TTS Collection

TTS Collection Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TTS Collection, Media/News Company, Fulbaria.

১০টি স্কিল যা একজন তরুণের অবশ্যই শেখা উচিত -১/ ইংরেজি ভাষা শেখা। পুরো দুনিয়ার ৮০% রিসোর্স, ভিডিও, কোর্স, আর বই কিন্তু ইং...
27/06/2025

১০টি স্কিল যা একজন তরুণের অবশ্যই শেখা উচিত -

১/ ইংরেজি ভাষা শেখা।

পুরো দুনিয়ার ৮০% রিসোর্স, ভিডিও, কোর্স, আর বই কিন্তু ইংরেজিতে। সুতরাং এটা শেখা মানেই জ্ঞানভাণ্ডারের দরজাটা খুলে ফেলা।

২/ টাইপিং স্কিল

দ্রুত ও নির্ভুল টাইপিং আপনার শেখা, লেখা আর কাজের গতি কয়েকগুণ বাড়িয়ে দিবে।

৩/ পাবলিক স্পিকিং ও কমিউনিকেশন স্কিল

সবার সামনে কথা বলার আত্মবিশ্বাস আপনাকে সবার চেয়ে আলাদা করে তুলবে।

৪/ ফাইন্যান্স ও বাজেটিং স্কিল
নিজের আয়-ব্যয়, সেভিংস আর ইনভেস্টমেন্ট বোঝার অভ্যাস গড়ে তুলুন এখনই। এতে জীবনের অনেক টেনশন কমে যাবে।

৫/ রিসার্চ ও শেখার স্কিল

শুধু পড়ালেখা না, নিজে নিজে শেখার অভ্যাসই আপনাকে অন্য সবার চেয়ে এগিয়ে রাখবে।

৬/ ক্রিটিক্যাল থিংকিং & প্রবলেম সলভিং স্কিল

চিন্তা করার ক্ষমতা, ভুল বের করা আর সমাধান খুঁজে বের করার কৌশল, জীবনের সবখানেই কাজে লাগে।

৭/ রেজিলিয়েন্স বা মানসিক দৃঢ়তা

ব্যর্থতা, কষ্ট, রিজেকশন, এসব সামলে উঠে আবার দাঁড়াতে শেখাটা ভীষণ জরুরি।

৮/ রিডিং হ্যাবিট তৈরি করা

পড়ার অভ্যাস মানেই শেখার অভ্যাস। যারা নিয়মিত পড়ে, তারা শুধু বই পড়ে না, দুনিয়াকে নতুন চোখে দেখতে শেখে।

৯/ ডিপ ফোকাস ও মনোযোগ ধরে রাখার ক্ষমতা

Distraction এর এই যুগে ফোকাস ধরে রেখে কাজকর্ম করতে পারাটা একটা বড়সড় স্কিল।

১০/ সোশ্যাল মিডিয়া & ডিজিটাল স্কিলস

কনটেন্ট তৈরি, ভিডিও এডিটিং, Canva ডিজাইন, SEO, এসব স্কিল আপনাকে দেবে নিজের চিন্তা, জ্ঞান আর গল্প দুনিয়ার সামনে তুলে ধরার অসীম ক্ষমতা।
যারা এসব স্কিল শিখবে, তারাই আগামী দিনের লিডার, ফ্রিল্যান্সার বা ইনফ্লুয়েন্সার।

আর হ্যাঁ, এই ১০ টা স্কিলের মধ্যে কয়টি আপনার আছে?

What a strange coincidence! the only survivor of thursday’s plane crash in India was seated in 11A, the same seat thai s...
16/06/2025

What a strange coincidence! the only survivor of thursday’s plane crash in India was seated in 11A, the same seat thai singer James Ruangsak sat in when he survived a plane crash 27 years ago!

Seat 11A, same seat, same miracle!

অনেকেই ভাবে ভালো ব্যবহার করলেই মানুষ আপনাকে সম্মান করবে। কিন্তু বাস্তবতা অনেকটা আলাদা।জীবনের কঠিন সত্য হলো — মানুষ আপনার...
16/06/2025

অনেকেই ভাবে ভালো ব্যবহার করলেই মানুষ আপনাকে সম্মান করবে। কিন্তু বাস্তবতা অনেকটা আলাদা।

জীবনের কঠিন সত্য হলো — মানুষ আপনার ব্যবহার নয়, আপনার ব্যক্তিত্ব আর নিয়ন্ত্রণক্ষমতা দেখে শ্রদ্ধা করে।

এখানে ৩টি ডার্ক সাইকোলজি টেকনিক জানাচ্ছি, যা একটু ‘চাতুর্যপূর্ণ’, কিন্তু খুবই কার্যকর।

১. সবসময় সহজলভ্য হবেন না

মানুষ তখনই কাউকে বেশি মূল্য দেয়, যখন সে “সব সময় হাতের কাছে থাকে না।” নিজেকে মাঝে মাঝে 'অ্যাক্সেস থেকে দূরে' রাখুন — অনেকে তখনই উপলব্ধি করবে আপনি কতটা গুরুত্বপূর্ণ।

২. ‘না’ বলতে শিখুন

সব অনুরোধ মানা আপনাকে ভালো মানুষ নয়, দুর্বল মানুষ হিসেবে তুলে ধরে। যেখানে প্রয়োজন, সেখানে সরাসরি “না” বলুন — তাতে আপনার চরিত্র হবে দৃঢ় এবং স্পষ্ট।

৩. নিজের গুরুত্ব নিজেই দেখান।

আপনি যদি নিজেকে ছোট ভাবেন, সবাই তেমনি ভাববে।
নিজের প্রোফাইল, কথা বলা, শরীরী ভাষা, এমনকি সোশ্যাল মিডিয়াতেও এমন একটা ভ‍্যালু দেখান — যেন আপনি নিজের মূল্য জানেন।

মনে রাখুন:
ভদ্রতা থাকা ভালো — কিন্তু ভীরু হওয়া নয়। নিজের প্রভাব তৈরি করুন, তাহলেই মানুষ আপনাকে গুরুত্ব দেবে।
- সংগৃহীত

The Air India crash reminded us how fragile life is.A family delayed their dream of moving to the UK and never made it. ...
14/06/2025

The Air India crash reminded us how fragile life is.

A family delayed their dream of moving to the UK and never made it. A woman missed the flight and was devastated until she heard what happened. A man was thrown from the plane and survived because it wasn’t his time.

When it’s not your time, nothing can take you. When it is, nothing can save you.

So while you’re alive and breathing, don’t wait for the “right time.” Live now. Chase joy. Tomorrow isn’t promised.

‼️জরুরী সতর্কতা‼️আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা  COVID - Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন...
10/06/2025

‼️জরুরী সতর্কতা‼️
আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা COVID - Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক। এটি সহজে শনাক্তও হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি।

১. COVID - Omicron XBB এর নতুন উপসর্গগুলো:

i) কাশি নেই।
ii) জ্বর নেই।
বেশিরভাগ উপসর্গ হলো—
iii) অস্থিসন্ধিতে ব্যথা।
iv) মাথাব্যথা।
v) গলাব্যথা।
vi) পিঠে ব্যথা।
vii) নিউমোনিয়া।
viii) ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া,
অনেক ক্ষেত্রে চোখ লালচে হয়ে থাকে।

২. এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে ৫ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও বেশি।

৩. উপসর্গগুলো খুব অল্প সময়েই মারাত্মক আকার ধারণ করে এবং কখনও কখনও কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়েই অবস্থা খারাপ হতে শুরু করে।

৪. তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।

এই ভ্যারিয়েন্টটি নাসোফ্যারেঞ্জিয়াল (নাকের গভীর অংশ) অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের “উইন্ডো” অংশে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়।

৫. কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স-রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পলে (সোয়াব) পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্ট (ফলস নেগেটিভ) এর সংখ্যা বাড়াচ্ছে। এ কারণে এই ভাইরাসকে ‘ধূর্ত’ বলা হচ্ছে।

এর মানে হলো— এটি সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে COVID - Omicron XBB এত বেশি ছোঁয়াচে ও প্রাণঘাতী হয়ে উঠেছে।

৬. যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন, খোলা জায়গাতেও অন্তত ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন, এবং নিয়মিত হাত ধুয়ে ফেলুন—even যদি কাশি বা হাঁচি না থাকে।

এই COVID - Omicron XBB "ওয়েভ" প্রথম COVID-19 মহামারির চেয়েও ভয়াবহ।

সতর্কতা, সচেতনতা ও বৈচিত্র্যময় সুরক্ষা ব্যবস্থাই আমাদের রক্ষা করতে পারে।

✅ দয়া করে এই বার্তাটি বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন এবং সবাই সচেতন হোন ও অন্যকে উৎসাহিত করুন।

ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন।

মধ্যবিত্তদের জন্য ছয়টি রেড ফ্ল্যাগ।বাদল সৈয়দ ১। ভুল জমি, ভুল ফ্লাট: অপর নাম 'কান্না'।আপনার সারাজীবনের সঞ্চয় খপ করে খেয়ে ...
29/05/2025

মধ্যবিত্তদের জন্য ছয়টি রেড ফ্ল্যাগ।
বাদল সৈয়দ

১। ভুল জমি, ভুল ফ্লাট: অপর নাম 'কান্না'।

আপনার সারাজীবনের সঞ্চয় খপ করে খেয়ে ফেলার জন্য উৎ পেতে আছে ভুয়া রিয়েল এস্টেট কোম্পানি। কেনার সময় আপনাকে যে জমি দেখানো হবে আসলে তা হয়ত কেনাই হয়নি। জমির মালিককে মাসে দুহাজার টাকা ভাড়া দিয়ে জমির উপর কোম্পানিটি সাইনবোর্ড লাগিয়েছে মাত্র। এ জমি কিনলেন তো বঙ্গোপসাগরে সর্বস্ব বিসর্জন দিলেন। ঠক খাওয়া মানুষটির এসব মাফিয়াদের বিরুদ্ধে কিছুই করার থাকে না। আশেপাশে তাকালেই এদের হাতে পথের ফকির হয়েছেন এমন অনেককেই দেখবেন।উল্টাপাল্টা ডেভেলপার থেকে ফ্লাট কিনলেও একই দশা। মনে রাখবেন, একটি ভুল জমি বা ফ্লাট ইকুয়াল টু বাকি জীবনের কান্না।

২. অস্বাভাবিক ডিসকাউন্ট: ১০ নম্বর
বিপৎসংকেত।

কোনো কোনো প্রতিষ্ঠান পঞ্চাশ হাজার টাকার জিনিস দশ হাজার টাকায় অফার করবে। কমদাম দেখে মধ্যবিত্তরা ঝাঁপ দেন। এরমধ্যে সামান্য কয়েকজনকে পণ্য সরবরাহ করা হবে, বাকিদের দেবে না। সোজা কথায় তাঁদের টাকা মেরে দেওয়া হবে। বঞ্চিতরা এ কোম্পানির মালিককে জীবনেও ধরতে পারবেন না। তাঁদের সে ক্ষমতা নেই। সব ক্ষমতা টাউট কোম্পানির মালিক তাদের ঠকানো টাকায় কিনে নিয়েছে।

৩। না বুঝে ব্যবসা করা: লবণ দিয়ে চা খাওয়া।

এক্ষেত্রে বেশি ধরা খান সারাজীবন চাকুরি করে রিটায়ারমেন্টে বেনিফিট দিয়ে যারা ব্যবসা করতে যান। ব্যবসার 'ব' না বুঝে ব্যবসা করলেন মানে এতদিন রক্ত পানি করে যে টাকা জমিয়েছেন তাতে আগুন ধরিয়ে দিলেন। হাতে টাকা এলে আপনার কাছে অনেকেই আসবেন ব্যবসা বুদ্ধি দিতে। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেবেন। আমাকে কেউ এ বুদ্ধি দিলে আমি হাসতে হাসতে বলব, 'ভাইসাহেব, এক কাপ লবণ দিয়ে চা দেই, ওটা খেলে বুঝবেন লবণ যেমন চায়ের সাথে যায় না, আমার সাথে ব্যবসাও তেমন যায় না।

৪। ব্যবসা করার জন্য অন্যকে টাকা দেওয়া: ভুল সবই ভুল।

ব্যবসা না বুঝে তা করতে গিয়ে আমরা যেমন মারা খাই, ঠিকই তেমনি আমাদের মরা লাশ জলে ভাসে অন্যের হাতে লাভের আশায় সঞ্চয় তুলে দিলে। আমি এমন মানুষ খুব কম দেখেছি, যারা অন্যকে ব্যবসা করার জন্য টাকা দিয়ে জিতেছেন। দুটো কারণে এটা হয়। প্রথমত যিনি ব্যবসার জন্য টাকা নিয়েছেন তিনি নিজেই মার খেয়েছেন, ফেরত কোত্থেকে দেবেন? দুই নম্বর হলো, টাকা মেরে দেওয়া। কয়েকমাস লাভ দিয়ে তারপর অস্বীকার! লাভ তো দূরের কথা আসলই ফেরত পাওয়া যায় না। তাই লাভের আশায় অন্যকে টাকা দিলেন মানে ব্যাংকের চেক কাটলেন না, নিজের ভাগ্যকেই নিজে কেটে দিলেন। সর্বনাশকে লাল গালিচা পেতে আমন্ত্রণ জানালেন।

৫। অস্বাভাবিক মুনাফা বা সুদ: ইঁদুর মারা ফাঁদ।

যখন কোনো প্রতিষ্ঠান বাজারে প্রচলিত বা সরকার নির্ধারিত সর্বোচ্চ মুনাফা বা সুদের চাইতে বেশি অফার করে তখন বুঝে নেবেন, আপনাকে 'বকরি' বানানোর কায়দা করা হচ্ছে। জবাই করাত ছুরি শান দেওয়া হচ্ছে। এরা তো জ্বীন-ভূত না যে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানের চাইতে বেশি লাভ দেবে! এটা কি সম্ভব? এদের হাতে কি আলাদীনের চেরাগ আছে? নেই। তবে আপনার টাকা মেরে দিয়ে হাওয়া হয়ে যাওয়ার জন্য 'ম্যাজিক কার্পেট' আছে।

৫। বোকা ম্যার‍্যাথন এবং দুঃখ নামের মেডাল। #

আমাদের একটা বাজে অভ্যাস হলো অন্যদের সাথে অন্ধ প্রতিযোগিতা। পাশের বাসায় ৪২ ইঞ্চি টিভি কেনা হয়েছে! আমারও কিনতে হবে। কেউ গাড়ি কিনেছে! ধারকর্জ করে আমাকেও কিনতে হবে। ফলাফল হচ্ছে, পায়ের নিচের মাটি সরে যাওয়া। এ ইঁদুর দৌড়ের কারণে যখন জীবনে ঘোর বর্ষা নামবে তখন হাতে ছাতা থাকবে না। ফালতু প্রতিযোগিতার কারণে সে ছাতা তো কবেই বিক্রি করে দিয়েছি!

তাহলে কী করবেন? সমাধান কী?

উত্তর: উপরের কোনোটিই করবেন না। টাকাও নিরাপদ থাকবে, আপনিও নিরাপদ থাকবেন। হাতের ছাতা হাতেই থাকুক, নয়ত বর্ষাকালে ভিজে মরণ জ্বরে মরবেন।

রেড ফ্ল্যাগগুলো থেকে উপরওয়ালা আমাদের রক্ষা করুন। সবার প্রতি শ্রদ্ধা, শুভকামনা।

(সংগৃহীত)

*এই ভূমিতেই হাশরে মানুষ উঠবে 😭😭 এটাই সেই মসজিদ,যেখানে এক রাকাত নামাজের সওয়াব ৫০০ রাকাতের সমান।এটাই মুসলমানদের প্রথম কিবল...
06/04/2025

*এই ভূমিতেই হাশরে মানুষ উঠবে 😭😭 এটাই সেই মসজিদ,যেখানে এক রাকাত নামাজের সওয়াব ৫০০ রাকাতের সমান।

এটাই মুসলমানদের প্রথম কিবলা।
এটাই সেই পবিত্র ভূমি,যেখান থেকে প্রিয় নবী (সা.) মেরাজে গিয়েছিলেন।

এই মসজিদে নবী সুলায়মান (আ.) আল্লাহর হুকুমে জিনদের দিয়ে কাজ করিয়েছিলেন।
এর ইট-পাথর জিকির করে,বাতাসে ভেসে বেড়ায় ঈমানের ঘ্রাণ।

আজ এই মসজিদ রক্তে রঞ্জিত…
আর উম্মাহ নীরব…

এই মসজিদের পাশেই একদিন হযরত ঈসা আঃ ঈসরাইলের বংশধর দাজ্জালকে হত্যা করবেন.

এই ভূমিতেই হাশরের মানুষ উঠবে।

আল-আকসা কেবল ইতিহাস নয়,এটা কেয়ামতের নিদর্শন… ঈমানের চূড়ান্ত পরীক্ষা😭

লীগের আমলে ড. ইউনুসকে নিয়ে যা জানতাম:১। উনি সু'দ খায়।২। উনি আ্য'মে'রি'কার দা'লা'ল।বিএনপি ড. ইউনুসকে নিয়ে যা জানাচ্ছে:১। ...
30/03/2025

লীগের আমলে ড. ইউনুসকে নিয়ে যা জানতাম:
১। উনি সু'দ খায়।
২। উনি আ্য'মে'রি'কার দা'লা'ল।

বিএনপি ড. ইউনুসকে নিয়ে যা জানাচ্ছে:
১। উনি মুক্তিযুদ্ধ করে নাই।
২। উনি জিয়ার নাম না নিয়ে ভুল করসে।
৩। উনি নির্বাচন দিতে চায় না।

আমি ফেসবুকে গত দুইদিন যা জানলাম:

১। মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত। সেখানে জন্মভূমির স্বাধীনতার পক্ষে জনমত গঠনে নেমে পড়েন তিনি।মার্কিন সংবাদমাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী মানুষের খবর পৌঁছে দিতে সেখানকার স্থানীয় পত্রিকা ও টেলিভিশনের সম্পাদক এবং সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজটি নিয়মিত করেন অধ্যাপক ইউনূস। তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন জোগাতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে তাঁর নিজ বাড়ি থেকে প্রকাশ করতেন ‘বাংলাদেশ নিউজলেটার’।

২। চীনের হাইনানে প্রাদেশিক সরকারের উপদেষ্টা ছিলেন।

৩। মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন।

৪। নোবেল, অ্যামেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড- পৃথিবীর ইতিহাসে ৩ টা পুরস্কারই জিতেছেন এমন মানুষ মাত্র ১২ জন! সেই ১২ জনের একজন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

৫। 'অলিম্পিক গেমস' পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি। আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক, জাপানে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিকে মশাল বাহক ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

৬। ২০২৪ সালের ফ্রান্সে অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটির ৩ জনের একজন হচ্ছে মুহাম্মদ ইউনূস। সেখানে আরেকজন ফরাসি প্রেসিডেন্ট ম্যাঁক্রো। ২০২৬ ইতালী অলিম্পিকের জন্য ইতালিয়ানরা উনাকে পাওয়ার জন্য তদবির করছে। পুরা অলিম্পিকের মডেলই ছিল থ্রি-জিরো।

৭। সারা পৃথিবীর ১০৭ টা ইউনিভার্সিটিতে মুহাম্মদ ইউনূস সেন্টার আছে। ইউনিভার্সিটিগুলো নিজেদের উদ্যোগে এটা করেছে। এর প্রধান কারণ হচ্ছে তাঁর মাইক্রো-ফাইনান্স। যেটা তাকে এবং তার গ্রামীন ব্যাংককে নোবেল শান্তি পুরষ্কার এনে দিয়েছিলো।

৮। ড. ইউনূস হচ্ছেন পৃথিবীর ওয়ান অব দ্যা হায়েস্ট পেইড স্পীকার। স্পীচ দেয়ার জন্য ওনাকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হয়। ওনার বক্তব্য শোনার জন্য খরচ করতে হয় ৭৫ হাজার থেকে ১ লাখ ডলার। কখনো আরো বেশী।

৯। বিশ্বের লিডিং ইন্টালেকচুয়ালের যেকোনো তালিকায় টপ ১০ এর ভিতরে থাকেন ড. ইউনূস। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনূসের বিকল্প খুঁজে পাওয়াটা খুবই কঠিন, কিন্তু তিনি আমাদের বাংলাদেশের! এদেশে আর এমন ইউনূস জন্মাবে কিনা আজও সন্দেহ।

১০। কোর্ট-কাছাড়ির ৮ তলার এজলাসে তাকে যখনই হাজিরা দিতে হতো সেসময় কোর্ট বিল্ডিং এর লিফট বন্ধ করে দেয়া হতো। ৮২ বছরের অশীতিপর এই বৃদ্ধকে প্রতিবারই হেটে হেটে ৮ তলায় যেতে হতো। এবং এই ঘটনা নাকি ৪০ বারের মত ঘটেছে।

বিএনপির ফজলু একদম উচিত কথা বলছে। আমরা উনাকে যত বড় মাপের ভাবি উনি তত বড় মাপের না। উনাকে আল্লাহ এত বড় মাপের মানুষ বানাইসেন যে বিএনপির নব্য দি'ল্লীর দা'লা'লদের পক্ষে সেটা মাপা কোনদিম সম্ভব না।

- শেখ আশিক
সাবেক শিক্ষার্থী, বুয়েট


Chief Adviser GOB

অধ্যাপক ড. ইউনুসের আজকের বক্তব্য যারা শুনেন নাই, তার দেয়া প্রায় ৩৫ মিনিটের ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি ছাড়া বিগত কিছু দি...
25/03/2025

অধ্যাপক ড. ইউনুসের আজকের বক্তব্য যারা শুনেন নাই, তার দেয়া প্রায় ৩৫ মিনিটের ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি ছাড়া বিগত কিছু দিনের কিছু কার্যকরী বিষয় নিয়ে তার আলাপের খন্ডচিত্র আপনাদের কাছে লিখে দিলাম। ফেসবুক যতদিন থাকবে ততদিন যেন এই পোস্ট মেমোরি তে এসে মনে করায় দেয় আমাদের একজন খন্ডকালীন সত্যিকারের নেতা ছিল।

1. সরকার দায়িত্ব নেয়ার পর থেকে কন্টেইনার হ্যান্ডেলিং জানুয়ারী মাসেই ৭% বেড়েছে।

2. রপ্তানি বেড়েছে ১৩%

3. বিডা প্রত্যাবর্শন আইন জটিলতা দূরিকরনে কাজ করছে

4. আগামি মাসে ৪ দিন ব্যাপি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করবে, যেখানে ইতিমধ্যেই বিশ্ব বিখ্যাত ডিপি ওয়ার্ল্ড, সিংগাপুর পিএসএ, এপি মোলান মার্ক্স কয়েক বিলিয়ন ডলার প্রস্তাব দিয়েছে

5. গত জানুয়ারি মাসের সুইজারল্যান্ডের ডাবলস এ ৪৭ টি আলাদা ইভেন্টে অংগ্রহণ করে সেখানে বিভিন্ন সরকার প্রধান, ইনভেস্টরদের সাথে মিটিং এ তারা বাংলাদেশ এ বিনিয়োগ নিয়ে আগ্রহ দেখায়ছে।

6. সং্যুক্ত আরব আমিরাতের ভিসা ইস্যু শীঘ্রই সমাধান হয়ে যাবে

7. আরব আমিরাতকে শিল্পাঞ্চল গড়ে তোলার কথা বলায় তারা আগ্রগ দেখায়ছে এবং ২ টি কাজ দিয়ে তারা শুরু করবে। ক) মুসলিম বিশ্বের জন্য হালাল গোসত প্রসেস কারখানা খ) মৎস্য প্রসেস কারখানা চালু করবে। গ) নতুন সমুদ্র বন্দর পরিচালনার জন্যেও আগ্রহ দেখায়ছে।

8. আসিয়ান সদস্য হওয়ার জন্য ড ইউনুস আগ্রহ দেখিয়েছেন, আসিয়ান বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়া। তাদের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ড. ইউনুসের আবেদনে সারা দিয়েছেন। তিনি ড ইউসুসকে তাদের দেশে আমন্ত্রণ জানায়ছে। মালয়েশিয়া রহিংগা সমাধান ইস্যুতে জাতিসংঘের সম্মেলন আয়োজন করবে। দ্রুত সময়ে শ্রমিক ইস্যু সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছে।

9. চায়না সফরে চীন প্রেসিডেন্ট, বিজনেস ডেলিকেটস সহ বিশ্বের সর্ব বৃহৎ সোলার নির্মাতা লংজি বাংলাদেশে কারখানা করবে। এছাড়া প্রযুক্তিগত সহায়তা, চিকিৎসা সেবা বিষয়ে আলোচনা হবে। তারা আমাদের দেশ থেকে দ্রুত মৌসুমি ফল নিয়ে যাবে।

10. সাউথ এশিয়ান অর্থনৈতিক অঞ্চল এবং আমাদেএ বিস্তৃত সমুদ্র অঞ্চল নিয়ে যে একটা দারুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব। নেপাল এবং ভুটান আমাদেরকে জলবিদ্যুৎ দিতে আগ্রহী এতে জীবাশ্ম জ্বালানীর উপর নির্ভরতা কমবে। যা ইন্টারন্যাশ্নালী রেকগ্নাইজ হবে।

11. দুর্নীতি রোধে হাইয়েস্ট জিরো টলারেন্স, সরকারি অফিসে ই ফাইলিং এবং যত জায়গায় সম্ভব অনলাইন সেবা চালু করা হবে। এমনকি ই সেবা দেয়ার ব্যাপারে পরামর্শ দেয়ার জন্য সরকারকে ইমেইল করার জন্য আহব্বান করা হয়েছে, যে কেউ এটার স্টেক হোল্ডার হিসেবেও কাজ করতে পারবে।

12. মধ্যপ্রাচ্যের এয়ার টিকিটের দাম ৭৫% কমে গেছে।

13. টোটাল ভূমি সেবা অনলাইন করার কার্যক্রম শুরু হয়েছে

14. হাজীদের হজ্জ যাত্রা সহজ করতে রিয়েল টাইম এপ্স চালু করেছে- এপ্স এ কি কি থাকছে যেখানে যেই প্রয়োজনীয় দুয়া সেটা মনে করায় দিবে, প্রয়োজনীয় রুট নির্দেশনা, শরীর খারাপ হলে ডাক্তারের সাথে অনলাইন পরামর্শ, প্রতিটি পবিত্র স্থানের ছবি সংবলিত ইতিহাস বর্ননা করা, কল সেন্টার সাপোর্ট

15. স্টার লিংক চালুর মাধ্যমে ভবিষ্যতে কোন সরকার আর ইন্টারনেট কন্ট্রোল করতে পারবে না।

16. জুলাই চার্টে সংস্কারে কোন পার্টি কি চায় কি চায় না সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

17. ঢাকার পাশা পাশি চিটাগং এবং রাজশাহীতে ডিএনএ ল্যাব তৈরি করা হচ্ছে।

18. তারুণ্যের উৎসব সারা বছর ব্যাপী করা হবে, এতে শহর থেকে গ্রামে সৃজনশীল কর্মকান্ড এগিয়ে আসবে এবং সেরাদের রেকগ্নাইজ করা হবে স্বস্ব ক্ষেত্রে।

পরিশেষে খুব চমৎকার কিছু কথা-
হিন্দু, মুসলিম, পাহাড়ি, সমতল সকলের নাগরিক অধিকার বজায় রাখতে হবে। সবাই শবে কদরের রাতে দেশের জন্য দুয়া করবেন, ঈদের শুভেচ্ছা। *ঈদে বাড়িতে গিয়ে আত্ত্বীয়স্বজনের কবর জিয়ারত করবেন। গরীব রিলেটিভসদের সাথে সন্তানের পরিচয় করায় দিবেন। তাদের খোজখবরের পাশা পাশি তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তাভাবনা করবেন*। ঈদের জামাতে সকলেই যেন ঐক্যবদ্ধ থাকতে পারি সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে দুয়া করবেন।

প্রিয় হতভাগা জাতি আমাদের এই সময়কালটা মনে রাইখেন।
©

আওয়ামী*লীগকে প্রথম পূর্নবাসন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অতঃপর তিনি শহীদ হয়েছেন।২য় বার পূর্নবাসন করলেন জাতীয় পার্...
21/03/2025

আওয়ামী*লীগকে প্রথম পূর্নবাসন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অতঃপর তিনি শহীদ হয়েছেন।

২য় বার পূর্নবাসন করলেন জাতীয় পার্টি। অতঃপর জাতীয় পার্টি আজ বিলুপ্ত প্রায়।

৩য় বার পূর্নবাসন করলেন জামায়াত ইসলাম। অতঃপর শীর্ষ নেতাদের ফাঁসী।

৪র্থ বার ওয়ান ইলেভেনের সময় পূর্নবাসন করেছিলেন সেনাবাহিনী। অতঃপর পিলখানা হত্যাকাণ্ড বা বিডিয়ার বিদ্রোহে ৫৭ জন চৌকস সেনা অফিসারের অকাল মৃত্যু।

না এমনি ইতিহাস বললাম আর কি। দেখেন আপনারা যা ভালো মনে করেন।🥱

These birds of paradise left this world with so much pain. Won't Muslims be questioned about this? What will we answer t...
18/03/2025

These birds of paradise left this world with so much pain. Won't Muslims be questioned about this? What will we answer to Allah?.....💔

Ramadan Mubarak 🌙🤲
02/03/2025

Ramadan Mubarak 🌙🤲

Address

Fulbaria

Telephone

+8801761745060

Website

Alerts

Be the first to know and let us send you an email when TTS Collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TTS Collection:

Share