16/05/2025
“আমি আদিবাসী ট্রা ন্স নারীবাদী” প্ল্যাকার্ড হাতে একজনকে দেখা যাচ্ছে।
এই প্ল্যাকার্ডে ৩টি কমিউনিটির কথা আছে-
১. আদিবাসী : উপজাতিদের মধ্যে যারা আদিবাসী স্বীকৃতি চায়।
২. ট্রা ন্স : এল জি বি টি কি উ গোষ্ঠী, যারা স ম কা মের স্বীকৃতি চায়।
৩. নারীবাদী : যারা নারীবাদ নিয়ে কাজ করে।
কিন্তু ৩টি বিষয় যখন এখন প্ল্যাকার্ডের মধ্যে,
তখন বুঝা যায়- আজকে মৈত্রী যাত্রা নামক যে সমাবেশ হচ্ছে,
তা ৩টি পৃথক কমিউনিটি মিলে আয়োজন করেছে।
অথবা যারা আজকের অনুষ্ঠানের আয়োজক,
তারা মাঠ পর্যায়ে এই ৩টি কমিউনিটিকে ধারণ করে ।
আসলে এই তিনটি ইস্যু নিয়ে কাজ করে বিদেশী মদদপুষ্ট এনজিওরা।
সম্ভবত এনজিওরা তাদের অধিনস্ত দল তিনটিকে একত্র করেছে, আজকের সমাবেশের জন্য।
যেহেতু বর্তমান সরকার এনজিওগ্রাম সরকার,
তাই সরকারের প্রত্যক্ষ মদদে আজকের এই সমাবেশ।
তাই এই একটা প্ল্যাকার্ডের মধ্যেই সরকারের গন্তব্য বুঝা যায়।
প্রথমত, উপজাতিদের আদিবাসী স্বীকৃতি, যার মাধ্যম পাহাড়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে।
দ্বিতীয়ত, বাংলাদেশের স ম কা মী তা স্বীকৃতি আদায়।
তৃতীয়ত, নারীবাদের স্বীকৃতি, সহজ ভাষায় বললে বাংলাদেশের পরিবারগুলোতে ধর্মীয় নিয়ম-কানুন বাদ দিয়ে পশ্চিমা ও বি কৃ ত প্রথা ও সংস্কৃতি চালু করা।
মূল কথা হচ্ছে-
ইউনুস আমাদের যে স্বপ্নের বাংলাদেশের কথা শোনাচ্ছেন,
এই একটা প্ল্যাকার্ডেই ইউনুসের সেই ৩টি স্বপ্নের কথা আছে।
আপনি ইউনুস সরকারকে চাবেন, কিন্তু এই ৩টি স্বপ্ন বাস্তবায়ন চাইবেন না, তা কিন্তু হবে না।
ইউনুসকে চাইলে আপনাকে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক
অবশ্যই তার ৩টি স্বপ্ন বাস্তবে মেনে নিতে হবে।
এর ভিন্ন কোন উপায় নেই।