Bd Christian News বিডি খ্রিষ্টান নিউজ

Bd Christian News বিডি খ্রিষ্টান নিউজ Update news of Bangladesh Christian Community, where covering their success & persecution news and pictures. They also cover indigenous issues importantly.

প্রায় ৪ শত বছর আগে যাত্রা শুরু করা এ বঙ্গ দেশে রয়েছে ৫ লক্ষাধিক খ্রীষ্ট বিশ্বাসী। সংখ্যালঘু হলেও এদেশে খ্রীষ্টানরা শিক্ষায়, স্বাস্থ্যে ও অর্থনীতিতে বাইবেলের ‘আলো’ ও ‘লবণ’ এর মত কাজ করে যাচ্ছেন। লালন করছেন এদেশের সংস্কৃতি। পালন করছেন দেশের নিয়ম কানুন। তাদের সাথে রয়েছে অন্য ধর্মের মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যদিও মাঝে মধ্যে উগ্রমৌলবাদিদের হামলার শিকার হতে হয়। এদেশের খ্রীষ্টানদের জীবনাচরণ, ধর্মীয়

মূল্যবোধ, অবস্থা জানা ও বুঝা এবং প্রচারের তেমন উল্লেখ যোগ্য কোন পত্রিকা নেই। সেই লক্ষে বিডি খ্রীষ্টান নিউজ এর প্রয়োজনীয়তার অনুভব। আমাদের অন লাইন দৈনিকের লক্ষ্য হলো: ইন্টারনেটের মাধ্যমে এদেশের খ্রীষ্টান সমাজের অবস্থা ‘বাংলাদেশ’ তথা ‘বর্হিবিশ্বে’র কাছে তুলে ধরা এবং তাদের (খ্রীষ্টানদের) অধিকার আদায় নিশ্চিত করা। আমাদের উদ্দেশ্যসমূহ হলো: খ্রীষ্ট বিশ্বাসীদের বিভিন্ন ঘটনা, সেমিনার এর বস্তু নিষ্ঠ সংবাদ প্রচার, খ্রীষ্ট বিশ্বাসীদের কর্ম কান্ডের উন্নয়নের চিত্র তুলে ধরা, মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা, দাবী দাওয়া জানানো, আন্তঃধর্মীয় সংবাদ প্রচার, সংখ্যালঘুদের উপর হামলা, জোর জুলুম, দখল এর সংবাদ প্রচার, নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের ‘মতামত ও বিশ্লেষণ’ প্রচার, বিশ্ব মন্ডলী ও প্রবাসের খ্রীষ্টভক্তদের সংবাদ প্রচার, নতুন খ্রীষ্ট বিশ্বাসীদের খবর, সাধু-সাধ্বী এবং খ্রীষ্টান সমাজের অনুকরণীয় ব্যক্তিত্বদের জীবনী প্রচার, মন্ডলী এবং বাইবেলের বিশ্বাস ও শিক্ষা প্রচার , ২য় ভাটিকান এর দলিলের শিক্ষাগুলো প্রচার, জাতীয় রাজনীনিতে খ্রীষ্টানদের অবস্থান বিষয়ে সংবাদ প্রচার, জাতীয় বিশেষ ঘটনার সংবাদ প্রচার, ধারাবাহিক আকারে বিভিন্ন মন্ডলির পরিচয় প্রচার, মন্ডরির সমস্যা বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন, পোপ, বিশপ, পাস্টরদের পালকীয় বাণী ও শিক্ষা প্রচার , ঈদ, পুজায় খ্রীষ্টান নেতাদের শুভেচ্ছা জ্ঞাপন, খ্রীষ্টযাগের সময় সূচি জানানো, আন্তঃমান্ডলিক সম্পর্ক উন্নয়ন। আমাদের সংবাদের মূল ভাষা হবে বাংলায়। পরবর্তিতে আমরা কিছু কিছু সংবাদ ইংরেজীতের পরিবেশন করবো। শ্রদ্ধেয় পাঠক, আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আমার কয়েকজন তরুন কিন্তু অভিজ্ঞ খ্রীষ্টান ‘লে পারর্সন’ (খ্রীষ্টভক্ত) সাংবাদিক আপনাদের কাছে এসেছি তথ্য সেবা দেওয়ার জন্য। আশা করি, আমরা আপনাদের পাশে পাবো।
বিডিখ্রীষ্টান নিউজ একটি অসাম্প্রদায়িক, নিরপেক্ষ এবং খ্রীষ্টান কমিউনিটির পত্রিকা। এটি সব ধর্মের মানুষ পড়তে পারে। আমরা সব ধর্মের বিশ্বাসকে সম্মান করি। আমরা এমন কোন লেখা প্রকাশ করবো না যা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। আমরা দেশ তথা খ্রীষ্টান সমাজের আর্থ-সামাজিক এবং জনগুরুত্বপর্ণ বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করবো। আমরা সব সময় ভাল কিছুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে কাজ করবো।

03/07/2025
পরলোকে ফাদার শংকর লেনার্ড রোজারিও, সিএসসি
21/06/2025

পরলোকে ফাদার শংকর লেনার্ড রোজারিও, সিএসসি

আগামী রবিবার , মেরিল্যান্ড , সিলভার স্প্রিঙে  বাংলা চার্চ কমিটির  আয়োজনে সাধু আন্তনীর সপ্তম বার্ষিক তীর্থোৎসব ২০২৫ 📅 তার...
13/06/2025

আগামী রবিবার , মেরিল্যান্ড , সিলভার স্প্রিঙে
বাংলা চার্চ কমিটির আয়োজনে সাধু আন্তনীর সপ্তম বার্ষিক তীর্থোৎসব ২০২৫
📅 তারিখ: ১৫ জুন, ২০২৫ (রবিবার)
🕓 সময়: বিকেল ৪টা
📍 স্থান: সেন্ট ক্যামিলাস ক্যাথলিক চার্চ
(1600 St. Camillus Dr, Silver Spring, MD 20903)

🍽️ খ্রিস্টযাগের পর থাকবে সবার জন্য বিনামূল্যে নৈশভোজ ও আপ্যায়ন, ক্যামেলিয়া হলে।

চির নিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ মন্ডলীর মিডিয়া ব্যক্তিত্ব ফাদার সুনীল ডানিয়েল রোজারিওসংবাদ প্রথম মন্তব্য ঘরে
06/06/2025

চির নিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ মন্ডলীর মিডিয়া ব্যক্তিত্ব ফাদার সুনীল ডানিয়েল রোজারিও
সংবাদ প্রথম মন্তব্য ঘরে

গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিন : পোপ লিও২১ মে ২০২৫ তারিখে সেন্ট পিটার্স স্কয়ারে অনুষ্ঠিত এই সাধারণ দর্শনে পো...
22/05/2025

গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিন : পোপ লিও
২১ মে ২০২৫ তারিখে সেন্ট পিটার্স স্কয়ারে অনুষ্ঠিত এই সাধারণ দর্শনে পোপ বলেন, “আমি আবারও আবেদন জানাই, মর্যাদাপূর্ণ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিন এবং সেই সহিংসতা বন্ধ করুন, যার হৃদয়বিদারক মূল্য দিচ্ছে শিশুরা, বয়স্করা এবং অসুস্থরা।”
তিনি উল্লেখ করেন, গাজা উপত্যকার পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক ও বেদনাদায়ক হয়ে উঠছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, গাজায় মানবিক সংকট চরম পর্যায়ে পৌঁছেছে এবং জাতিসংঘ সমর্থিত সংস্থা IPC সতর্ক করেছে যে সেখানে দুর্ভিক্ষ আসন্ন।
২০ মে তারিখে ইসরায়েলি বিমান হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে শিশুরাও রয়েছে। অক্টোবর ২০২৩ থেকে চলমান সামরিক অভিযানে ইতোমধ্যে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
যদিও ইসরায়েল সীমিত সংখ্যক ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে, তবুও আন্তর্জাতিক মহল ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং ত্রাণ প্রবেশে বাধা হ্রাসের আহ্বান জানিয়েছে।
জাতিসংঘ গাজায় আবাসনের ব্যাপক ধ্বংস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
পোপ লিও চতুর্দশের এই আহ্বান বিশ্বব্যাপী শান্তি ও মানবিক সহায়তার প্রতি তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।(Vatican News)

পোপের প্রথম খ্রিষ্টযাগে ২ লাখ মানুষের সমাবেশ; গাজা, মিয়ানমার ও ইউক্রেনের জন্য পোপের আহ্বানবিডি খ্রিষ্টান নিউজ ডেক্স:পোপ ...
19/05/2025

পোপের প্রথম খ্রিষ্টযাগে ২ লাখ মানুষের সমাবেশ; গাজা, মিয়ানমার ও ইউক্রেনের জন্য পোপের আহ্বান
বিডি খ্রিষ্টান নিউজ ডেক্স:
পোপ ফ্রান্সিসের নতুন পন্টিফিকেট (ধর্মীয় কার্যকাল) এর সূচনায় ভ্যাটিকান সিটিতে প্রায় ২ লাখ মানুষের বিশাল সমাবেশ ঘটেছে। https://bdchristiannews.net/2025/05/19/%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a5%e0%a6%ae-%e0%a6%96%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%af%e0%a6%be%e0%a6%97%e0%a7%87/

ফাদার ভ্যালেন্টিন এমবাইবারেমের সঙ্গে অপহৃতদের একজনকে মুক্তি দেওয়া হয়েছেক্যামেরুনের গারোয়া আর্চডায়োসিসের আর্চবিশপ ফস্...
14/05/2025

ফাদার ভ্যালেন্টিন এমবাইবারেমের সঙ্গে অপহৃতদের একজনকে মুক্তি দেওয়া হয়েছে
ক্যামেরুনের গারোয়া আর্চডায়োসিসের আর্চবিশপ ফস্টিন আম্বাসা জানিয়েছেন, ফাদার ভ্যালেন্টিন এমবাইবারেমের সঙ্গে অপহৃতদের একজনকে মুক্তি দেওয়া হয়েছে। এই অপহরণটি ৭ মে গুইজিবা ও টচোলিরের মধ্যবর্তী সড়কে ঘটেছিল। মুক্তিপ্রাপ্ত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ প্রদান করা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। দুঃখজনকভাবে, একই পরিস্থিতিতে অপহৃত আরেকজনের মৃত্যু হয়েছে; ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থ ছিলেন এবং বন্দিত্বের কঠিন পরিস্থিতি সহ্য করতে পারেননি। বর্তমানে, ফাদার এমবাইবারেম এখনও অপহরণকারীদের হেফাজতে রয়েছেন। (Agenzia Fides)

মা’দের নিরাপত্তায় পবিত্র বাইবেল - মিথুশিলাক মুরমুপবিত্র বাইবেলের বর্ণনা অনুযায়ী, প্রথম মা হচ্ছেন হবা, তিনি জন্মদান করেছি...
11/05/2025

মা’দের নিরাপত্তায় পবিত্র বাইবেল
- মিথুশিলাক মুরমু
পবিত্র বাইবেলের বর্ণনা অনুযায়ী, প্রথম মা হচ্ছেন হবা, তিনি জন্মদান করেছিলেন কয়িন, হেবল এবং শেথকে। মায়েদের সন্তান জন্মদান অর্থাৎ সন্তানরা হচ্ছে সদাপ্রভু দত্ত উপহার। Read More: https://bdchristiannews.net/2025/05/11/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d/

09/05/2025

ইতিহাস গড়লেন পোপ লিও চতুর্দশ: প্রথম আমেরিকান পোপ নির্বাচিত
পোপ লিওর নির্বাচন বিশ্বজুড়ে ক্যাথলিকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। অনেকেই আশা করছেন, তিনি চার্চের ঐক্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ভ্যাটিকানে নতুন পোপ চতুর্দশের প্রথম বার্তা “তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক”পোপ লিও চতুর্দশ তাঁর প্রথম বক্তব্যে বলেন, "ত...
08/05/2025

ভ্যাটিকানে নতুন পোপ চতুর্দশের প্রথম বার্তা “তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক”
পোপ লিও চতুর্দশ তাঁর প্রথম বক্তব্যে বলেন, "তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক" – এটি ছিল পুনরুত্থিত খ্রিষ্টের প্রথম অভিবাদন। তিনি বলেন, "এই শান্তি যেন তোমাদের হৃদয়ে প্রবেশ করে, তোমাদের পরিবারে পৌঁছে, এবং সমস্ত জাতি ও পৃথিবীকে আলিঙ্গন করে।" Read More: https://bdchristiannews.net/2025/05/08/%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%aa-%e0%a6%9a%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b0/

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Bd Christian News বিডি খ্রিষ্টান নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bd Christian News বিডি খ্রিষ্টান নিউজ:

Share

Our Story

প্রায় ৪ শত বছর আগে যাত্রা শুরু করা এ বঙ্গ দেশে রয়েছে ৫ লক্ষাধিক খ্রীষ্ট বিশ্বাসী। সংখ্যালঘু হলেও এদেশে খ্রীষ্টানরা শিক্ষায়, স্বাস্থ্যে ও অর্থনীতিতে বাইবেলের ‘আলো’ ও ‘লবণ’ এর মত কাজ করে যাচ্ছেন। লালন করছেন এদেশের সংস্কৃতি। পালন করছেন দেশের নিয়ম কানুন। তাদের সাথে রয়েছে অন্য ধর্মের মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যদিও মাঝে মধ্যে উগ্রমৌলবাদিদের হামলার শিকার হতে হয়। এদেশের খ্রীষ্টানদের জীবনাচরণ, ধর্মীয় মূল্যবোধ, অবস্থা জানা ও বুঝা এবং প্রচারের তেমন উল্লেখ যোগ্য কোন পত্রিকা নেই। সেই লক্ষে বিডি খ্রীষ্টান নিউজ এর প্রয়োজনীয়তার অনুভব। আমাদের অন লাইন দৈনিকের লক্ষ্য হলো: ইন্টারনেটের মাধ্যমে এদেশের খ্রীষ্টান সমাজের অবস্থা ‘বাংলাদেশ’ তথা ‘বর্হিবিশ্বে’র কাছে তুলে ধরা এবং তাদের (খ্রীষ্টানদের) অধিকার আদায় নিশ্চিত করা। আমাদের উদ্দেশ্যসমূহ হলো: খ্রীষ্ট বিশ্বাসীদের বিভিন্ন ঘটনা, সেমিনার এর বস্তু নিষ্ঠ সংবাদ প্রচার, খ্রীষ্ট বিশ্বাসীদের কর্ম কান্ডের উন্নয়নের চিত্র তুলে ধরা, মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা, দাবী দাওয়া জানানো, আন্তঃধর্মীয় সংবাদ প্রচার, সংখ্যালঘুদের উপর হামলা, জোর জুলুম, দখল এর সংবাদ প্রচার, নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের ‘মতামত ও বিশ্লেষণ’ প্রচার, বিশ্ব মন্ডলী ও প্রবাসের খ্রীষ্টভক্তদের সংবাদ প্রচার, নতুন খ্রীষ্ট বিশ্বাসীদের খবর, সাধু-সাধ্বী এবং খ্রীষ্টান সমাজের অনুকরণীয় ব্যক্তিত্বদের জীবনী প্রচার, মন্ডলী এবং বাইবেলের বিশ্বাস ও শিক্ষা প্রচার , ২য় ভাটিকান এর দলিলের শিক্ষাগুলো প্রচার, জাতীয় রাজনীনিতে খ্রীষ্টানদের অবস্থান বিষয়ে সংবাদ প্রচার, জাতীয় বিশেষ ঘটনার সংবাদ প্রচার, ধারাবাহিক আকারে বিভিন্ন মন্ডলির পরিচয় প্রচার, মন্ডরির সমস্যা বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন, পোপ, বিশপ, পাস্টরদের পালকীয় বাণী ও শিক্ষা প্রচার , ঈদ, পুজায় খ্রীষ্টান নেতাদের শুভেচ্ছা জ্ঞাপন, খ্রীষ্টযাগের সময় সূচি জানানো, আন্তঃমান্ডলিক সম্পর্ক উন্নয়ন। আমাদের সংবাদের মূল ভাষা হবে বাংলায়। পরবর্তিতে আমরা কিছু কিছু সংবাদ ইংরেজীতের পরিবেশন করবো। শ্রদ্ধেয় পাঠক, আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আমার কয়েকজন তরুন কিন্তু অভিজ্ঞ খ্রীষ্টান ‘লে পারর্সন’ (খ্রীষ্টভক্ত) সাংবাদিক আপনাদের কাছে এসেছি তথ্য সেবা দেওয়ার জন্য। আশা করি, আমরা আপনাদের পাশে পাবো। বিডিখ্রীষ্টান নিউজ একটি অসাম্প্রদায়িক, নিরপেক্ষ এবং খ্রীষ্টান কমিউনিটির পত্রিকা। এটি সব ধর্মের মানুষ পড়তে পারে। আমরা সব ধর্মের বিশ্বাসকে সম্মান করি। আমরা এমন কোন লেখা প্রকাশ করবো না যা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। আমরা দেশ তথা খ্রীষ্টান সমাজের আর্থ-সামাজিক এবং জনগুরুত্বপর্ণ বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করবো। আমরা সব সময় ভাল কিছুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে কাজ করবো।