Babu'S Philosophy

Babu'S Philosophy সুখের অকাল মৃ'ত্যু হয়েছে -
দুঃখ পেয়েছে আয়ু..!! Our channel's heart is touched by love, poems and stories of love.
(2)

Stay with us Check out our videos and restore your lost emotions. Your own story, poem, shayari can send us a comment.

জুনায়েদ আহমেদ পলক। তরুণ বয়সে এমপি এরপর মন্ত্রী।  এখন জেলখানায়!  চোখে পানি!  গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখ...
24/07/2025

জুনায়েদ আহমেদ পলক। তরুণ বয়সে এমপি এরপর মন্ত্রী।

এখন জেলখানায়! চোখে পানি!
গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মতো মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মতো বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!

একটাই ত জীবন! কী নিদারুণ অপচয়!

ক্ষমতায় থাকাকালীন কী ছিল না?
গাড়ি, বাড়ি, লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷

এই ছবিটি একটি চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাঁদের জন্য।
কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালোমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কী সম্মান!!

এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই, আটক নেই।

এর আগে লূৎফুজ্জামান বাবরকে দেখেছিলাম! কী প্রভাব! স্বরাষ্ট্রমন্ত্রী!
সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!

Babu'S Philosophy

ইন্নালিল্লাহ, এইমাত্র মিরপুর সাড়ে ১১ কসমো স্কুলের ভিতরে আগ*ন লেগে গেছে, হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি, স্থান সিটি ক্ল...
23/07/2025

ইন্নালিল্লাহ,
এইমাত্র মিরপুর সাড়ে ১১ কসমো স্কুলের ভিতরে আগ*ন লেগে গেছে, হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি,
স্থান সিটি ক্লাবের দক্ষিণ পাশে

এগুলো কি শুরু হলো দেশে😥
আল্লাহ সহায় হোক,সবাইকে হেফাজত করুক

যতদূর জানতে পেরেছি মাইলস্টোনের এই ক্যাম্পাসের পার্মিশন ছিলনা,গুটিয়া থেকে আশুলিয়া হয়ে এই রুট বিমানের রুট হিসেবেই নাকি পার...
21/07/2025

যতদূর জানতে পেরেছি মাইলস্টোনের এই ক্যাম্পাসের পার্মিশন ছিলনা,গুটিয়া থেকে আশুলিয়া হয়ে এই রুট বিমানের রুট হিসেবেই নাকি পার্মিট দেওয়া( আমরা যারা এই এলাকায় বিকালে বসে আড্ডা দিতাম তারা দেখেছি,ইভেন আজকেও দেখা গিয়েছে) ,আপনারা দেখবেন এটা বিমান চলাচলের রুট হিসেবেই ব্যবহার করা হয়।

মাইলস্টোনের আশেপাশের কিছু জমি দখল করে ,লীগ সরকারের আমলে নিজের ক্ষমতা খাটিয়ে এই জায়গা দখল করে নেয় অব. কর্ণেল নুরুন্নবী।
আর লাশের সং্খ্যা কমানোর জন্য প্রশাসনকে ওনিই নাকি ফোর্স করছেন প্রশাসনকে এমন অভিযোগ এসেছে।

রাজধানীর আকাশসীমা, বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দরের পাশঘেঁষা এলাকা, কোনোভাবেই সামরিক জেট প্রশিক্ষণের জায়গা হতে পারে না...
21/07/2025

রাজধানীর আকাশসীমা, বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দরের পাশঘেঁষা এলাকা, কোনোভাবেই সামরিক জেট প্রশিক্ষণের জায়গা হতে পারে না। টাঙ্গাইল, চট্টগ্রাম বা যশোর বাদ দিয়ে, ঢাকার আন্তর্জাতিক এয়ারপোর্ট এলাকায় এই প্রশিক্ষণ (!) ফাইটার জেটের কাজ কি?

আইএসপিআর যদিও বলছে এটি প্রশিক্ষণ বিমান! কিন্তু ঘাটাঘাটি করে দেখলাম F-7 বা FT-7 BGI যুদ্ধবিমান আসলে সো কল্ড পুরনো আমলের কোনো প্রশিক্ষণ বিমান নয়! এটি চীনে তৈরি একটি উন্নততর যুদ্ধবিমান, যা মূলত সোভিয়েত ইউনিয়নের MiG-21 এর ভিত্তিতে তৈরি চীনা চেংডু F-7 এর আধুনিক সংস্করণ। এটি বিমানবাহিনীর জন্য এক্সক্লুসিভলি তৈরি করে ২০১৩ সালে বহরে যুক্ত করা হয়।

২০১১ সালে উৎপাদন শুরু হওয়া এই মডেলটিতে আধুনিক মাল্টি-ফাংশন ডিসপ্লে, উন্নত অ্যাভিওনিক্স, Beyond Visual Range, ক্ষেপণাস্ত্র বহন করার সক্ষমতা এবং উন্নত রাডার ব্যবস্থা রয়েছে। এটি আগের F-7 সিরিজের তুলনায়ও অনেক বেশি কার্যকরী।

ফলে এটি ঠিক মান্ধাতার আমলের প্রশিক্ষণ বিমান নয়!

তবে এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানে দুর্ঘটনা ঘটেছে। ২০০৮ সালে টাঙ্গাইলের ঘাটাইলে F-7 বিমানের পাইলট ইজেক্ট করেও প্যারাশুট না খুলে মারা যান। ২০১৫ সালে পতেঙ্গা থেকে উড্ডয়ন করে বঙ্গোপসাগরে নিখোঁজ হয় একটি F-7MB জেট। পাইলটের কোনো খোঁজ মেলেনি। ২০১৮ সালে, ঢাকার অদূরে রসুলপুরে F-7BG জেট বিধ্বস্ত হয়ে পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন।

তবে এবার ঘণবসতিপূর্ণ নগরের একটি স্কুল ভবনে ৩ হাজার পাউন্ডের বোমা বহনে সক্ষম প্রায় ৮ টনের এই ফাইটার জেটটি আছড়ে পড়ায় বহু হতাহতের সম্ভাবনা দেখা দিয়েছে, যাদের সিংহভাগই শিশু-কিশোর!

কানাডার মতো উন্নত দেশগুলো এই ধরনের প্রশিক্ষণ জনবসতি থেকে বহু দূরের নির্জন ঘাঁটিতে পরিচালনা করে থাকে।

বাংলাদেশ বিমানবাহিনীর যে কোনো প্রশিক্ষণ কার্যক্রম অবশ্যই রাজধানীর বাইরে, নির্জন ও নিরাপদ ঘাঁটিতে হওয়া বাঞ্ছনীয়।

কতো মায়ের বুক যে খালি হবে, ভাবতেই মাথা কাজ করছে না!
হে, আল্লাহ, তুমি আমাদের সন্তানদের হেফাজত করো।

আমীন।

একবার চিন্তা করেন, আপনার ১০-১২ বছরের বাচ্চার শরীরের চামড়া পু*ড়ে যাচ্ছে। যেই বাচ্চাগুলোকে কখন চুলার আগুনের আঁচ লাগতে দেনন...
21/07/2025

একবার চিন্তা করেন, আপনার ১০-১২ বছরের বাচ্চার শরীরের চামড়া পু*ড়ে যাচ্ছে। যেই বাচ্চাগুলোকে কখন চুলার আগুনের আঁচ লাগতে দেননি।

আর সেই বাচ্চা চিৎকার দিচ্ছে, " ও মা, ও আব্বা, ও আল্লাহ।" বলে

বুকের ভিতরটা কিভাবে চৌচির হয়ে যাবে। এক-একটা ভিডিও দেখছি আর মস্তিষ্কে র'ক্তক্ষ'রণ হচ্ছে।

ইয়া আল্লাহ, এই নিষ্পাপ বাচ্চাগুলোর দেহে আ'গুনের জ্বা'লা ও তাদের পিতামাতার বুকের জ্বালাকে শীতল করে দাও, আমিন।

তিনি আর নেই!😭চাইলেই প্যারাসুটে বেরিয়ে আসতে পারতেন।কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল শত শিশু।তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছ...
21/07/2025

তিনি আর নেই!😭
চাইলেই প্যারাসুটে বেরিয়ে আসতে পারতেন।
কিন্তু তিনি জানতেন, নিচে স্কুল শত শিশু।
তাই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন, বিমানটি সরাতে চেয়েছেন।

17/07/2025

বাংলাদেশের রাজনীতিতে এই রকম সাহস আর কেউ করতে পারেনি, যা করেছে এনসিপির নেতারা..!!

#ছাত্র #বাংলাদেশরাজনীতি ゚viralシ

17/07/2025

দিল্লি গেছে কাউয়া,
প্রশাসন আমার শা"উ"য়া..!!
- ইনকিলাব মঞ্চ

#ছাত্র

17/07/2025

বিএনপি আর আওয়ামী লীগ একই ভাষায় কথা বলে..!!

- পিনাকী ভট্টাচার্য..!!

#ছাত্র

17/07/2025

গোপালগঞ্জ কে চ্যালেঞ্জ করলেন...!!

゚viralシ #বাংলাদেশরাজনীতি

17/07/2025

গোপালগঞ্জের মাটিতে এনসিপির নেতারা স্লোগান দিলেন..!!

#ছাত্র #বাংলাদেশরাজনীতি ゚viralシ

Address

Dhaka
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Babu'S Philosophy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share