AF Mission

AF Mission Road to truth....

24/07/2025

আজকে জগন্নাথ ইউনিভার্সিটিতে একটা ডিবেট ফেস্ট আছে। সরকারী সহযোগিতায় হচ্ছে। সেখানকার ডিজাইন, ফটো ও ভিডিওগ্রাফীর কাজ গুলা আমরা OnShoot Studio করতেছি।

তো তাদের ওপেনিং ব্যানার বিকেলে ডিজাইন করে দিয়ে দিলাম প্রিন্টে। প্রিন্ট করে ক্যাম্পাসে নিয়েও গেছে। এখন একজন সরকারী হনু তার নামের আগে কেন জনাব আসে নাই এই জন্য নাখোশ।

জাস্ট নামের আগে জনাব আসে নাই এই জন্য সে পুরাটা প্রিন্ট হওয়া ব্যানার বাদ দেওয়াইছে। নতুন করে রাতে আবার প্রিন্ট করতে হইছে।

এই হইলো আমাদের দেশের সরকারী চাকরদের অবস্থা। নিজেদেরকে কি মনে করে এরা আল্লাহ ভালো জানে।

23/07/2025

আগে কি হইছে, কি ছিলো, লাইফে কে ছিলো, কতটুকু ছিলো এসব বাদ দেন। ভবিষ্যতে কি হবে, কতটুকু হবে এসব চিন্তাও বন্ধ করেন। বর্তমান নিয়ে বাঁচুন।

এতো স্বপ্ন দেখে আসলে লাভ নাই। আজকের দিনটা ভালো কাটানো জরুরী। আগামিকাল কি হবে কে জানে।

আর যদি মধ্যবিত্ত হোন তাইলে হুদাই "মানুষ তার স্বপ্নের সমান বড়" এইসব বালছাল বিশ্বাস করে লাইফের আনন্দ নষ্ট কইরেন না।

নিজের যা আছে তা নিয়া সন্তুষ্ট থাকেন। নিজেকে ভালোবাসেন। নিজেকে সময় দেন। ঘুরেন,চিল করে, চা পান খান, গান গান, আড্ডা দেন, কিছু লাগলে উপরওয়ালার কাছে বলেন।

মানুষের থেকে কখনোই ভালো কিছু আশা করবেন না। হোক সেটা হেল্প, ভালোবাসা, দান বা যে কোণ ছোট জিনিস।

22/07/2025

লাস্ট কবে অভিনন্দন পাওয়ার মত কিছু করছিলাম মনে নাই 🥹

22/07/2025

কেউ পর্দা না করলে, নামাজ না পরলে, প্রেম করলে,নাটক- সিনেমা দেখলে, বিড়ি খাইলে... এক কথায় প্রেকটিসিং মুসলিম না হলে আমরা অনেকেই দ্বীনের নামে তার থেকে দুরে থাকি বা দুরে রাখতে চাই। এটা ঐটা বলতেও দ্বিধা করি না।

অথচ দেখেন গতকাল একজন শিক্ষিকা যিনি হয়তো পরিপূর্ণ পর্দা করতেন না। তবুও আশা করা যায় আল্লাহ হয়তো তাকে শহিদী মৃত্যু দিছেন।

আবার জুলাইতে এমন এমন ছেলে পেলে শহীদ হইছে যারা হয়তো বিড়ি খাইতো, প্রেম করতো, নামাজও ঠিক মত পরতো না।

শহীদ মানে বুঝেন তো? জাস্ট ঈমান থাকলে সরাসরি জান্নাত। তো এগুলারে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?

তাই নিজে একটু দ্বীনদার হয়ে মানুষকে তুচ্ছ ভাববেন না। আল্লাহ কারে কখন কিভাবে কবুল করে নিবে সেটা আমরা কেউ জানি না৷

21/07/2025

একই পরিবারের ৩ ভাইবোনের মধ্যে ২জন আল্লাহর ডাকে সারা দিছে আরেকজন মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে 😢
খোদা সেই পরিবারকে তুমি ধৈর্য ধারনের ক্ষমতা দাও।

21/07/2025

আল্লাহ মাইলস্টোনের বাচ্চাগুলারে রহম করো।

21/07/2025

গতকালকে বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখতে গেছিলাম মিরপুর স্টেডিয়ামে। সন্ধার পর ওয়াশরুমে গিয়ে আয়নায় ফেস দেখে মনে হইলো নিজেরে কেমন ফালতু লাগতেছে। ঘেমে আছি, ফেস তৈলাক্ত হয়ে আছে। চুল আউলাঝাউলা। মানে নিজেরে একটু লো ফিল হচ্ছিলো।

আশপাশে এতো এতো সুদর্শন লোকজন দেখে নেগেটিভ ফিলিং আরো একটু বেড়ে গিয়েছিলো। তাৎক্ষনিক এই নেগেটিভ থট কমানোর জন্য মনে মনে বলা শুরু করছি আমি দুনিয়ার সবচেয়ে সুদর্শন এবং আমার চুল অনেক বেশি সুন্দর। এইভাবে ব্রেইনকে পজিটিভিটি দিয়ে বিল্ডাপ শুরু করছি।

আলহামদুলিল্লাহ ব্রেইনকে বুঝাইতে বেশি সময় লাগে নাই। বাসায় এসে ভাবলাম পার্মানেন্টলি এইটা ব্রেনকে বুঝায়া দেই যেন পরবর্তীতে সে আর এইসব আজাইরা বিষয় নিয়া লো ফিল না করে। এই জন্য মধ্যরাতে নিজের ছবি পোস্ট দিয়া ক্যাপশনে নিজেকে সবচেয়ে সুদর্শন ও চুলের সৌন্দর্যের কথা বলছি।

আমি ব্রেনকে এভাবে ট্রেইন করি। এতে আমার অনেক উপকার হয়। যারা এগুলা বুঝেন না তারা কত কথাই বলবেন এতে অবশ্য আমার তেমন কিছু যায় আসে না। নিজের ভালো থাকা জরুরী। তবে না বুঝে চিল্লানো উচিৎ না।

আর কিছু মানুষজন ভেবে নিছে ভাবধরতেছি। নিজের গুনগান নিজে করতেছি। কিছু অতি ধার্মিক এসে জ্ঞান দেওয়া শুরু করছে, এইটা কবিরা গুনাহ, ধর্ম ব্যাবহার করে নাকি এসব করতেছি ব্লা ব্লা...

আরে ভাই এতো জ্ঞান দিতে হবে কেন? ভালো না লাগলে ব্লক করে দিবেন। আপনাকে তো জোর করে রাখা হয় নাই।

আমি পৃথিবীর সবচেয়ে সুদর্শন যুবকদের মধ্যে একজন। আমার চুল পৃথিবীর সবচেয়ে সুন্দর চুলের অধিকারী লোকদের কাতারে আছে।
20/07/2025

আমি পৃথিবীর সবচেয়ে সুদর্শন যুবকদের মধ্যে একজন।
আমার চুল পৃথিবীর সবচেয়ে সুন্দর চুলের অধিকারী লোকদের কাতারে আছে।

20/07/2025

কিছু মানুষ মরে যায়, মরে যায় পঁচিশে
তারপর মরে গিয়েও বহুকাল বাচে সে

16/07/2025

নওগাঁ ও রাজশাহী যাচ্ছি। প্রচুর চিল করার নিয়ত নিয়া বের হইছি দোয়া কইরেন।

13/07/2025

মানসিক স্বাস্থ্য বলতে যে কিছু আছে এদেশের অধিকাংশ মানুষ জানেই না।

ধার্মিক লোকদেরও যে ডিপ্রেশন, উদ্বেগ, ভয় ইত্যাদি হতে পারে সেটা মানতেই চায় না।

প্রেম বা ব্রেকআপ ছাড়াও যে ডিপ্রেশনের বহু সিরিয়াস কারন আছে ৯০% মানুষ বুঝতেই চায় না।

12/07/2025

কি পরিমান ছেলে-মেয়ে ডিপ্রেশনে আছে (২৫ বছরের মধ্যে) ধারনা করতে পারবেন? দিন দিন এই সংখ্যা রকেটের গতিতে বাড়তেছে।

কেউ কাউকে বলে না, বলার যায়গাও কম। জানিনা সামনের দিনে কি হবে।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when AF Mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AF Mission:

Share

Category