Be with Shuchi

Be with Shuchi Hi! Assalamuwalaikum
I'm Shuchi.. I'm passionate about Traveling, Vlogging & Cooking. I hope you Here is my all pages, groups & youtube channel link.

🌥️
03/09/2025

🌥️

কীভাবে ওমরাহ পালন করবেন❓❗ওমরাহ শব্দের অর্থ জিয়ারত করা, পরিদর্শন করা ও সাক্ষাৎ করা। পবিত্র কাবাগৃহের জিয়ারতই মূলত ওমরাহ।ই...
03/09/2025

কীভাবে ওমরাহ পালন করবেন❓❗

ওমরাহ শব্দের অর্থ জিয়ারত করা, পরিদর্শন করা ও সাক্ষাৎ করা। পবিত্র কাবাগৃহের জিয়ারতই মূলত ওমরাহ।

ইসলামের ভাষায় পবিত্র হজ্বের সময় ছাড়া অন্য যেকোনো সময় পবিত্র কাবাঘরের তাওয়াফসহ নির্দিষ্ট কিছু কাজ করাকে ওমরাহ বলা হয়। ওমরাহ পালনে প্রধানত চারটি কাজ।

দুটি কাজ ফরজ—(ক) ইহরাম পরিধান করা। (খ) পবিত্র কাবাগৃহ তাওয়াফ করা।

আর দুটি কাজ ওয়াজিব—(ক) সাফা ও মারওয়ার মধ্যবর্তী (সবুজ বাতি) স্থানে সাতবার সাঈ করা। (খ) মাথার চুল মুণ্ডানো বা ছোট করা।

⭕. ইহরাম: ইহরাম পরিধানের আগে বেশ কিছু করণীয় আছে। এগুলো হলো—ইহরাম পরিধানের আগে সব ধরনের শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। যেমন—হাত-পায়ের নখ কাটা, গোঁফ, চুল ও নাভির নিচের লোম পরিষ্কার করা ইত্যাদি। ইহরাম পরিধানের আগে গোসল করা সুন্নত।

এরপর পুরুষদের সেলাইবিহীন পোশাক ও নারীদের যেকোনো উপযুক্ত পোশাক পরিধানের মাধ্যমে ইহরাম পরিধান করতে হবে। মিকাত (ইহরামের জন্য নির্দিষ্ট স্থান) বা তার আগে ওমরাহর নিয়ত করতে হবে। এরপর তালবিয়া পড়তে হবে। কেউ যদি ইহরাম করতে চায়, সে ফরজ গোসলের মতো গোসল করবে। তারপর মাথা বা দাঁড়িতে সুগন্ধি লাগাবে। গোসল ও সুগন্ধি ব্যবহারের পর ইহরামের কাপড় পরিধান করবে। এরপর ফরজ নামাজের ওয়াক্ত হলে ফরজ নামাজ আদায় করবে। ফরজ নামাজের ওয়াক্ত না হলে অজুর সুন্নত হিসেবে দুই রাকাত নামাজ আদায় করবে। নামাজের পর কিবলামুখী হয়ে ইহরাম পরিধান করবে। ইচ্ছা করলে বাহনে (গাড়িতে) উঠে যাত্রার প্রাক্কালে ইহরাম করতে পারেন। তবে মিকাত থেকে মক্কার উদ্দেশে ছেড়ে যাওয়ার আগে ইহরাম করতে হবে। ইহরামের নিয়তে এই দোয়া পড়া যায়। উচ্চারণ :
"আল্লাহুম্মা ইন্নি উরিদুল ওমরতা ফা-ইয়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। ’ অর্থ : হে আল্লাহ, আমি ওমরাহর ইচ্ছা করছি; আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করুন। "

এরপর বলবেন,
‘লাব্বাইক আল্লাহুম্মা ওমরতান/ওমরাহ (অর্থ হে আল্লাহ, ওমরাহকারী হিসেবে আপনার দরবারে হাজির)।

এরপর নবী (সা.) যেভাবে তালবিয়া পড়েছেন সেভাবে তালবিয়া পড়বেন। সেই তালবিয়া হচ্ছে-
"লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইকা লা-শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক। লা শারিকা লাক। "

পুরুষরা উচ্চ স্বরে তালবিয়া পড়বেন। ওমরাহর ক্ষেত্রে ইহরামের শুরু থেকে তাওয়াফ শুরু করার আগ পর্যন্ত তালবিয়া পড়ার বিধান আছে। তাওয়াফ শুরু করলে তালবিয়া পড়া ছেড়ে দেবে।

ইহরাম পরিধানের পর কিছু কাজ নিষিদ্ধ। যেমন—সেলাইযুক্ত কাপড় বা জুতা ব্যবহার নিষিদ্ধ। অনুরূপ মস্তক ও মুখমণ্ডল ঢাকা। চুল কাটা বা ছিঁড়ে ফেলা। নখকাটা। ঘ্রাণযুক্ত তৈল বা আতর লাগানো। স্ত্রীর সঙ্গে সংগম করা। যৌন উত্তেজনামূলক কোনো আচরণ বা কোনো কথা বলা। শিকার করা। ঝগড়া-বিবাদ বা যুদ্ধ করা। চুল-দাড়িতে চিরুনি বা আঙুল চালনা করা, যাতে ছিঁড়ার আশঙ্কা থাকে। শরীরে সাবান লাগানো। উকুন, ছারপোকা, মশা ও মাছিসহ কোনো জীবজন্তু হত্যা করা বা মারা। যেকোনো ধরনের গুনাহের কাজ করা।

⭕. তাওয়াফ : পবিত্র কাবাগৃহ সাতবার প্রদক্ষিণ করাকে তাওয়াফ বলা হয়। ওমরাহর উদ্দেশ্যে মসজিদে হারামে ডান পা দিয়ে প্রবেশ করে এ দোয়া পড়া—
উচ্চারণ :
"বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ। আউজু বিল্লাহিল আজিম ওয়া বি-ওয়াজহিহিল কারিম ওয়া সুলতানিহিল কাদিমি মিনাশ শায়তানির রাজিম। আল্লাহুম্মাফ তাহলি আবওয়াবা রাহমাতিকা। "

এরপর তাওয়াফ শুরু করার জন্য হাজরে আসওয়াদের দিকে এগিয়ে যাবেন। ডান হাত দিয়ে হাজরে আসওয়াদ স্পর্শ করবে ও চুমু খাবেন। যদি হাজরে আসওয়াদে চুমু খেতে না পারেন, হাত দিয়ে স্পর্শ করবেন ও হাতে চুমু খাবেন। যদি হাত দিয়ে স্পর্শ করতে না পারে তাহলে হাজরে আসওয়াদের দিকে মুখ করে হাত দিয়ে ইশারা করবেন এবং তাকবির বলবেন। কিন্তু হাতে চুমু খাবে না।

এরপর ডানদিক ধরে চলতে থাকবেন। বায়তুল্লাহকে বামদিকে রাখবেন। যখন রুকনে ইয়ামেনিতে (হাজরে আসওয়াদের পর তৃতীয় কর্নার) পৌঁছবে তখন সে কর্নার চুমু ও তাকবির ছাড়া শুধু স্পর্শ করবেন। যদি স্পর্শ করা সম্ভব না হয় তাহলে তাওয়াফ চালিয়ে যাবেন কিন্তু ভিড় করবেন না।

তাওয়াফের সময় কাবা শরিফ ও হাজরে আসওয়াদকে বাম দিকে রেখে রোকনে শামি ও রোকনে ইরাকি অতিক্রম করে রোকনে ইয়ামেনিতে আসবেন। এ স্থানে তালবিয়া, তাকবির তাসবিহ ইত্যাদি পড়বে। অতঃপর (সম্ভব হলে) রোকনে ইয়ামেনি স্পর্শ করবেন। সম্ভব না হলে দূর থেকে ইশারা করে হাজরে আসওয়াদের দিকে অগ্রসর হবে নএবং কোরআনে শেখানো এ দোয়া পড়বেন—উচ্চারণ :
"রাব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াক্বিনা আজাবান নার। "

যখনই হাজরে আসওয়াদের পাশ দিয়ে অতিক্রম করবেন, তখন হাজরে আসওয়াদ অভিমুখী হয়ে তাকবির বলবেন। তাওয়াফের অন্য অংশে যা কিছু খুশি জিকির, দোয়া ও কোরআন তিলাওয়াত করবেন। তাওয়াফের মধ্যে পুরুষকে দুটি জিনিস করতে হয়।

১. তাওয়াফের শুরু থেকে শেষ পর্যন্ত ইজতেবা করা। ইজতেবা মানে ডান কাঁধ খালি রেখে চাদরের মাঝের অংশ বগলের নিচ দিয়ে এনে চাদরের পার্শ্ব বাম কাঁধের ওপর ফেলে দেওয়া। তাওয়াফ শেষ করার পর চাদর আগের অবস্থায় ফিরিয়ে নেবেন। কারণ ইজতেবা শুধু তাওয়াফের মধ্যে করতে হয়।

২. তাওয়াফের প্রথম তিন চক্করে রমল করা। রমল মানে ছোট ছোট পদক্ষেপে দ্রুত হাঁটা। আর বাকি চার চক্করে রমল নেই বিধায় স্বাভাবিক গতিতে হাঁটবেন। সাত চক্কর তাওয়াফ শেষ করার পর ডান কাঁধ ঢেকে নিয়ে মাকামে ইবরাহিমে আসবে এবং পড়বেন:
"ওয়াত্তাখিজু মিম মাকামি ইবরাহিমা মুসল্লা"

অতঃপর মাকামে ইবরাহিমের পেছনে দুই রাকাত নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সুরা ফাতিহার পর সুরা কাফিরুন পড়বেন। দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর সুরা ইখলাস পড়বেন।

দুই রাকাত সালাত আদায় করার পর জমজমের পানি পান করবেন। মাতাফের (তাওয়াফ করার স্থান) চতুর্দিকে জমজমের গরম ও ঠাণ্ডা পানির ঝার/ড্রাম আছে। জমজমের পানি অবশ্যই দাঁড়িয়ে পান করবেন এবং পান করার সময় বলবেন—
"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফি’আ, ওয়ারিজক্বাও ওয়াসি’আ, ওয়াশিফাআম মিন কুল্লি দা’ঈ।
(হে আল্লাহ, আমাকে উপকারী জ্ঞান দান করুন! পর্যাপ্ত রিজিক দান করুন! সব রোগের শিফা দান করুন)।"

৩. সাফা-মারওয়ায় সাঈ করা।

03/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

.................❤️
03/09/2025

.................❤️

30/08/2025
I finally accepted that I need to be by myself and just heal❤️‍🩹
13/02/2025

I finally accepted that I need to be by myself and just heal❤️‍🩹

হুম মাতৃত্ব সুন্দর..........
01/02/2025

হুম মাতৃত্ব সুন্দর..........

ইদানীং মাঝেমধ্যে খুব একা থাকতে ভালো লাগে। কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না। ফোনের রিংটোন টাও খুব বাজেভাবে মগজে গিয়ে ইরিটে...
26/01/2025

ইদানীং মাঝেমধ্যে খুব একা থাকতে ভালো লাগে। কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না। ফোনের রিংটোন টাও খুব বাজেভাবে মগজে গিয়ে ইরিটেট করে। কারো কথা ভাবতে ইচ্ছা করে না। কি হবে, কি হচ্ছে এগুলো থেকে পালিয়ে যেতে ইচ্ছা করে। খুব দমবন্ধ লাগে দৈনন্দিন রুটিনটাকে। কাউকে বলতেও ইচ্ছা করেনা কি চলছে আমার। কিছু কিছু পুরনো ক্ষোভ নড়েচড়ে বসে আমার ভিতরে এই সময় গুলোতে। যদিও বেশিরভাগ সময় আমি এখন "It’s ok" মুডে যাওয়ার অভ্যাস করছি। তারপরও এই সময়টায় কেন যেন "It’s not ok" তে থাকতে বেশি ভালো লাগে।


সোজা কথা নিজের সাথে নিজেকে বেশী কমফোর্ট ফিল করি এই সময়টাতে। তাই চেষ্টা করি কিছু সময় অন্ততপক্ষে নিজের জন্য রাখতে। কারো সাথে নিজে থেকে কথা বলতে ভালো লাগে না, তাই বলিও না। কোথাও যেতে ভালো লাগে না, তাই যাই না। কিছু করতে ইচ্ছা করেনা, তাই করি না। এভাবে কিছুদিন থাকার পর আবার সব দ্বায়িত্ব কর্তব্য গুলোর জন্য নতুন এনার্জি ফিরে পাই মনে হয়। কে কি ভাবলো, কার মন খারাপ হলো এগুলো দূরে সরিয়ে রেখে কিছুসময় নিজের জন্য রাখেন ট্রাস্ট মি নতুন উদ্যম নিয়ে আপনিও আপনার চারপাশের মানুষ গুলো কে ভালো রাখতে পারবেন🫰

তারপরও কেউ যখন কোন কিছু নিয়ে আজাইরা লেকচার দিতে আসে তখন মনটায় কয় ঘাড়টা মটকায় দেই👹
23/01/2025

তারপরও কেউ যখন কোন কিছু নিয়ে আজাইরা লেকচার দিতে আসে তখন মনটায় কয় ঘাড়টা মটকায় দেই👹

14/01/2025

জবা ফুল দেখতে দেখতে কান্না এনজয় করি🌺

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Be with Shuchi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share