02/09/2025
*শুভ দুপুর*
দুপুর দিনের মধ্যভাগ। সকাল শেষে সূর্য যখন মাথার উপরে উঠে, তখন শুরু হয় দুপুর। এই সময়ে সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে। আমরা সবাই দুপুরে ঘরে ফিরে আসি, খাওয়া-দাওয়া করি এবং কিছুটা বিশ্রাম নিই। অনেকে দুপুরে একটু ঘুমিয়ে নেয়, যাকে বলে ‘দুপুরের ঘুম’।
দুপুরে পাখিরা গাছের ছায়ায় বিশ্রাম নেয়। রাস্তা-ঘাট অনেকটা ফাঁকা হয়ে যায়। গ্রামের মানুষ দুপুরে মাঠ থেকে ফিরে আসে। এই সময় প্রকৃতি অনেক শান্ত মনে হয়।
“শুভ দুপুর” বলা হয় কাউকে দুপুরবেলা শুভেচ্ছা জানাতে। এটি একটি ভদ্রতা প্রকাশের উপায়। যখন আমরা দুপুরে কাউকে দেখি বা ফোনে কথা বলি, তখন "শুভ দুপুর" বললে ভালো লাগে।
---