DIU Crushes & Confessions - All Campus

DIU Crushes & Confessions - All Campus লিখুন মনের না বলা সকল ভাললাগার কথা: http://goo.gl/sjkoBb Make any confession related to DIU. Whether its about your secret crush or an embarassing incident.

Even admins wont know your identity. if u dislike any post, inbox us, we'll remove it. Click here and confess: https://docs.google.com/forms/d/1_xfeD-pPSKcz0MRameYqHwqBvQmgUyTstk6WhnpXiNk/viewform

this page is made solely for the purpose of entertainment.. please dont make any harsh comment about anyone and dont hurt anyone's feelings.. and if u see anything written about you, then please try to

take it lightly and not make a fuss about it.. thank you :)

আপনার মনের কথাগুলো এই লিঙ্কে গিয়ে লিখুন।
https://docs.google.com/forms/d/1_xfeD-pPSKcz0MRameYqHwqBvQmgUyTstk6WhnpXiNk/viewform

2nd Link:
http://www.surveymonkey.com/s/XQWWMJ8

আমি এখনো বেঁচে আছি—এটাই যেন বিশ্বাস হচ্ছে না! 😓আসসালামুআলাইকুম,আমি তানভীর মাহমুদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির...
14/06/2025

আমি এখনো বেঁচে আছি—এটাই যেন বিশ্বাস হচ্ছে না! 😓

আসসালামুআলাইকুম,
আমি তানভীর মাহমুদ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ছাত্র।
প্রতিবারের মতো ঈদ শেষে বাড়ি থেকে ফিরে আসছিলাম। দিনে টিকিট না পেয়ে রাত ১০টার বাসে লক্ষ্মীপুর থেকে রওনা হই টঙ্গীর পথে। ভেবেছিলাম ফজরের পরই পৌঁছে যাব, সবকিছুই ঠিকঠাকই ছিল—বাসে যাত্রী পূর্ণ, রাস্তাও ফাঁকা, তাই একটু আগেই পৌঁছে গেলাম।

৩টা ৪০ মিনিটে টঙ্গী-চেরাগ আলী বাসস্ট্যান্ডে নামি। বাসার দূরত্ব মাত্র দেড় কি.মি.— কিছু অটো দেখা গেল, কিন্তু কেউ যেতে চায় না। ১৫ মিনিট দাঁড়িয়ে থাকার পর একটি অটো আসলো, তাতে তিনজন বসা, সামনে একটা ফাঁকা সিট, ভাবলাম অনেক যাত্রী আছে—আল্লাহ ভরসা।

আমার হাতে তিনটা ব্যাগ, একটা খাবারের, একটা জামা-কাপড়ের, আর একটা স্কুল ব্যাগ কাঁধে। সামনের সিট ছোট, তাই পিছনের সিটে কিছু ব্যাগ রাখলাম। অটো চলতে শুরু করলো, কিন্তু বুকের ভেতর একটা অজানা ভয় কুঁকড়ে উঠছিল—কিছুদিন আগেই আমার এক আত্মীয় এই একই রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়েছিল। ৩টা মোবাইল, গহনা আর নগদ টাকাও নিয়ে যায়।

বেশি দূর যাওয়ার আগেই হঠাৎ এক ওভারব্রিজের নিচে অটো দাঁড় করায়। পেছনের দুজন যাত্রী নিজেদের মধ্যে কৌশলে কথা বলতে থাকে। মুহূর্তেই একজন আমার গলা চেপে ধরে, আরেকজন পকেট থেকে ছুরি বের করে। আমি প্রাণপণে চিৎকার করতে থাকি—চারপাশে কেউ নেই, রাস্তাও ফাঁকা।

আল্লাহর রহমতে কয়েক মিনিট পর একটা মাইক্রোবাস চলে আসায় তারা দ্রুত পালিয়ে যায়। অটোচালকও আরেকজনকে নিয়ে চোখের পলকে উধাও। আমি যখন রিকশার জন্য অপেক্ষা করছিলাম, তখন থেকেই ফলো করে। অটোচালকসহ সবাই এ ঘটনার অংশ।

পকেটে হাত দিতেই বুঝলাম—মোবাইল নেই। কাঁধ থেকে ঝুলে থাকা ব্যাগটা রাস্তায় পড়ে ছিল, ওটা তুলে নিই। তখনো বুঝিনি, বাম হাত দিয়ে রক্ত গড়াচ্ছে। একটা কাটা দাগ থেকে টানা রক্ত পড়ছিল—আমি হতভম্ব।

কষ্ট করে হেঁটে Asia ফিলিং স্টেশনের সামনে এলাম। কয়েকজন লোক সহানুভূতির সাথে বললেন—“ভাই, রক্ত বন্ধ করেন, সামনে একটা মেডিকেল আছে।”
গিয়ে দেখি গেট বন্ধ। একজন অচেনা মানুষ একটা জামা বের করে আমার হাত বেঁধে দেন। তাঁর এই সাহায্যটা হয়তো আমাকে বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে। পরে পাশের এক বন্ধুর বাসায় যাই, সে সুন্দরভাবে ড্রেসিং করে দেয়। আল্লাহর রহমতে ছুরির আঘাতটা খুব গভীর ছিল না, তাই বড় কোনো ক্ষতি হয়নি। কিন্তু গলায় চেপে ধরায় ভেতরের অংশে আঘাত লেগেছে, যা এখনো ব্যথা করছে।

থানায় গিয়ে অভিযোগ করি। কিন্তু আমি জানি, ফলাফল শূন্য।
কারণ, এই রাস্তা প্রতিদিন এই নরকীয় ঘটনার সাক্ষী। এটাই প্রথম নয়, আমার নিজের জীবনেই দ্বিতীয়বার। অথচ কোনো সিসিটিভি নেই, কোনো নিরাপত্তা নেই, কেউ কিছুই করে না। পুলিশ জানে, তবু চুপ।

আজ যদি ছুরিটা একটু গভীরে লাগতো? যদি রাস্তায় ফেলে দেওয়া হতো গাড়ির সামনে?
আজ হয়তো বেঁচে ফিরেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আগামীকাল যে ফিরবো, তার তো কোনো নিশ্চয়তা নেই!

প্রতিদিন হাজারো পথচারী এই পথ দিয়ে যায়—ভয়ে, অনিশ্চয়তায়, আর ভাগ্যের উপর ভরসা রেখে। আমাদের জীবনের কি আদৌ কোনো মূল্য আছে?

আমি সাধারণ একজন নাগরিক। হয়তো আমার কণ্ঠস্বর ফেসবুকের নিউজফিডে হারিয়ে যাবে, থানার রিপোর্ট ফাইলেই পড়ে থাকবে। তবুও লিখলাম—কারণ মনে হলো, আজ যদি চুপ থাকি, কাল আর হয়তো লিখে যাওয়ার মতো অবস্থায় থাকবো না।

ক্ষমা চাই সবার কাছে। 🙏🙏
জানি না মৃত্যুও শান্তি বয়ে আনবে কি না—এই পশুর মতো সমাজে মরে গেলেও হয়তো কেউ দয়া করে তাকাবে না।

এই দেশ নিয়ে আর আশা নেই। যদি সম্ভব হয়, পরিবার নিয়ে বিদেশে যান। 😓

06/06/2025

তাই বলে গরু ওরনা ধরে টান দিবে 🙂

"এই জিনিসটা কেমনে পরব বুঝতেসিনা"
13/05/2025

"এই জিনিসটা কেমনে পরব বুঝতেসিনা"

9 May 2024, On that day we lost our invincible sky warrior Sqn Ldr Asim Jawwad 💔 The finest pilot of Bangladesh Air Forc...
09/05/2025

9 May 2024, On that day we lost our invincible sky warrior Sqn Ldr Asim Jawwad 💔
The finest pilot of Bangladesh Air Force.

Squadron Leader Asim Jawaad wasn’t just a pilot—he was a protector. In his final moments, he steered away from disaster, saving lives on the ground. He didn’t survive—but others did, because of him😓

Pilot Asim left home when most of us were still figuring out life—he chose the sky as his calling. And in the end, he gave everything to it.....

We remember him—not just in grief, but with the demand that no more names be added to this list.

May the Almighty grant him Jannat 🤲
'Heros never die'!!

Bangladesh is not for beginners 😂এখানে গরুরও জ্যামে দাঁড়িয়ে থাকতে হয় 🤦🏻‍♂️
09/05/2025

Bangladesh is not for beginners 😂
এখানে গরুরও জ্যামে দাঁড়িয়ে থাকতে হয় 🤦🏻‍♂️

03/05/2025
25/04/2025

- Bro cooked well Bindians!💥🫣🫢

এত কিছুর পরেও তাদের অনেকে ফেরাতে চায়! 😓
23/04/2025

এত কিছুর পরেও তাদের অনেকে ফেরাতে চায়! 😓

20/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when DIU Crushes & Confessions - All Campus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share