12/06/2025
যারা জাতিসংঘে মুসলিম ফিলিস্তিনি ভাইদের বিপক্ষে ভোট দিয়ে মানবতার বিরুদ্ধে অবস্থান করেছে, ইসরাইলের দোসরগিরী করে ইসরাইলের পক্ষে ভোট দিয়ে মানবতাকে বিসর্জন দিয়েছে, সেই সব মানবতা বিরোধী দেশের সাপোর্ট করে মুসলিম ভাইদের রক্তের সাথে বেইমানি করা হবে যা আমাকে হাশরের ময়দানে গিয়ে জবাবদিহি করতে হবে আল্লাহ র কাছে।
ইসরাইল ও এর দোসরদের বিরুদ্ধে প্রতিবাদ বা প্রতিরোধ করার ক্ষমতা নাই,তাই কুরআন হাদিস এর নিয়ম অনুযায়ী সেই দেশকে মনে মনে ঘৃণা করতে হবে। যারা আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল সাপোর্ট করেন তাদেরকে জানাই এই বার্তা এরা ইসরায়েলকে ভোট দিয়েছে। তাই হশরের মাঠের হিসাব একটু সহজ করতে ইহুদিদের দালাল রাষ্ট্র ও রাষ্ট্রের পন্য বয়কট করুন এটাও জিহাদের অংশ। ব্রাজিল, স্পেন এরা ইজরায়েল এবং ফিলিস্তিনর সমালোচনা করেছেন,দু দেশকেই শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।