Our Story
প্রায় ৪ শত বছর আগে যাত্রা শুরু করা এ বঙ্গ দেশে রয়েছে ৫ লক্ষাধিক খ্রীষ্ট বিশ্বাসী। সংখ্যালঘু হলেও এদেশে খ্রীষ্টানরা শিক্ষায়, স্বাস্থ্যে ও অর্থনীতিতে বাইবেলের ‘আলো’ ও ‘লবণ’ এর মত কাজ করে যাচ্ছেন। লালন করছেন এদেশের সংস্কৃতি। পালন করছেন দেশের নিয়ম কানুন। তাদের সাথে রয়েছে অন্য ধর্মের মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যদিও মাঝে মধ্যে উগ্রমৌলবাদিদের হামলার শিকার হতে হয়। এদেশের খ্রীষ্টানদের জীবনাচরণ, ধর্মীয় মূল্যবোধ, অবস্থা জানা ও বুঝা এবং প্রচারের তেমন উল্লেখ যোগ্য কোন পত্রিকা নেই। সেই লক্ষে বিডি খ্রীষ্টান নিউজ এর প্রয়োজনীয়তার অনুভব। আমাদের অন লাইন দৈনিকের লক্ষ্য হলো: ইন্টারনেটের মাধ্যমে এদেশের খ্রীষ্টান সমাজের অবস্থা ‘বাংলাদেশ’ তথা ‘বর্হিবিশ্বে’র কাছে তুলে ধরা এবং তাদের (খ্রীষ্টানদের) অধিকার আদায় নিশ্চিত করা। আমাদের উদ্দেশ্যসমূহ হলো: খ্রীষ্ট বিশ্বাসীদের বিভিন্ন ঘটনা, সেমিনার এর বস্তু নিষ্ঠ সংবাদ প্রচার, খ্রীষ্ট বিশ্বাসীদের কর্ম কান্ডের উন্নয়নের চিত্র তুলে ধরা, মানবাধিকার পরিস্থিতি তুলে ধরা, দাবী দাওয়া জানানো, আন্তঃধর্মীয় সংবাদ প্রচার, সংখ্যালঘুদের উপর হামলা, জোর জুলুম, দখল এর সংবাদ প্রচার, নির্দিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের ‘মতামত ও বিশ্লেষণ’ প্রচার, বিশ্ব মন্ডলী ও প্রবাসের খ্রীষ্টভক্তদের সংবাদ প্রচার, নতুন খ্রীষ্ট বিশ্বাসীদের খবর, সাধু-সাধ্বী এবং খ্রীষ্টান সমাজের অনুকরণীয় ব্যক্তিত্বদের জীবনী প্রচার, মন্ডলী এবং বাইবেলের বিশ্বাস ও শিক্ষা প্রচার , ২য় ভাটিকান এর দলিলের শিক্ষাগুলো প্রচার, জাতীয় রাজনীনিতে খ্রীষ্টানদের অবস্থান বিষয়ে সংবাদ প্রচার, জাতীয় বিশেষ ঘটনার সংবাদ প্রচার, ধারাবাহিক আকারে বিভিন্ন মন্ডলির পরিচয় প্রচার, মন্ডরির সমস্যা বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন, পোপ, বিশপ, পাস্টরদের পালকীয় বাণী ও শিক্ষা প্রচার , ঈদ, পুজায় খ্রীষ্টান নেতাদের শুভেচ্ছা জ্ঞাপন, খ্রীষ্টযাগের সময় সূচি জানানো, আন্তঃমান্ডলিক সম্পর্ক উন্নয়ন। আমাদের সংবাদের মূল ভাষা হবে বাংলায়। পরবর্তিতে আমরা কিছু কিছু সংবাদ ইংরেজীতের পরিবেশন করবো। শ্রদ্ধেয় পাঠক, আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আমার কয়েকজন তরুন কিন্তু অভিজ্ঞ খ্রীষ্টান ‘লে পারর্সন’ (খ্রীষ্টভক্ত) সাংবাদিক আপনাদের কাছে এসেছি তথ্য সেবা দেওয়ার জন্য। আশা করি, আমরা আপনাদের পাশে পাবো।
বিডিখ্রীষ্টান নিউজ একটি অসাম্প্রদায়িক, নিরপেক্ষ এবং খ্রীষ্টান কমিউনিটির পত্রিকা। এটি সব ধর্মের মানুষ পড়তে পারে। আমরা সব ধর্মের বিশ্বাসকে সম্মান করি। আমরা এমন কোন লেখা প্রকাশ করবো না যা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। আমরা দেশ তথা খ্রীষ্টান সমাজের আর্থ-সামাজিক এবং জনগুরুত্বপর্ণ বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করবো। আমরা সব সময় ভাল কিছুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে কাজ করবো।