Savage Bohemian

Savage Bohemian Stay connected & keep supporting us ❤️❤️ সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। সাপোর্ট পাওয়ার পরও সাপোর্ট না পাইলে সরাসরি আনফলো 🖐️
(20)

এই ছবি পুরো জার্মানিতে ছড়িয়ে পড়ে। বিখ্যাত জার্মান ম্যাগাজিন "ডের স্পিগেল" এটি তদন্ত করে এবং ছবিতে থাকা তরুণ ভারতীয় ব...
20/07/2025

এই ছবি পুরো জার্মানিতে ছড়িয়ে পড়ে। বিখ্যাত জার্মান ম্যাগাজিন "ডের স্পিগেল" এটি তদন্ত করে এবং ছবিতে থাকা তরুণ ভারতীয় ব্যক্তির বাসস্থান অনুসন্ধান করে।

দেখা গেল যে তিনি মিউনিখে অবৈধভাবে বসবাস করছেন। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলেন: "স্যার, আপনি কি জানেন যে আপনার পাশে বসে থাকা স্বর্ণকেশী হলেন মাইসি উইলিয়ামস, বিখ্যাত সিরিজ "গেম অফ থ্রোনস" এর একজন নায়িকা।

যার বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্ত রয়েছে যারা কেবল তার সাথে সেলফি তোলার স্বপ্ন দেখেন, এবং আপনি তার প্রতি কোনও নড়াচড়া বা আগ্রহ দেখাননি? তিনি উত্তর দিলেন: "ম্যাডাম, আমি কেবল টিকিট ইন্সপেক্টরকে কীভাবে ফাঁকি দেব তা নিয়েই আগ্রহী ছিলাম।

কারণ আমি "অবৈধভাবে" ট্রেনে চড়তে অভ্যস্ত কারণ আমার কোনও বৈধ আবাসিক পারমিট বা পকেটে এক ইউরোও নেই। সাক্ষাৎকারের পরে, ম্যাগাজিন তাকে 800 ইউরো মাসিক বেতনের পোস্টম্যান হিসেবে নিয়োগ করেছিলো।

তাই এখন তার কোনও সমস্যা ছাড়াই একটি কাজের চুক্তি এবং একটি বৈধ আবাসিক পারমিট রয়েছে।

কেউ জানে না কোথায় বা কখন তার জীবিকা আসবে, তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুর্দশাকে আপনার উপর আছড়ে পড়তে দেবেন না, আপনার সুযোগ শীঘ্রই বা পরে আসবে। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন❤️

-কালেক্টেড

20/07/2025

Celebrating my 12th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

হিমসাগর(খিরসাপাত) ১১০ টাকা কেজি। ল্যাংড়া ৮০ টাকা কেজি।অর্ডার করুন ✅01626-765234 (What'sapp)
20/06/2025

হিমসাগর(খিরসাপাত) ১১০ টাকা কেজি।
ল্যাংড়া ৮০ টাকা কেজি।

অর্ডার করুন ✅
01626-765234 (What'sapp)

13/06/2025

আলহামদুলিল্লাহ

13/06/2025

আসসালামু আলাইকুম 🇧🇩

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকারসাধুবাদ জানাই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান...
15/05/2025

ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার

সাধুবাদ জানাই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য 👍

ভিত্তিপ্রস্তরে নেই কারো নাম।না কোনো নেতার, না কোনো মন্ত্রীর।শুধু লেখা আছে কাজের কথা—“কালুরঘাটে রেল ও সড়ক সেতু নির্মাণ।”...
14/05/2025

ভিত্তিপ্রস্তরে নেই কারো নাম।
না কোনো নেতার, না কোনো মন্ত্রীর।
শুধু লেখা আছে কাজের কথা—“কালুরঘাটে রেল ও সড়ক সেতু নির্মাণ।”

১১ হাজার কোটি টাকার এই প্রকল্প শুরু হলো নিঃশব্দে, বিনা বাহাদুরি, বিনা প্রচারে।
না কোনো ব্যানার, না কোনো ফিতা কাটা উৎসব।
কাজটাই মুখ্য, নাম নয়।

এটাই তো হওয়া উচিত আমাদের “নিউ নর্মাল”।
আমাদের ট্যাক্সের টাকায় করা কাজের কৃতিত্ব কেন থাকবে কোনো ব্যক্তির নামে?
যে টাকায় এই সেতু হবে, সেটা তো কাওরানবাজারের ইলিশ থেকে শুরু করে মধ্যবিত্তের মোবাইল রিচার্জ পর্যন্ত সবখান থেকেই উঠে এসেছে!

ভাবুন, যদি প্রতিটি মেগা প্রকল্প এমনটাই হতো—নামহীন, নির্লিপ্ত, স্বচ্ছ।
ভবিষ্যতে যে সরকারই আসুক, তারা যদি এই প্র্যাকটিস চালু রাখে, তাহলেই তো বদলে যাবে বাংলাদেশ।

নাম নয়, কাজের গুণই হোক ইতিহাসের পাতায় থাকার কারণ।

Savage Bohemian

প্রচলিত সারের তুলনায় ৮২% কম খরচে এক বিঘা জমি চাষ করা যাবে ন্যানো ইউরিয়া দিয়ে—মাত্র ২৩০ টাকায়, যেখানে এখনকার খরচ প্রায় ৪,...
25/04/2025

প্রচলিত সারের তুলনায় ৮২% কম খরচে এক বিঘা জমি চাষ করা যাবে ন্যানো ইউরিয়া দিয়ে—মাত্র ২৩০ টাকায়, যেখানে এখনকার খরচ প্রায় ৪,২০০ টাকা।

দীর্ঘ গবেষণার পর যবিপ্রবি’র অধ্যাপক ড. জাবেদ হোসেন খানের উদ্ভাবিত এ সার মাঠপর্যায়ে সফলতা পেয়েছে। স্প্রে মেশিন দিয়ে প্রয়োগযোগ্য এ ন্যানো সার যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং মার্কিন জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কোলাবায়োর মধ্যে চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে। এ চুক্তির আওতায় কোলাবায়ো যবিপ্রবির ন্যাম ল্যাব থেকে ন্যানো সারের প্রযুক্তি গ্রহণ করবে এবং তারাও তাদের জৈবপ্রযুক্তি ন্যাম ল্যাবের সঙ্গে ভাগ করবে।

খ্রিস্টান জগতের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা গেছেন।
21/04/2025

খ্রিস্টান জগতের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা গেছেন।

আপনি হলে কি করতেন?
18/04/2025

আপনি হলে কি করতেন?

শাড়ি পরিহিত যাকে দেখছেন তিনি ভারতের দিল্লির লাক্সমিবাই কলেজের প্রিন্সিপাল প্র‍্যাতুস ভাটসালা। স্বাভাবিক ভাবে মনে হতে পার...
15/04/2025

শাড়ি পরিহিত যাকে দেখছেন তিনি ভারতের দিল্লির লাক্সমিবাই কলেজের প্রিন্সিপাল প্র‍্যাতুস ভাটসালা।

স্বাভাবিক ভাবে মনে হতে পারে তিনি অনেক মহান, নিজ হাতে কলেজের দেয়াল পরিস্কার করছেন, কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন ও ঘৃণিত।

তিনি কলেজের শ্রেণী কক্ষের দেয়ালে গরুর গোবর নিজ হাতে লেপ্টে দিচ্ছেন।

কলেজে যখন ছাত্র-ছাত্রীরা ছিল না তখন তিনি তার স্টাফদের নিয়ে এই কাজ করেন এবং একটি ভিডিও সোশাল মিডিয়াতে আপলোড করেন।

এই কাজের কারণ স্পষ্ট জানা না গেলেও ভারতের কট্টর হিন্দুরা গরুকে দেবতা মানে এবং গরুর গোবরকে পবিত্র মনে করে, ও বিভিন্ন নাপাক বিষয়কে পবিত্র করার কাজে ব‍্যবহার করে।

ঘটনাটি মুহূর্তেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, তখন কলেজ কর্তৃপক্ষ চাপে পড়লে জানানো হয় যে, শ্রেণিকক্ষ ঠান্ডা রাখতে প্রিন্সিপাল এই কাজ করেছে।

কিন্তু এই যুক্তিও সম্পূর্ণ মনগড়া, ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক ও বিজ্ঞান বিবর্জিত কাজ।

একটি কলেজের প্রিন্সিপাল যদি এই কাজ করতে পারে তখন ভারতের স্কুল কলেজে কারা পাঠদান করছে এবং দেশটির কোটি কোটি শিক্ষার্থী কি শিখছে সেটা অনুমান করা যায়।

তথ‍্যঃ টাইমস অব ইন্ডিয়া। গুগল করলে অসংখ্য ভিডিও পাবেন।

14/04/2025

যা কিছু পুরনো, তা হোক ইতিহাস; নতুন বছরে হোক নতুন আশ্বাস। সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়।
শুভ নববর্ষ ১৪৩২!

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Savage Bohemian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category