Entertainment 1988-420

Entertainment 1988-420 Entertainment 1988-420
Enjoy every moment.too much video all time.

14/07/2025

শুভ সকাল আপনার দিনটি শুভ হোক

সমস্যা নয়, সমাধান খোঁজাই হচ্ছে সাহসী মানুষের কাজ!জীবন বদলাতে সময় লাগে না, লাগে শুধু একটা সাহসী সিদ্ধান্ত। প্রতিদিন একটু ...
13/07/2025

সমস্যা নয়, সমাধান খোঁজাই হচ্ছে সাহসী মানুষের কাজ!
জীবন বদলাতে সময় লাগে না, লাগে শুধু একটা সাহসী সিদ্ধান্ত।
প্রতিদিন একটু একটু করে নিজেকে আগের চেয়ে ভালো করে গড়ে তুলো — এটাই জীবনের প্রকৃত সাফল্য।

#উপদেশ

13/07/2025

ধ/র্ষ/কের মতো ঘৃণ্য অ/প\রা\ধীদের বি\রু\দ্ধে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

"ধ/র্ষ/কের জন্য কোনও ক্ষমা নেই। যতদিন না ন্যায়ের বিচার হয়, ততদিন প্রতিবাদ থামবে না।"

"ধ\র্ষ\ণ শুধু একটি মেয়েকে নয়, একটি পরিবার, একটি সমাজকে ভেঙে দেয়। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই।"🙏

10/07/2025

জুম বৃষ্টি বাহিরে গরম গরম মালাই চা খাচ্ছি "চায়ের গ্রামে"

09/07/2025

ফেনী জেলা জলাবদ্ধতা নিয়ে খাল গুলো পুরন উদ্ধার নিয়ে মানব বন্ধ ✔✔

ব্রেকিং নিঊজফেনী ও কুমিল্লা জেলার উপরে বন্যা পরিস্থিতির অবনতির প্রবল আশংকা করা যাচ্ছে (আপডেট সময় রাত ১১ টা)আজ মঙ্গলবার স...
08/07/2025

ব্রেকিং নিঊজ

ফেনী ও কুমিল্লা জেলার উপরে বন্যা পরিস্থিতির অবনতির প্রবল আশংকা করা যাচ্ছে (আপডেট সময় রাত ১১ টা)

আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া অতিবৃষ্টির কারণে ইতিমধ্যেই প্লাবিত হওয়া ফেনী জেলা এবং কুমিল্লা জেলার দক্ষিণ দিকের উপজেলাগুলোর বন্যা পরিস্থিতির অবনতির প্রবল আশংকা করা যাচ্ছে আগামীকাল বুধবার সকাল থেকে কারণ আগামীকাল ভারতের ত্রিপুরা রাজ্যের উপর থেকে আসা পানি কুমিল্লা ও ফেনী জেলার নদ-নদীগুলোর উপরে দিয়ে প্রবাহিত হওয়া শুরু করবে।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে অবস্থিত রাডার থেকে প্রাপ্ত রাত ১০ টা বেজে ৪২ মিনিটের চিত্র হতে দেখে যাচ্ছে যে আবারও বৃষ্টির শুরু হয়েছে চট্রগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলো এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে। মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত চলার প্রমাণ পাওয়া যাচ্ছে চট্রগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে।

ফলে আজ সারা রাত চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে চলমান বৃষ্টিপাত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। ভারি থেকে খুবই ভারি বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে চট্রগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলা এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সকল জেলার উপরে। আগামী ২৪ ঘন্টা নতুন করে ১০০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

08/07/2025

ফুলগাজী সদরের শ্রীপুর গ্রামের নাপিত কোনা এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে পানি ঢুকছে লোকালয়ে😢 আল্লাহ্ পাক ফেনীকে রক্ষা করুন🤲

08/07/2025

গত বছরের মতো এই বছর ও বন‍্যা শুরু হচ্ছে ইয়া আল্লাহ্ রহম করো🤲😢

07/07/2025

চলো বৃষ্টি দেখি দুজন মিলে আজ🌨🌧🌦

প্রেমিকার কাছ থেকে কিডনি নিয়ে স্ত্রীকে ফেরত দেওয়া হোক।।
03/07/2025

প্রেমিকার কাছ থেকে কিডনি নিয়ে স্ত্রীকে ফেরত দেওয়া হোক।।

আমি আসিফের সম্পর্কে  ফুফি হয়! মানে  আসিফ হলো আমার গ্রামের চাচাত ভাইয়ে ছেলে। ছেলেটাকে ছোট বেলায় দেখতাম  সহজ সরল টাইপের। ক...
03/07/2025

আমি আসিফের সম্পর্কে ফুফি হয়! মানে আসিফ হলো আমার গ্রামের চাচাত ভাইয়ে ছেলে।

ছেলেটাকে ছোট বেলায় দেখতাম সহজ সরল টাইপের। কোন উগ্র মেজাজ বা কোন প্রকারের বদ অভাস ও নাই।

এই সহজ সরল ছেলেটাকে কেন যে কিছু মানুষ ফ‍্যাশন শিখাতে চাইছে কে জানে! আসিফ তুমি তোমার মতো করে এগিয়ে যাও,,! আগামী প্রজন্ম তোমার ফ‍্যাশনকেই মনে ধারন করবে,,,✌

02/07/2025

তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল,, নাকি তোমার মন!!

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Entertainment 1988-420 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Entertainment 1988-420:

Share