DCU Insiders

DCU Insiders Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DCU Insiders, News & Media Website, Fulbaria.
(7)

৭ কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় DCU এর সকল আপডেট পেতে ফলো করুন DCU Insiders পেজটি৷ 🖤🌻

মেইল আইডি: [email protected]

দাবিতে দুর্ধর্ষ, প্রতিবাদে প্রাণ-সংগ্রামী ঢাকেবিয়ান

15/07/2025

রিমেম্বার ডেডলাইন ৫ ই আগষ্ট। ডেডলাইন থেকে ১ দিন পেছানোর সুযোগ দিবে ঢাকেবিয়ান রা।☝️

সরকারি বাঙলা কলেজের ২০২৩-২৪ সেশন এবং অন্যান্য সেশনের শিক্ষার্থীবৃন্দ ৪ দফা দাবি নিয়ে অধ্যক্ষ বরাবর স্মারক লিপি প্রদান ক...
15/07/2025

সরকারি বাঙলা কলেজের ২০২৩-২৪ সেশন এবং অন্যান্য সেশনের শিক্ষার্থীবৃন্দ ৪ দফা দাবি নিয়ে অধ্যক্ষ বরাবর স্মারক লিপি প্রদান করেছেন।

📌 দাবিসমূহ:

১। ইয়ার ফাইনাল পরীক্ষা অবশ্যই নিজ নিজ কলেজ ক্যাম্পাসেই অনুষ্ঠিত হতে হবে।

২। পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়নের দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক নয় বরং আমাদের বিভাগীয় শিক্ষকদের হাতেই রাখতে হবে।

৩। ফল প্রকাশে অনিশ্চয়তা বা দীর্ঘসূত্রতা শিক্ষার্থীদের ক্যারিয়ারে বিরূপ প্রভাব ফেলে। তাই পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।

৪। কেউ নন প্রোমোটেড হলে রিটেক পরীক্ষার ব্যবস্থা করতে হবে।

#ঢাকা_কেন্দ্রীয়_বিশ্ববিদ্যালয় #ঢাকাকেন্দ্রীয়বিশ্ববিদ্যালয় #ঢাকাসেন্ট্রালইউনিভার্সিটি #ঢাকা_সেন্ট্রাল_ইউনিভার্সিটি #সাতকলেজ

এই হ*ত্যা*কান্ডের তীব্র নিন্দা জানাই।
15/07/2025

এই হ*ত্যা*কান্ডের তীব্র নিন্দা জানাই।

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখার ফল উৎসব।।আয়োজনে: বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ গ্রীন ভয়েস ইউনিট স্থান: অডি...
15/07/2025

বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখার ফল উৎসব।।
আয়োজনে: বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ গ্রীন ভয়েস ইউনিট
স্থান: অডিটোরিয়াম

15/07/2025

সবার কাছে রিকুয়েষ্ট
স্টিকার কমেন্ট করে পেজে রিভিউ দিন!!

ইলিয়াস স্যার গুরুতর অসুস্থ হয়ে জাতীয় হৃদরোেগ ইনস্টিটিউটে ভর্তি আছেন।সবাই স্যারের জন্য দোয়া করবেন।
15/07/2025

ইলিয়াস স্যার গুরুতর অসুস্থ হয়ে জাতীয় হৃদরোেগ ইনস্টিটিউটে ভর্তি আছেন।সবাই স্যারের জন্য দোয়া করবেন।

ফিরে দেখা ১৫ জুলাই,২০২৪.. 😔
15/07/2025

ফিরে দেখা ১৫ জুলাই,২০২৪.. 😔

সাত কলেজ প্রশাসক এ কে এম ইলিয়াস স্যার বলেছেন,“ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা বুয়েটের টেকনিক্যাল সহায়তা নেওয়ার চিন্তাভা...
15/07/2025

সাত কলেজ প্রশাসক এ কে এম ইলিয়াস স্যার বলেছেন,“ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা বুয়েটের টেকনিক্যাল সহায়তা নেওয়ার চিন্তাভাবনা করছি। বুয়েটের টিমের সঙ্গে কথাবার্তা চলছে। চূড়ান্ত হলে ভর্তির টেকনিক্যাল দিকটা বুয়েটই দেখবে।”

#সাতকলেজ #ঢাকা_সেন্ট্রাল_ইউনিভার্সিটি #ঢাকাসেন্ট্রালইউনিভার্সিটি #ঢাকাকেন্দ্রীয়বিশ্ববিদ্যালয় #ঢাকা_কেন্দ্রীয়_বিশ্ববিদ্যালয়

এ বছর ঢাকেবিতে সেকেন্ড টাইম থাকলেও থাকছে না আগামী বছর গুলোতে!!      #ঢাকা_কেন্দ্রীয়_বিশ্ববিদ্যালয়  #ঢাকাকেন্দ্রীয়বিশ্ববি...
15/07/2025

এ বছর ঢাকেবিতে সেকেন্ড টাইম থাকলেও থাকছে না আগামী বছর গুলোতে!!

#ঢাকা_কেন্দ্রীয়_বিশ্ববিদ্যালয় #ঢাকাকেন্দ্রীয়বিশ্ববিদ্যালয় #ঢাকাসেন্ট্রালইউনিভার্সিটি #ঢাকা_সেন্ট্রাল_ইউনিভার্সিটি #সাতকলেজ

২০২৪-২৫ সেশন থেকেই আসন কমবে এবং এটা গত সপ্তাহে ইউজিসি, অন্তবর্তী প্রশাসন ও সাত কলেজ প্রশাসন মিলে চূড়ান্ত করেছে। সোর্স:- ...
15/07/2025

২০২৪-২৫ সেশন থেকেই আসন কমবে এবং এটা গত সপ্তাহে ইউজিসি, অন্তবর্তী প্রশাসন ও সাত কলেজ প্রশাসন মিলে চূড়ান্ত করেছে।

সোর্স:- ড. তানজিম উদ্দিন খান, সদস্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও সাত কলেজ বিশ্ববিদ্যালয় রুপান্তর হাই-ভোল্টেজ কমিটির কমিশন।

#ঢাকা_কেন্দ্রীয়_বিশ্ববিদ্যালয় #ঢাকাকেন্দ্রীয়বিশ্ববিদ্যালয় #ঢাকাসেন্ট্রালইউনিভার্সিটি #ঢাকা_সেন্ট্রাল_ইউনিভার্সিটি

14/07/2025

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের মিছিলে ছাত্রদলের বাধা!!

© ভিডিও তিতুমীর কলেজ সংবাদিক সমিটি।

#সাতকলেজ #ঢাকা_সেন্ট্রাল_ইউনিভার্সিটি #ঢাকাসেন্ট্রালইউনিভার্সিটি #ঢাকাকেন্দ্রীয়বিশ্ববিদ্যালয় #ঢাকা_কেন্দ্রীয়_বিশ্ববিদ্যালয়

14/07/2025

আসন সংখ্যা যদি না কমে এবং এ সম্পর্কে যদি UGC কোন ক্লিয়ারেন্স না দেয়, ২৬ জানুয়ারির মত নেক্স মার্চ কিন্তু UGC র অফিসে হবে।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when DCU Insiders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DCU Insiders:

Share