Rongdhunu Tv

Rongdhunu Tv welcome to "Rongdhunu TV "!! we are here to make you believe that authentic journalism exists.

22/08/2025

হসপিটালের মধ্যে দম্পতি র কান্ড

"সাপের কামড়ে শিশুর মৃত্যু"সাপের কামড়ে সাদিয়া নামের দুই বছরের কন্যা সন্তানের মৃত্যু হয়েছে বলে জানা গেছ ।  ✓(৫ আগষ্টের প...
05/08/2025

"সাপের কামড়ে শিশুর মৃত্যু"

সাপের কামড়ে সাদিয়া নামের দুই বছরের কন্যা সন্তানের মৃত্যু হয়েছে বলে জানা গেছ ।

✓(৫ আগষ্টের প্রথম প্রহর মঙ্গলবার)রাত আনুমানিক তিনটার সময় ঝিনাইদহ সদর উপজেলার সুতি দূর্গাপুর গ্রামের খোন্দকার সুরুজ মিয়ার দুই বছর বয়সী মেয়ে সাদিয়া খাতুনের সাপের কামড়ে মৃত্যু হয়েছে।

মৃতের বাবা,মা, চাচা জানান সোমবার দিনগত রাত মঙ্গলবার রাত তিনটার সময় ঘরের মেঝেতে মশারী টানিয়ে ঘুমিয়ে ছিলাম আমার স্ত্রী ও ২ বছরের কন্যা সাদিয়াকে নিয়ে। হটাৎ স্ত্রীর পায়ে ঠান্ডা অনুভব হলে আমাকে জানাই। তড়িঘড়ি করে উঠে টর্চ লাইট জ্বালিয়ে দেখি মশারীর মধ্যে সাপ। তাৎক্ষণিকভাবে ঘুম থেকে উঠে যায়। এরপর আমার ভাইদের ডাক দেয়।তারা এসে সাপ মারতে চেষ্টা করে সাপ ফ্রীজের ফাঁকে চলে যায় মারা সম্ভব হয়নি।পরক্ষণেই সাদিয়া অসুস্থ অনুভব হলে পার্শ্ববর্তী মসজিদের হুজুরের নিকট নিয়ে যায় তখন হাত চালান দিয়ে দেখে সাপের বিষ নেই।এরপর আরও অসুস্থ বেশি হলে তালসার গ্রামে গ্রাম চিকিৎসক নেয়ামুলের নিকট নিয়ে যায়। নেয়ামুল নেবুলাইজার দিয়ে কোন পরিবর্তন না হলে হাসপাতালে নিয়ে যেতে বলে। পরক্ষণে ঐ গ্রামের সাপের বিষ নামানো এক ওঝা বাহার আলীর নিকট নিয়ে যায়।ওঝা দেখার পর হাসপাতালে নিয়ে যেতে বলে। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এবিষয়ে কোটচাঁদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গোলাম মাহবুব জানান। সাদিয়া নামের দুই বছর বয়সী সাপে কাটা রোগী হাসপাতালে সকাল ছয়টা পনের মিনিটের সময় নিয়ে আসেন রোগীর স্বজনেরা।আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, প্রধান শিক্ষিকা বরখাস্ত।পিরোজপুরের নেছারাবাদ উপ...
05/08/2025

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, প্রধান শিক্ষিকা বরখাস্ত।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা "শামীমা ইয়াছমিনকে" সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন নেছারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খোন্দকার জসিম আহমেদ।

সোমবার (৪ আগস্ট) উপজেলার সোনারঘোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সাটানোর ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

"প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিনের দাবি, বঙ্গবন্ধুর ছবি টানানো কোনো অন্যায় নয়, বরং এটি তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের অংশ"

তিনি বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর ছবি টানানোকে আমি গর্বের বিষয় মনে করি।’

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাদের পক্ষ থেকে তদন্ত চলছে। বরখাস্তের সিদ্ধান্তকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই এটিকে স্বাধীন মতপ্রকাশের ওপর হস্তক্ষেপ এবং রাজনৈতিক প্রভাব বলেও মন্তব্য করছেন। আবার অনেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর বলেও আখ্যায়িত করেছেন ওই প্রধান শিক্ষিকাকে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষক সমাজের একাংশ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ও অন্য একটি পক্ষ এর সিদ্ধান্তের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়েছেন।

নেছারাবাদ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খোন্দকার জসিম আহমেদ বলেন, ‘বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে উক্ত স্কুলে আমরা তদন্ত করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের রিপোর্ট প্রতিবেদন পাঠিয়েছি। প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে কর্তৃপক্ষ অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। তদন্ত চলমান আছে, তদন্ত দোষী সাব্যস্ত হলে বিভাগীয় মামলাও হতে পারে। এমনকি স্থায়ীভাবে বহিষ্কারও হতে পারে।’

08/06/2025

জুন থেকে এখন এপ্রিল ।
অপেক্ষা -
তারপর আবার কি শুনতে হয়...

স্থানীয় সরকার উপদেষ্টা  #আসিফ_মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার ...
25/05/2025

স্থানীয় সরকার উপদেষ্টা #আসিফ_মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

13/05/2025

ভুট্টা ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য-

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে ভুট্টা ক্ষেত থেকে আলমগীর হোসেন (৩৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) সকাল ৮টার দিকে স্থানীয়রা ভুট্টা ক্ষেতের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

নিহত আলমগীর হোসেন কুতুবপুর গ্রামের মৃত শামসুল মন্ডলের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিন দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এসময় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ হাসান সঙ্গী ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনার বিস্তারিত তদন্ত শেষে আরও তথ্য জানানো হবে।

28/02/2025

ঝিনাইদাহে দুই ভাইয়ের মারামারি ঠেকাতে গিয়ে প্রতিবেশীর জীবন নাশ।

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৫-২০২৬) ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৯টিতে ও বিএনপি ৫টিতে জয়...
27/02/2025

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৫-২০২৬) ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৯টিতে ও বিএনপি ৫টিতে জয়লাভ করেছে। এছাড়া জামায়াত ২টিতে ও জাতীয় পার্টি ১টিতে জয় পেয়েছে।

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে (পিয়ারপুর ফাইভ মার্ডার নামক স্থান) ৩ জনের মরদেহ উদ্ধার!কুষ্টিয়া-ঝিনা...
22/02/2025

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে (পিয়ারপুর ফাইভ মার্ডার নামক স্থান) ৩ জনের মরদেহ উদ্ধার!

কুষ্টিয়া-ঝিনাইদহ সীমান্তের শৈলকুপার রামচন্দ্রপুর (পিয়ারপুর ফাইভ মার্ডার নামক স্থান) এ প্রকাশ্যে ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে হানিফ নামে একজনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। বাড়ি- হরিণাকুন্ডুর আহাদনগর গ্রামে! তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা বলে জানা গেছে। বাকি দু’জনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, বুকে ও মাথায় গুলি করে ওই তিনজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

16/02/2025

২৯ মিলিয়ন ডলার অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র।

মহেশপুর‌ প্রতিনিধি, গণপিটুনিতে গরু চোর নিহত।গণপিটুনির ঘটনায় ২১ জনকে আসামী করে থানায় মামলা । গরু চুরি করে নিয়ে যাওয়ার সয়ম...
14/09/2024

মহেশপুর‌ প্রতিনিধি,
গণপিটুনিতে গরু চোর নিহত।
গণপিটুনির ঘটনায় ২১ জনকে আসামী করে থানায় মামলা ।

গরু চুরি করে নিয়ে যাওয়ার সয়ম জনতার হাতে গণপিটুনিতে রাশেদ শেখ (৪২) নামে একজন গরুচোর নিহত হন।এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০/২৫ জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত রাশেদ শেখের স্ত্রী চুমকি বেগম বাদি হয়ে বৃহস্পতিবার রাতে এ মামলাটি দায়ের করেন।
মামলায় আসামী করা হয়েছে চোরেদের হাতে আহত তহিদুল ইসলাম খা (৭০) কেউ। মামলা থেকে বাদ পরেনি ভালাইপুর গ্রামের প্রতিবেশীরাও।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জমির হোসেন জানান, মামলার বাদির অভিযোগ তার স্বামীকে গরু চোর সন্দেহে বাড়ী থেকে ধরে নিয়ে স্কুল মাঠে নিয়ে গনপিটুনিতে হত্যা করা হয়েছে। মামলাটি তদন্তের পর আসামীদের বিরুদ্ধো ব্যবস্থা নেওয়া হবে।
মহেশপুর থানার ওসি তদন্ত ইসমাইল হোসেন জানান, গণপিটুনিতে চোর সন্দেহে রাশেদ শেখ নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্যঃ বৃহস্পতিবার ভোর রাতে ভালাইপুর গ্রামের আব্দুল রাজ্জাকের গোয়াল থেকে বাছুরসহ গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় একই গ্রামের তহিদুল ইসলাম খা দেখে ফেলাই চোরেরা তাকে ছোড়া দিয়ে ঘারে কোপ দিলে সে চিৎকার শুরু করে। এসময় এলাকার লোকজন ছুটে আসলে গরু চুরির ঘটনা ফাঁস করে দেয়। পরে এলাকাবাসীরা রাশেদ শেখ (৪২) রাজদুল ইসলাম (৩২) ও বজলুর রহমান বটুকে (৫০) ধরে এনে গনপিটুনি দেয়। গনপিটুনিতে রাশেদ শেখ নিহত হয়।

14/08/2024

শেখের বেটি পালায় না।
সজিব ওয়াজেদ জয় একজন প্রচন্ড মেধাবী মানুষ।
তাকে বোঝার মতো মানুষ দেশে নেই।
খুব কম সময়ে ডিজিটাল বাংলাদেশই তার অনন্য উদাহরণ।

Address

Fulbaria

Telephone

+8801312606022

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rongdhunu Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rongdhunu Tv:

Share