07/08/2024
পুলিশরা চাচ্ছে, প্রশাসনের লোকজন চাচ্ছে, অনেক সেনাবাহিনীও চাচ্ছে, আপামর জনগণ চাচ্ছে, অর্থাৎ দেশের সবাই চায় তরুণরাই রাজনীতিতে আসুক, তরুণরা রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিক। অলরেডি অনেক সিনিয়র সিটিজেন, শিক্ষক, বিদেশে অবস্থানরত বিজ্ঞানী, গবেষক, শিক্ষার্থীও চাচ্ছে তরুণরা আসুক। তাহলে আর বিলম্ব কেন?
আইনশৃঙ্খলা বাহিনীর অবর্তমানে তরুণরাই ট্রাফিক নিয়ন্ত্রণ করছে,পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। সবাই যার যার জায়গা থেকে নেমে পড়ুন, জনগণকে তরুণদের নেতৃত্ব সম্পর্কে সচেতন করুন। লেখকরা লিখতে শুরু করুন, কলামিস্টরা কলাম লিখুন, কনটেন্ট ক্রিয়েটররা ভিডিও বানাতে শুরু করুন। গ্রামে গ্রামে তরুণদের চাওয়া নিয়ে বৈঠক করুন। সময় খুবই কম। এখনই শুরু করতে হবে। কেবল তরুণদের মাধ্যমেই এদেশটাকে আগামী ১০ বছরে সিঙ্গাপুর বানানোর সম্ভব।
শুরু হোক #রাষ্ট্র_ক্ষমতায়_তরুণদের_চাই এই হ্যাশট্যাগ দিয়ে লিখালিখি!
Copy:Meraj vai