারা।এ সকল ব্যতিক্রম আয়োজন করেছেন মাদারীপুর -৯৫ বন্ধু মহল।
শুক্রবার (৪জুলাই) বিকালে শিবচর উপজেলার পদ্মার পাড়ে সবাই একত্রিত হন। এদিকে পুরনো সব বন্ধু আর সহপাঠীকে পরস্পর জড়িয়ে ধরে হয়েছেন আত্মহারা। হাতে হাত আর বুকে বুক মিলিয়ে করেছেন কুশল বিনিময়। অনেকে আবার প্রিয় সহপাঠীকে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। মোবাইল ক্যামেরায় নিজেদের বন্দি করেন নতুন করে।

01/07/2025

মাদারীপুর সরকারি কলেজে ছাত্রদলের মানবিক উদ্যোগ
পরীক্ষার্থীদের জন্য কলম ও বিস্কুট বিতরণ
#ছাত্রদল #মাদারীপুরছাত্রদল #মানবিকউদ্যোগ #পরীক্ষার্থীদেরপাশে #কলেজছাত্রদল #কলমবিতরণ #ছাত্ররাজনীতি #শিক্ষাবান্ধব

29/06/2025

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ রবিবার (২৯ জুন) সকাল সাড়ে সাতটার দিকে পাথর বোঝাই একটি ট্রাক সেতুর মাঝামাঝি অংশে পৌঁছালে পাটাতনটি ভেঙে যায় এবং ট্রাকটি আটকে যায়।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Daily Vorer Alap posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share