
23/07/2025
লেখাটি নিজের জন্য। প্লিজ কেউ উপদেশ মনে করবেন না। সেইটা দেবার মত যোগ্যতা আমার নেই। দোয়া করবেন আমার সন্তানের জন্য।
আমি খুব বিলিভ করি দুনিয়ার কোন কিছুই আমার কিলিজার টুকরাদের নিরাপত্তা দিবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া।
বরং সয়তান সবখানেই বসে আছে বাচ্চাদের খারাপ পথে নিয়ে যাবার।
!।।।।!।।!!।।।।।।।।।।।
চাইলে নিজের ওয়ালে শেয়ার করে রাখতে পারেন।
♥ সূরা ফালাক ও সূরা নাস – ‘দুই রক্ষাকবচ’
রাসূল ﷺ নিজ হাতে হাসান ও হুসাইন রা.-কে এই দুই সূরা পড়ে ফুঁ দিয়ে হেফাজতের দোয়া করতেন।
♦ নিয়ম:
সকালে ও সন্ধ্যায় ৩ বার করে সূরা ফালাক ও সূরা নাস পড়ে সন্তানের উপর ফুঁ দিন।
না থাকলে দূর থেকেও পড়ে তাঁর জন্য নিয়ত করুন।
♥আয়াতুল কুরসি – ২৪ ঘণ্টার পাহারা
হাদীসে আছে, কেউ আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তার জন্য একজন ফিরিশতা পাহারায় নিযুক্ত করেন।
♦ নিয়ম:
সন্তান ঘর থেকে বের হওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে মাথায় হাত রেখে ফুঁ দিন।
ঘুমানোর সময়ও এই আয়াত পড়ে দিন।
♥সব দিক থেকে হেফাজতের দোয়া
এই দোয়াটি সন্তানের চারপাশের অজানা সব বিপদ থেকে হেফাজতের জন্য অনেক উলামা নিয়মিত পড়ার পরামর্শ দেন।
📖 দোয়া:
اللَّهُمَّ احْفَظْهُ مِنْ بَيْنِ يَدَيْهِ، وَمِنْ خَلْفِهِ، وَعَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ، وَمِنْ فَوْقِهِ، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ يُغْتَالَ مِنْ تَحْتِهِ
উচ্চারণ:
আল্লাহুম্মা ইহফাযহু মিম্বাইনি ইয়াদাইহি, ওয়া মিন খলফিহি, ওয়া আন ইয়ামিনিহি, ওয়া আন শিমালিহি, ওয়া মিন ফাওকিহি, ওয়া আ’উযু বি‘আজমাতিকা আন ইউঘতাালা মিন তাহতিহি।
অর্থ: হে আল্লাহ! আমার সন্তানকে সামনের, পেছনের, ডান, বাঁ, উপর ও নিচ থেকে সব বিপদ থেকে হেফাজত করুন।
➡️ নিয়ম:
সকালে বা রাতে সন্তানের জন্য এই দোয়াটি পড়েন।
#বাবা_মা_সন্তান #দোয়া