Genius Itv Society

22/07/2025

পলাতক নেতাদের উসকানিতে লীগের কিছু পোলাপান অহেতুক জেলের ভাত খাবে। জেনে রাখো, তোমাদের নেত্রী আর ফিরবে না।

লেখকঃ নূর হাবিবা অনন্যাএকটা রাস্তা - লক্ষাধিক মানুষের সমাগম- জামাত মহাসমাবেশ এবং একলা আমি..!!ঘড়ির কাঁটায় বিকাল চারটা প...
21/07/2025

লেখকঃ নূর হাবিবা অনন্যা

একটা রাস্তা - লক্ষাধিক মানুষের সমাগম- জামাত মহাসমাবেশ এবং একলা আমি..!!

ঘড়ির কাঁটায় বিকাল চারটা পেরিয়ে গেছে, যোহরের ওয়াক্ত শেষের পথে! আমাকে এর মধ্যে শাহবাগ থেকে সেগুনবাগিচা পৌঁছাতে হবে, ছোটো একটা শাওয়ার নিয়ে অন্তত ফরজটুকু আদায়ের চেষ্টা করতে হবে। মেট্রোতে এত ভীড় যে ওরা টিকিট বন্ধ করে দিয়েছে এমন শুনলাম!!
তাহলে উপায়?! একমাত্র হাঁটা!!!!!!

আশেপাশে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। একটু স্পেসিফিকলি - মুসলিমবেশের পুরুষ মানুষ!

আমি হাঁটা শুরু করলাম!!
এইটুকু রাস্তায় কম করে এক লক্ষের বেশি মানুষ মনে হয়েছে আমার। ইতোমধ্যেই নানান ছবি, ভিডিও দেখে আন্দাজ পেয়ে গেছে মানুষ।
এই এতো মানুষের মধ্যে একটা একলা মেয়ে! (পরে মৎস্য ভবনের সামনে আরো ২-৩ জন্য মধ্যবয়সী মহিলাকে দেখেছি অবশ্য)

এই পর্যায়ে কিছু জিনিস বলা প্রয়োজন।
ইসলামিক স্কুল অব থটসে মেয়েদের পর্দার বিধানে মুখ ঢাকা এবং না ঢাকা উভয়ের সপক্ষেই যথেষ্ট দলিল, স্কলারদের মতামত আছে। (মুখ ঢাকা অবশ্যই উত্তম)।
আমি দ্বিতীয় মতের ভিত্তিতে মুখ খুলে হিজাব পরার চেষ্টা করি। (আল্লাহ আমাকে ভালো মুসলিমাহ্ হওয়ার তৌফিক দান করুন)
এদেশের অনেক জনপ্রিয় আলেমের ওয়াজে সেকেন্ড স্কুল অব থটসের সাদৃশ্যমতে মুখ ঢাকা আবশ্যক নয়, উত্তম এই বিষয়ক বিবৃতি থাকলেও অনেক মানুষ rigidly বিশ্বাস করেন মুখ না ঢাকলে পর্দা হয়না।

এতটুকু বলা তাদের লেন্সে আমাকে উপস্থাপন করার জন্য।
আমি এই লক্ষাধিক মানুষের মধ্যে হন্তদন্ত হয়ে হাঁটছি!
আমার সামনে থেকে মানুষগুলো সরে যেয়ে আমার জন্য ফাঁকা রাস্তা করে দিচ্ছেন!! ছোটোখাটো রেড কার্পেটের মতো অবস্থা!!!

সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে জায়গা বাকি নেই। ঢাকার এই দক্ষিণ দিকটাতে একটু পর পর বড় স্ক্রিন বসিয়ে দিয়েছে যেন মানুষ দেখতে পারে। সমস্যা হলো স্ক্রিনের সামনে বিশাল জায়গাজুড়ে মানুষ রাস্তায় বসে আছে।
আমি ওনাদের মাড়িয়ে কিভাবে যাবো! সময় চলে যাচ্ছে!
কয়েকজন মানুষ এক হয়ে আমার সামনে এসে সামনের সবাইকে সরিয়ে দিয়ে ফাঁকা করে দিতে লাগলেন!!! এই এত মানুষের মধ্যেও আমি কি নিরাপদ অনুভব করেছি প্রকাশ করতে পারবো না!

কাল এই অবস্থায় আমাকে বারডেম (শাহবাগ)-বার্ন হসপিটাল (চাংখারপুল)-গুলিস্তান- ঢাকা মেডিকেল-আবার শাহবাগ-সেগুনবাগিচা চক্কর দিতে হয়েছে।
রাস্তায় অনেকবার শুনেছি "এই, আপুকে জায়গা দাও, আপুকে জায়গা দাও"!!

এই বাক্যের মধ্যে যে কতখানি শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, রেসপন্সিবিলিটি আছে!

ইসলামিক era তে মেয়েরা কত সম্মানিত ছিলেন এই ইতিহাস পড়া আমার পছন্দের বিষয়ের অন্যতম।
আমি সবসময় existed অনুভব করতে চেয়েছি। ইসলামে আমি exist করি কিন্তু এদেশের মানুষের কাছে কতটুকু ওটা নিয়ে প্রায়ই সংশয় হয়। কিছুদিন আগেও ওয়াসওয়াসায় পড়ে ভাবছিলাম আগামীতে বেঁচে থাকলে আমি exist করবো কি?
আল্লাহই আমাকে উত্তর দিয়ে দিলেন!!!
সুবহানাল্লাহ!!

না! ইসলাম আর জামাত ইসলামকে আমি এক ভাবিনা।
জামাত নিয়ে আমার অবস্থান নিউট্রাল।

কিন্তু কালকের অভিজ্ঞতা আমাকে এটুকু বুঝিয়েছে এই মানুষ গুলো ভদ্র!!!
গতবছরের জুলাইয়ে শাহবাগে আমি লীগের মানুষদের হাতে রাম দা, অ স্ত্র নিয়ে ঘুরতে দেখেছি। ওরা সুযোগ পেলে এগুলো আমার,আমাদের উপরে ব্যবহারের চেষ্টা করতো বলাই বাহুল্য!!

দুইটা দৃশ্যে কত তফাৎ!!

রাজনীতিকে বরাবরই অন্ধকার জায়গা মনে হয় আমার। কিন্তু কাল মন থেকে নামাজে জামাতের আমিরের জন্য দু'য়া করেছি। এই দলের ভিতরে কি আছে না আছে জানিনা আমি কিন্তু দলটা কিছু মানুষকে ভদ্র বানাতে পেরেছে, ভীড়ে একটা মেয়েকে নিরাপদ অনুভব করাতে পেরেছে এটা অনেক বড় ব্যাপার।

একটু কম বলা হলো বোধ হয়!!
এটা অনেক অনেক অনেক বড় একটা ব্যাপার..!!

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়...
21/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)
সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট।

তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন।

কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য।

তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

লেখা- Shafin Rahman

রাজধানীর উত্তরায় যে বিমান বিধ্বস্ত হয়েছে সেটি একটি প্রশিক্ষণ বিমান। দুপুরের দিকে বিমানটি উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় দ...
21/07/2025

রাজধানীর উত্তরায় যে বিমান বিধ্বস্ত হয়েছে সেটি একটি প্রশিক্ষণ বিমান। দুপুরের দিকে বিমানটি উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে জানা গেছে। বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান ছিল এটি।

"চাঁদা আমরা নেবো না দুর্নীতি আমরা করবো না চাঁদা আমরা নিতে দেবো না দুর্নীতি আমরা সহ্য করবো না"জাতীয় সমাবেশে আমীরে জামায়াত...
21/07/2025

"চাঁদা আমরা নেবো না
দুর্নীতি আমরা করবো না
চাঁদা আমরা নিতে দেবো না
দুর্নীতি আমরা সহ্য করবো না"

জাতীয় সমাবেশে আমীরে জামায়াতের স্পষ্ট কথা
-Dr. Shafiqur Rahman

২০ জুলাই'২৫ রবিবার, সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর অসুস্থতার খবর শুনে তাঁকে দেখতে আজ তাঁর বাসায় আসেন অন্তর্ব...
20/07/2025

২০ জুলাই'২৫ রবিবার, সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর অসুস্থতার খবর শুনে তাঁকে দেখতে আজ তাঁর বাসায় আসেন অন্তর্বর্তী সরকারের ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি আমীরে জামায়াতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান রবের নিকট দো'য়া করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর জনাব ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমীর ডা. খালিদুজ্জামান।

20/07/2025

জামায়াত শিবিরের মিছিল বা সমাবেশ দেখলেই আমার মনে পড়ে শিবিরের স্কুল কর্মী সোহানের কথা। সোহানের মায়ের বুকফাটা আর্তনাদ। সেই সময় মিডিয়ায় ওই নিউজ পড়ে অশ্রুসিক্ত হয় নাই এমন কোনো মানুষ ছিলোনা।

ছাত্র শিবিরের স্কুল কর্মী কিশোর বয়েসী সোহানকে প্রচন্ডরকম কষ্ট দিয়ে মে রে ফেলা হয়েছিল গু লি করে।

৩০০ গ্রামবাসী গিয়েছিলেন আওয়ামীলীগের এমপি আনোয়ারুলের কাছে। সোহানকে ছেড়ে দিতে অনুরোধ করেছিলেন । বলেছিলেন, তারা সবাই আ'লীগ করবে। তারপরও যেনো এই বাচ্চা ছেলেটিকে ছেড়ে দেওয়া হয়।

কিন্তু এমপি আনোয়ারুল গর্বভরে বলেছিলেন, আওয়ামী লীগ করার লোকের অভাব নেই। তোমাদের লাগবেনা।

২০ এপ্রিল ২০১৬, কালীগঞ্জ থেকে প্রায় ৫০ কি.মি. দূরে চুয়াডাঙ্গায় সোহানের গু* লি বিদ্ধ লা* শ পাওয়া যায়।

সকালে চুয়াডাঙ্গা সদর থানার ভুলাটিয়ার মাঠে ডান হাত ভাঙ্গা, বাম চোখ উপড়ানো মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় শহীদ মহিউদ্দীন সোহানের।

শহীদ মহিউদ্দিন সোহানের মা সেদিন আর্তনাদ করতে করতে বলেছিলেন 'মারবেই যখন আমার বাবুটারে। চোখ দুইটা তুইল্যা নিলো ক্যান বাবুর?'

গতকালের জামায়াতের সমাবেশে জনতার শ্লোগানের সাথে চোখ উপড়ানো রক্তাক্ত সোহানের মায়ের বুকফাটা আর্তনাদও শুনতে পেলাম, 'মারবেই যখন আমার বাবুটারে। চোখ দুইটা তুইল্যা নিলো ক্যান বাবুর?'

আমি শিশুদের বন্ধু, যুবকদের ভাই, বৃদ্ধদের সহযোদ্ধা। -আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।(আল্লাহ রাব্বুল আলামীন আমীরে জামায়াতক...
20/07/2025

আমি শিশুদের বন্ধু, যুবকদের ভাই, বৃদ্ধদের সহযোদ্ধা।

-আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।

(আল্লাহ রাব্বুল আলামীন আমীরে জামায়াতকে পূর্ণ সুস্থতা দান করুন।)

গতকাল সমাবেশ এর কিছু চিত্র।
20/07/2025

গতকাল সমাবেশ এর কিছু চিত্র।

আমিরে জামায়াত আপনি নতুনভাবে ভাবতে বাধ্য করলেন।আপনার পড়ে যাওয়া,উঠে দাঁড়ানো,আবার পড়ে যাওয়া,শেষমেশ বসে বসে জাতির প্রতি মমতা...
19/07/2025

আমিরে জামায়াত আপনি নতুনভাবে ভাবতে বাধ্য করলেন।

আপনার পড়ে যাওয়া,উঠে দাঁড়ানো,আবার পড়ে যাওয়া,শেষমেশ বসে বসে জাতির প্রতি মমতাবোধ, দায়িত্ববোধের সবটুকু উজাড় করে দেওয়ার মধ্যে যে ফিলোসোফি, যে ম্যাসেজ তা আমাকে আন্দোলিত করে ফেলেছে।

আপনি শিশুদের বন্ধু,তরুণদের সহযোদ্ধা, বয়স্কদের ভাই। আপনি এসেছেন আমিরে জামায়াত হয়ে নয়, আপনি এসেছেন খেটে খাওয়া মজুর,চা বাগানের শ্রমিক, সাধারণ জনতার একজন হয়ে এই বাঙলায় বাঙলার মানুষের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের জন্য।

ভেবেছিলাম টেবিল, চিন্তা,বুদ্ধি,সহযোগিতার মধ্যে দিয়েই চলমান থাকবো। কিন্তু আপনার পড়ে যাওয়া আর বক্তব্য আমাদেরকে ময়দানে দাঁড় করিয়ে দিলো।

ফি আমানিল্লাহ! আমিরে জামায়াত, আমিরে বাংলাদেশ!

19/07/2025

আমীরে জামায়াত বক্তব্য শুরু করলেন। মুহুর্তেই পড়ে গেলেন, ধপাস করে। ডাক্তাররা হাজির, সবাই চিকিৎসার জন্য তোড়জোড় করছে।

উনি মানলেন না, আবারও বক্তব্য শুরু করলেন। কিন্তু এবারও— জমিনে পড়ে গেলেন।

থামলেন কী? না। বসে বসে বক্তব্য দেওয়া শুরু করলেন। ডাক্তার, নেতৃবৃন্দ সবাই অনুরোধ করছে, বক্তব্য না দিয়ে চিকিৎসা নিতে। তিনি মানলেন না।

বক্তব্য দিলেন ঐ অবস্থায়ই, বসে। নিজেকে শিশু-তরুণদের ভাই, বোনদের ভাই, বৃদ্ধদের সহযোদ্ধা হিসেবে উল্লেখ করলেন।

কথা বললেন দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। সবার জন্য বাংলাদেশ, নতুন বাংলাদেশের কথা বললেন। বললেন, কোনো নির্দিষ্ট শ্রেণির জন্য আমরা দেশ গড়ার রাজনীতির কথা বলিনা।

সভাস্থলে উপস্থিত জনতা, নেতৃবৃন্দ, ডাক্তার সবাই তাকে ঘিরে রেখেছিল, চিকিৎসা নিতে বলছিল। বক্তব্য শেষ করতে বলছিল। না জানি কিছু হয়ে যায় আমীরে জামাতের।

আমীরে জামাত বললেন— আল্লাহ যে সময় নির্ধারিত করেছেন, তার একটু আগে কিংবা একটু পরেও আমার মৃত্যু হবেনা। আল্লাহ যখন লিখে রেখেছেন, তখনই হবে।

আমীরে জামায়াত বক্তব্য শুরু করলেন। মুহুর্তেই পড়ে গেলেন, ধপাস করে। ডাক্তাররা হাজির, সবাই চিকিৎসার জন্য তোড়জোড় করছে। উনি মা...
19/07/2025

আমীরে জামায়াত বক্তব্য শুরু করলেন। মুহুর্তেই পড়ে গেলেন, ধপাস করে। ডাক্তাররা হাজির, সবাই চিকিৎসার জন্য তোড়জোড় করছে।

উনি মানলেন না, আবারও বক্তব্য শুরু করলেন। কিন্তু এবারও— জমিনে পড়ে গেলেন।

থামলেন কী? না। বসে বসে বক্তব্য দেওয়া শুরু করলেন। ডাক্তার, নেতৃবৃন্দ সবাই অনুরোধ করছে, বক্তব্য না দিয়ে চিকিৎসা নিতে। তিনি মানলেন না।

বক্তব্য দিলেন ঐ অবস্থায়ই, বসে। নিজেকে শিশু-তরুণদের ভাই, বোনদের ভাই, বৃদ্ধদের সহযোদ্ধা হিসেবে উল্লেখ করলেন।

কথা বললেন দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। সবার জন্য বাংলাদেশ, নতুন বাংলাদেশের কথা বললেন। বললেন, কোনো নির্দিষ্ট শ্রেণির জন্য আমরা দেশ গড়ার রাজনীতির কথা বলিনা।

সভাস্থলে উপস্থিত জনতা, নেতৃবৃন্দ, ডাক্তার সবাই তাকে ঘিরে রেখেছিল, চিকিৎসা নিতে বলছিল। বক্তব্য শেষ করতে বলছিল। না জানি কিছু হয়ে যায় আমীরে জামাতের।

আমীরে জামাত বললেন— আল্লাহ যে সময় নির্ধারিত করেছেন, তার একটু আগে কিংবা একটু পরেও আমার মৃত্যু হবেনা। আল্লাহ যখন লিখে রেখেছেন, তখনই হবে।

Address

Fulbaria

Opening Hours

Monday 08:00 - 19:00
Tuesday 08:00 - 19:00
Wednesday 08:00 - 19:00
Thursday 08:00 - 19:00
Friday 16:00 - 19:00
Saturday 08:00 - 19:00
Sunday 08:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when Genius Itv Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share