
27/06/2025
১০টি স্কিল যা একজন তরুণের অবশ্যই শেখা উচিত -
১/ ইংরেজি ভাষা শেখা।
পুরো দুনিয়ার ৮০% রিসোর্স, ভিডিও, কোর্স, আর বই কিন্তু ইংরেজিতে। সুতরাং এটা শেখা মানেই জ্ঞানভাণ্ডারের দরজাটা খুলে ফেলা।
২/ টাইপিং স্কিল
দ্রুত ও নির্ভুল টাইপিং আপনার শেখা, লেখা আর কাজের গতি কয়েকগুণ বাড়িয়ে দিবে।
৩/ পাবলিক স্পিকিং ও কমিউনিকেশন স্কিল
সবার সামনে কথা বলার আত্মবিশ্বাস আপনাকে সবার চেয়ে আলাদা করে তুলবে।
৪/ ফাইন্যান্স ও বাজেটিং স্কিল
নিজের আয়-ব্যয়, সেভিংস আর ইনভেস্টমেন্ট বোঝার অভ্যাস গড়ে তুলুন এখনই। এতে জীবনের অনেক টেনশন কমে যাবে।
৫/ রিসার্চ ও শেখার স্কিল
শুধু পড়ালেখা না, নিজে নিজে শেখার অভ্যাসই আপনাকে অন্য সবার চেয়ে এগিয়ে রাখবে।
৬/ ক্রিটিক্যাল থিংকিং & প্রবলেম সলভিং স্কিল
চিন্তা করার ক্ষমতা, ভুল বের করা আর সমাধান খুঁজে বের করার কৌশল, জীবনের সবখানেই কাজে লাগে।
৭/ রেজিলিয়েন্স বা মানসিক দৃঢ়তা
ব্যর্থতা, কষ্ট, রিজেকশন, এসব সামলে উঠে আবার দাঁড়াতে শেখাটা ভীষণ জরুরি।
৮/ রিডিং হ্যাবিট তৈরি করা
পড়ার অভ্যাস মানেই শেখার অভ্যাস। যারা নিয়মিত পড়ে, তারা শুধু বই পড়ে না, দুনিয়াকে নতুন চোখে দেখতে শেখে।
৯/ ডিপ ফোকাস ও মনোযোগ ধরে রাখার ক্ষমতা
Distraction এর এই যুগে ফোকাস ধরে রেখে কাজকর্ম করতে পারাটা একটা বড়সড় স্কিল।
১০/ সোশ্যাল মিডিয়া & ডিজিটাল স্কিলস
কনটেন্ট তৈরি, ভিডিও এডিটিং, Canva ডিজাইন, SEO, এসব স্কিল আপনাকে দেবে নিজের চিন্তা, জ্ঞান আর গল্প দুনিয়ার সামনে তুলে ধরার অসীম ক্ষমতা।
যারা এসব স্কিল শিখবে, তারাই আগামী দিনের লিডার, ফ্রিল্যান্সার বা ইনফ্লুয়েন্সার।
আর হ্যাঁ, এই ১০ টা স্কিলের মধ্যে কয়টি আপনার আছে?