NEERU

NEERU Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NEERU, Fulbaria.
(44)

✨ NEERU ✨

Inspiring cozy homes 🏡
delicious recipes,🍲🍹
travel stories🧳✈️
&magical captures📸 🏞

Home Decor | Cooking | Traveling | Photography।DIY। life style। PR and Promotion
Follow for daily inspirations & creative lifestyle tips!

Garlic pickles.... 🧄☘️এটা অনেক Healthy.
21/09/2025

Garlic pickles.... 🧄☘️

এটা অনেক Healthy.

শৈশব....  ✨🍂
21/09/2025

শৈশব.... ✨🍂

want to ON... 🍂✨
20/09/2025

want to ON... 🍂✨

আশ্বিন মাস চলছে  আর ২ মাস।  এরপর আবার ২ মাস ঠান্ডা খাওয়া বন্ধ। যত পারুন খেয়ে নিন🍨 আমি আবার 🤭🤭🤭 কে কে আছেন এই দলে?  🫣    ...
19/09/2025

আশ্বিন মাস চলছে আর ২ মাস। এরপর আবার ২ মাস ঠান্ডা খাওয়া বন্ধ। যত পারুন খেয়ে নিন🍨
আমি আবার 🤭🤭🤭
কে কে আছেন এই দলে? 🫣

After morning হাঁটাহাটি। কুড়িয়ে আনা অলকানন্দা সাথে মাশলা চা without milk & Suger. জীবনের এই পর্যায়ে এসে মাঝে মাঝে খুব নি...
19/09/2025

After morning হাঁটাহাটি। কুড়িয়ে আনা অলকানন্দা সাথে মাশলা চা without milk & Suger. জীবনের এই পর্যায়ে এসে মাঝে মাঝে খুব নিয়ম ভাঙার নিয়মে চলতে ইচ্ছে করে।
☕🌿🍂

খাবারের পর Best part হচ্ছে এটা। টিস্যু পেঁচিয়ে একটু হলেও আনতেই হবে ☺️।  কে কে করেন এই কাজ? । জানাবেন কিন্তু 🫣
18/09/2025

খাবারের পর Best part হচ্ছে এটা। টিস্যু পেঁচিয়ে একটু হলেও আনতেই হবে ☺️। কে কে করেন এই কাজ? । জানাবেন কিন্তু 🫣

বছর চারেক আগে আমাদের তরমুজ গাছে করল্লা ধরেছিল। ☺️ হি হি.... ব্যাপারটা  বলি,  আমার ছেলের গাছ লাগানোর খুব ঝোঁক।  সে যে ফলই...
18/09/2025

বছর চারেক আগে আমাদের তরমুজ গাছে করল্লা ধরেছিল। ☺️
হি হি....
ব্যাপারটা বলি,

আমার ছেলের গাছ লাগানোর খুব ঝোঁক। সে যে ফলই খায় তার বীজ আমার ফুলের টবে লাগিয়ে দেয়। এরই ধারাবাহিকতায় তরমুজ খেয়ে বীজ বুনে দিয়েছিল। আমি নিয়মিতই গাছের যত্ন নেই। নিয়মিত পানি দেয়া, আগাছা পরিষ্কার করা, সবজিপচিয়ে সার দেয়া চলছে।আর সাথে চলছে ছেলের প্রতিদিন সেই গাছের কাছে গিয়ে দেখা নতুন প্রানের দেখা মিলে কি না। যাই হোক কিছু দিন পর হঠাৎ আমার ছেলের উচ্ছ্বসিত চিৎকার।
মা মা, আমার তরমুজ গাছ হয়েছে। আমিও দেখে খুব খুশি হলাম। দিন যায়, গাছ বড় হয়। আমরা তরমুজ গাছ কখনো দেখিনি তাই গুগল করে নিশ্চিত হলাম। দেখতে দেখতে গাছে ফুলও ফুটলো। আমার ছেলেতো মহা খুশি। হলুদ ফুল দেখতে খুব সুন্দর লাগছিলো। একদিন বারান্দায় গিয়ে দেখি ছোট একটা কি যেন ধরে আছে। কাছে গিয়ে আমার চোখ তো চড়কগাছ! এ কি!!!!!

এ কিভাবে হলো? তাড়াতাড়ি গুগল করে দেখি হায় হায়, এতো বড় ভুল কিভাবে হলো আমার? আমার ছেলেকে কি বলবো? যাই হোক তাকে জানানো হলো বিষয় টা। সে এতোটাই মন খারাপ করল কি বলব। আসলে তরমুজ গাছ আর ফুলের সাথে করল্লা গাছের অদ্ভুত মিল । যা কি না আমাদের মতো নব্য কৃষাণ বিষয়টি বুঝতেই পারে নি। এর পর থেকে আমি আর আমার ছেলে সব ফল আর সবজি গাছ চেনা শুরু করলাম। যদিও গুগল করে করে শিখছি। গাছও লাগাই। যাতে আর ভুল না হয়।

তবে বিষয় টা সারাজীবন মনে থাকবে আমাদের। সে গাছ, বিড়াল আর পাখি খুব ভালোবাসে। দোয়ায় রাখবেন। 🌿☘️✨

কোন একদিন ঠিকানা বিহীন গন্তব্যে ঠিক পৌঁছে যাব। অপেক্ষায়....... ✨🍂✨     ゚
17/09/2025

কোন একদিন ঠিকানা বিহীন গন্তব্যে ঠিক পৌঁছে যাব। অপেক্ষায়....... ✨🍂✨

গ্রামের বাড়িতে এই আয়োজনের একটা আলাদা আনন্দ আছে।  ✨🍂🌿
17/09/2025

গ্রামের বাড়িতে এই আয়োজনের একটা আলাদা আনন্দ আছে। ✨🍂🌿

এ শহরে নেই মায়ের মতো চাঁদ ... জোনাকি পোকা, তাসনিম রাত.... যোগাযোগ নেই, আছে অযুহাত....  ✨🍂
16/09/2025

এ শহরে নেই মায়ের মতো চাঁদ ...
জোনাকি পোকা, তাসনিম রাত....
যোগাযোগ নেই, আছে অযুহাত.... ✨🍂

সিজন শেষ। আসছে বছর আবার হবে। 🥭🍹🍂
16/09/2025

সিজন শেষ। আসছে বছর আবার হবে। 🥭🍹🍂

সতেজতা....  🌿🍂☘️
14/09/2025

সতেজতা.... 🌿🍂☘️

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when NEERU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share