Toil Barta-তৈল বার্তা bd

Toil Barta-তৈল বার্তা bd তৈল একটি মহা মূল্যবান পদার্থ। তাই তৈল-

15/05/2025

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)
২০২৫ সালের টেস্ট ফি তালিকা

১. রক্ত ও হেমাটোলজি টেস্ট:

✅ CBC (OPD): ৩০০ টাকা
✅ CBC (IPD): ২০০ টাকা
✅ PBF (Peripheral Blood Film): ২০০ টাকা
✅ Hb%, TCDC, Platelet (প্রতি টেস্ট): ১০০ টাকা
✅ ESR: ১০০ টাকা
✅ Reticulocyte Count: ৫০০ টাকা
✅ Osmotic Fragility of RBC: ৭০০ টাকা
✅ MP (Malarial Parasite): ১০০ টাকা
✅ PT/APTT: ৩০০ টাকা
✅ D-Dimer: ৮০০ টাকা

২. বায়োকেমিক্যাল ও সেরাম টেস্ট:

✅ Serum Bilirubin (Total/Direct): ১০০ টাকা
✅ SGPT / Creatinine: ১০০ টাকা
✅ Urea / Uric Acid / Calcium: ১০০ টাকা
✅ LDH: ৪০০ টাকা
✅ RBS / FBS: ৫০ টাকা
✅ HBsAg Screening: ২০০ টাকা
✅ Electrolytes: ৩০০ টাকা
✅ Serum Iron: ৩০০ টাকা
✅ Ferritin: ৫০০ টাকা
✅ TIBC: ৩০০ টাকা
✅ Vitamin D Level: ২,৫০০ টাকা
✅ Serum Amylase: ৫০০ টাকা
✅ Serum Lipase: ৬০০ টাকা
✅ CRP (Quantitative): ২৫০ টাকা

৩. স্পেশাল টেস্ট ও প্যাথলজি:

✅ CSF for Malignant Cell: ৭৫০ টাকা
✅ Ascitic/Pleural Fluid for Malignant Cell: ৭৫০ টাকা
✅ Bone Marrow (OPD): ১,২০০ টাকা
✅ Bone Marrow (IPD): ১,০০০ টাকা
✅ Bone Marrow Review: ১,০০০ টাকা
✅ Factor VIII / IX Assay: ১,০০০ টাকা
✅ Intrathecal Medication (IT): ২০০ টাকা

৪. স্পেশাল ইনভেস্টিগেশন:

✅ Immunophenotyping (Acute Leukemia): ১২,০০০ টাকা
✅ MRD (B-ALL / T-ALL): ১৬,০০০ টাকা
✅ Hb Electrophoresis: ১,২০০ টাকা
✅ CD-19 Level: ২,০০০ টাকা

৫. ডে কেয়ার সেবা:

✅ Injectable Chemotherapy (প্রতি ওষুধ): ১০০ টাকা
ℹ️ গুরুত্বপূর্ণ:

ফিগুলো সময় ও বিভাগভেদে পরিবর্তিত হতে পারে। তথ্যগুলো ইন্টারনেট থেকে সংগ্রহ করা

সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য সরাসরি হাসপাতালের নির্ধারিত কাউন্টারে যোগাযোগ করুন।

🌐 ওয়েবসাইট: www.bsmmu.ac.bd
📍 ঠিকানা: শাহবাগ, ঢাকা-১০০০
📞 ফোন: +৮৮০ ২ ৫৫১৬৫৯০১-৬০

25/01/2025
13/10/2024

চল চল চল মুজাহিদ
পথ যে এখনো বাকি

একটি গল্পসিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?ঘোড়া চিন্তা করে- যে শ...
27/05/2024

একটি গল্প

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।
শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?
ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না- সে আজ এতো মধুর স্বরে ডাকছে কেন?
নিশ্চয়ই কোনো বদ মতলব আছে।
ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না।
শিয়াল এবার ময়ুরীর কাছে গিয়ে বলে- আপুমনি কেমন আছো। দেখতে খুবই মিষ্টি লাগছে।
ময়ুরীও বুঝতে পারে- শিয়ালের মুখে মিষ্টি বচন। নিশ্চয়ই লক্ষণ ভালো না।
সে ও সাড়া দেয় না।
শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে- বাহ! তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে।
এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিলো।
তোমাকে আর কষ্ট করতে হবেনা। রাজার বয়স হয়ে গেছে।
তিনি অবসরে যাবেন। আর তোমাকে রাজা বানাবেন।
চলো আমার সাথে সিংহাসনে চলো।
গাধা খুব খুশি হয়। শিয়ালের সাথে সিংহাসনে আসে।
সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়।
কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে।
শিয়াল গাধার কাছে এসে বলে- এতো বোকা হলে রাজা হবে কিভাবে।
রাজা তোমার মাথায় মুকুট পরাবে। কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে।
তাইতো তোমার কান দুটো তোলে নেয়া হয়েছে।
কিছু বুঝনা অবুঝ প্রাণী- এটাকে গ্রুমিং বলে।
চলো চলো আমার সাথে চলো। দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে।
গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে।
কিন্তু এবারও পালিয়ে বাঁচে।
শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে- আবারও ভুল করলে।
লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে।
তাই তোমার লেজটা খসানো হয়েছে।
অবুঝ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারোনা।
এটা হলো আলট্রা গ্রুমিং। মানে একেবারে ফাইনাল টাচ।
চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো।
গাধা আবারও সিংহাসনে আসে।
এবার আর সে বাঁচতে পারে না।
সিংহের থাবায় তার ক্ষত বিক্ষত দেহ খানা মাটিতে পড়ে আছে।
সিংহের দাঁতে মুখে রক্তের দাগ।
শিয়াল সিংহকে বলে - মহারাজ এতো কষ্ট করে আপনি খাবেন।
মাথাটা আমাকে দেন। সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই।
শিয়াল গাধার ব্রেণটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়।
সিংহ বলে- ব্রেণ কোথায়।
শিয়াল বলে- মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে- আপনি কি মনে করেন তার ব্রেণ বলে কিছু আছে।
গাছের ডালের উপর থেকে ময়ুর বলে-
তার ব্রেণ ঠিকই আছে। কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি।
প্যাঁচা তার সন্তানকে বলে -এই ঘটনা থেকে তোমরা কি শিখলে।
শিখলামঃ
হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দূরভিসন্ধি আছে।
এটাও শিখলাম- যার যে কাজ তাকে সেটাই করতে হয়। অন্যের কুমন্ত্রণা শুনতে হয়না।
লোভের ফল কখনো মিষ্টি হয়না।
সাদাসিদা হওয়া ভালো। কিন্তু বোকা হওয়া ভালো না।

অতি বিশ্বাস করে সে ঠকেছে। আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মন্তুদ পরিসমাপ্তি ঘটেছে।

প্রধানমন্ত্রী একজন জান্নাতি মানুষ : মাওলানা কাফীলুদ্দীনপ্এটা শুধু বঙ্গবন্ধুর নৌকা না, নূহ আ: কিস্তি : নজিবুল বশর মাইজভান...
01/11/2023

প্রধানমন্ত্রী একজন জান্নাতি মানুষ : মাওলানা কাফীলুদ্দীন
প্এটা শুধু বঙ্গবন্ধুর নৌকা না, নূহ আ: কিস্তি : নজিবুল বশর মাইজভান্ডারী

09/08/2023

হিংসার আগুন
#নারায়ে_তাকবির_আল্লাহুআকবর
#আল্লাহু_আকবার
শিল্পী: খালিদ হাসান

30/07/2023

অসাধারণ #টেস্ট_ক্রিকেট

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Toil Barta-তৈল বার্তা bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category