Like ETC"

Like ETC" I usually try to upload informational and interesting videos that happen around.

10/06/2025

লেইট সেলিব্রেশন পহেলা বৈশাখ ১৪৩২। বাংলাদেশী প্রবাসী খ্রিষ্টান অ্যাসোসিয়েশন টুলুজ, ফ্রান্স।

02/06/2025

https://www.facebook.com/share/1E8hGMS7sL/

The world is very mysterious. In this mysterious world, there are many mysterious creatures, just like there are many mysterious events, I want to present some facts and information that I like to you.

Like and share 👀👀😍
02/06/2025

Like and share 👀👀😍

10/05/2025

জীবনটা যেন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। প্রতিদিন আমরা লড়াই করি—কখনো নিজের সঙ্গে, কখনো সমাজের সঙ্গে, কখনো বা সময়ের সঙ্গে। এই লড়াইয়ে কেউ পাশে থাকে না; থাকতে হয় একা।

মানুষের মুখে হাসি থাকলেও, হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে হাজারো কষ্ট। কেউ বোঝে না, কেউ বুঝতেও চায় না। সবাই ব্যস্ত নিজের জীবন নিয়ে, অন্যের অনুভূতির খোঁজ রাখার সময় নেই কারো।

আমরা প্রায়ই ভাবি, "কেন এমন হয়?" কেন ভালোবাসা, বন্ধুত্ব, সম্পর্ক—সবকিছু এতটা জটিল? উত্তর খুঁজতে গিয়ে বুঝি, জীবনের বাস্তবতা বড়ই কঠিন।

তবুও, এই কঠিন বাস্তবতার মাঝেও কিছু মুহূর্ত আসে, যা আমাদের বাঁচিয়ে রাখে। একটি বন্ধুর সান্ত্বনা, একটি অপরিচিতের হাসি, একটি শিশুর নিষ্পাপ চোখ—এসবই আমাদের মনে করিয়ে দেয়, জীবন এখনও সুন্দর।

তাই, হতাশ না হয়ে, চলুন আমরা এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে এগিয়ে যাই। কারণ, জীবনের প্রতিটি দিনই একটি নতুন সুযোগ, একটি নতুন শুরু।

09/05/2025

মানুষ আজ সব ভুলে গেছে।
একসময় যখন নিঃশ্বাসই ছিল সবচেয়ে মূল্যবান, তখনও প্রকৃতি শিখিয়েছিল — জীবন বড় হঠাৎ করে বদলে যেতে পারে।
একটি ভাইরাস পুরো পৃথিবীকে থামিয়ে দিয়েছিল।
রাস্তা ছিল শুন্য, শহর নিঃস্তব্ধ, পৃথিবী যেন নিজের প্রতিশোধ নিচ্ছিল।

কিন্তু মানুষ কি কিছু শিখেছিল?
না।
অল্পদিনেই ভুলে গেল — কতটা তুচ্ছ আমরা প্রকৃতির কাছে।
ভুলে গেল — প্রকৃতি চাইলে থামিয়ে দিতে পারে সব কিছু, মুছে দিতে পারে সভ্যতার অহংকার।
তাই আজ মনে হয়… হয়তো আরেকটা মহামারী দরকার,
যা মানুষকে আবার মনে করিয়ে দেবে— এই পৃথিবী আমাদের জন্য নয়, আমরাই পৃথিবীর একজন অতিথি।

কিন্তু প্রশ্ন হলো — যারা বেঁচে থাকবে, তারাও কি মনে রাখবে?
না কি আবারো ফিরে যাবে সেই আগের চেহারায়— লোভ, হিংসা আর দম্ভে ভরা?

মানুষ এখন অস্ত্র বানায় প্রকৃতির বিরুদ্ধে।
যুদ্ধে মেতে ওঠে নিজের ভৌগলিক সীমা বড় করতে।
কিন্তু কখনো ভাবেনা— প্রকৃতির সীমা ছোঁয়ার মতো ক্ষমতা আমাদের নেই।

আজকের পৃথিবীতে যুদ্ধ চলছে, ধ্বংস চলছে,
আর প্রকৃতি নীরব— ঠিক যেভাবে ঝড় ওঠার আগে বাতাস নিঃশব্দ হয়।
হয়তো প্রকৃতি আবার প্রস্তুত হচ্ছে…
আর এইবার সে আমাদের ক্ষমতা নয়, আমাদের ভুলে যাওয়ার ক্ষমতাকেই চ্যালেঞ্জ করবে।

মানুষ কি এবার শিখবে?

নাকি আবারও শিখে ভুলে যাবে?

02/05/2025

আয় হায়
বুড়া হয়ে গেলাম

01/05/2025

তুমি যতই আপন মনে কর, যদি তুমি কারো উপকারে না আসো, তুমি তার কাছে কেউ না।

01/05/2025

🕊️ *"শান্তি মানে শুধু যুদ্ধ না থাকা নয়,
বরং ভেতরের ভারসাম্য বজায় রাখা।"*
— *নেলসন ম্যান্ডেলা*

29/04/2025

নীরব রাতে ভাবনারা চুপিচুপি বলে,
হারিয়ে ফেলো না নিজেকে, আশাগুলো তুলে রাখো হৃদয়তলে।

29/04/2025

কোথায় আহারে আহারে আহারে কৈশর
কোথায় হারিয়ে গেল যে, আমার এই কৈশর 🥲

28/04/2025

**"বৃষ্টির নরম শব্দে আজ মনটা কাঁপছে,
ভেজা হাওয়ায় যেন তোমার স্পর্শ খুঁজে বেড়াই।
এই অচেনা সোঁদা গন্ধের ভেতর আজও তোমাকে ভীষণ মিস করছি...
তুমি থাকো না, তবুও এই বৃষ্টিতে তুমি যেন আরও কাছাকাছি চলে আসো।"** 🌧️🖤

28/04/2025

নরম নরম বৃষ্টির দিনে,
মনের কোণে লুকিয়ে থাকা কারো স্মৃতি
চুপিচুপি জেগে ওঠে...
আজও বৃষ্টির ফোঁটায় ভিজে ভিজে, মনে পড়ছে সেই প্রিয় মুখটি। 🌧️💔

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Like ETC" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Like ETC":

Share