Easy Travel Bd

Easy Travel Bd we provide Best International Travel packages,Tours,Air ticket offers and visa service in Dhaka Bangladesh

একজন কম্পিউটারে দক্ষ লোক প্রয়োজন - ভিসা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারন করা হবে। বিস্তা...
04/07/2025

একজন কম্পিউটারে দক্ষ লোক প্রয়োজন - ভিসা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারন করা হবে। বিস্তারিত জানতে সরাসরি আপনার সিবি নিয়ে চলে আসুন আমাদের অফিসে অথবা হোয়াটসঅ্যাপে আপনার সিবিট পাঠান। হোয়াটসঅ্যাপ: 01825515510

02/07/2025

বিশেষ বিজ্ঞপ্তি 🗣️
SalamAir- Dhaka to Muscat/ Doha- 3-july filight number 498
যান্ত্রিক ত্রুটি কারণে ফ্লাইট ক্যানসেল হয়েছ।

01/07/2025

৩-৪ কর্মদিবসে মালয়েশিয়া ভিসা করুন এখন ভিসা রেশিও ৯৯% বিস্তারিত: 01825515510

Done 👍
01/07/2025

Done 👍

China 🇨🇳 visa Done
30/06/2025

China 🇨🇳 visa Done

নতুন ব্যাগেজ রুলে এয়ারপোর্টে প্রবাসীরা মোবাইল,স্বর্ণ,টিভিসহ যে সুবিধা পাবেন।🎇মোবাইল ফোন: নয়া ব্যাগেজ রুলের আওতায় একজন প্...
29/06/2025

নতুন ব্যাগেজ রুলে এয়ারপোর্টে প্রবাসীরা মোবাইল,স্বর্ণ,টিভিসহ যে সুবিধা পাবেন।
🎇মোবাইল ফোন: নয়া ব্যাগেজ রুলের আওতায় একজন প্রবাসী নিজ ব্যবহারের ২টি মোবাইলের পাশাপাশি ট্যাক্স ছাড়া আরো ১টি নতুন মোবাইল ফোন সাথে আনতে পারবেন।
🎇স্বর্ন: একজন প্রবাসী ১শ গ্রাম পর্যন্ত স্বর্নালংকার ট্যাক্স ছাড়া বছরে একবার আনতে পারবেন। এছাড়া ট্যাক্স দিয়ে বছরে একবার ১১৭ গ্রাম ওজনের স্বর্নের বার আনতে পারবেন। (যার ট্যাক্স হবে প্রতি ভরিতে ৫হাজার টাকা)
🎇🎇ব্যাগেজ রুল সুবিধার বিস্তারিত নীচে দেয়া হলঃ

ব্যাগেজ রুল সুবিধায় ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে এবং ১১ ধরনের পণ্য শুল্ক–কর পরিশোধ করে আনা যায়। এ জন্য কোনো ঋণপত্র (এলসি) খুলতে হবে না।

১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।
ব্যাগেজ রুল সুবিধায় ১৯ ধরনের পণ্য বিনা শুল্কে এবং ১১ ধরনের পণ্য শুল্ক–কর পরিশোধ করে আনা যায়।

১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।
১২ বছর বা এর চেয়ে বেশি বয়সী একজন যাত্রী ৬৫ কেজি ওজনের ব্যাগেজ শুল্ক-কর ছাড়া খালাস করতে পারবেন। তবে ১২ বছরের নিচের বয়সী যাত্রী ৪০ কেজি ব্যাগেজ বিনা শুল্কে খালাস করতে পারবে।

👉বিনা শুল্কে যা আনতে পারবেন:
বর্তমান নিয়মে ১৯ ধরনের পণ্য শুল্কমুক্তভাবে আনা যাবে। এর মধ্যে রয়েছে—
★সর্বোচ্চ দুটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি নতুন মোবাইল ফোন আনা যাবে।
★২৯ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন
★ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার, ভিডিও ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা
★মাইক্রোওয়েভ, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, ব্লেন্ডার, কফি মেকারসহ বিভিন্ন কিচেন অ্যাপ্লায়েন্স
★সেলাই মেশিন, টেবিল ফ্যান, খেলাধুলার জিনিস
এক কার্টন সিগারেট
★১০০ গ্রাম পর্যন্ত সোনার গয়না
★মিউজিক সিস্টেম (সিডি ও স্পিকারসহ)
৫ বর্গমিটার আয়তনের কার্পেট

👉শুল্ক দিয়ে আনতে পারবেন যেসব পণ্য
★★শুল্ক-কর পরিশোধ করে ১১ ধরনের পণ্য আনার অনুমতি থাকছে। এগুলোর মধ্যে রয়েছে—

★সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার (শুল্ক প্রতি ভরিতে ৫ হাজার টাকা)

২৩৪ গ্রাম বা ২০ তোলা রৌপ্যবার, ৩০ ইঞ্চির বেশি টেলিভিশন, হোম থিয়েটার
★রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এয়ারকন্ডিশনার
★ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যানটেনা
★ডিশওয়াশার, ওয়াশিং মেশিন ও ক্লথ ড্রায়া
👉এবারের বাজেটে বিদেশ থেকে ফেরার সময় বছরে একবার
★ সর্বোচ্চ ১১৭ গ্রাম ওজনের একটি করে সোনার বার আনতে পারবেন। সোনার বার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
আগে একজন যাত্রী বিদেশ থেকে দেশে ফেরার সময় যতবার খুশি ততবার ১০০ গ্রাম ওজনের সোনার গয়না বিনা শুল্কে আনতে পারতেন। এখন থেকে একজন যাত্রী বছরে কেবল একবার মোট ১০০ গ্রাম স্বর্ন শুল্ক ছাড়া আনতে পারবেন।

আলহামদুলিল্লাহ, এখন থাইল্যান্ডের, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না ভিসা অনেক দ্রুত হচ্ছে!!স্বপ্ন পূরণে Easy travel Bdআছে আ...
29/06/2025

আলহামদুলিল্লাহ, এখন থাইল্যান্ডের, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না ভিসা অনেক দ্রুত হচ্ছে!!
স্বপ্ন পূরণে Easy travel Bdআছে আপনার পাশে!!
-------------------------------------------------যেকোনো দেশের বিমান টিকিট সবচেয়ে কম দামে পাবেন,Easy Travel bd এর কাছ থেকে!! __________________________
কোন প্রকার ঝামেলা ছাড়াই অভিজ্ঞতা সম্পন্ন লোক দিয়ে ট্যুরিস্ট ভিসা প্রসেস করুন!!
Easy Travel bd থেকে ভিসা প্রসেস করুন সবথেকে কম খরচে এবং দ্রুততম সময়ের মধ্যে, বিস্তারিত জানতে যোগাযোগ করুন, Easy Travel bd এর পেজে, অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন
Phone Number :01825515510

29/06/2025
থাইযাত্রীদের জন্য নোটিশবাংলাদেশি পাসপোর্টধারীরা যারা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর উদ্দেশ্যে ভ্রমণ করছেন, তাদের অবশ্যই এ...
27/06/2025

থাই
যাত্রীদের জন্য নোটিশ

বাংলাদেশি পাসপোর্টধারীরা যারা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর উদ্দেশ্যে ভ্রমণ করছেন, তাদের অবশ্যই একই এয়ারলাইনের এবং একই পিএনআর নম্বরসহ রিটার্ন টিকিট থাকতে হবে। অন্যথায় বোর্ডিং অনুমোদিত হবে না।

কঠোর ইমিগ্রেশন নীতির কারণে যাত্রীদের অবশ্যই কনফার্ম হোটেল বুকিং এবং পর্যাপ্ত অর্থ সঙ্গে রাখতে হবে যাতে তারা তাদের ভ্রমণ ব্যয় নির্বাহ করতে পারেন। যদি কোনো যাত্রী গন্তব্য দেশ থেকে ডিপোর্ট (নিষ্কাসিত) হন, এবং তিনি নির্ধারিত সময়ের আগের কোনো ফ্লাইটে ফিরতে চান, তাহলে অতিরিক্ত ফি বা ADM (অ্যাডিশনাল কালেকশন চার্জ) প্রযোজ্য হবে।

আরও তথ্য ও সহায়তার জন্য, দয়া করে যোগাযোগ করুন THAI কন্টাক্ট সেন্টারে +66 2356 1111 (২৪ ঘণ্টা খোলা), অথবা THAI গ্লোবাল কল সেন্টারে +1 647 492 4490 নম্বরে। অথবা আপনার টিকিটিং অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করুন।
অনুগ্রহ করে অনানুষ্ঠানিক বা তৃতীয় পক্ষের সোর্স ব্যবহার করা থেকে বিরত থাকুন।

26/06/2025

🚨 Alert 🚨
Dubai started Cracks Down On illegal Apartment Partitions.

23/06/2025

📢 *জরুরি ঘোষণা: মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এয়ারপোর্টগুলোর ফ্লাইট বন্ধ!*

বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে কাতার, কুয়েত, ওমান, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত (দুবাই)-এর বিভিন্ন আন্তর্জাতিক এয়ারপোর্টে ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

✈️ *বন্ধ থাকা ফ্লাইটসমূহ:*

আগত ও প্রস্থানের সব বাণিজ্যিক ও আন্তর্জাতিক ফ্লাইট

*ট্রানজিট ফ্লাইটও সাময়িকভাবে স্থগিত*

🔴 *যাত্রাপথে থাকা বা ভ্রমণের পরিকল্পনায় থাকা যাত্রীদেরকে অনুরোধ করা হচ্ছে:*
✅ নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ রাখতে
✅ বিকল্প ফ্লাইটের খোঁজ রাখতে
✅ নিরাপত্তাজনিত কারণে আপাতত সরাসরি ফ্লাইট ব্যবহার করতে

🔔 নতুন আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ।

📌 সকলের নিরাপত্তা ও সুবিধার জন্য দয়া করে ধৈর্য ধারণ করুন ও বিশ্বস্ত সূত্রের তথ্য অনুসরণ করুন

23/06/2025

কেউ যদি মনে করেন আমি জে ভিসা গুলো ব্যবহার করছি দুবাই এর ফেক ভিসা এন্ড প্রমান করতে পারেন তাহলে আপনাকে ২০০০০০ গিফ্ট করবো
ওয়েল কাম

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Easy Travel Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share