
14/06/2022
কথায় কথায় পাগলের মত ভালোবাসি বলা মানুষটা একটা সময় আপনাকে খুব বাজে ভাবে ঠকিয়ে চলে যাবে। যেই মানুষটা একটা সময় রাত জেগে আপনাকে ভালোবাসি বলতো, আপনাকে অদ্ভুত নামে ডাকতো । আপনি পুরাতন হয়ে গেলে সেই মানুষটা আপনাকে ফেলে নতুন কাউকে খুঁজে নিবে,নতুন কাউকে রাত জেগে ভালোবাসি বলবে,নতুন কাউকে অদ্ভুত নাম ধরে ডাকবে ।
যে মানুষটা আপনাকে বলতো, তোমাকে ছাড়া বাঁচব না। সেই মানুষটাই কিন্তু একটা সময় কোনো প্রকার লাইফ সাপোর্ট ছাড়াই খুব ভালো ভাবে বেঁচে থাকবে। অথচ আপনি তখন প্রতারিত হয়ে নিজেকে নিঃস্ব ভাববেন। অনেক ভেঙে পড়বেন।কখনো নিজেকে শেষ করে দিতেও মন চাইবে।
প্রতারণা করে চলে যাওয়া মানুষগুলো ভালো থাকার জন্য প্রতারণা করে চলে যায়।
নতুন কাউকে খুঁজে নেয়। অথচ আপনি তাদের নিজের সবকিছু দিয়ে ভালোবাসতে শুরু করেন। আপনি নিজের
চেয়ে প্রতারকদের বেশি ভালোবাসেন।
কিন্তুু একটা সময় আপনি প্রতারিত হতে হতে নিজেকে সামলে নেন। কাউকে ভালোবেসে বাঁচার চেয়ে নিজেকে ভালোবাসা উচিত। একটা সময় আপনি শিখে যান একা বাঁচতে ।জেনে যান কি করে ভালো থাকার অভিনয় করতে হয় রোজ।
ভালো থাকুক প্রতারকরা--
লেখা:আদিবা তাবাস্সুম
ছবি:Zree photoghraphy