হাতিয়া নিউজ

হাতিয়া নিউজ হাতিয়ার সংবাদ ও তথ্য ভিত্তিক ফেসবুক পেইজ.
(1)

20/07/2025

নোয়াখালী দক্ষিণ হাতিয়া
৮ নং সোনাদিয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড পূর্ব চর চেংগা ইয়াকুব আলী হাজীর বাড়ির ইমান আলীর ঘরে চোর ঢুকেছে অবশেষে চোর ধরা খেলো।
©সদেব রায়

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিয়েছে হাতিয়া উপজেলার শত-শত নেতাকর্মী।এছাড়া মঞ্চে...
19/07/2025

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিয়েছে হাতিয়া উপজেলার শত-শত নেতাকর্মী।

এছাড়া মঞ্চে এনসিপি নেতা আব্দুল মান্নান মাসুদকেও দেখা গেছে।

18/07/2025

শুধুমাত্র মানুষের মতামত বা ভাবনা বোঝার জন্য প্রশ্নটা করছি। বুরকিনা ফাসো, কম্বোডিয়া, শাদ, কলম্বিয়া, গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, ফিলিস্তিন, সুদান, তিউনিসিয়া, ইয়েমেন, উত্তর কোরিয়া, ইউক্রেন, সিরিয়ার পর বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু হতে যাচ্ছে। কিন্তু কেন?

আচ্ছা যে ১৮টি দেশে এই মিশন আছে সবগুলো দেশই যুদ্ধ, যুদ্ধ পরিস্থিতি, বা জাতিগত সংঘাতে জর্জরিত।
বাংলাদেশের পরিস্থিতি তো এমন না। তাহলে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন কী আসলেই এই দেশের মানুষ চায়? আপনি চান?

আচ্ছা ফ্যাসিজমের পতন এবং শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার গঠনের পর তো এই দেশের মানবাধিকার পরিস্থিতি ভালো হবার কথা। তাহলে সরকার কোন বিবেচনায় দেশে এই মিশনের অনুমতি দিলো? দয়া করে সরকার বা সরকার সমর্থক কেউ একটু পরিস্কার করবেন কী? অন্তত কেউ একজন ব্যাখা করেন।

দেখেন সব সরকারের আমলে কথা বলে লিখে গালি আর হুমকি মার খেয়েছি। তবুও আজীবন এই দেশে থাকতে চাই। কথা বলতে চাই, কাজ করতে চাই। পৃথিবীর বহু দেশ ঘুরলেও বাংলাদেশ ছাড়া আমার আর কোন ঠিকানা নেই। আর কোন দেশের পাসপোর্ট নেই। এই বাংলাদেশেই আমি মরতে চাই। সে কারণেই জানতে চাইছি।

আপনারা যে কেউ চাইলে তালিকার ১৮ দেশের পরিস্থিতির বিস্তারিত জানতে পারেন। আবারো বলছি যে ১৮টি দেশে এই মিশন আছে সবগুলো দেশই যুদ্ধ, যুদ্ধ পরিস্থিতি, বা জাতিগত সংঘাতে জর্জরিত। বাংলাদেশেও কি একই পরিস্থিতি বিরাজ করছে না করার আশঙ্কা রয়েছে? কেন তাহলে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন চালু করতে সমঝোতা স্মারক স্বাক্ষর করলো এই সরকার?

এর আগে মানবিক করিডরের কথা শুনেছি। যুক্তরাষ্ট্রের সাথে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্টের অধীনতামূলক চুক্তি স্বাক্ষরের কথা শুনছি। বন্দর বিদেশিদের দেওয়ার কথা শুনছি। গোপালগঞ্জ আর জামায়াতের সমাবেশ নিয়ে দেশবাসীর ব্যস্ততার মধ্যে জানা গেল এই চুক্তি স্বাক্ষর হয়ে গেছে।

না ঢাকা বিষয়টি জানায়নি। জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক হাইকমিশনারের দপ্তর আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশের এবং জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক জাতিসংঘের পক্ষে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছেন।

আমার খুব সাধারণ প্রশ্ন এই দেশের মানুষ কী আসলেই মানবাধিকার মিশন চায় চায়? আপনারা কেউ চান? দেখেন বহু বিষয়ে মানুষের মধ্যে মত ও দ্বিমত থাকবে। কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশপ্রেম প্রশ্নে সবাইকে এক থাকতেই হবে। কাজেই প্রতিটা রাজনৈতিক দল ও নাগরিককে বলবো আপনারা জানতে চান কেন এই মিশন? কেন?
©

13/07/2025

হাতিয়া উপজেলা ও পৌর যুবদলের মিছিল থেকে এনসিপিকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে।উনারা সবাই বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের গ্রুপের লোক বলে জানা যায়।

ক্ষমতায় যাওয়ার আগেই বিরোধীদলের প্রতি এমন বিদ্রুপাত্মক আচরণ করলে ক্ষমতায় গেলে উনারা কী করবেন?উনারা কীভাবে বিরোধীদলের প্রতি সহিষ্ণু হবেন?

মিছিল থেকে ব্যক্তিবিশেষকে লক্ষ্য করেও আক্রমণাত্মক স্লোগান দেওয়া হয়।

চব্বিশ পরবর্তী বাংলাদেশে বিএনপির এহেন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এনসিপি বিএনপির বিরুদ্ধে কোন বাজে স্লোগান দেয়নি।দিয়েছে চাঁদাবাজি আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে। তাহলে কেন এমন উস্কানি?

পরিস্থিতি ঘোলাটে করে রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার চেষ্টা চলছে।তাদের উস্কানিতে কেউ পাঁ দেবে না।

মাজলুম ছিলেন,
জালেম হইতে যাইয়েন না।
©

চরচেঙ্গা মসজিদের টাকা মেরে দিয়েছে হাতিয়ার  সোনাদিয়া ইউনিয়নের মেহেদী চেয়ারম্যান। শিক্ষিত চোর হিসেবে এলাকায় তার খ্যাতি রয়ে...
08/07/2025

চরচেঙ্গা মসজিদের টাকা মেরে দিয়েছে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মেহেদী চেয়ারম্যান। শিক্ষিত চোর হিসেবে এলাকায় তার খ্যাতি রয়েছে।শিশু চেয়ারম্যান স্বৈরাচারের পান্ডা কে ধরিয়ে দিন , হাতিয়ার সোনাদিয়া ইউনিয়ন কে চুষে ফেলছে এ শিক্ষিত চোর।

07/07/2025

গত এপ্রিলের শেষের দিকে জানিয়ে ছিলাম হাতিয়ার তমরুদ্দির ১ কোটি ৭০ লাখ টাকার ঘাট সাড়ে ৮ কোটি টাকায় ইজারা। অনেকেই বলেছেন ইজারা যাই হোক টোল যাতে না বাড়ে। আমরাও তাই চেয়েছিলাম।

এবার দেখে নিন-

* আগে হাতিয়ার ব্যাবসায়ীদের কাছ থেকে কার্টুন প্রতি নেয়া হতো ৫৫ টাকা এখন ৮০ টাকা।
* চাউল, আটা, ময়দা,চিনি ও ৫০ কেজি ওজনের বস্তা আগে রেট ছিল ২টাকা -এখন ৫টাকা।
* রড টন আগে ২০০টাকা এখন ৩০০।
* গ্যাস সিলিন্ডার আগে ৩ টাকা এখন ৭ টাকা।
* প্রতিটি জাহাজের গুদি খাজনা ছিলো ৫০০ টা এখন ১৫০০ টাকা!
* হাতিয়ার যত উন্নয়ন কাজের সিমেন্ট সহ সমস্ত আসবাবপত্র নাম মাত্র মূল্যে ইজারা নেওয়া হতো ১ বা ২ টাকা এখন ৫ টাকা।
* মসজিদ মাদ্রাসা এবং সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের মালামালের ইজারা ফ্রি ছিলো-এখন ৫ টাকা।
* কৃষি নির্ভর হাতিয়ার সমস্ত রবি শস্য তমরদ্দি ঘাট হয়ে বরিশাল, চাঁদপুর, চিটাগং, মুন্সিগঞ্জসহ দেশের সর্বত্র রপ্তানি হয়। আগে ইজারা ছিলো ২ টাকা এখন ১৫ টাকা।
* নিত্যপ্রয়োজনীয় পন্য আলুর বস্তা ছিলো ২৫ টাকা, এখন ৩৫ টাকা।

***এদের হাত থেকে হাতিয়াবাসীকে বাঁচান***

- সাংবাদিক শাহেদ শফিক

04/07/2025

🔴 পিআর পদ্ধতি = গণতন্ত্র হত্যার কৌশল!

ড. সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী সঠিকই বলছেন—পিআর পদ্ধতি জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে নেতার তালিকা নির্ভর স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার ফাঁদ।

✅ এতে জনগণ নয়, নেতা ঠিক করবেন কে এমপি হবেন।
✅ মতভিন্নতা নয়, চাটুকারিতাই হবে পদোন্নতির সিঁড়ি।
✅ এটি জাতীয় ঐক্য নয়, বিভক্তির সূত্র।

📢 গণতন্ত্র বাঁচাতে পিআর পদ্ধতি রুখতেই হবে।

হান্নাদ মাসুদের পক্ষপাতীত্ব করার পরেও নিজের অতীত চেপে রাখতে পারলেন না.
04/07/2025

হান্নাদ মাসুদের পক্ষপাতীত্ব করার পরেও
নিজের অতীত চেপে রাখতে পারলেন না.

01/07/2025

নোয়াখালীর হাতিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৫ টি আগ্নেয়াস্ত্র, চোরাইকৃত স্বর্ণসহ ২ জন দুর্ধর্ষ ডাকাত, ১ জন নারী সহযোগী ও ১ জন চোরাইকৃত স্বর্ণ ব্যবসায়ী আটক।
©কোস্ট গার্ড বাংলাদেশ

30/06/2025

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর বেহাল দশা ,
হাতিয়া ডক্টরস ল্যাবে চিকিৎসা নিতে আসা রোগীর মুখে শুনুন বিস্তারিত ,
©হাতিয়া ডক্টরস ল্যাব.

27/06/2025
হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ ওরফে পিচ্চি আজাদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় ...
26/06/2025

হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ ওরফে পিচ্চি আজাদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when হাতিয়া নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share