Dolon's Lifestyle

Dolon's Lifestyle পৃথিবীর সব কিছু সহ্য করা গেলেও প্রিয় মানুষটির অবহেলা সহ্য করা যায় না!

04/08/2025

আমাদের একজন খুব প্রিয় মানুষ আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার নাম মোঃ লিটন এবং তার স্ত্রী।তাদের এই ছোট সংসারে নেই কোন সন্তান। বছর দুই আগে স্ট্রোক করেণ তিনি, তার কিছুদিন পর ধরা পড়ে তার কিডনি জটিলতা এবং তার স্ত্রীর শরীরে বাসা বাধে ভয়ংকর ক্যান্সা্রে।তাই নিজের এবং স্ত্রীর চিকিৎসার খরচ চালাতে বিক্রি করতে হয়েছে জীবনের শেষ সম্বল টুকু। বিগত দিন গুলিতে চিকিৎসা খরচ বহন করতে করতে আজ তারা নিঃস্ব। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে মানবেতর জীবন যাপন করছেন।
ডাক্তাররা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা না শুরু করলে তাদেরকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। কিন্তু যে চিকিৎসার প্রয়োজন, সেটি অনেক ব্যয়বহুল—যা তার পক্ষে বহন করা একেবারেই অসম্ভব।

লিটন ভাই এবং তার স্ত্রী শুধু একজন রোগী না — তারাও আমাদের মতই মানুষ যারা আমাদের মতোই স্বপ্ন দেখেছিলেন, হাসতে চেয়েছিলেন, বাঁচতে চেয়েছিলেন। আজ তার সেই স্বপ্ন থেমে যাওয়ার পথে। আমরা যদি একসাথে এগিয়ে আসি, তাহলেই হয়তো তাদেরকে নতুন করে বাঁচার সুযোগ দেওয়া সম্ভব।

এক কাপ চায়ের দাম হয়তো আপনি ভুলে যাবেন, কিন্তু আপনার দেওয়া ছোট্ট একটি সহায়তা একজন মানুষের জীবন বাঁচাতে পারে।

সাহায্য পাঠানোর বিকাশ/নগদনম্বর:
📱 মোঃ লিটন
📞 +8801955665262
💳 বিকাশ/নগদ পার্সোনাল

অনুরোধ:
এই পোস্টটি যতটা সম্ভব শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমে একজন সহৃদয় মানুষ পৌঁছে যাবে আমাদের এই অসহায় পরিবারের কাছে।

একটি জীবন — আপনার সাহায্যের অপেক্ষায়।
আসুন, মানবতার পাশে দাঁড়াই। 💔🙏
সার্বিক সহযোগিতয় - Mahbub Sayem

"মানুষ এক সময় মাস্ক ব্যবহার করত ধুলাবালী ও করোনা থেকে বাঁচার জন্য,আর এখন মাস্ক পরে মানুষকে ধোঁকা আর প্রতারনা করার জন্য।আ...
03/08/2025

"মানুষ এক সময় মাস্ক ব্যবহার করত ধুলাবালী ও করোনা থেকে বাঁচার জন্য,
আর এখন মাস্ক পরে মানুষকে ধোঁকা আর প্রতারনা করার জন্য।
আজকাল যেখানেই মাস্ক পরা মানুষ দেখবেন—
সেই স্থানটা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
কারণ এখন মাস্ক শুধু মুখ নয়, চরিত্র ঢাকতেও ব্যবহৃত হয়।"

02/08/2025

একটা সংসারে ২ টা মানুষ স্ত্রী স্বামী দুজনই অসুস্থ তাদের কোন সন্তান নেই তাদের ভবিষ্যৎটা কি বলেন তো

কার কার মরিচ বাটতে ভয় লাগে
02/08/2025

কার কার মরিচ বাটতে ভয় লাগে

কারো পেজে যদি এমন সমস্যা দেখা দেয় তাহলে যেই পোস্ট এর জন্য এই সমস্যা সেই পোস্টটি খুজে পেজ বা প্রোফাইল থেকে সাথে সাথে ডিলি...
01/08/2025

কারো পেজে যদি এমন সমস্যা দেখা দেয় তাহলে যেই পোস্ট এর জন্য এই সমস্যা সেই পোস্টটি খুজে পেজ বা প্রোফাইল থেকে সাথে সাথে ডিলিট করে দিবেন।তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে।

কেমন  আছেন সবাই??
01/08/2025

কেমন আছেন সবাই??

31/07/2025

কি করছেন আপনেরা এই বৃষ্টির দিনে ⛈️🌧️

বলেন তো কে ওরা????
30/07/2025

বলেন তো কে ওরা????

আজকে আমি অনেক খুশি
30/07/2025

আজকে আমি অনেক খুশি

আলহামদুলিল্লাহ পেজের ইসু রিমুভ। সবার প্রতি কৃতজ্ঞ পাশে থাকার জন্য।
30/07/2025

আলহামদুলিল্লাহ পেজের ইসু রিমুভ।
সবার প্রতি কৃতজ্ঞ পাশে থাকার জন্য।

Address

Fulbaria

Telephone

+8809638951869

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dolon's Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share