Crazy 4 Kids

Crazy 4 Kids ভাল লাগলে পেজে Like দিয়ে Active থাকুন। হূদয়ের মাঝে জমে থাকা কথা গুলো আমাদের কাছে লিখে পাঠান ।।। সবার মাঝে সেয়ার করব;

14/06/2022

কথায় কথায় পাগলের মত ভালোবাসি বলা মানুষটা একটা সময় আপনাকে খুব বাজে ভাবে ঠকিয়ে চলে যাবে। যেই মানুষটা একটা সময় রাত জেগে আপনাকে ভালোবাসি বলতো, আপনাকে অদ্ভুত নামে ডাকতো । আপনি পুরাতন হয়ে গেলে সেই মানুষটা আপনাকে ফেলে নতুন কাউকে খুঁজে নিবে,নতুন কাউকে রাত জেগে ভালোবাসি বলবে,নতুন কাউকে অদ্ভুত নাম ধরে ডাকবে ।

যে মানুষটা আপনাকে বলতো, তোমাকে ছাড়া বাঁচব না। সেই মানুষটাই কিন্তু একটা সময় কোনো প্রকার লাইফ সাপোর্ট ছাড়াই খুব ভালো ভাবে বেঁচে থাকবে। অথচ আপনি তখন প্রতারিত হয়ে নিজেকে নিঃস্ব ভাববেন। অনেক ভেঙে পড়বেন।কখনো নিজেকে শেষ করে দিতেও মন চাইবে।

প্রতারণা করে চলে যাওয়া মানুষগুলো ভালো থাকার জন্য প্রতারণা করে চলে যায়।
নতুন কাউকে খুঁজে নেয়। অথচ আপনি তাদের নিজের সবকিছু দিয়ে ভালোবাসতে শুরু করেন। আপনি নিজের
চেয়ে প্রতারকদের বেশি ভালোবাসেন।

কিন্তুু একটা সময় আপনি প্রতারিত হতে হতে নিজেকে সামলে নেন। কাউকে ভালোবেসে বাঁচার চেয়ে নিজেকে ভালোবাসা উচিত। একটা সময় আপনি শিখে যান একা বাঁচতে ।জেনে যান কি করে ভালো থাকার অভিনয় করতে হয় রোজ।

ভালো থাকুক প্রতারকরা--

লেখা:আদিবা তাবাস্সুম
ছবি:Zree photoghraphy

10/06/2022

মন প্রাণ উজাড় করে নিঃস্বার্থভাবে ভালোবাসার পরেও আপনাকে ছেড়ে চলে যাওয়া মানুষটা শুধু আপনাকেই ঠকায় নি, বিশ্বাস করুন সে আপনার চাইতে নিজেকেই খুব বাজেভাবে ঠকিয়েছে।

অযোথা তার জন্য কেঁদে কেঁদে বালিশ ভেজানোর কোনো প্রয়োজন নেই,রাত জেগে কিংবা নেশা করে নিজের শরীরের ক্ষতি করারো কোনো প্রয়োজন নেই।

বরং এটা ভেবে আপনার খুশি হওয়া উচিত যে আপনি হেরে যান নি , জিতেই গেছেন। ভুল মানুষের থেকে মুক্তি পেয়েছেন।
এই স্বার্থের শহরে খুব কম মানুষই আছে যারা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসতে পারে,আর খুব কম মানুষেরই ভাগ্যে জোটে এমন নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া একজন বিশেষ মানুষের ।

আপনি যাকে নিজের চাইতেও বেশী গুরুত্বপূর্ণ ভেবেছিলেন, নিজের ইচ্ছের চাইতে তার ইচ্ছেগুলোকেই সর্বাধিক মূল্য দিয়েছিলেন।সেই মানুষটাই আপনার মন বোঝা তো দূরের কথা, আপনাকে সস্তা ভেবে ইগনোর করতে করতে একপর্যায়ে এসে ছেড়েই চলে গেছে।

কারন মানুষটা আপনার মূল্য ঠিক কতটা তা কখনোই অনুধাবন করতে পারে নি।রত্ম চেনার ক্ষমতা সবার মাঝে থাকে না।
কথায় বলে না-"রতনে রতন চেনে, শুকোরে চেনে কচু"।

মানুষটা ঠিক হলে আপনাকে ঠিকই বুঝতে পারতো। আপনাকে ছেড়ে যাওয়া তো দূরের কথা আপনি ছেড়ে যাওয়ার কথাটা মুখে তুললেই তার ভেতরে ঝড় উঠে যেতো। মানুষটা ঠিক ছিল না বলেই আপনাকে ছেড়ে চলে যাওয়ার আগে বিন্দুমাত্র ভাবে নি।

ভুল মানুষটার জন্য ভেঙে না পড়ে, নতুন করে ঘুরে দাঁড়িয়ে মানুষটাকে আপনার বুঝিয়ে দেওয়া উচিত যে আপনি কোনো ডাস্টবিনে পড়ে থাকা ময়লা নন, আপনি এক অমূল্য রতন। তাকে এটাও বুঝিয়ে দেওয়া উচিৎ আপনার মূল্যটা তার জীবনে আর পাঁচজনের চাইতেও ঠিক কতখানি বেশি ছিল।

আপনার ঘুরে দাঁড়ানো দেখে মানুষটা যাতে অনুতপ্ত হয়, তেমনভাবেই আপনাকে ঘুরে দাঁড়ানো উচিত। তবেই আপনি স্বার্থক এবং আপনার ভালোবাসা স্বার্থক।

লেখা: দিয়া রায় চম্পা
📸: সংগৃহীত

09/06/2022

দুঃখ ব্যতীত সুখের আশা করাটা নেহাতই বোকামি,কারন আকাশের রংধনুটাও বৃষ্টির পর ছাড়া দৃশ্যমান হয় না।

প্রকৃতপক্ষে আমরা সবাই সুখ সন্ধানী এবং সবার হৃদয়ে একটাই চাওয়া,তা হলো সুখকে খুব কাছ থেকে ছোঁয়া।কেউই দুঃখ কষ্টের অংশীদার হতে চাই না। অথচ দুঃখের অঞ্চল না পেরোলে সুখের অঞ্চলে পৌঁছানোর কোনো রকম বিকল্প পদ্ধতি নেই।

আসলে ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম-"ধরি মাছ না ছুঁই পানি।"
পানির নিচে থাকা জলজ্যান্ত মাছকে হাত দিয়ে ধরতে চাই, কিন্তু পানি যাতে হাতকে ছুঁতে না পারে সেটাও চাই।
সেরকমই সবাই দুঃখের সাগরে বসবাসরত সুখকে প্রাণপণে ধরতে চাই ,কিন্তু কোনোক্রমেই আবার দুঃখের পরশ পেতে চাই না।

ব্যর্থতার পর সফলতা, রাতের পর দিন, কান্নার পর হাসি ,দুঃখের পর সুখ, জন্মের পর মৃত্যু, মেঘের পর বৃষ্টি , বৃষ্টির পর রংধনু উঠবে এটাই স্বাভাবিক।এটাই প্রকৃতির নিয়ম।

যারা এই নিয়মকে অন্তর থেকে মেনে নিতে শিখে যায়, দুঃখ তাদেরকে কখনোই ভেঙ্গে ফেলতে পারে না। বরং তারা আরো শক্তিশালী হয়ে ওঠে। শেষপর্যন্ত তারাই সুখকে জয় করে ফিরে,তারাই জীবনে সফলতা অর্জন করে।

সুতরাং দুঃখ পেলে একেবারেই ভেঙে পড়তে নেই, দুঃখের পর সুখ আসে এই কঠিন সত্যটাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়।

সুখের ছোঁয়া পেতে হলে , দুঃখকে বরণ করে নেওয়ার ক্ষমতা অর্জন করতে হয়। তবেই সুখ ধরা দেয়।

লেখা: দিয়া রায় চম্পা🌼

11/05/2022

চকচক করিলেই যেমন সোনা নাহি হয়,
আপন আপন করলেও তেমনি আপন সবাই নয়।

পাথরে ঘষিলে পাবে সোনার পরিচয়,
বিপদে পড়িলে চিনবে আপন কজন হয়।

-দিয়া রায় চম্পা

Address

Fulbaria

Telephone

+8801634656579

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crazy 4 Kids posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Crazy 4 Kids:

Share

Category

Our Story

হূদয়ের মাঝে জমে থাকা কথা গুলো আমাদের কাছে লিখে পাঠান ।।। সবার মাঝে সেয়ার করব;