Professional Grapic design Logo specialist

Professional Grapic design Logo specialist I am a freelancer
(1)

13/01/2025

আসছে বছরের শুরু থেকেই যদি পড়াশোনা কিংবা চাকরীর পাশাপাশি এক্সট্রা ইনকাম করা যেতো কেমন হতো? নতুন বছরে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনাকে এক্সট্রা ইনকামে সহযোগিতা করতে আপনার সাথে আছে মেন্টরস আইটি ! ফ্রিল্যান্সিং সংক্রান্ত যেকোনো কোর্সে থাকছে আকর্ষণীয় স্কলারশিপ।

👉তাহলে আর দেরি কিসের? নিজেকে আরো সাবলম্বী করে তুলতে এখনই ভর্তি হোন আমাদের ফ্রিল্যান্সিং এর যেকোনো কোর্সে।

13/01/2025

ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীন বা মুক্তপেশা। বর্তমানে সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষ ফ্রিল্যান্সিং পেশা হিসেবে বেছে নিয়েছে এবং নিচ্ছে। ফ্রিল্যান্সিং মূলত ঘরে বা যে কোন জায়গা থেকে কম্পিউটার ও ইন্টারনেটের সাহায্যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট কাজ করা। ফ্রিল্যান্সিং করার জন্য যে ব্যক্তি নির্দিষ্ট কাজ দেয় তাকে বায়ার বা ক্লায়েন্ট বলে। তবে,বেশীর ভাগ বায়ার বিদেশের হয়ে থাকে। বর্তমান সময়ে বেকারত্বের জাঁতাকলে পরা অনেক তরুণের কাছেই এখন আশার আলো হয়ে উঠেছে। প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে, এবং সেই সাথে কাজের চাহিদাও বাড়ছে।

কেন ফ্রিল্যান্সিং করা উচিত?

বেকারত্বের হাত থেকে রেহায় পেতে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য সেরা সিধান্ত। আবার অনেকে চাকুরি করতে ভাল লাগে না। চাকুরির ক্ষেত্রে সকাল-সন্ধ্যা সময় মত অফিসে যেতে হয়। অফিসে কাজ করার চাপ থাকে,
সে কারণে অনেকে চাকুরি করা টা পারফেক্ট মনে করে না। তাছাড়া আবার অনেকে ছোট-খাটো ব্যবসা করার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পছন্দ করে।
আপনি যে কোন স্থান থেকে কাজ করতে পারবেন। নির্দিষ্ট সময়সীমা নেই, অর্থাৎ আপনি বায়ারের কাজটি আপনি সম্পূর্ণ মুক্তভাবে করতে পারবেন। তাছাড়া কাজের জন্য অফিসের প্রয়োজন নাই। মিনিমাম বাজেটের কম্পিউটার দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারবেন। এ ক্ষেত্রে আপনি আপনার নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার। কোন বিষয়ের দক্ষতা অর্জন করে কাজ করতে পারবেন। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মার্কেটপ্লেস গুলো হল- Fiverr, Upwork, Freelancer ইত্যাদি। এই সব সাইটে অ্যাকাউন্ট করে আপনি কাজ করতে পারবেন খুব সহজেই।

12/01/2025

বেকারত্বের সমাধানে নতুন দিগন্ত।

আমাদের দেশে প্রতিনিয়ত বাড়ছে শিক্ষিত তরুণ-তরুণীর সংখ্যা, কিন্তু চাকরির সুযোগ সেই তুলনায় অনেক কম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) সাম্প্রতিক জরিপ বলছে, দেশে ২৬ লাখ ৩০ হাজার কর্মক্ষম মানুষ বেকার। এর মধ্যে ৫-৬ লাখ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী তরুণ-তরুণী আছেন, যারা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছেন না।

সমস্যার মাঝে লুকিয়ে আছে নতুন সম্ভাবনা।
বর্তমান তথ্য-প্রযুক্তির যুগ আমাদের জন্য উন্মুক্ত করেছে এক নতুন সম্ভাবনার পথ- ফ্রিল্যান্সিং। বিশ্বজুড়ে এখন ফ্রিল্যান্সিং-এর বিপ্লব চলছে। বড় বড় আন্তর্জাতিক কোম্পানিগুলো তাদের কাজগুলো অফিসের বাইরে ছড়িয়ে দিচ্ছে Upwork, Fiverr এর মতো জনপ্রিয় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে। তাই, এখন আর বেকারত্বের গণ্ডিতে আটকে থাকতে হবে না। ঘরে বসেই পেতে পারেন বৈশ্বিক কাজের সুযোগ।

কীভাবে শুরু করবেন?
🔹কম্পিউটারে দক্ষতা বৃদ্ধি করুন (যেমন: গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং)
🔹ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে একটি প্রোফাইল তৈরি করুন।
🔹নির্ভরযোগ্যতা এবং দক্ষতা প্রমাণ করুন, আয় বৃদ্ধি করুন।

সঠিক প্রশিক্ষণ আর প্রচেষ্টা থাকলে, আপনিও হয়ে উঠতে পারেন সফল ফ্রিল্যান্সার।
আজই শুরু করুন, আপনার দক্ষতাকে পরিণত করুন আয়ের বিশাল সম্ভাবনায়।

শুরু থেকে শেষ পর্যন্ত ফ্রিল্যান্সিং শিখতে চাইলে কমেন্টে জানান

💥 নিজের দায়িত্ব নিজে নাও!👈জীবনকে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বড় শক্তি হলো নিজের দায়িত্ব নিজে নেওয়া। যখন তুমি নিজের ক...
12/01/2025

💥 নিজের দায়িত্ব নিজে নাও!👈
জীবনকে এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে বড় শক্তি হলো নিজের দায়িত্ব নিজে নেওয়া। যখন তুমি নিজের কাজ, সিদ্ধান্ত এবং ভবিষ্যতের দায়িত্ব নিতে শেখো, তখনই প্রকৃত সাফল্যের পথ খুলে যায়। অন্যের ওপর নির্ভর না করে নিজের সমস্যা নিজেই সমাধান করো, নিজের স্বপ্ন পূরণে নিজেই উদ্যোগী হও।

মনে রাখো, তোমার সফলতা বা ব্যর্থতার চাবিকাঠি শুধুমাত্র তোমার হাতেই।
💢 তাই দায়িত্বশীল হও, সাফল্যের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলো!✴️✊💯🔰

#নিজেরদায়িত্ব #সাফল্যেরচাবিকাঠি #দায়িত্বশীলতা #স্বপ্নপূরণ #সাফল্যেরপথে #স্বাধীনতারশক্তি ゚ ゚

আপনার নিজের স্কীল ডেভেলপ করে আপনিও হতে পারেন একজন দক্ষ ফ্রিল্যান্সার। ক্যারিয়ারে নিজের দক্ষতা যত বাড়বে, কাজের পরিধি তত ব...
11/01/2025

আপনার নিজের স্কীল ডেভেলপ করে আপনিও হতে পারেন একজন দক্ষ ফ্রিল্যান্সার। ক্যারিয়ারে নিজের দক্ষতা যত বাড়বে, কাজের পরিধি তত বাড়বে। প্রতিযোগিতার এই যুগে স্কিল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার জন্য প্রয়োজন স্কিল ডেভেলপমেন্ট।

✅ আমাদের কোর্সসমূহঃ
🎯 এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং
🎯 প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন

আমরা জিরো থেকে শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে অনলাইন থেকে টাকা ইনকাম করা, মার্কেটপ্লেস এ একাউন্ট ওপেন করা, বায়ারদের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয়, কিভাবে কাজ পাওয়া

ফ্রিল্যান্সিংয়ে সফল হতে চাইলে এই রুটিনটা মেনে চলুন! সময়ের সেরা ব্যবহার করুন, স্বাস্থ্য রাখুন ঠিক, আর কাজ করুন প্রোডাকট...
10/01/2025

ফ্রিল্যান্সিংয়ে সফল হতে চাইলে এই রুটিনটা মেনে চলুন! সময়ের সেরা ব্যবহার করুন, স্বাস্থ্য রাখুন ঠিক, আর কাজ করুন প্রোডাকটিভভাবে।

09/01/2025

ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার সবচাইতে বড়ো বাধা কিসের..?

🎯 এই বছর কোন দক্ষতা শেখার পরিকল্পনা করছেন? 💡
09/01/2025

🎯 এই বছর কোন দক্ষতা শেখার পরিকল্পনা করছেন? 💡

ফ্রিল্যান্সারদের জন্য ইউটিউবে সফলতার সেরা ৫ টুল! আপনার ইউটিউব ক্যারিয়ারকে আরও শক্তিশালী করতে এই টুলগুলো জেনে নিন!
09/01/2025

ফ্রিল্যান্সারদের জন্য ইউটিউবে সফলতার সেরা ৫ টুল! আপনার ইউটিউব ক্যারিয়ারকে আরও শক্তিশালী করতে এই টুলগুলো জেনে নিন!

29/12/2024

নিজেকে বিশ্বাস করতে হবে। আপনি যা ভাবেন তার চেয়ে আপনি বেশি জানেন। আত্মবিশ্বাস অর্জনের সর্বোত্তম উপায় হল আপনি যা করতে ভয় পান তা করা।

💢 ✅বেসিক টু এডভান্স স্পেশাল স্কলারশিপ শেষ মুহূর্তে। ✅ গ্রাফিক্স ডিজাইন। ✅ ডিজিটাল মার্কেটিং। ✅ স্পোকেন ইংলিশ। 🔰ভর্তি চলছ...
28/12/2024

💢 ✅
বেসিক টু এডভান্স স্পেশাল স্কলারশিপ শেষ মুহূর্তে।
✅ গ্রাফিক্স ডিজাইন।
✅ ডিজিটাল মার্কেটিং।
✅ স্পোকেন ইংলিশ।

🔰ভর্তি চলছে আমাদের প্রিমিয়াম লেবেলের বেসিক টু এডভান্স কোর্সগুলোতে বিজয়ের মাসের সর্বশেষ স্পেশাল স্কলারশিপ ছাড়ে।

🔰স্পেশালি এই ব্যাচে পাচ্ছেন:
১. কোর্সের প্রতিটা ক্লাস লাইভ✅
২. প্রতি সপ্তাহে সাপোর্ট লাইভ ক্লাস✅
৩. মার্কেটপ্লেস গাইডলাইন✅
৪. রিভিউ, এক্সাম,সার্টিফিকেট ও ক্লাস রেকর্ড✅
৫. ২৪ ঘন্টা সাপোর্টিং প্যানেলের সহযোগিতা✅
৬.কোর্স কম্পলিট এর পরবর্তীতেও স্পেশাল সকল রকম সাপোর্ট সার্ভিস ফ্রীতে নেওয়ার সুযোগ✅

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Professional Grapic design Logo specialist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Professional Grapic design Logo specialist:

Share