22/09/2025
কথায় কথায় বাবা মার ভুল ধরি এখন। আত্মীয়রাও রেহাই পান না কিছু সময়। অথচ একটা সময় আমি ছিলাম অনুরোধে ঢেঁকি গেলা মাত্রাতিরিক্ত people pleaser. সবার সাথে সহমত করে চলার বদ অভ্যাস ছিল। "না" শব্দটার ব্যবহার ছিলই না বলতে গেলে। বেশির ভাগ ক্ষেত্রে কোন বাউন্ডারি ছিল না।
তো কী এমন হল যে আমি এমন "বেয়াড়া" হয়ে গেলাম?
উত্তর হল, আমি মা হওয়ার পর থেকে এখন পর্যন্ত দিন দিন শুধু বেয়াড়াই হয়ে যাচ্ছি & I'm proud of that.
আমাদের প্যারেন্টরা আমাদেরকে অত চিন্তা করে, রিসার্চ করে বড় করে নাই। তাদের প্যারেন্টিং এর বড় একটা অংশ ছিল তাদের প্যারেন্ট থেকে শেখা আর বাকিটা ছিল কম্পিটিশন - ভালো স্কুল, ভালো কোচিং, ভালো রেজাল্ট এসব মাত্র।
আমাদের জেনারেশনের অনেক প্যারেন্ট এখন প্যারেন্টিং নিয়ে প্রচুর পড়াশোনা করছে, জানার চেষ্টা করছে, টক্সিক সাইকেল ভাঙার চেষ্টা করছে। গতানুগতিক চিন্তাধারার বাহিরে গিয়ে আবেগ এবং বাস্তবতাকে মিলিয়ে সুন্দর একটা ধারার মধ্য দিয়ে চলার চেষ্টা করছে।
It's a good sign✨