
24/07/2025
মাইলস্টোন কলেজের প্রশিক্ষণ বিমান দু'র্ঘটনায় আ'হত এক ছাত্র মৃ'ত্যুর আগে শেষ মুহূর্তে তার নিজের না, বরং তার প্রাণের চেয়ে প্রিয় পোষা বিড়াল আর পাখিদের খোঁজ নিচ্ছিল তার বাবার কাছে।
আবার বলছিল—
“আমার পাখিগুলোর যত্ন নিও বাবা। যেনো তারা না ম'রে… তারা যেনো ভালো থাকে।”
ভাবতে পারেন? জীবন যখন ফু'রিয়ে আসছে, শরীরে অস'হ্য য'ন্ত্রণা, ঠিক তখনও তার মন পড়ে আছে ওই ছোট ছোট পাখিগুলোর দিকে, যাদের সে প্রতিদিন ভালোবাসতো, যত্ন করতো।
পোষা প্রাণী কি শুধু একটা প্রাণী?
না, তারা একটা অ'দৃশ্য আ'ত্মার বন্ধন, নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি।
অনেকে বলে, “একটা বিড়াল, একটা পাখি—এতো গুরুত্ব কিসের?”
এই গল্পই প্রমাণ, তারা আমাদের হৃদয়ের এমন এক কোণায় থাকে, যেখানে শেষ মুহূর্তেও তাদের চিন্তাই আসে আগে।
নিজে ম'রে যাওয়া যায়, কিন্তু নিজের পোষা প্রাণী যেন ক'ষ্ট না পায়—এই অনুভবই বলে দেয়, ভালোবাসা কতটা নিঃস্বার্থ হতে পারে।
আসুন, আমরা যারা পোষা প্রাণী ভালোবাসি, তাদের জন্য এই ছেলেটির প্রতি সম্মান জানাই।
আর যারা কখনও কোনো অবলা প্রাণীর প্রতি অ'বহেলা করেছি, তারা যেনো নতুন করে ভাবি—
ভালোবাসা শুধু কথা নয়, সেটা যত্নের মধ্যেই প্রকাশ পায়।
📸💬 আপনার প্রিয় পোষার ছবি কমেন্টে দিন আর লিখুন, আপনি তাকে কতটা ভালোবাসেন ❤️🐦🐱