Tarique Zia Cyber Forces

Tarique Zia Cyber Forces স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে বাঁচাইতে হলে ঐক্যবদ্ধ হতেই হবে সকল গণতান্ত্রিক বিরোধী দলকে।

নির্বাচনী নিয়ম অনুযায়ী, সরকারি কর্মকর্তারা অবসরের পর ৫ বছর পর্যন্ত ন্যাশনাল ইলেকশনে পার্টিসিপেট করতে পারবেন না। সাবেক উপ...
17/07/2025

নির্বাচনী নিয়ম অনুযায়ী, সরকারি কর্মকর্তারা অবসরের পর ৫ বছর পর্যন্ত ন্যাশনাল ইলেকশনে পার্টিসিপেট করতে পারবেন না। সাবেক উপদেষ্টা নাহিদের ক্ষেত্রে এই কানুন লঘু হবে কিনা ?

তারেক জিয়া সাইবার ফোর্স-TZCF- গাইবান্ধা জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মত বিনিময় সভার আয়োজন----------তারেক জিয়া...
15/07/2025

তারেক জিয়া সাইবার ফোর্স-TZCF- গাইবান্ধা জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মত বিনিময় সভার আয়োজন----------

তারেক জিয়া সাইবার ফোর্স, (TZCF) গাইবান্ধা জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি ফরহাদ আলী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাকিবুল হাসান শাওন, প্রধান অতিথি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক, সভাপতি, জেলা বি এন পি, গাইবান্ধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহামুদুন নবী টিটুল, সাধারণ সম্পাদক, জেলা বি এন পি, শহীদুজ্জামান শহীদ, সহ-সভাপতি
জেলা বি এন পি, আ: আউয়াল আরজু, সহ-সভাপতি, জেলা বি এন পি, আমন্ত্রিত অতিথি, এড: শাহনেওয়াজ খান, সদস্য, নির্বাহী পরিষদ, বাদল মিয়া, প্রচার সম্পাদক, তারেক জিয়া সাইবার ফোর্স, কেন্দ্রীয় কমিটি,।
প্রধান বক্তা ছিলেন বিপুল কুমার দাস, সাংগঠনিক সম্পাদক ( রংপুর বিভাগ), তারেক জিয়া সাইবার ফোর্স,কেন্দ্রীয় কমিটি, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুনমুন রহমান, সহ সভাপতি, জসিম মিয়া, ফিরোজ মন্ডল, রফিকুল ইসলাম, রাসেল মাহাবুব রেজা, মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক, সামিউল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মিয়া, মুকুল চন্দ্র সিংহ, মাধবী রানি, দিলরুবা পারভীন ঝর্ণা,মহিলা বিষয়ক সম্পাদক প্লাবনী, কুদ্দুস মোড়ল, শাহানুর আলম শাওন, রুবি আলম প্রমুখ।

15/07/2025

"নারায়ে তাকবির আল্লাহু আকবার
বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ
৭১ এর শহীদেরা লও লও লও সালাম,
২৪ এর শহীদেরা লও লও লও সালাম"

বিএনপি নামধারী কিছু অমানুষের অপরাধের কারনে সমগ্র বিএনপি তথা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যদি গালি দিতে পারে, তাহলে আমরাকি জাম...
13/07/2025

বিএনপি নামধারী কিছু অমানুষের অপরাধের কারনে সমগ্র বিএনপি তথা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যদি গালি দিতে পারে, তাহলে আমরাকি জামাতের টাটকা উলিকে গালি দিতে পারবো? বা ধর্ষক আমির বলতে পারবো?

12/07/2025

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার রাত ৯টা ৫৮ মিনিটের দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় এই ক'ক'টে'ল বি'স্ফো'র'ণ ঘটে।

12/07/2025

তারেক রহমানের প্রশ্ন.........?
বিএনপিতো সরকার চালায় না, তাহলে সরকার কেন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিচ্ছে না প্রশ্ন তারেক রহমানের.???।

তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,,
১২ জুলাই ২০২৫

12/07/2025

নিজ দলের উগ্রদের ক্রসফায়ার দেয়ার উদাহরণ একমাত্র বিএনপির-ই আছে। আর কোন দলের নাই,
তাই বিচলিত হওয়ার সুযোগ নেই। আস্থা রাখুন, বিএনপি পারবে ইনশাআল্লাহ।

বিএনপি চাইলেও কোনোদিন আওয়ামীলীগের মতো ফ্যাসিস্ট হতে পারবে না কারণ বিএনপির লক্ষ লক্ষ মেরুদণ্ডওয়ালা নেতাকর্মী আছে। যারা শুধু বিএনপির রাজনীতি'ই করে না বিএনপিকে ওউন'ও করে।

বিএনপির উপর নিজেদের একটা হক আছে সেটা উপলব্ধি করে যেকোনো অন্যায় অবিচারে এরা প্রতিবাদী হয়ে উঠে। এই আত্মসমালোচনাকারী ও মানবিক বোধসম্পন্ন নেতাকর্মীরা যতদিন বিএনপিকে আগলে রাখবে ততদিন এই দল লাইনচ্যুত হবে না।

ছাত্র শীবীরের (ছাশী) বর্বরতা শুরু!ছবির এই ছেলেটার নাম আসিফ হাসান নিয়ন। চট্টগ্রাম মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। ...
09/07/2025

ছাত্র শীবীরের (ছাশী) বর্বরতা শুরু!

ছবির এই ছেলেটার নাম আসিফ হাসান নিয়ন। চট্টগ্রাম মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। একজন জুলাইয়ের যোদ্ধা। জুলাই আন্দোলনে পুরোটা সময় শিক্ষার্থীদের পক্ষে রাজপথে ছিল।
সম্প্রতি ফেসবুকে সাদিক কায়েমকে নিয়ে মন্তব্য করায় শিবিরের ছেলেরা ওর এক বন্ধুকে (নাজমুল আলম) এসে শাসিয়ে যায়। এর প্রতিবাদ করায় পরে মব নিয়ে দরজা ভেঙে নিয়নের রুমে ঢোকে, তাকে ‘গাঁজাখোর’ ট্যাগ দেয় এবং আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাকে হল থেকে বহিষ্কার করে। পাশাপাশি তার অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের উপর স্থগিতাদেশ দেয়।
এর আগে চবিতেও একটা সাজানো ঘটনায় প্রশাসন ৯ শিক্ষার্থীকে বহিষ্কার করছে, যাদের মধ্যে অনেকেই ছিলেন জুলাইয়ের সাহসী যোদ্ধা; অনেকে সেদিন ঘটনাস্থলে উপস্থিতই ছিলেন না।সেখানেও শিবির চবিসাস এর আড়ালে আর জামাতি প্রশাসন জড়িত ছিল, সে বহিষ্কারাদেশ বর্তমানে রিটের মাধ্যমে সাময়িক স্থগিত করে রাখা হয়েছে, এবং পরবর্তীতে চবি ভিসি শিবিরের নেতাকর্মীদের দ্বারা লাঞ্ছিত হয়।
জুলাইয়ের পরে এ ধরনের ঘটনা ঘটতেছে অনেক ক্যাম্পাসে। অনেক ছেলেমেয়ের জীবন নষ্ট হচ্ছে। এসব ব্যাপারে রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলোও নীরব।
সাংবাদিক ও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টদের বলব, আপনারা এই ঘটনাগুলা অ্যাড্রেস করেন।
ক্যাম্পাসগুলোতে এক নীরব দখলদারিত্বের সিলসিলা চলমান। ছাত্রলীগ স্টাইলেই, বিরোধী কণ্ঠস্বরগুলোকে নানারকম ট্যাগ দিয়ে, কোনঠাসা করে, প্রশাসনের মাধ্যমে হেনস্তা করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এই কাজগুলা যারা করছেন, আপনারা ছাত্রলীগের পথেই হাঁটছেন। স্টপ, প্লিজ।

07/07/2025

স্বাক্ষী হয়ে থাকুক জুলাইয়ের ইতিহাস, সার্জিস ও আসিফ গংদের ভন্ডামি।

অনলাইন এক্টিভিস্ট প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব Tarique Rahman    স্যারের কাছে আর্জি। ফ্যাসিস্ট স্বৈরাচারী...
07/07/2025

অনলাইন এক্টিভিস্ট প্রসঙ্গে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব Tarique Rahman স্যারের কাছে আর্জি।

ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসকদের আমলে যখন
মেইনস্ট্রিম মিডিয়া বিএনপির বিরুদ্ধে একপ্রকার স্বঘোষিত স্তালিনপন্থীরা কু শুরু করেন তখন আমাদের একমাত্র ভরসার জায়গায় ছিলো সোশ্যাল মিডিয়ায় তখনই আমরা ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই শুরু করি জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিস্ট হিসাবে।

ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসকদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিগত ফ্যাসিবাদের আমলে অনলাইন এক্টিভিস্ট হিসাবে অসংখ্য মামলা হামলা গুম, জেল-জুলুম,
অত্যাচার নির্যাতন হয়েছি ২ শতাধিকের উপর অনলাইন এক্টিভিস্ট ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা খেয়ে সর্বস্ব হারিয়েছে হারিয়েছি।

আজপর্যন্ত কারোর কাছথেকে কোনপ্রকার
সাহায্যে সহযোগিতা পায়নি এখনো পর্যন্ত মামলা চলমান প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে তাতেও কোন সমস্যা নাই দুঃখ নাই জাতীয়তাবাদী দল বিএনপির জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ শিকার করতে পারি কিন্তু সমস্যা হচ্ছে কয়দিন পর পর একটি করে প্রেসবিজ্ঞপ্তি আসে ভুঁইফোঁড় সংগঠন হিসাবে আমরা বিব্রত হচ্ছি হাজারো অনলাইন এক্টিভিস্টরা বিব্রত হচ্ছে আমরা বিগত ১৫ বছর জাতীয়তাবাদী দল বিএনপির জন্য Tarique Zia Cyber Forces এবং Zia Cyber Force-ZCF নামে দুইটা অনলাইন সংগঠনে দেশের প্রতিটি উপজেলা,জেলায় হাজারো এক্টিভিস্টরা কাজ করে গেছেন এখনো কাজ করছেন।

অনলাইন এক্টিভিস্টরা জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে তারা কিছুই চায়না শুধু একটু সম্মান চায় তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে হাজারো অনলাইন এক্টিভিস্টদের পক্ষ থেকে অবেদন করছি আমাদের প্রতি একটু দৃষ্টি রাখেন আমাদের মূল্যায়ন না করেন অবমূল্যায়ন অবহেলা থেকে রক্ষা করেন।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tarique Zia Cyber Forces posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share