
18/06/2025
আষাঢ় মাসে, আষাঢ়ে গল্প 😎
আজকে জুপিটার গ্রহে ৫ বিঘা জমি কেনার সমস্ত ফর্মালিটিস সম্পন্ন করলাম। ইচ্ছে আছে ওখানে এক জোড়া ডুপ্লেক্স ছনের কুটির বানাবো। বাঁশ বেত আর মাটির তৈজসপত্রে সাজানোর থাকবে সব কিছু। কুটিরের সামনে থাকবে মস্ত দিঘি। দিঘির চার পাশে শান বাঁধানো ঘাট। কৃষ্ণচূড়ার গাছ লাগাবো চারিদিকে, যাতে ফুল ফুটলে মনে হয় এক টুকরো বাংলাদেশ।যেখানেই যাই দেশ বলে কথা🫰। পুকুরের বার্ডসভিউ টা ড্রোন শ্যুট করে পেইজে আপলোড দিব ।উমমম, মন্দ না 🤭। এই সম্পর্কে আরও বিস্তারিত জানাবো, এখন আপনাদের গল্পটা শুনি।
আর
কদম ফুলের শুভেচ্ছা নিতে ভুলবেন না কিন্তু। ☺️🧳🚀🏔️
#আষাঢ়েগল্প #কদমফুল