Afrin Shariyar

Afrin Shariyar NeVeR ComPaRe Me To OtHeRs
I'm NoT TheM I'm JuSt Me

তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়,আমার পৃথিবী। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিলো এক অমূল্য রত্ন,যা আমি কখন...
18/04/2025

তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়,আমার পৃথিবী।
তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিলো এক অমূল্য রত্ন,যা আমি কখনো ভুলতে পারবো না। তোমার হাসি, তোমার শাঁখের করতালের মতো কথা, তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া,
প্রতিটি স্বপ্ন _ সবকিছুই যেন অদৃশ্য সুর, যা আজও আমার হৃদয়ে বাজে।
কিন্তু আজ, তোমার অনুপস্থিতি যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে। আমি জানি, সময় কখনো অপেক্ষা করে না, সম্পর্ক কখনো এ জায়গায় থেমে থাকে না, কিন্তু তোমাকে হারানো এতোটা কষ্টকর হবে, তা ভাবতেও পারিনি। আমরা যখন একে অপরকে ভালোবাসতাম, তখন মনে হতো সবকিছু সুন্দর। কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি হয়ে দাড়িয়েছে, যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যাথা দেয়।
সব কিছু বদলে গেছে, কিন্তু আমার হৃদয় এখনো তোমাকে খুঁজে। তোমার চলে যাওয়া আমাকে একা করে দিয়েছে, মনে হয় যেন আমি জীবনে আরও বড় কিছু হারিয়েছি, আর কখনো ফিরে পাবো না। তোমার চলে যাওয়ায় আমি অনেক টা দূর্বল হয়েছি।
কিন্তু তোমার প্রতি ভালো বাসা কখনো কমবেনা।
আমি জানি তুমি আর কখনো ফিরবে না, কিন্তু তুমি যা ছিলে, আমি তা কখনো ভুলতে পারবো না !🥀😅❤️‍🩹

আমাকে ছেড়ে যাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ! আমাকে ছেড়ে গিয়ে তুমি আমাকে বাস্তব আর রূপকথার মধ্যের পার্থক্য বুঝিয়েছো, বুঝিয়েছো এ...
13/04/2025

আমাকে ছেড়ে যাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ! আমাকে ছেড়ে গিয়ে তুমি আমাকে বাস্তব আর রূপকথার মধ্যের পার্থক্য বুঝিয়েছো, বুঝিয়েছো এই পৃথিবীতে কেও কারো না! তোমার ছেড়ে যাওয়া আমাকে বুঝিয়েছে কিভাবে মানুষ কথা দিয়ে কথা রাখে না, কিভাবে মানুষ থেকে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে চলে যায়, কিভাবে মানুষ হাজারটা স্বপ্ন দেখিয়ে একদিন সব স্বপ্ন কেড়ে নিয়ে পালিয়ে যায়, কিভাবে মানুষ মাঝ পথে হাত ছেড়ে দেয়! তোমার চলে যাওয়া আমাকে পাথর বানিয়ে ফেলেছে, এখন আর কোনো অনুভূতি আমাকে স্পর্শ করতে পারে না, কারো মৃত্যুর শোকও আমার মন টাকে একটুও গলাতে পারে না! চোখের জল শুকিয়ে মরুভূমিতে রূপান্তরিত হয়েছে! তোমার চলে যাওয়ার পর মানুষের প্রতি আমার দয়া আসে, মায়া আসে, ভালোবাসাও আসে, আসে না শুধু বিশ্বাস! তুমি আমার বিশ্বাস ভাঙার পর দ্বিতীয় বার আর কাওকে বিশ্বাস করার মতো দুর্সাহস আমি দেখাইনি। তুমি আমাকে মানুষ চিনিয়েছো, বুঝিয়েছো আশা গুলো হতাশায় রূপ নিলে কেমন লাগে! তোমাকে ভালোবেসে আমি বুঝেছি ভালোবাসা একটা মোহ, এই মোহর ঘোর কেটে গেলে ভালোবাসা কেমন অভিশাপ এ রূপ নেই। তুমি আমাকে ছেড়ে গিয়ে বুঝিয়েছো, মানুষ চিরকাল থাকার জন্য আসে না! আমাকে পৃথিবী চেনানোর জন্য ধন্যবাদ তোমাকে। তোমার এই কৃতজ্ঞের কথা আমার আজীবন মনে থাকবে! 🌸🖤

সে আমারে কেন জোর কইরা বললো না, আমার তো তোমারেই লাগবো " তোমারেই লাগবো! 💔😅
06/04/2025

সে আমারে কেন জোর কইরা বললো না, আমার তো তোমারেই লাগবো " তোমারেই লাগবো! 💔😅

1. তুমি বলেছিলে মানুষ বদলায়তাই তুমি বদলে গেলে কিন্তুআমি বদলায় নি তবে আমি কি মানুষ নই?—হুমায়ূন ফরিদি স্যার 2. আমি যাকে আঁ...
03/04/2025

1. তুমি বলেছিলে মানুষ বদলায়
তাই তুমি বদলে গেলে কিন্তু
আমি বদলায় নি তবে আমি কি মানুষ নই?

—হুমায়ূন ফরিদি স্যার

2. আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি, সে আমাকে ফেলে গেছে। আমাদের জীবনেও প্রায়ই এমনটা হয়। যাদেরকে আমরা একান্তই খুব কাছের মানুষের মত প্রাধান্য দেই। নিয়তির দোষে তাদের সাথেই আমাদের বেশি ছাড়াছাড়ি হয়।

—হুমায়ূন ফরিদি স্যার

3. কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম এর কারণ যদি তুমি খুঁজতে যাও, দেখবে তুমি কিছুই খুঁজে পাচ্ছো না৷ অন্ধকার ঘরে তুমি কালো বিড়ালকে খুঁজছো - কিন্তু বিড়ালটি সেই ঘরে নেই, ভালোবাসাটি এমন।

—হুমায়ূন ফরিদি স্যার

4. প্রেমের আর একটা দিক হচ্ছে না বুঝা, আপনি কেন প্রেমে পড়েছেন? সেইটার মানে যদি খুঁজতে যান তাহলে অন্ধকার ঘরে কালো বিড়াল খোঁজার মতোই সমান।

—হুমায়ূন ফরিদি স্যার

5. মানুষ কি কখনো মানুষকে ভুলে যায়? নাকি একটা অভিমানের পর্দা টেনে কাটিয়ে দেয় বাকিটা জীবন।

—হুমায়ূন ফরিদি স্যার

6. কাউকে ভালোবাসার অনেক পথ আছে, কিন্তু তাকে ভোলার কোন পথ নেই!

—হুমায়ূন ফরিদি স্যার

7. এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্যের প্রতি থাকে ঝোঁক, সে আমার না হোক।

—হুমায়ূন ফরিদি স্যার

8. কাউকে এতটাও ভালোবাসো না, যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে, তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে! বরং ভালোবাসা হোক গিভ এন্ড টেক পলিসি। তুমি যতটুকু দেবে ততটুকুই পাবে। এর বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান।

9. যতি কপালে দুঃখ লেখা থাকে।
তবে,মানুষ হাসলেও চোখ দিয়ে অশ্রু ঝরে!

10.খুব বেশি কষ্ট পেলে কেঁদে নিও।
তবুও,স্বার্থপরের কাছে নিজের কষ্টের বর্ণনা করতে যেও না।

স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়
©️

02/04/2025

যে সবসময় বলে যে আমাকে কখনো ছেড়ে যেও নাহ!
কিছু সময় পর দেখা যায়, সেই মানুষটাই সবার আগে ছেড়ে চলে যায়!🥺💔

29/03/2025

না আছে পরিবারের দিক দিয়ে শান্তি, আর না আছে মনের দিক দিয়ে শান্তি যার কাছ থেকে একটু শান্তির আশা করি' সে তার দিক দিয়ে অধিক কষ্ট দিয়ে দেয়.! 😅❤️‍🩹

29/03/2025

যে তোমারে ভাগ্যের উপর ছেড়ে দিছে সে তোমারে কখনোই চায় নাই।
কারণ আল্লাহ তোমার হাত দিছে তুমি ভাত না খাইলে
আল্লাহ তোমারে খাওয়াই দিতো না !! 😊❤️‍🩹

16/03/2025

বার বার বিশ্বাস ভাঙার পরেও, মন ভাঙ্গার পরেও সব কিছু ভুলে গিয়ে, ক্ষমা করে দিয়ে, কিঞ্চিৎ ভালোবাসা পাওয়ার লোভে সবটুকু ভালোবাসা নিংড়ে দিয়ে, গুরত্ব না পেয়েও সবার আগে গুরুত্ব দিয়ে, কষ্ট পাওয়ার পরেও বার বার মেনে নিয়ে, ভুল না করেও সরি বলে রাগ ভাঙিয়ে, সবটুকুন আত্মসম্মান বিসর্জন দিয়েও যখন বিপরীত দিক থেকে অল্প কিছুও ফেরত পাওয়া যায় না, তখন রুহু'টাই মৃত হয়ে যায়। মনে হয় নিজেই নিজেকে ঠকাচ্ছি। ঘৃণার পাত্র বানাচ্ছি।

বার বার বদলাতে চেয়ও যখন কাউকে বদলানো যায় না, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে ভাবার পরেও যখন কিছু ঠিক হয় না, তখন আলগোছে সরে আসতে হয়। অন্য কাউকে বদলানোর চেষ্টা বাদ দিয়ে নিজেকে বদলে যেতে হয়।

তিল তিল করে গড়ে উঠা ভরসা করার জায়গাটা, সমস্ত ভয় কাটিয়ে তৈরি হয় শক্তপোক্ত বিশ্বাসটা, ভেঙেচুরে যাবার পর ওই মানুষটার প্রতি আগের মতো অনুভূতি, শ্রদ্ধাবোধ, মায়া কোনোটাই থাকে না। যে ভালোবাসার মানুষ জীবন সুন্দর অনুভব করানোর পরিবর্তে জীবন নরক বানিয়ে ফেলে সে ভালোবসার মানুষ থাকার চেয়ে না থাকাই শ্রেয়।

মনে রাখা ভালো—
কোনো কোনো ভালোবাসার মানুষ হৃদয়ে থাকাই সুন্দর, জীবনে থাকাটা নয়।😢💔

সম্পর্ক পুরনো হয়ে গেলে রাতে মাথাব্যথা হয়, ক্যারিয়ার নিয়ে চিন্তা বাড়ে, মেজাজ খারাপ হয়, ডিপ্রেশন আসে, মায়া কমে, গুরুত্ব কম...
16/03/2025

সম্পর্ক পুরনো হয়ে গেলে রাতে মাথাব্যথা হয়, ক্যারিয়ার নিয়ে চিন্তা বাড়ে, মেজাজ খারাপ হয়, ডিপ্রেশন আসে, মায়া কমে, গুরুত্ব কমে, একসাথে থাকা যায় না আর.! 🥀😅

শুধু তুমি যদি বুঝতে, রোজ রাতে জ্বর কেন আসে। কেন সন্ধ্যা নামলেই মন খারাপ হয়, কেন একাকিত্ব আর মাইগ্রেনের যন্ত্রণা ঘাপটি মে...
13/03/2025

শুধু তুমি যদি বুঝতে, রোজ রাতে জ্বর কেন আসে।
কেন সন্ধ্যা নামলেই মন খারাপ হয়, কেন একাকিত্ব আর মাইগ্রেনের যন্ত্রণা ঘাপটি মেরে বসে থাকে মস্তিষ্কে!

যদি জানতে, বিরহ ছাড়া প্রেম হয় না।
ভালোবাসার বিপরীতে লেখা থাকে অবহেলা, অপূর্ণতা আর না পাওয়ার আক্ষেপ! শুধু তুমি যদি একটুখানি বুঝতে আমায়। জীবনের রং সাদাকালো না হয়ে বরং লাল, নীল কিংবা হলুদ বর্ণ হতে পারতো।

যদি জানতে, ভালোবাসা গভীর হলেই মানুষ একাকিত্বে ভোগে! সম্পর্ক সময় চায়, অধিকার চায়, চায় নির্ভরযোগ্য কাঁধ। প্রচন্ড দুঃখ পেলে যে কাঁধে মাথা রেখে কান্না করা যায়। মানুষ দুঃখ পেলেই তো কাউকে ভালোবাসতে চায়।

যদি বুঝতে, মানুষ ভালোবাসে কেন।
কেন এত আকুলতা নিয়ে মানুষ অভিমানে নিশ্চুপ নীরবতায় হাঁপিয়ে উঠে! যদি নীরবতার ভাষা জানতে, তবে আফসোস নিয়ে এত দূরে থাকা হতো না।

কথা ফুরালেই জ্বর আসে!
রাতে ঘুম আসে না, বিরহ অনলে পুড়তে থাকে মন। সহস্র মানুষের ভীড়েও নিজেকে একা লাগে খুব! মনে হয়, সব আছে শুধু তুমি পাশে নেই!

ইস!!
শুধু তুমি যদি বুঝতে, পৃথিবীতে তুমি ছাড়া এ অসুখ সারবে না কিছুতেই। তুমি একটু আধটু বুঝতে পারলেই হতাশাকে বুড়ো আঙুল দেখিয়ে দিতাম। এইসব জ্বরের ঘোরে আবোলতাবোল না বকে শুধু তোমার বুকেই মিশে যেতাম। তুমি বুঝতে চাওনা বলেই পৃথিবীতে নীরবতার ভাষা এত কঠিন! জ্বর দেখার বাহানায় কপালে হাত রেখে তুমি ছুঁয়ে দেখো না বলেই মন খারাপ, বিষন্নতা অবলীলায় ছুঁয়ে দেয় মন।

16/12/2023
09/11/2023

সামনে আমার জন্মদিন আসতেছে।গিফট না দিলে হ্যাপি বার্থডে বলার দরকার নাই।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Afrin Shariyar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Afrin Shariyar:

Share