Priyanka & Tajree's World

Priyanka & Tajree's World Glimpse of Our little big World�

আল্লাহ তুমি এই বাচ্চা টা কে রক্ষা করো |😔সবাই প্লিজ বাচ্চাদের থেকে এইসব জিনিস দূরে রাখবেন | অনেকেই বলে "safety pin coin এ...
26/07/2025

আল্লাহ তুমি এই বাচ্চা টা কে রক্ষা করো |😔

সবাই প্লিজ বাচ্চাদের থেকে এইসব জিনিস দূরে রাখবেন | অনেকেই বলে "safety pin coin এইগুলা বাচ্চাদের হাতে যায় কেমনে | এইগুলা কি খেলার জিনিস |"কেউ কি আর ইচ্ছা করে নিজের করে এগুলা নিজের বাচ্চাকে খেলতে দেয় |বাচ্চারা যখন হামা গুরি দেয়া শিখে তখন তারা যা পায় তাই মুখে দিয়ে ফেলে তাদের কাছে তো সবই খেলনা | একটু খেয়াল রাখলে নিজের কলিজার টুকরা টা কে সব সময় সুস্থ দেখতে পারবেন |

আমার বোনের মেয়ে সেফটিপিন খে°য়ে ফেলছে গ°লায় আটকে গেছে ওর বয়স ৬ মাস , খুলনা থেকে ফেরত দিছে, ঢাকা নিয়ে গেছে ঢাকাও ২ হাসপাতাল থেকে ফেরত দিছে কেউ ওতো রিক্স নিতে চায়না অপারেশন করে বের করতে হবে,ঢাকার কোন হসপিটালে নিলে বাবুর অ°পারেশন করা যাবে বা কি করলে ভালো হবে বলেন আপনারা 😭 🙏💔


25/07/2025

-ভোর ৫ টায় মৃ*ত্যু।
-সকাল ৬টায় জানিয়ে দেওয়া হবে মাইকে।
-৮ টায় শেষ গোসল করানো হবে।
-৯টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে।
-যোহর নামাজ পরে তোমার আলিশান বাড়ি
থেকে বের করে নেওয়া হবে।
-২টায় তোমার আজান ছাড়া নামাজ পড়ানো হবে।
-২:৩০ তোমাকে মাটিতে দাফন করে দেওয়া হবে।
-মাটি দেওয়া শেষে কেউ তোমার জন‍্য দোয়া করবে।
-আর কেউ চলে আসবে।
-এইতো তোমার জীবনের শেষ আয়োজন!
তো কিসের এতো অহংকার?

ভুলে যাও তোমার সব রঙিন স্বপ্ন। ফিরে আসো রবের দিকে। তোমার শেষ ঠিকানা এই সাড়ে ৩ হাত মাটি তোমার শেষ সম্বল।

– লেখা: সংগৃহীত

1 না 2 না 3  তিনজন সন্তানের শোক কিভাবে কেটে উঠতে পারবে এই বাবা মা গুলো 😭 ভাবতে কলিজা ফেটে যায় 🥹আমার তিন স'ন্তা'ন, আমার ...
24/07/2025

1 না 2 না 3 তিনজন সন্তানের শোক কিভাবে কেটে উঠতে পারবে এই বাবা মা গুলো 😭 ভাবতে কলিজা ফেটে যায় 🥹

আমার তিন স'ন্তা'ন, আমার ক'লি'জার টু'ক'রা আমার নয়নের মনি, হাসতে হাসতে তারা বের হলে স্কুলের জন্য, আমি তো অপেক্ষা করছিলাম তাদের ঘরে ফেরার.......
তারা তো আর আসলো না,
বাবা-মাকে তো সাথে নিয়ে যেতে পারতো, তারা কি জানে না তাদের বাবা-মা তাদের থেকে ছে'ড়ে থাকতে পারবে না 🙂

Collected post

22/07/2025
এই হচ্ছে আমার সোনার দেশ 🥲🥲🥲🥲       ゚    ゚
22/07/2025

এই হচ্ছে আমার সোনার দেশ 🥲🥲🥲🥲

゚ ゚

আশরাফুল ইসলাম নীরবের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুটোই মাইলষ্টোনে পড়ত। নাফি ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%।  ঘন্টা খান...
22/07/2025

আশরাফুল ইসলাম নীরবের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুটোই মাইলষ্টোনে পড়ত। নাফি ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%। ঘন্টা খানেক আগে নাজিয়া বেহেশতে চলে গেছে। (মারা গেছে লিখতে ইচ্ছা হচ্ছে না, অতটুকুন বাচ্চা আর যাবে কোথায়!) ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।

নাফি এখনো তার বাবা মার সাথেই আছে ৯৫% পোড়া নিয়ে। জানি না আল্লাহ তায়ালা ওকে ওর বোনের কাছে পাঠাবে না বাবা মা র কাছে রাখবে।

আর নাফি নাজিয়ার বাবা মা! তারা কোথায় যাবে! এতো বেচে মরে যাওয়া। নিজের সন্তানদের কথা ভেবে নাফি নাজিয়ার বাবা মার অবস্থা ভাবুন !!🥲

22/07/2025
আমরা অমানুষ হওয়ার চরম শিখরে পৌছাচ্ছি।🥲   ゚
21/07/2025

আমরা অমানুষ হওয়ার চরম শিখরে পৌছাচ্ছি।🥲

21/07/2025

মৃত্যুর সংখ্যা ১২০+ (প্রতক্ষ্যদর্শী)

২ তালা ভবন
— ১ম তলায় ৩য়,৪র্থ,৫ম শ্রেণি
— ২য় তলায় ৬ষ্ঠ,৭ম,৮ম শ্রেণি

আমি কোন ক্লাসরুমে ঢুকিনি যেন এক উত্তপ্ত কয়লার বাগারে ঢুকেছিলাম... ক্লাসের ঢুকার রাস্তায় বিমানের ধংসাবশেষ পড়ে বন্ধ... জানালা একটি— ভিতরে ৩০+ শিক্ষার্থী বেঞ্চে বসে...দেহ অর্ধ গলিত অবস্থায়...কেউ হাত নাড়ায় আর কেউ মাথা... এক সেনা সদস্য বাহিরে দিয়ে গ্রিল ভাঙ্গবার কথা বলা মাত্র ফায়ার সার্ভিসের কয়েকজন মিলে গ্রিল ভাঙ্গা শুরু করি.... কয়েকজনের হাত জানালার গ্রিলে ছিল (কারণ তারা বের হবার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে ছিল) কিন্তু আগুনের উত্তপ্তার কাছে জীবন দিতে হল তাদের...

জানালার গ্রিল ভাঙ্গবার সময় পাশে থাকার ২ জন সেনাসদস্য কাদঁছিল আর বলছিল, "এইযে মা !!! এইযে মা হয়ে গেসে আরেকটু এরপরই বের হতে পারবা " বলে বলে অজস্র কান্নায় ভেঙ্গে পড়তে দেখছি... হাত কাপছিল বাচ্চাগুলার মুখ দেখা মাত্র... বালতি দিয়ে নিচ থেকে পানি আনতে গেলে উপরে শব্দ পাই গ্রিল ভাঙ্গসে... ফায়ার সার্ভিসের সদস্যরা এক এক করে ঢুকে গেল আমাদের মাক্স ছিল না তাই মানা করসে আমরাও মানা শুনে ঢুকার সাহস করিনি... মাথা ঝিম খাওয়া ছিল, হাত কাপছিল আর হার্টবিট প্রচুর ফাস্ট হয়েগিয়েছিল... শুধু দেখলাম ফায়ার সার্ভিসের সদস্যরা বাচ্চা গুলোর হাত ধরে তুলতে গিয়ে হাত সাথে এসে পরতেসে আহহহহহহহহ.... নিজেকে ঐ সময় কিভাবে ঠিক রাখতে পেরেছিলাম তাই ভাবছি...

সমাজের কিছু শু'য়ো'রের বাচ্চার সাথেও দেখা হইসে যারা আহত কিন্তু সুস্থ অবস্থায় হেটে হেটে প্রথম ধাপে বের হইসে তাদের ভিডিও করছিল আর "আল্লাহ" "ইসসস" "আল্লাহ" করছিল... মূলত এদের সাথে সেনা সদস্যদের হাতাহাতিই দেখতে পেরেছেন হয়তো... এদের এইসব কর্মকান্ডের জন্য আর সারাক্ষণ বিভিন্ন পয়েন্টে মারামারি দেখতে পাইসি এবং আমার মতে উচিত হয়েছে....

— হে আল্লাহ!!!, " তুমি এরকম পরিস্থিতি আর বাংলাদেশের বুকেঁ না নামাও...আজ যত নিরীহ প্রাণ গুলো নিহত হয়েছে তারা শহীদ...জান্নাতের সর্বোচ্চ মকামে ওদের রেখো আর এই "বাংলাদেশ"কে এরকম আপদকালীন সমস্যাগুলো থেকে বের করার জন্য যা যা প্রয়োজন তা দিয়ে সমৃদ্ধশালী কর আর যারা এই দেশকে সমৃদ্ধশালী হওয়ায় বাধা হয়ে দাঁড়ায় তাদের উপর গ'জব নাযিল কর... আমিন

উত্তরা মাইলেস্টন কলেজ বিমান বিধ্বস্ত দূর্ঘটনা
২১/০৭/২০২৫ ; দেশের পাতার এক নির্মম কালো অধ্যায়।

21/07/2025

মাইলস্টোন কলেজের ভেতর থেকে খবর পেলাম দুইটা ক্লাসরুমের একজনও বাঁচেনি। প্রতিটা ক্লাসরুমে ৩০ জনের মতো স্টুডেন্ট থাকে। এই দুইটা রুম আরো অনেকগুলো রুম বিধ্বস্ত হয়েছে। সব মিলিয়ে ১০০ এর ওপরে মারা গেছে। কিন্তু সরকার থেকে মৃতের সংখ্যা না জানানোর বিষয়ে মাইলস্টোনকে সতর্কতা দেওয়া হয়েছে।

উত্তরা আধুনিক মেডিকেলের সামনে আছি। রাস্তায় হাজার হাজার মানুষ। হাতে ছোট্ট কাগজে রক্তের গ্রুপ লিখে উঁচু করে ধরে রাখসে। মানুষের চিৎকার এবং আহাজারি। প্রচুর স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবকরা চেষ্টা করতেসে শৃঙ্খলা রক্ষা করতে। কিন্তু স্বেচ্ছাসেবকরা বিশৃঙ্খলাই করতেসে বেশি। প্রচুর অদক্ষ লোকজন রাস্তায় হইচই করতেসে সার্বক্ষণিক। বেহুদাই সাংবাদিকদের সাথে ধাক্কাধাক্কি করতেসে কেউ কেউ।

আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই আপাতত।😭

21/07/2025

Pray for milestone school🤲
আল্লাহ আপনি আমাদের বাচ্চাগুলোর উপর রহম করুন 😔🤲🤲

বিকেল বেলা সবাইকে নিয়ে একটু সুজন হাউজিং এ ঘুরাঘুরি খাওয়া দাওয়া 🫶💞🎀   ゚    ゚
20/07/2025

বিকেল বেলা সবাইকে নিয়ে একটু সুজন হাউজিং এ ঘুরাঘুরি খাওয়া দাওয়া 🫶💞🎀

゚ ゚

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Priyanka & Tajree's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share