
24/04/2025
শামস তরুণ বয়স থেকেই বিভিন্ন শহরে ঘুরে ঘুরে আধ্যাত্মিক জ্ঞান খুঁজতেন। তিনি নিজেকে "বাতিনি" বা অন্তর্জগতের শিক্ষক বলতেন। বাইরের নিয়মকানুন, লেবেল, পোষাক, এমনকি ধর্মীয় প্রথাগুলোকেও তিনি চ্যালেঞ্জ করতেন।
তাঁর সম্পর্কে বলা হয়, একবার তিনি একজন বিদ্বানকে জিজ্ঞেস করেছিলেন:
“তুমি কি ঈশ্বরকে ভালোবাসো?”
পণ্ডিত বলেছিলেন, “হ্যাঁ, অবশ্যই।”
শামস জিজ্ঞেস করলেন, “তোমার স্ত্রীকে, তোমার সন্তানকে, অথবা তোমার গর্বকে বেশি ভালোবাসো, নাকি ঈশ্বরকে?”
এই প্রশ্নে পণ্ডিতের মুখ শুকিয়ে গিয়েছিল।
শামস ছিলেন এমনই—তিনি লোককে মুখোশহীন করে দিতেন।