Intifada Books

Intifada Books নতুন প্রজন্মের প্রকাশনা

পাঠকের হাতে 'চেচেন বীরাঙ্গনা'
17/10/2025

পাঠকের হাতে 'চেচেন বীরাঙ্গনা'

আপনি আসছেন তো?স্টল : ১২৩-১২৪ফাউন্টেন পাবলিকেশন্স বায়তুল মোকাররম ইসলামি বইমেলা (পূর্ব গেইট প্রাঙ্গণ)
17/10/2025

আপনি আসছেন তো?
স্টল : ১২৩-১২৪
ফাউন্টেন পাবলিকেশন্স
বায়তুল মোকাররম ইসলামি বইমেলা (পূর্ব গেইট প্রাঙ্গণ)

স্পেশ্যাল অফার এখনো চলছে! 🛍️আক্রান্ত মুসলিম ভূখণ্ড সিরিজ সংগ্রহ করুন এখনই — টি-শার্টের স্টক কিন্তু সীমিত! ⏳
17/10/2025

স্পেশ্যাল অফার এখনো চলছে! 🛍️
আক্রান্ত মুসলিম ভূখণ্ড সিরিজ সংগ্রহ করুন এখনই — টি-শার্টের স্টক কিন্তু সীমিত! ⏳

‘কোথায় পা ফেলব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। চারদিকে শুধু রক্ত আর মাংসের টুকরো পড়ে ছিল।’বই: চেচেন বীরাঙ্গনা
16/10/2025

‘কোথায় পা ফেলব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। চারদিকে শুধু রক্ত আর মাংসের টুকরো পড়ে ছিল।’

বই: চেচেন বীরাঙ্গনা

হাসিমুখে দাঁড়ানো মানুষটি কে বলুন তো? Asadudzaman Joy    ভাই। কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি ভাই কিন্তু একজন নিবিষ্ট পাঠক। আ...
16/10/2025

হাসিমুখে দাঁড়ানো মানুষটি কে বলুন তো? Asadudzaman Joy ভাই। কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি ভাই কিন্তু একজন নিবিষ্ট পাঠক। আপনি কী জানেন, আয়ের প্রায় ১০% তিনি বই কেনার জন্য বরাদ্দ রাখেন?
জ্ঞান অর্জনের জন্য বই পড়ার কোনো বিকল্প নেই। আপনি আয়ের কত শতাংশ বই কেনার জন্য বরাদ্দ রাখেন? কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না!
ইন্তিফাদা বুকস
নতুন প্রজন্মের প্রকাশনা...

নিউইয়র্ক টাইম বেস্ট সেলার রাইটার জেমস রিকার্ডস, মার্কিন আইনজীবী ভাষাকার ইনভেস্টমেন্ট বিশেষজ্ঞ।মানব সভ্যতার প্রাচীন কাল ...
16/10/2025

নিউইয়র্ক টাইম বেস্ট সেলার রাইটার জেমস রিকার্ডস, মার্কিন আইনজীবী ভাষাকার ইনভেস্টমেন্ট বিশেষজ্ঞ।

মানব সভ্যতার প্রাচীন কাল থেকে স্বর্ণ ও রুপার মুদ্রাই শাসন করেছে পৃথিবী। কারণ সবদিক থেকে একমাত্র সোনা ও রুপারি সেই ক্ষমতা ও যোগ্যতা আছে যা ‘অর্থ' হিসেবে টিকে থাকার জন্য জরুরী।

ইউরোপে ব্যাংক ব্যবস্থার উত্থানের পর কাগজে মুদ্রার প্রচলন শুরু হয় বিশ্বব্যাপী। তবে সেটা ছিল গোল্ড স্ট্যান্ডার্ড ভিত্তিক -ই। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে বৈশ্বিক অর্থ ব্যবস্থায় নানান পরিবর্তন আসে। নতুন সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে আমেরিকার উত্থান ঘটে। 'ব্রেটন উডস' সিস্টেমের আত্ততায় বিশ্ব অর্থনীতিতে ডলারের আধিপত্য কায়েম হয়। পৃথিবীর সকল মুদ্রা মধ্যে হয়ে যায় ডলার নির্ভর। আর ডলারের পেছনে মজুত থাকে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ।

সব দেশের মুদ্রার বিপরীতে আছে ডলার, ডলারের বিপরীতে আছে স্বর্ণ, ফলে পরোক্ষভাবে সব দেশের মুদ্রাই স্বর্ণের সাথে সম্পৃক্ত।

বর্তমানে সব কারেন্সি কাগুজে মুদ্রা। এর পেছনে কোন সম্পদ নেই। আসলে এটি একটি কাগজের টুকরা ছাড়া কিছুই না। কারেন্সি গুলো টিকে আছে শুধুমাত্র মানুষের আস্থার উপর ভিত্তি করে, যদি কোন কারনে মানুষের আস্থা চলে যায় অর্থ ব্যবস্থা ভেঙে পড়বে।

বইটি পড়লে বৈশ্বিক অর্থনীতির স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। স্বর্ণ ভিত্তিক মুদ্রা ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠা করা কেন প্রয়োজন তার যৌক্তিকতা তুলে ধরার পাশাপাশি এই ধারণার বিরোধীকারীদের যুক্তি গুলোকে খন্ডন করেছেন। ডলারের রহস্য কি? ব্যাংক ব্যবস্থা কিভাবে গড়ে উঠলো? কিভাবে মুদ্রাস্ফীতি ঘটানো হয়? আমেরিকা চীনসহ বিভিন্ন দেশ কেন স্বর্ণ জমাচ্ছে? গত শতকে দুই দুইবার বিশ্ব অর্থনীতি কিভাবে ধ্বংসের মুখে পড়েছে? এবং কেন এখন সেটা তৃতীয়বারের মতো ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে তা সতর্ক করে দেখিয়েছেন।
বই : গোল্ড ইস মানি
লেখক : জেমস রিকার্ডস
অনুবাদ : রাকিবুল হাসান
রিভিউদাতা : কোহিনুর
বারাকিল্লাহু ফিক।

পাঠকের মন্তব্য—Intifada Books এর সাম্প্রতিক প্রকাশনা “চেচেন বীরাঙ্গনা” বইটির অল্প কিছু অংশ পড়ার সুযোগ হলো। মূল গ্রন্থটি ...
15/10/2025

পাঠকের মন্তব্য—

Intifada Books এর সাম্প্রতিক প্রকাশনা “চেচেন বীরাঙ্গনা” বইটির অল্প কিছু অংশ পড়ার সুযোগ হলো। মূল গ্রন্থটি লিখেছেন পল জে. মারফি, অনুবাদ করেছেন Azmin Akther Eva আপু।

বইটি রুশ-চেচেন যুদ্ধের বাস্তব প্রেক্ষাপটে নির্মিত, যেখানে পুরুষদের পাশাপাশি নারীরাও অস্ত্র তুলে নিয়েছিলেন। তারা ছিলেন মা, বোন, স্ত্রী—কিন্তু তার চেয়ে বড় পরিচয় ছিল ‘যোদ্ধা’। রক্তে, অশ্রুতে, এবং বিশ্বাসে তারা গড়েছেন এক অদম্য প্রতিরোধের ইতিহাস।

ইন্তিফাদা বুকস সবসময়ই এমন বই প্রকাশ করে যা মুসলিম বিশ্বের রাজনৈতিক বাস্তবতা ও প্রতিরোধের ইতিহাসকে তুলে ধরে। চেচেন বীরাঙ্গনা সেই ধারারই এক শক্তিশালী সংযোজন।

বইটা দেখে শুরুথেকেই ধারণা করছিলাম বিষয়বস্তু হিসাবে বইটার আলোচনা জঠিল হবে কিন্তু না বেশ আগ্রহ লাগছে পড়তে। আর অনুবাদক ভাষার সৌন্দর্য ও গতি ধরে রেখেছেন এমনভাবে, যেন পাঠক অনায়াসে চেচেন যুদ্ধক্ষেত্রের হৃদয়বিদারক দৃশ্যগুলোর ভেতর ঢুকে পড়েন।

লেখা— কোহি নুর

প্রি-অর্ডারের বাকি আর মাত্র কয়েকঘন্টা।
15/10/2025

প্রি-অর্ডারের বাকি আর মাত্র কয়েকঘন্টা।

বলেন তো, ভাইয়ের হাতে কী বই?— সিরিয়া ধ্বংসের নেপথ্যনায়ক!আপনি কী জানেন জনপ্রিয় সিরিজ আক্রান্ত মুসলিম ভূখণ্ড সিরিজের ষষ্ঠ ব...
15/10/2025

বলেন তো, ভাইয়ের হাতে কী বই?
— সিরিয়া ধ্বংসের নেপথ্যনায়ক!

আপনি কী জানেন জনপ্রিয় সিরিজ আক্রান্ত মুসলিম ভূখণ্ড সিরিজের ষষ্ঠ বই এটি।
— তাই নাকি?

শুধু তাই নয়, এই সিরিজের ৭টি বই সংগ্রহ করা যাবে মাত্র ২০৯৯ টাকায়!
— কত পার্সেন্ট ছাড়ে, ভাই?

কেবল ৩৫% ডিসকাউন্টই না, থাকছে আরও বেশি কিছু!
— সেইটা আবার কী?

পাঠক উপহার পাবেন ফিলিস্তিন টি-শার্ট, কেফিয়াহ নোটবুক, প্রিমিয়াম বুকমার্ক!
— বলেন কী, এতকিছু!

কতদিন অফার থাকবে, ভাই?
— প্রথম ভাগ্যবান পাঠক ২০ জন টি-শার্ট পাবেন। স্টক কিন্তু সীমিত!

আর সময় নাই, মনু!
লও যাই, জলদি!
টি-শার্ট কি মিস করমু নাকি!

15/10/2025

✨ পাঠক নন্দিত আক্রান্ত মুসলিম ভূখণ্ড সিরিজ ও অন্যান্য বেশ কিছু বই নিয়ে মূল্যবান মতামত জানালেন Abdur Rahim Ammar ভাই।

আপনার মতামত জানাতে ভুলবেন না, প্রিয় পাঠক। 🤍

স্বামীর মৃ/ত্যু যেন লোলিতার জীবনে মোড় ঘুরিয়ে দিল। নিজের সব আবেগ ও দুঃখ ঢেলে দিয়ে নিজেকে আত্মনিয়োগ করলেন একজন সফল স্নাই...
14/10/2025

স্বামীর মৃ/ত্যু যেন লোলিতার জীবনে মোড় ঘুরিয়ে দিল। নিজের সব আবেগ ও দুঃখ ঢেলে দিয়ে নিজেকে আত্মনিয়োগ করলেন একজন সফল স্নাই/পার হওয়ার লক্ষ্যে। কথিত আছে, তিনি নিজের স্বামীর মৃত্যুর প্রতিশো/ধ নিতে সেনাদের কোম/রের নিম্নাংশ লক্ষ্য করে গু/লি ছুড়তেন, যেন শারীরিক যন্ত্র/ণা ও অপমানে একাকার হয়ে কাতরাতে থাকে। লোলিতা খুব কম মানুষের সঙ্গে বন্ধুত্ব করতেন। যো/দ্ধারাই ছিল তার একমাত্র পরিবার।

বই: চেচেন বীরাঙ্গনা

✨ পাঠকদের ভালোবাসায় সিক্ত — আক্রান্ত মুসলিম ভূখণ্ড সিরিজ! আলহামদুলিল্লাহ, একে একে প্রকাশিত হয়েছে এই সিরিজের ৭টি বই। সিরি...
14/10/2025

✨ পাঠকদের ভালোবাসায় সিক্ত — আক্রান্ত মুসলিম ভূখণ্ড সিরিজ! আলহামদুলিল্লাহ, একে একে প্রকাশিত হয়েছে এই সিরিজের ৭টি বই। সিরিজটির সর্বশেষ ৩টি বই—

📘 সিরিয়া : বিপ্লবী জিহাদের আদ্যোপান্ত
📗 সিরিয়া ধ্বংসের নেপথ্যনায়ক
📙 চেচেন বীরাঙ্গনা

অনেকেই এই সিরিজটি সংগ্রহ করতে চান! কিন্তু বাজেটের কারণে হয়তো হয়ে উঠেনি। তাদের জন্য দারুণ সুযোগ! 🎁

👉 ৩৫% ছাড়ে ৭টি বই মাত্র ২০৯৯ টাকায়!
এবং জিতে নিতে পারেন—
✅ ফিলিস্তিন টি-শার্ট
✅ কেফিয়াহ নোটবুক
✅ প্রিমিয়াম বুকমার্ক

📣 প্রথম ২০ জনের জন্যই টি-শার্ট অফার প্রযোজ্য!

কারণ, স্টক কিন্তু সীমিত!

📍 স্টল: ১২৩–১২৪
🎯 ফাউন্টেন পাবলিকেশন্স
🕌 বায়তুল মোকাররম ইসলামি বইমেলা ২০২৫

Address

61/1, Paridas Road, Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Intifada Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Intifada Books:

Share

Category