09/07/2025
AI এর যুগে এসে GEO জানেন তো?
ভাইয়া/আপু, আজকে GEO নিয়ে একটু খোলামেলা আড্ডা দেই। আজকে আসুন একটু GEO নিয়ে জানি, মানে একটু ভিতরে ঢুকি 😄 মানে এই জিনিস্টা লোকাল SEO তে কেন দরকার এটা জানার চেষ্টা করি। বরাবরের মতোই এবার ও একটা কথা শুরুতেই বলে নেই, এই পোস্টটা তাদের জন্য যারা Local SEO নিয়ে সবে আগ্রহী হয়েছে বা শিখছে। আর কোন ভুল হলে ক্ষমাসুউন্দর দৃষ্টিতে দেখে শুধরানোর সুজগ দিবেন 😌
ভাবুন তো, আপনি বিদেশে ঘুরতে গেছেন, ধরেন, বার্লিনে। হঠাৎ Vegan খাবার খেতে ইচ্ছা হলো, হতেই তো পারে তাই না? Google এ বা ChatGPT তে লিখলেন, “best vegan restaurant near Alexanderplatz” আর দেখলেন, একদম আপনার পাশের রেস্টুরেন্টটাই টপে চলে আসছে!
এইটা কিভাবে সম্ভব? কারণ ওই রেস্টুরেন্টর SEO expert GEO র খেলা জানে, মানে, ঠিকমতো লোকেশন, landmark, neighborhood, সবকিছু গুগল আর AI কে বুঝিয়ে রেখেছে 😫 2025 এ এসে আমাদের ও তাই জানা উচিত, মানাও উচিত।
GEO আসলে কী? এটার ফুল মিনিং কি?😕 চলুন বাচ্চাদের মতো আগে সংজ্ঞা আওড়াই 😁
GEO এর ফুল মিনিং হচ্ছে Geographical বা Geolocation। আর Local SEO তে GEO বলতে বোঝায় Geographical Data বা Geolocation Data মানে, আপনার বিজনেস বা কনটেন্ট কোন লোকেশনে, কোন এরিয়াতে, কোন স্পটে আছে, সেই তথ্য।
সংক্ষেপে যদি বলি, GEO = Geographical Location Data
যেটা গুগল, AI, বা অন্য সার্চ ইঞ্জিনকে বলে দেয়, “ভাই, আমি এই জায়গায় আছি, এই এরিয়ার কাস্টমারদের জন্য কাজ করি”
আরেকটু আধুনিক করে বললে, এটা হচ্ছে AI search focus আপনার বিজনেস, কনটেন্ট, সার্ভিস সবকিছু যেন গুগল, Bing, ChatGPT, SGE-তে লোকাল/জিওগ্রাফিক্যালি স্পষ্টভাবে mention হয়,
AI ও যেন বুঝতে পারে, “এই ব্র্যান্ডটা এই এরিয়ার, এই লোকজনের জন্য!”
এই CONCEPT থেকেই বাকি TERMS গুল আসে
• Geo-targeting (লোকেশনভিত্তিক টার্গেটিং)
• Geo-tagging (ছবি বা কনটেন্টে লোকেশন ট্যাগ দেয়া)
• Geo-coordinates (latitude/longitude)
একটু ভেবে দেখলে বুঝতে পারবেন এগুল কিন্তু Local Base Data শেয়ার এর জন্যই কাজ করে
GEO কিভাবে ইমপ্লিমেন্ট করবেন? (Modern Checklist + Real Tips)
১) Google Business Profile (GMB) & Local Listings
গুগল ম্যাপ, লোকাল প্যাক, AI সার্চ সবকিছুতেই GMB এখন বেসিক need। ঠিকানা, landmark, neighborhood, postcode সব স্পষ্টভাবে দিন। সার্ভিস এরিয়া সেট করুন, শুধু “Dhaka” না, বরং “Gulshan, Banani, Uttara” বা “Berlin Mitte, Kreuzberg” এর মতো স্পেসিফিক এরিয়া দিন। আই মিন neighborhood পেজ করুন, নিজের ব্যাবসার রিয়েল ছবি, ভিডিও, 360° ভিউ আপলোড করুন AI-ও এখন ছবি দেখে লোকেশন বোঝে।
২) E-E-A-T (Experience, Expertise, Authoritativeness, Trustworthiness)
AI আর গুগল এখন শুধু লোকেশন না, অথরিটি ও দেখে আপনি আসলেই ওই এরিয়ার এক্সপার্ট কিনা।
লোকাল অথরিটি build করুন local news, community, বা event এ mention থাকলে সেটা কনটেন্টে যোগ করুন। Local Real Customer থেকে রিভিউ সংগ্রহ করুন Google, Yelp, TripAdvisor, Trustpilot এরকম আর platform এ।
লোকাল কনটেন্ট লিখুন, “How we serve vegan food in Berlin Mitte” বা “Best plumber service near Camden, London”।
লোকাল ব্যাকলিঙ্ক নিন local blog, news, chamber of commerce ইত্যাদি থেকে। উদাহরণ, বার্লিনের Vegan রেস্টুরেন্টের কেস স্টাডিতে, local food blogger দের রিভিউ আর local news mention যোগ করুন, এর পর Ai তে ব্র্যান্ড mention বেড়ে যায়, that makes huge impact.
৩) Schema Markup (LocalBusiness, GeoCoordinates)
Schema দিয়ে AI কে স্পষ্টভাবে লোকেশন, সার্ভিস এরিয়া, কাস্টমার টাইপ, latitude/longitude দেখানো যায়। LocalBusiness, PostalAddress, GeoCoordinates schema ব্যবহার করুন। প্রতিটা লোকাল পেজে আলাদা schema দিন।
Schema তে landmark, subway station, neighborhood mention করলে AI তে লোকেশন বুঝতে অনেক সহজ হয়। (Personal Opinion)
৪) AI Ready Content
AI এখন কনটেন্ট পড়ে summary বানায়, FAQ তে উত্তর দেয়, ChatGPT-তে ব্র্যান্ড mention করে। Chat-style, FAQ, longform, conversational কনটেন্ট লিখুন। “Best vegan restaurant near Alexanderplatz?” এই ধরনের প্রশ্ন-উত্তর যোগ করুন। কাস্টমারদের রিয়েল প্রশ্ন ও উত্তর কনটেন্টে রাখুন।
উদাহরণ সরূপ বলা যায় যে, বার্লিনের রেস্টুরেন্টে “How to reach us from Alexanderplatz U-Bahn?” এই ধরনের FAQ যোগ করার পর ChatGPT-তে ওই প্রশ্নে ব্র্যান্ড mention আসা শুরু করে।
আপনারা চাইলে AI Friendly content বানান নিয়ে বিস্তারিত একটা post করব 😀
৫) Local Citation & Review
Google, AI, Bing সবাই local citation দেখে, আপনার GEO info কনফার্ম করে। Yelp, TripAdvisor, Google Maps, Facebook, Foursquare, Apple Maps সব জায়গায় consistent GEO info দিন।
Local directory তে ঠিকানা, ফোন, ওয়েবসাইট, সার্ভিস এরিয়া আপডেট রাখুন। রিভিউ দিতে encourage করুন, প্রয়জনে অফার তৈরি করুন, যেমন রিভিউ দিলে এত % ছার নেক্সট অরডার এ ব্লা ব্লা ব্লা…😫
৬) NAP Consistency (Name, Address, Phone)
সব জায়গায় (ওয়েবসাইট, GMB, Facebook, directory) একই info না থাকলে গুগল/AI কনফিউজড হয়। সব জায়গায় একদম একই নাম, ঠিকানা, ফোন রাখুন।
ছোটখাটো স্পেলিং ভুল, বা ফোন নম্বর mismatch হলেও র্যাঙ্কিং ডাউন হতে পারে। সো সাবধান
আচ্ছা সময় থাকলে, একটা কাহিনি বলি শোনেন (বিরক্ত হলে গালি শুনতে রাজি আছি) 🥹
আমার এক ইউকে ভিত্তিক ক্লায়েন্ট ছিল, লন্ডনের একটা ছোট কফি শপ। ওদের GBP তে ঠিকানাটা ছিল
“12 King’s St., London”
কিন্তু ওয়েবসাইটে ঠিকানাটা লেখা ছিল
“12 King’s Street, London”
মানে, শুধু “St.” আর “Street” এই ছোট্ট পার্থক্য, মাত্র
আপনার মনেই হতে পারে, “এত ছোট একটা spelling difference, এতে কীই বা হবে?” আমিও তাই ভাবছিলাম, কতটাই বা impact ফেলবে
কিন্তু মজার ব্যাপার হলো, এই mismatch এর কারণে গুগল কনফিউজড হচ্ছিল। একবার GMB থেকে data টানত, আবার ওয়েবসাইট থেকে আলাদা data পেত।
ফলে, গুগল local pack এ ওদের কফি শপকে consistently টপ ৩ এ দেখাচ্ছিল না।
কখনো দেখাত, কখনো হারিয়ে যেত আমি যখন এই mismatch ধরলাম, তখন GMB, ওয়েবসাইট, Yelp, Facebook সব জায়গায় ঠিকানাটা এক করে দিলাম
“12 King’s Street, London”
সব জায়গায় একদম একইভাবে লিখলাম।
এরপর মাত্র ২-৩ সপ্তাহের মধ্যে,
গুগল local pack এ “coffee shop near King’s Street London” বা “best coffee shop London” লিখলেই,
ওদের শপ টপ ৩ এ consistently আসতে শুরু করল, কাস্টমারও সহজে খুঁজে পেল, আর অর্গানিক ট্রাফিকও বেড়ে গেল। আর আমিও বেশ সানন্দে পেমেন্ট বাড়িয়ে দিলাম😂 ( Just Joking )
৭) AI Mention Monitoring
এখন শুধু গুগল না, ChatGPT, Bing AI, SGE-তেও আপনার ব্র্যান্ড/লোকেশন mention হচ্ছে কিনা দেখা জরুরি। ChatGPT তে আপনার ব্র্যান্ড/লোকেশন লিখে দেখুন, mention আসে কিনা।
Bing AI, Google SGE তে “best [service] near [location]” লিখে দেখুন।
Mention না এলে, কনটেন্ট, schema, citation, review সব আপডেট করুন।
৮) Image GEO Tagging & Map Embed
AI ও এখন ছবি দেখে লোকেশন বোঝে, শুধু বোঝে এমনটাই নয় খুব খুঁটিনাটি ব্যাপার-স্যাপারও টেনে বের করতে পারে, so be aware।
ছবি আপলোডের আগে geoimgr . com বা pic2map . com দিয়ে GEO-tagging করুন।
ওয়েবসাইটে Google Map embed করুন, landmark highlight করুন।
৯) Service Area & Location Page
একাধিক এরিয়াতে সার্ভিস দিলে, প্রতিটা এরিয়ার জন্য আলাদা পেজ বানান। প্রতিটা পেজে GEO info, schema, landmark, FAQ, map embed রাখুন।
Like “Vegan Restaurant in Kreuzberg”, “Vegan Restaurant near Alexanderplatz” আলাদা লোকেশন পেজ করলে, AI তে neighborhood অনুযায়ী mention পাওয়া যায়।
শেষ কথা 💖
GEO এখন শুধু লোকেশন না, GEO মানে AI, Google, Bing, ChatGPT-তে আপনার ব্র্যান্ড, লোকেশন, অথরিট সব স্পষ্টভাবে mention হওয়া।
Local SEO তে GEO signals না থাকলে, AI র যুগে হারিয়ে যাবেন, খুব সহজেই হারিইয়ে যাবেন 😄
তাই, আজ থেকেই GEO তে সিরিয়াস হন, গ্লোবাল স্ট্যান্ডার্ডে GEO implement করুন,
আর AI তে নিজের ব্র্যান্ড mention দেখুন, এটাই ভবিষ্যৎ, Local SEO isn’t dead, it’s just become smarter, more advanced, and more updated. So you need to be smart and updated too.
কোনো প্রশ্ন, মতামত থাকলে, কমেন্টে জানাবেন অবশ্যই। একসাথে শিখব, একসাথে grow করব 😊