Sportsbay

Sportsbay sports- update. 24x7

24/06/2025

কিস্তি দিয়েই যাই, হোম লোনের ব্যালান্স কমে না! কাহিনী কী, ভাই? (পর্ব-১)

ফেইসবুকে প্রায়ই দেখি অভিযোগ- ব্যাংক থেকে বাড়ি করার কিংবা ফ্ল্যাট কেনার জন্য হোম লোন একবার নিলে নাকি সারা জীবন কিস্তি দিয়ে যেতে হয়। শোধই হয়না। ব্যাংকাররা নাকি হোম লোন নেয়া মানুষের সর্বস্ব কেড়ে নেয়।

আসেন, একটু দেখি, কিস্তি দিয়ে কীভাবে লোন শোধ হয়।
প্রথমে বলি, কিস্তিটা কীভাবে নির্ধারণ করা হয়:

কিস্তি নির্ধারণ হয় একটু অঙ্ক করার মাধ্যমে

EMI = [P x R x (1+R)^N] / [(1+R)^N – 1]

ইএমআই মানে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট
পি মানে প্রিন্সিপাল
আর মানে মাসিক সুদের হার

ধরেন, আপনি ১০০,০০০/- লোন নিলেন। লোনটা ১ বছরে ১২টা কিস্তিতে শোধ দেবেন। সুদের হার ১২%।

তাহলে, আপনার মাসিক কিস্তি দিতে হবে ৮,৮৮৪.৮৮ টাকা।

এই খটোমটো সূত্রটা আপনাদের ব্যবহার করতে হবে না। কিস্তির পরিমাণ আপনার ফোনের ক্যালকুলেটর এপ ই বের করে দেবে। না পারলে বইলেন, আমি শিখিয়ে দেবো।
প্রতি মাসে ৮,৮৮৪.৮৮ টাকা করে দিলে আপনার লোন শোধ হবে। শেষ কিস্তিতে অবশ্য ৮,৭৯৬.৯১ টাকা দিলেই হবে😁।

আসেন, মেকানিজম টা একটু বুঝি।

সিম্পলিসিটির জন্য আমি ধরে নিয়েছি, আপনি ২০২৫ সালের জানুয়ারি মাসের এক তারিখে লোন নিয়েছেন।

আপনার প্রথম কিস্তি ডিউ হবে ফেব্রুয়ারির ১ তারিখে।

পুরো জানুয়ারি মাস ধরে ব্যাংক আপনার কাছে ১০০,০০০/- পাওনা ছিলো। এই সময়ের জন্য ১ লাখ টাকার সুদ দিতে হবে আপনাকে।

তাহলে, আপনার সুদ জমা হয়েছে ১,০০০/- (১২ মাসে ১২%; ১ মাসে ১%; ১ লাখের ১% হইলো ১,০০০)

এখন, আপনি ৮৮৮৪.৮৮ টাকা জমা দিলে ব্যাংক সুদ কেটে নেবে ১,০০০/-

আপনার কাছে ব্যাংকের পাওনা কমবে (আসল টাকা কমে যাবে) ৭,৮৮৪.৮৮ টাকা।

ফেব্রুয়ারির ১ তারিখে ব্যাংকের মোট পাওনা দাঁড়াবে ৯২,১১৫.১২ টাকা।
মার্চের ১ তারিখে দ্বিতীয় কিস্তি দেবেন আপনি।

ফেব্রুয়ারিতে সুদ জমা হয়েছে ৯২১.১৫ টাকা (৯২,১১৫.১২ এর ১%)

তাহলে ৯২১.১৫ টাকা সুদ দিয়ে দিলে আপনার কাছে ব্যাংকের আসল পাওনা কমবে ৭,৯৬৩.৭৩ টাকা।

মার্চের ১ তারিখে দ্বিতীয় কিস্তি পাওয়ার পর ব্যাংকের মোট পাওনা কমে দাঁড়াবে ৮৪,১৫১.৩৯ টাকা।
এভাবে ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম, ১০ম, ১১শ আর ১২শ কিস্তি দেবার পর আপনার মুক্তি ঘটবে লোন থেকে।

দেখেছেন, লোনটাকে ১২ মাসে ধীরে ধীরে মেরে ফেললেন আপনি!

এভাবে লোন শোধ করাকে বলে, 'লোন এমরটাইজেশন'।
ছবিটা একটু ভালো করে দেখেন...

প্রথম মাসে প্রিন্সিপাল শোধ হয়েছে ৭,৮৮৪.৮৮ টাকা

দ্বিতীয় মাসে প্রিন্সিপাল শোধ হয়েছে ৭,৯৬৩.৭৩ টাকা

তৃতীয় মাসে প্রিন্সিপাল শোধ হয়েছে ৮,০৪৩.৩৬ টাকা

মাস যাচ্ছে, প্রিন্সিপাল শোধের পরিমাণ বাড়ছে।

আবার,

প্রথম মাসে সুদ ব্যয় ১,০০০ টাকা

দ্বিতীয় মাসে সুদ ব্যয় ৯২১.১৫ টাকা

তৃতীয় মাসে সুদ ব্যয় ৮৪১.৫১ টাকা

মাস যাচ্ছে, সুদ ব্যয় কমছে।
এই যে মেথড এর কথা বলছি, এটাকে বলে লোন পরিশোধের 'রিডিউসিং ব্যালান্স মেথড'।

আজকে আমরা এক লাখ টাকার লোনের ১ বছরে রিপেমেন্ট শিডিউল দেখলাম।

এর পরে আমরা এক কোটি টাকার লোনের ২০ বছরে রিপেমেন্ট দেখবো।

কথা হবে পরের পর্বে।

লেখা চন্দন আজিজ

জীবনে শুধু বাঁশ আর বাঁশ
24/06/2025

জীবনে শুধু বাঁশ আর বাঁশ

24/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

  SA finally demolished their name as "chokers".      finally win the WTC2025 final.
14/06/2025

SA finally demolished their name as "chokers".
finally win the WTC2025 final.

Collected from hanafi fiquaউত্তরঃ- দব বা  #সান্ডা খাওয়া হালাল, অনুত্তম। আর  #গুঁইসাপ খাওয়া নাজায়েজ।বিস্তারিত—দব (যাকে...
16/05/2025

Collected from hanafi fiqua

উত্তরঃ- দব বা #সান্ডা খাওয়া হালাল, অনুত্তম। আর #গুঁইসাপ খাওয়া নাজায়েজ।

বিস্তারিত—
দব (যাকে ইংরেজিতে বলা হয় monitor lizard) এবং গুঁইসাপ (এটি অনেক সময় water monitor lizard বা বড় আকারের টিকটিকি সদৃশ সরীসৃপ)—

এই দুই ধরনের প্রাণী সম্পর্কে ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি নিচে আলোচনা করা হলো:

১. #দব (ضَبّ) খাওয়ার হুকুম:

দব হচ্ছে মরুভূমিতে বসবাসকারী একটি টিকটিকি সদৃশ প্রাণী, যাকে আরবিতে ضبّ বলা হয়।

এটি সম্পর্কে হাদীসে স্পষ্ট দলিল রয়েছে:

হাদীস: সাহাবি ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত:

> "দব খাওয়া হয়েছে রাসূলুল্লাহ (সাঃ)-এর সামনে, তিনি তা খায়নি কিন্তু নিষেধও করেননি।" — (সহীহ মুসলিম, হাদীস: 1944)

আরেকটি হাদীসে এসেছে যে:
> "আমি তোমার সামনে দব খাচ্ছি অথচ আপনি তা খাচ্ছেন না!" রাসূলুল্লাহ (সাঃ) বললেন, 'এটা আমার এলাকার খাদ্য নয়, তাই আমার রুচিতে নেই।'"— (সহীহ বুখারী, হাদীস: 5536)

#ফিকহী_হুকুম:

হানাফি মাজহাব: দব খাওয়া হালাল, হারাম নয়, তবে অপছন্দনীয়। কারণ, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে নিষেধ করেননি, তবে নিজে অপছন্দ করে খাওয়া থেকে বিরত থেকেছেন।

মালিকি, শাফেয়ি ও হাম্বলি মাজহাব: হালাল, অপছন্দনীয় নয়। কারণ, রাসূল (সাঃ) নিষেধ করেননি।

সারাংশ: দব খাওয়া মূলত বৈধ, তবে অনেকে তা পরিহার করেন।

২. #গুঁইসাপ খাওয়ার হুকুম:

গুঁইসাপ (water monitor বা বড় আকারের পানির টিকটিকি) সাধারণত এমন প্রাণী যা:

মাংসাশী হয়,
আবর্জনা খায়,
ভীতিকর ও নাপাক পরিবেশে থাকে।

#ফিকহী_দৃষ্টিকোণ:
হানাফি মাজহাব অনুসারে, সব ধরনের হিংস্র, আবর্জনাভোজী ও গন্ধযুক্ত প্রাণী খাওয়া হারাম বা নাজায়েজ বা মাকরূহ তাহরিমী হয়।

গুঁইসাপ এমন প্রাণী যা নাপাক ও ঘৃণিত খাদ্য খায় এবং আকৃতিতেও ঘৃণিত, তাই একে খাওয়া নাজায়েজ।

অন্যান্য মাজহাবেও: এটির খাওয়া থেকে বিরত থাকার মতামত দিয়েছেন। কারণ এটি خبیث (নাপাক ও অপছন্দনীয়) প্রাণীর মধ্যে পড়ে।

সুতরাং, #গুঁইসাপ_খাওয়া_নাজায়েজ।

উত্তরপ্রদান করেছেন : M***i Masum Billah Hafi.

22/11/2023

Vs খেলা শুরু হওয়ার আগের নাটক
🇧🇷🇦🇷

Assuming they bat first and score 300, Pakistan would need to beat England by 287 runs to move into the top four 😬Afghan...
09/11/2023

Assuming they bat first and score 300, Pakistan would need to beat England by 287 runs to move into the top four 😬

Afghanistan needs to win by 438 runs to go past New Zealand's net run rate 😱


©

After 4th round
22/10/2023

After 4th round

    Dear ESPN Cricinfo, how did Afghanistan   make 4 points after loosing against NZ   ?
18/10/2023


Dear ESPN Cricinfo, how did Afghanistan make 4 points after loosing against NZ ?

27/09/2023

  &
17/06/2023

&

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sportsbay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share