02/10/2025
গা**জার জন্য আমরা কত কিছু করি—
মিছিল করি, স্লোগান দিই, বাইতুল মোকাররমের সামনে দাঁড়াই, দু-চারদিনের জন্য প্রোফাইল পিকচার বদলাই।
কিন্তু আসল কাজটা?
ওটা করে দেখাচ্ছেন বাংলাদেশেরই এক সাহসী মানুষ—শহীদুল আলম।
অনেকে হয়তো নামটাই শোনেননি। সমস্যা নেই। এখন শোনেন।
Global Su. mud নামে এক মিশনে নেমেছেন বিশ্বজুড়ে আলোচিত অ্যাক্টিভিস্টরা। সমুদ্রপথে একের পর এক জাহাজ ছুটে যাচ্ছে গা.জার উপকূলের দিকে।
তাদের লক্ষ্য একটাই—আন্তর্জাতিক মনোযোগ টেনে আনা, আর মিডিয়ার সামনে সত্যিকারের চিত্রটা তুলে ধরা।
এই পথ যে সহজ নয়, তার প্রমাণ আগেই পাওয়া গেছে। ২০১০ সালের একই ধরনের অভিযানে কয়েকজন অ্যাক্টিভিস্ট প্রা"ণ হারিয়ে-ছিলেন। আজও খবর এসেছে, একটি জাহাজকে টার্গেট করা হয়েছে।
এমন জীবন-মরণ খেলায়, বিশ্ববিখ্যাত সেই দলে আছেন আমাদেরই একজন—শহীদুল আলম।
বাংলাদেশের নাম লিখে দিলেন ইতিহাসের সাহসী পাতায়।🇧🇩
লেখা: আংশিক সংগৃহীত