24/07/2025
আজকে জগন্নাথ ইউনিভার্সিটিতে একটা ডিবেট ফেস্ট আছে। সরকারী সহযোগিতায় হচ্ছে। সেখানকার ডিজাইন, ফটো ও ভিডিওগ্রাফীর কাজ গুলা আমরা OnShoot Studio করতেছি।
তো তাদের ওপেনিং ব্যানার বিকেলে ডিজাইন করে দিয়ে দিলাম প্রিন্টে। প্রিন্ট করে ক্যাম্পাসে নিয়েও গেছে। এখন একজন সরকারী হনু তার নামের আগে কেন জনাব আসে নাই এই জন্য নাখোশ।
জাস্ট নামের আগে জনাব আসে নাই এই জন্য সে পুরাটা প্রিন্ট হওয়া ব্যানার বাদ দেওয়াইছে। নতুন করে রাতে আবার প্রিন্ট করতে হইছে।
এই হইলো আমাদের দেশের সরকারী চাকরদের অবস্থা। নিজেদেরকে কি মনে করে এরা আল্লাহ ভালো জানে।