Aslam Sikder

Aslam Sikder Assalamu Alaikum. Welcome to my page. I share my thoughts and experiences with my audience. If you like my thoughts, you may follow my page.

Join me for updates on innovation, education, and self-improvement. My YouTube: www.youtube.com/

24/06/2025

As an ML Engineer, I have to write lots of production ready code. But the tools I used 2-3 years back are outdated now. Hence, I created this updated toolkit for aspiring ML Engineers in 2025 and beyond.

1. Core ML Libraries (Still Relevant & Powerful)
• Scikit-learn – Your go-to for traditional ML (regression, SVMs, trees)
• XGBoost / LightGBM / CatBoost – For tabular data, these remain unbeatable
• TensorFlow & PyTorch – Deep learning’s two titans; PyTorch dominates R&D, TF excels in production

2. NLP & LLM Ecosystem
• Hugging Face Transformers – Pretrained models, tokenizers, fine-tuning: all in one place
• LoRA / PEFT – Finetune massive models cheaply and efficiently
• LangChain / LlamaIndex – Build RAG, chatbots, and LLM apps with few lines
• OpenAI / Cohere / Anthropic SDKs – When you just want to plug in power

3. Data Cleaning & Preprocessing
• Pandas – Still king for fast, intuitive data wrangling
• Polars – A faster, multi-threaded Pandas alternative
• Feature-engine / Sklearn-Pandas – Feature engineering pipelines made easy

4. Experiment Tracking & MLOps
• Weights & Biases (wandb) – Track experiments, compare runs, visualize metrics
• MLflow – Model tracking, packaging, deployment all-in-one
• DVC / Prefect / Airflow – For managing pipelines & reproducibility
• Docker + FastAPI – Deploy ML models in style

5. Visualization & Dashboards
• Seaborn / Matplotlib / Plotly – EDA classics
• Streamlit / Gradio – Instantly create UIs for your models with 5 lines of code
• Dash / Panel – For robust dashboards and more control

6. Other Must-Know Tools
• JupyterLab + VSCode Notebooks – Your coding canvas
• Kaggle Datasets / Notebooks – For quick prototyping
• Colab / Paperspace / Replicate – For free/cheap GPU access

7. Bonus: What's Emerging in 2025?
• Modular .ai – PyTorch-native LLM infra built for scale
• BentoML – A new favorite for model serving
• Pydantic v2 + FastAPI – For ML + API combo with validation

My personal tip:
The tool doesn’t make the engineer - but knowing the right tool makes you faster, better, and more effective developer. You should always:
• Stay updated
• Try new libraries
• Master the ones that matter

I am still novice in 4 and 7, hence I am learning. What about you? What are you learning? Share in comment.

If you are preparing for Data Scientist / ML Engineer role, check-out my ML articles for in-depth theoretical understanding with mathematical intuition [link in comment].

Save this / repost - you'll need it in 2025 and beyond!
collected

বিনা যৌ /তু /কে বিয়ে করার মত হাজারো ছেলে আছে। তবে ১০ হাজার টাকা দে 'ন 'মো 'হ 'রে বিয়ে করবে এমন মেয়ে খুঁজে পাওয়া কঠিন...
17/06/2025

বিনা যৌ /তু /কে বিয়ে করার মত হাজারো ছেলে আছে। তবে ১০ হাজার টাকা দে 'ন 'মো 'হ 'রে বিয়ে করবে এমন মেয়ে খুঁজে পাওয়া কঠিন।

শোনো বোন- টাকা দিয়ে ধনী গরীব পা 'র্থ 'ক্য করা যায়, কিন্তু মানুষ নয়।

Give and Take সম্পর্কে বি 'শ্বা 'সী হলে, বছরে দশবার বিদেশ ট্যুর দেয়ার মত সঙ্গীও তুমি পাবে। তবে উত্তম সঙ্গী পাওয়া এত সহজ নয়।
collected

তুমি কি জানো যে আমাদের পায়ে একটি "দ্বিতীয় হৃদয়" আছে?না, এটা কোন কিংবদন্তি নয়: এটা কাফ পেশীর ডাকনাম, এবং এর কারণ সত্য...
17/06/2025

তুমি কি জানো যে আমাদের পায়ে একটি "দ্বিতীয় হৃদয়" আছে?

না, এটা কোন কিংবদন্তি নয়: এটা কাফ পেশীর ডাকনাম, এবং এর কারণ সত্যিই আকর্ষণীয়!

যখন আমরা হাঁটি, সিঁড়ি বেয়ে উঠি অথবা কেবল দাঁড়াই, তখন এই পেশীগুলি সংকুচিত হয় এবং একটি বাস্তব প্রাকৃতিক পাম্পের মতো কাজ করে, মাধ্যাকর্ষণ বলের বিপরীতে রক্তকে হৃৎপিণ্ডের দিকে ঠেলে দেয়। 💪🩸

এই প্রক্রিয়াটি অপরিহার্য:
✔️ শিরা সঞ্চালন প্রচার
✔️ পায়ে রক্ত ​​জমাট বাঁধা প্রতিরোধ
✔️ ফোলাভাব, ভারীতা এবং ভেরিকোজ শিরা কমানো
✔️ গভীর শিরা থ্রম্বোসিসের ঝুঁকি কমানো

পেশী এবং শিরা ভালভের সমন্বয়মূলক কাজের জন্য এই সমস্ত কিছুর জন্য ধন্যবাদ, যা রক্তকে ফিরে যেতে বাধা দেয়।

👉 এখানেই কেন বেশিক্ষণ বসে থাকা বা দাঁড়িয়ে থাকা ক্ষতিকারক হতে পারে, যেখানে নিয়মিত নড়াচড়া - এমনকি সামান্য হাঁটা দিয়েও - রক্তসংবহনতন্ত্রকে আরও ভালভাবে কাজ করতে সাহায্য করে।

💡 বাস্তবে: আপনার নেওয়া প্রতিটি পদক্ষেপ আপনার হৃদয়ের জন্য একটি উপহার।

হাঁটা, নড়াচড়া, প্রসারিত করা... এগুলি সহজ অঙ্গভঙ্গি, কিন্তু স্বাস্থ্যের জন্য মৌলিক।

❤️ ভুলে যাবেন না: আপনার পায়ের যত্ন নেওয়া মানে আপনার হৃদয়ের যত্ন নেওয়া।

💥 💥 জাতীয় বাজেট ২০২৫ 💥 💥
15/06/2025

💥 💥 জাতীয় বাজেট ২০২৫ 💥 💥

প্রতীক জোশী ছয় বছর ধরে লন্ডনে থাকতেন। তিনি একজন ডাক্তার। বহুদিন ধরেই স্বপ্ন দেখতেন—স্ত্রী আর তিনটি ছোট সন্তানকে নিয়ে লন্...
13/06/2025

প্রতীক জোশী ছয় বছর ধরে লন্ডনে থাকতেন। তিনি একজন ডাক্তার। বহুদিন ধরেই স্বপ্ন দেখতেন—স্ত্রী আর তিনটি ছোট সন্তানকে নিয়ে লন্ডনে সুন্দর জীবন গড়বেন। তখন তার পরিবার ছিল ভারতে।

বহু বছরের কষ্ট, কাগজপত্রের ঝামেলা আর অপেক্ষার পরে অবশেষে সেই স্বপ্ন পূরণের সময় এসেছিল। মাত্র দুই দিন আগে, তার স্ত্রী ডা. কোমি ভারতে থাকা চাকরি ছেড়ে দেন। সব ব্যাগ গুছিয়ে ফেলা হয়, প্রিয়জনদের বিদায় জানানো হয়। নতুন জীবনের পথে যাত্রা প্রস্তুত।

আজ সকালে, আনন্দ আর আশা নিয়ে প্রতীক, তার স্ত্রী এবং তিন সন্তান এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এ ওঠেন লন্ডনের উদ্দেশে। তারা একটি সেলফি তোলে, আত্মীয়দের পাঠায়। নতুন জীবনের শুরু।

কিন্তু তারা আর পৌঁছাতে পারেনি। মাঝ আকাশে বিমানটি দুর্ঘটনায় পড়ে। পাঁচজনের কেউই বেঁচে থাকেনি।

মাত্র কয়েক সেকেন্ডে সব শেষ। একটা জীবনভর স্বপ্ন মুহূর্তেই ছাই হয়ে যায়। এটা আমাদের কঠিনভাবে মনে করিয়ে দেয়—জীবন ভীষণ ভঙ্গুর। আমরা যা গড়ি, যাকে ভালোবাসি, সবই এক সুতোয় ঝুলে থাকে। তাই যতদিন বাঁচি, বাঁচার মতো বাঁচি, ভালোবাসি, যতটা পারি সুখ খুঁজি। কারণ কাল কী হবে, কেউ জানে না।

(দ্যা স্কিন ডক্টরের থেকে বঙ্গানুবাদ করা)

 #সতর্কতা 🔴 ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা নিচে বর্ণিত বিষয়ে সাবধান হবেন :১। ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানু...
12/06/2025

#সতর্কতা
🔴 ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা নিচে বর্ণিত বিষয়ে সাবধান হবেন :

১। ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে মেরে রক্তাত্ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই, সাহায্য করেন। আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে। ওরা আপনাকে মেরে সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্রতারক চক্র।

২। ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই। বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে। আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন। ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাদের আস্তানাতে নিয়ে ব্লাক মেইল করবে।

৩। শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা,রোগে, নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা।
এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।

৪। রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ। আপনাকে তাদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না। সব হারাবেন। মেয়ে দিয়ে ব্লাক মেইল করবে।

৫। গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌলতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁসে গেলেন।

৬। যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম। আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।

৭। রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছিনতাই করে ছাদ থাকে ফেলে দেয়।

৮। লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।

৯। যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না। কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।

১০। হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশাখোর ওঁত পেতে থাকে ছিনতাই এর জন্য।

এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে। সচেতনতা সৃষ্টিতে শেয়ার করে সকলকে জানিয়ে দিন।
সংগৃহীত

💥  #চয়েস লিস্ট দেয়ার আগে  #প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন যেভাবে...✴️বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্য...
09/06/2025

💥 #চয়েস লিস্ট দেয়ার আগে #প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন যেভাবে...

✴️বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ৪ জুন ২০২৫ তারিখে চূড়ান্ত আরও একটি ফলাফল প্রকাশ করা হলো। অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর ভাইভা পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ৬০,৫২১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

✴️১৮ তম শিক্ষক নিবন্ধনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ১ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে। ১৫ মার্চ, ২০২৪ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণ করেন সর্বমোট ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ পরীক্ষার্থী। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন সর্বমোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন পরীক্ষার্থী। লিখিত পরীক্ষার ফলাফলের মাধ্যমে ভাইভা পরীক্ষার জন্য মনোনীত হন সর্বমোট ৮৩,৮৬৫ জন পরীক্ষার্থী। অবশেষে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ৬০,৫২১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। চূড়ান্ত ফলাফল ৪ জুন ২০২৫ তারিখ অপরাহ্ণে প্রকাশ করা হয়। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত আসন্ন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন।

✴️প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইট থেকে আবেদন সম্পর্কিত সকল তথ্য পাবেন। প্রার্থীদের একটি আবেদনে ৪০টি প্রতিষ্ঠান চয়েজ দেয়ার সুযোগ দেওয়া হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বদলি প্রক্রিয়া এখন পর্যন্ত কার্যকর নয়। যে প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন তাকে সেই প্রতিষ্ঠানেই চাকরি করতে হবে দীর্ঘদিন। তবে এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম দ্রুতই শুরু হতে পারে। তাই বেসরকারি শিক্ষক হতে আবেদন করার আগে প্রার্থীদের কিছু বিষয় বিবেচনায় রাখা উচিত।

✴️প্রতিষ্ঠানের অবস্থা, কর্মপরিবেশ, শিক্ষার্থীর সংখ্যা, আর্থিক সচ্ছলতা, যোগাযোগ ব্যবস্থা, প্রতিষ্ঠান প্রধানের আন্তরিকতা ও স্বচ্ছতা, নিয়োগ প্রাপ্ত বিষয়ের শূন্য পদ, শিক্ষকদের সংখ্যা ও শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারলে প্রার্থীর জন্য ভালো। বিশেষ করে শিক্ষার্থী সংখ্যার বিষয়ে খোঁজ নিতে হবে।

✴️প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা যেভাবে দেখবেন-

✅বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত এবং পরিচালিত কেন্দ্রীয় দপ্তর যা দেশের সকল পর্যায়ের সংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ করে। প্রথমে www.banbeis.gov.bd ওয়েবসাইটে ইনস্টিটিউট সার্চ অপশনে গিয়ে Division, District, Upazilla, Institute Type, Management Type ও EIIN Number দিয়ে Find Institute অপশনে সার্চ করে view তে ক্লিক করলে প্রতিষ্ঠানের মৌলিক তথ্য, ঠিকানা, যোগাযোগের নম্বর ও শিক্ষার্থীদের সংখ্যাসহ সকল সাধারণ তথ্য পাওয়া যাবে।

✅প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের তথ্য পেতে www.emis.gov.bd ওয়েবসাইটের Portal অপশনে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা অঞ্চল, জেলা, উপজেলা, প্রতিষ্ঠানের ধরন, ব্যবস্থাপনা নির্বাচন ও শিক্ষা প্রতিষ্ঠানে নাম নির্বাচন করে উক্ত বিদ্যালয়ের কর্মরত শিক্ষক কর্মচারীদের সঠিক সংখ্যা, যোগাযোগের জন্য ই-মেইল ঠিকানা ও শিক্ষকের বিষয়সহ অন্যান্য তথ্য পাওয়া যাবে।

✅বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানসমূহের সকল পাবলিক পরীক্ষার ফলাফল জানার জন্য web based result অথবা https://eboardresults.com ওয়েবসাইটে গিয়ে Name of Examination, Year of Examination, Name of Board, Type of Result, EIIN Number of Institutions ও Security key দিয়ে view result অপশনে ক্লিক করতে হবে।

👉 ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি ও নিবন্ধন সম্পর্কিত যেকোনো তথ্য জানতে সাথে থাকুন। ধন্যবাদ ❤️
সংগৃহীত

গরু বা ছাগলের পায়ার মধ্যে ক্যালসিয়াম থাকে বলে একটা খুব খুব বড় ভুল ধারণা আছে আমাদের।মূলত হাড়ের যে অংশটা আমরা ফেলে দেই, শক...
08/06/2025

গরু বা ছাগলের পায়ার মধ্যে ক্যালসিয়াম থাকে বলে একটা খুব খুব বড় ভুল ধারণা আছে আমাদের।

মূলত হাড়ের যে অংশটা আমরা ফেলে দেই, শক্ত, সাদা অংশ, ওটা ক্যালসিয়ামের লবণ দিয়ে তৈরি। আর যে জিনিসটা আমরা নেহারিতে খাই, সে জিনিসটা পুরোটাই চর্বি। ওতে ক্যালসিয়ামের ছিঁটেফোঁটাও নেই। থাকলেও খুবই অল্প। এতে অন্যান্য নিউট্রিয়েন্ট, ভিটামিন আছে কিন্ত চর্বির তুলনায় নগণ্য।

তাই ক্যালসিয়ামের দোহাই দিয়ে বয়স্ক মানুষ বিশেষত দাদু,নানুদের নেহারি বেশি খাওয়া একদমই উচিৎ নয়। শুধু বয়স্ক ব্যক্তিগণ নন, আমাদেরও উচিত এই চর্বি খেতে সতর্কতা অবলম্বন করা।

পায়া খেলে ক্যালিসিয়ামের অভাব তো পূরণ হয়ই না বরং হৃদরোগের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় বয়স্কদের।

শাদমান আবরার,
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ

আপনার সন্তানের চুলকানি বা স্ক্যাবিস থেকে মুক্তি পেতে হলে আমার লেখা এই পোস্টটি ভালো ভাবে পড়ুন এবং বুঝুন।_________________...
06/06/2025

আপনার সন্তানের চুলকানি বা স্ক্যাবিস থেকে মুক্তি পেতে হলে আমার লেখা এই পোস্টটি ভালো ভাবে পড়ুন এবং বুঝুন।
________________________________________
স্ক্যাবিস এখন মহামারি আকার ধারন করেছে। সবাইকে তাই সচেতন হবার অনুরোধ করছি।

স্ক্যাবিস (Scabies) একটি তীব্র চর্মরোগ, যা Sarcoptes Scabiei নামক এক ধরনের পোকা বা ক্ষুদ্র পরজীবী মাইট (mite) দ্বারা হয়। এটি খুবই সংক্রামক এবং চুলকানির মাধ্যমে এর প্রধান উপসর্গ প্রকাশ পায়।

স্ক্যাবিসের ভয়াবহতা :

১. চরম চুলকানি: স্ক্যাবিস হলে বিশেষ করে রাতে বেশি চুলকানি হয়, ঘুমের ব্যাঘাত ঘটায়। অনেক বাচ্চারা চুলকাতে চুলকাতে ঘুম ভেঙে যায়, যন্ত্রনায় কান্নাকাটি করে।

২. চামড়ায় ফুসকুড়ি ও ক্ষত: স্ক্যাবিস হলে ঘর্ষণ এবং চুলকানোর ফলে চামড়ায় ঘা ও ইনফেকশন হতে পারে। কখনো কখনো চামড়ার নিচে পুঁজ জমে যায়।

৩. পরিবারে দ্রুত ছড়ায়: স্ক্যাবিস রোগে পরিবারে একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এলে পুরো পরিবার এই রোগে আক্রান্ত হতে পারে। মারাত্মক ছোঁয়াচে রোগ এটি।

৪. দীর্ঘমেয়াদে হলে সেকেন্ডারি ইনফেকশন: স্ক্যাবিসের সঠিক চিকিৎসা না হলে শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ, সেলুলাইটিস, এমনকি শিশু রোগীর কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে, তাই সচেতনতা ভীষন ভাবে প্রয়োজন।

৫. মানসিক অস্বস্তি: অতিরিক্ত চুলকানি ও অস্বস্তির কারণে শিশুর মানসিক চাপ ও অস্থিরতা তৈরি হয়।

স্ক্যাবিস থেকে মুক্তির উপায়:

১. চিকিৎসা:

☞ পারমেথ্রিন - ৫% (Permethrin - 5%) ক্রিম: এটি সবচেয়ে কার্যকর। শরীরের গলা থেকে পা পর্যন্ত মেখে রাতভর রেখে সকালে (১০-১২ ঘন্টা শরীরে রাখার পর) ধুয়ে ফেলতে হয়। এই নিয়মে একটু ভুল হলে কোনেভাবেই এউ স্ক্যাবিস রোগ শরীর থেকে যাবেনা। মাসের পর মাস এই রোগের অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে। হাজার হাজার টাকা, ১০-১২টা ডাক্তার যাই করেন, কাজ হবেনা। শরীরের এক ইঞ্চি তো দূরের কথা একসূতা পরিমাণ জায়গাও বাদ রাখবেন না, রাতে ওয়াসরুমে গেলে, ওষুধ ধুয়ে গেলে, আবার প্রয়োগ করুন। মনে রাখবেন, ভীষণ জরুরি। না কমলে ৭ দিন পরপর একই নিয়মে ব্যবহার করুন। আর অবশ্যই পরদিন সকালে গায়ে থাকা পোষাক, বিছানার চাদর, বালিশের কাভার সব কিছু গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। নিজের ও শিশুর শরীর গরম পানি ও বডি ওয়াস দিয়ে ভালো ভাবে রগরে গোসল করুন ও করান।

☞ আপনার শিশুকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী (Permethrin - 5% + Crotamiton) Combined Cream বা Monosulfuram - 25% Solutions ইত্যাদি ব্যাবহার করতে পারবেন।

☞ আইভারমেকটিন (Ivermectin) ওষুধ: কিছু ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আপনার শিশুর স্ক্যাবিস রোগের চিকিৎসায় খাওয়ার ওষুধ দিতে পারেন, বিশেষ করে জটিল ও পুনঃসংক্রমণের ক্ষেত্রে।

☞ অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট: চুলকানি কমাতে সাহায্য করে। শিশুদের ক্ষেত্রে Syrup বড়দের ক্ষেত্রে ট্যাবলেট।

২. পরিষ্কার-পরিচ্ছন্নতা:

আক্রান্ত ব্যক্তির পোশাক, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে রোদে শুকাতে হবে।

এই রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকে ৩ দিন পর্যন্ত দূরে রাখতে হবে (কারণ রোগ সৃষ্টিকারী পোকা বা মাইট ২–৩ দিন বেঁচে থাকে)।

৩. একসাথে চিকিৎসা:

পরিবারের সকল সদস্যকে একসাথে চিকিৎসা গ্রহণ করা জরুরি। এমনকি উপসর্গ না থাকলেও। এটা খুবি জরুরি।

৪. নিয়মিত হাত ধোয়া ও শরীর পরিষ্কার রাখাবেন। বাইরে থেকে বাসায় ফিরে সবার আগে ভালো ভাবে হাত ধোয়ার অভ্যাস করবেন। এতে রিইনফেকশন হবার সম্ভাবনা কমে যায়।

বিশেষ সতর্কতা:

শিশুদের জন্য শিশু বিশেষজ্ঞ এবং গর্ভবতীদের নারীদের গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কারণ ঔষধ গুলো শিশু ও নারীদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

বিশেষ দ্রষ্টব্য:
এই স্ক্যাবিসকে সাধারন ভাবে দেখবেন না। এর ভয়াবহতা অনেক। তাই সচেতন হবেন। যারা আক্রান্ত হয়েছিলেন এখন সম্পূর্ণ সুস্থ তারাও প্রতি মাসে একবার করে পরিবারের সবাই একসাথে পারমিথ্রিন ৫% ব্যবহার করুন এবং পরিধেয় পোষাক, বিছানার চাদর গরম পানিতে ধুয়ে নিন।
নিজে জানুন অন্যকে জানান।

আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে, আমার জন্য দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন, সম্ভব হলে এই পোস্টটি শেয়ার করবেন।

দয়া করে আপনারা সবাই সচেতন হবেন।

মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ।

ধন্যবাদ।

সংগৃহীত

শিক্ষক নিবন্ধন পরীক্ষার আসন্ন গনবিজ্ঞপ্তিতে বর্তমান শূন্যপদের সংখ্যা কত??((স্কুল, কলেজ ও মাদ্রাসার  বিষয় ভিত্তিক শূন্যপদ...
06/06/2025

শিক্ষক নিবন্ধন পরীক্ষার আসন্ন গনবিজ্ঞপ্তিতে বর্তমান শূন্যপদের সংখ্যা কত??

((স্কুল, কলেজ ও মাদ্রাসার বিষয় ভিত্তিক শূন্যপদ))

✍️মোট শূন্য পদ- ১লাখ ১হাজার ১৪২টি।

📌মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে শূন্যপদ- ৪৬হাজার ৪১৪টি
📌মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের শূন্যপদ-৫৪হাজার ৭২৮টি

💥💥সহকারী শিক্ষক (স্কুল)-

বাংলা ৩৮৮৮টি,
ইংরেজি ৫৪৩১ টি,
সামাজিক বিজ্ঞান ১৭২১টি,
গার্হস্থ্য অর্থনীতিতে ১২০৫ টি,
ব্যবসায়ী শিক্ষা ৮৮টি,
কৃষি ১৮০৪,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৭১১৩টি,
ইসলাম শিক্ষা ১২৯৮টি,
হিন্দুধর্ম ৪৬৮টি,
বৌদ্ধধর্ম ৫৯ টি,
খ্রিস্ট ধর্ম ৪১টি,
শারীরিক শিক্ষা ৫৫১৪টি,
শরীরচর্চা ৯টি,

💥💥সহকারী শিক্ষক( স্কুল)-

ভৌত বিজ্ঞান (পদার্থ এবং রসায়ন) ১৩০৯৮টি,
সহকারী শিক্ষক পদার্থবিদ্যা ২২টি,
সহকারী শিক্ষক রসায়ন ১৫২ টি,
সহকারী শিক্ষক গণিত ৩০৭২ টি,
সহকারী শিক্ষক জীববিজ্ঞান ৪৪২৭ টি,
চারু ও কারুকলা ৯২৮০ টি,

💥💥প্রদর্শক-

প্রদর্শক উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যা ৪৩৯ টি,
প্রদর্শক পদার্থবিদ্যা ৫৭৩ টি,
প্রদর্শক রসায়ন ৫৮৮ টি,
প্রদর্শক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৭৮৬টি,

💥💥কম্পিউটার প্রদর্শক-
কম্পিউটার বিজ্ঞান ১৭০ টি,

💥💥সহকারী শিক্ষক-
গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ৫৭৩৪ টি

💥💥সহকারী মৌলভী ৮৯১৬টি,

💥💥সহকারী মৌলভী( ক্বারী) -
তাজবিদ ৩৫৭৫ টি।

💥কলেজ (প্রভাষক):-

বাংলা- ৫৯৯টি,
ইংরেজি- ৫৩৯টি,
অর্থনীতি- ১৩২টি,
রাষ্ট্রবিজ্ঞান- ৩০৭টি,
ইতিহাস- ১০৬টি,
ইসলামের ইতিহাস- ৩৬০টি,
দর্শন- ১৩০টি,
সমাজবিজ্ঞান- ৭৫টি,
সমাজকর্ম- ৪৫টি,
মনোবিজ্ঞান- ৩০ টি,
পদার্থবিজ্ঞান-- ১৫০টি,
রসায়ন -১৯১টি,
গণিত- ৩৭২টি,
প্রাণিবিদ্যা- ৮২টি,
উদ্ভিদবিদ্যা-- ৮৮টি,
ভূগোল ও পরিবেশ- ৭৫টি,
পরিসংখ্যান -৪৩টি,
গার্হস্থ্যা অর্থনীতির -২৭টি,
ব্যবস্থাপনায় -১৩৯টি,
হিসাববিজ্ঞান --১০৯টি,
মার্কেটিং -১০টি,
ফিন্যান্স- ৩টি,
গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান- ৩২টি,
আরবি -১৬৯১টি,
ইসলামিক স্টাডিস -১৭০টি,
কৃষি -২০৩টি,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- ১৬০৭টি,
কম্পিউটার অপারেশন- ৯৬টি,
হিসাব বিজ্ঞান- ১৪টি,
ব্যাংকিং -৫টি,
উদ্যোক্তা উন্নয়ন- ৮টি,
মৎস্য -২১টি,
কৃষি প্রকৌশল -২৫টি,
অংকন ও চিত্রাঙ্কন -৪টি,
মুদ্রণ -৩টি,
প্রাচ্য শিল্পকলা -২টি,
ভাস্কর্য- ৩টি,
বাণিজ্যিক শিল্পকলা ও কম্পিউটার গ্রাফিক্স -২টি,
ব্যাংকিং বীমা -৮১টি,
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন- ৯৮ টি।

💥কলেজ( প্রদর্শক-নন টেক)-

গণিত প্যারামিটার ও পরিসংখ্যান ১০টি,
হাদিস ১৫৫টি,
তাফসির ৩৯টি,
ফিকহ ৫০টি,
আদব ২৬টি,
গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ৬৩৬টি।

💥ট্রেড ইন্সট্রাক্টর-

কৃষিভিত্তিক খাদ্য ৬টি,
খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ ৩৮ টি,
সাধারণ বৈদ্যুতিক কাজ / ইলেকট্রিকাল রক্ষণাবেক্ষণ ১৫১টি,
সাধারণ ইলেকট্রনিক্স ৩৯টি,
রেফ্রিজারেশন এয়ারকন্ডিশন ১২ টি,
বিল্ডিং মেনটেনেন্স সিভিল কন্সট্রাকশন ৩৪টি,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২১০টি,
জেনারেল মেকানিক্স ১৮টি,
ওয়েল্ডিং এন্ড ফেবরিকেশন ৪টি পোশাক তৈরি ৪৬ টি,

💥💥ইবতেদায়ী কারী-
কুরআন তাজবীদ ফিকহ ও আরবি ২৫৬১টি,

💥💥ইবতেদায়ী শিক্ষক (ভাষা)-
বাংলা ও ইংরেজি ১৩২৮টি,

💥ইবতেদায়ী মৌলভী-
কোরআন তাজবিদ ফিকহ ও আরবি ৭৭৮৩টি

সংগৃহীত

🦠 আবার করোনা: এবার জ্বর নেই, কাশি নেই--সোজা ফুসফুসে আঘাত করছে XBB! নতুন করে শুরু হয়েছে করোনার আরেকটি ঢেউ।নতুন রূপ -- XB...
05/06/2025

🦠 আবার করোনা: এবার জ্বর নেই, কাশি নেই--সোজা ফুসফুসে আঘাত করছে XBB!

নতুন করে শুরু হয়েছে করোনার আরেকটি ঢেউ।
নতুন রূপ -- XBB -আগের মতো নয়।
এই ভাইরাসে সাধারণভাবে জ্বর বা কাশি হয় না,
তবে শরীরের ভেতরে নীরবে চলতে থাকে ভয়াবহ সংক্রমণ।

রোগীরা মাথাব্যথা, গলা ব্যথা, জয়েন্টে ব্যথা, ক্ষুধামান্দ্য, পিঠে অস্বস্তি--এসব উপসর্গ নিয়ে আসেন।
অনেক সময় নাকের সোয়াব পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে,
কিন্তু এক্স-রেতে ধরা পড়ে নিউমোনিয়া।

XBB ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় অন্তত ৫ গুণ বেশি সংক্রামক এবং
সরাসরি ফুসফুসে আঘাত করে--তাই উপসর্গ হালকা হলেও ঝুঁকি অনেক বেশি।

🔍 লক্ষণ যেগুলো দেখা যাচ্ছে:
• মাথা ব্যথা
• গলা ও জয়েন্টে ব্যথা
• পিঠে চাপ
• ক্ষুধা হ্রাস
• ক্লান্তি
• এক্স-রেতে নিউমোনিয়া

শরীরের বাইরে থেকে ধরা না পড়লেও ভিতরে আক্রান্ত হচ্ছে শ্বাসতন্ত্র।

⚠️ এই রূপ আরও ছলনাময়, আরও নীরব।
তাই সময় থাকতে সতর্ক হওয়া জরুরি।

✅ করণীয়:
• মাস্ক ব্যবহার করা
• জনসমাগম এড়িয়ে চলা
• ১.৫ মিটার দূরত্ব বজায় রাখা
• নিয়মিত হাত ধোয়া
• উপসর্গ থাকলে প্রয়োজনে এক্স-রে বা HRCT করানো

📢 ব্যক্তিগত অনুরোধ:
এই বার্তাটি ছড়িয়ে দিন।
পরিবার, সহকর্মী, বন্ধুবান্ধব -- সবার সঙ্গে শেয়ার করুন।

সতর্ক থাকলে সুরক্ষা সম্ভব।
ডা. তোফায়েল আহমেদ।

সংগৃহীত

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছেন তাদেরকে অভিনন্দন।যারা কৃতকার্য হতে পারেন নাই, তাদের জন্য দুঃখপ্রকাশ কর...
05/06/2025

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছেন তাদেরকে অভিনন্দন।
যারা কৃতকার্য হতে পারেন নাই, তাদের জন্য দুঃখপ্রকাশ করছি।
দেখেন, কোনো চাকুরির পরীক্ষায় ভাইভাতে ১০০% কৃতকার্য হয় না। অনেক জব আছে যেখানে ১:৫ থাকে। একটা পোস্টের বিপরীতে ৫ জনের ভাইভা নেওয়া হয়।

*** তাছাড়াও, অনেকে এনটিআরসিএ'র ভাইভাকে যাস্ট একটা ফরমালিটি হিসেবে নিয়েছিলেন। যাস্ট উপস্থিত & সার্টিফিকেট ঠিক থাকলেই পাস (এটাই অনেকের কাছে আপনি শুনেছেন এবং ভাইভাকে তেমন গুরুত্ব দেন নাই)। তেতো হলেও, এটাই সত্যি।

*** মোষ্ট ইম্পরট্যান্ট, ভাইভা খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো চাকুরীর পরীক্ষায়।

সুতরাং, যারা অকৃতকার্য হয়েছেন, তারা বাসায় বসে ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য আরো ভালো করে প্রস্তুতি নিতে থাকেন। অবশ্যই আপনার ত্রুটি ছিলো বলেই, আপনি অকৃতকার্য হয়েছেন। ব্যর্থতা মেনে নিয়ে, নিজেকে আরো জোরালো ভাবে প্রস্তুত করেন। ইনশাআল্লাহ, ভালো কিছু হবে।
পরিশেষে বলবো, রিজিকের মালিক মহান আল্লাহ তায়ালা। মহান রবের উপর ভরসা রাখুন, প্রস্তুতি নিন। মহান আল্লাহ তায়ালা সর্বোত্তম পরিকল্পনা কারী।
সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো।
ধন্যবাদ।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aslam Sikder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aslam Sikder:

Share