Md Zakir Farazi

Md Zakir Farazi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Zakir Farazi, Digital creator, Fulbaria.

সৃষ্টিকর্তার সকল সৃষ্টিকে ভালোবাসি।
বন্যা কবলিত অসহায় মানুষের পাশে সহযোগিতা করার জন্য এগিয়ে আসুন।

শিক্ষার্থীদের বিজয়কে সম্মান করুন।
সকল ধরনের বৈষম্য বন্দ দূর করুন।
আমাদের পরিচয় একটি আমরা বাঙালী।


সকল ধরনের বৈষম্য বন্দ করুন।

গাছ যত বড় হবে বাতাস তত বেশি লাগবে এটাই স্বাভাবিক।জাকের পার্টি জিন্দাবাদ।
23/05/2025

গাছ যত বড় হবে বাতাস তত বেশি লাগবে এটাই স্বাভাবিক।
জাকের পার্টি জিন্দাবাদ।

12/05/2025

আমি গত সপ্তাহে নিজের পোস্টে 50টি প্রতিক্রিয়া ও কমেন্ট পেয়েছি! আপনাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ! 🎉

নিউজটা চোখের সামনে বার বার আসতেই স্ক্রল করে চলে যাচ্ছি ভয়ে আতংকে। চাইছি না দেখতে, একদমই না, তবুও সামনে আসছে। কি এক ভয়াবহ...
05/05/2025

নিউজটা চোখের সামনে বার বার আসতেই স্ক্রল করে চলে যাচ্ছি ভয়ে আতংকে। চাইছি না দেখতে, একদমই না, তবুও সামনে আসছে। কি এক ভয়াবহ অস্থিরতা কাজ করছে মনে। সপ্তম শ্রেনির বাচ্চা, হ্যাঁ সপ্তম শ্রেনি! সবে প্রাইমারি পাশ করেছে। এখনও নিজ হাতে তুলে ভালোমতো খাবার খাওয়ার বয়স হয়নি, এখনও একটু ধমকালে ভ্যা ভ্যা করে কাঁদার বয়স। মায়ের আঁচলে মুখ গুজে থাকার বয়সটাও যে পেরোয়নি এখনও। অথচ এই বয়সী কজন বাচ্চা তারই বয়সী এক সহপাঠিকে মেরে ফেললো!! তাও আবার ক্লাসে সামনের বেঞ্চে বসার মতো সামান্য বিষয় নিয়ে ঝগড়াঝাঁটিতে। কিভাবে সম্ভব! এইটুকু বাচ্চা, বলা যায় মুখে এখনও দুধের গন্ধই রয়ে গেছে।

চট্টগ্রামের চান্দগাঁও থানার হামিদচর, কর্ণফুলীর চর। সেই চরে কাদায় মাখামাখি হয়ে উপুড় হয়ে পরে আছে রাহাত। বন্ধুরা খেলতে ডেকে এনে মেরে ফেলেছে। প্রতিদিনের মতো বন্ধুদের সাথে খেলার জন্য কত খুশি হয়েই না বাড়ি থেকে বের হয়েছিলো। ভালো ক্রিকেট খেলতো ছেলেটা, সামনের সিজনে অনুর্দ্ধ ১৪ ক্রিকেটের জন্য বাছাইও হয়েছিলো৷ কিন্তু জানতেই পারেনি সে যে আর ফিরবে না, হাতে আর কখনো উঠবে না শখের ব্যাট বল। না জানি বাড়ি ফেরার জন্য, বাঁচার জন্য কতই না কান্নাকাটি করেছে। মায়ের কাছে যেতে চেয়েছে। অথচ প্রতিদিন একই সাথে বসা, টিফিন ভাগ করে খাওয়া, আড্ডা মজার খুনসুটির বন্ধুরাই তাকে বাঁচতে দিলো না। মৃত্যুর আগে বন্ধুদের না জানি কতটা হাতেপায়ে ধরেছে। কিন্তু এইটুকু বাচ্চাদের মনে কেন এতটুকুও দয়া হয়নি। একটা জলজ্যান্ত মানুষ, এবং তাদেরই বন্ধুকে মেরে ফেললো! এত পাষাণ! এই বয়সেই! অথচ মায়ের চোখ রাঙানো দেখলেও ভয়ে চুপসে থাকার কথা এ বয়সীদের। কিন্তু কি দুঃসাহস! কি ভয়ংকর হয়ে উঠেছে এরা!!

আচ্ছা, এমন ভয়ংকর কি একদিনে হয়েছে? মোটেই না৷। এর জন্য আমরা দায়ী। বাচ্চাকে ভালো ছাত্র হওয়ার দৌড়ে নামিয়ে ভালো মানুষ হওয়ার শিক্ষাটা দিচ্ছি না। মায়ের সাথে যেদিন প্রথম তর্ক করেছিলো, বাবার পকেট থেকে যেদিন না বলে ৫ টা টাকা নিয়েছিলো, দেরিতে বাসায় ফিরেছিলো, কোচিং প্রাইভেটের কথা বলে পার্কে ঘুরেছিলো, বন্ধুর সাথে ঝগড়া করে এসেছিলো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছিলো, শাসনটা আমরা শক্ত করে তখন শুরু করিনি। ছোট মানুষ বড় হলে ঠিক হয়ে যাবে বলে মেনে নেই৷ ছোট বাচ্চা বুদ্ধি হয়নি বলে চোখের খেয়ালটাও করি না। কিন্তু ভুল আমাদের এখানেই। বাচ্চাকে চোখে চোখে রাখার আর কোন বিকল্প নেই। তিতা হলেও সত্য যে, আপনার বাচ্চা তা নয় যা সে আপনাকে দেখায়। এই একটা কথা মাথায় রেখে সতর্ক থাকা উচিত।

কষ্টে, ভয়ে, আতংকে শরীরটা কেমন ঠান্ডা হয়ে আসছে নিউজটা পড়ে। ঠিক এই বয়সী শত শত ছেলে আছে ,,,,আৎকে উঠি আমি ,,,মন শুধু এটুকুই বলছে, বাবা তোরা মানুষ হ, ভালো মানুষ। ভালো ছাত্র না হলেও ক্ষতি নেই......😢

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Zakir Farazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share