14/10/2025
সংক্ষেপে ইসলাম
মুজাহিদে আযম আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.) রচনা করেছেন ‘সংক্ষেপে ইসলাম’ গ্রন্থটি। এ গ্রন্থে সংক্ষেপে ইসলাম সম্পর্কিত আলোচনা উপস্থাপন করে সাধারণ মানুষের দ্বীনের পথে চলার পথকে সহজ করে দিয়েছেন। এ গ্রন্থে বেশ কিছু বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। যেমন ধর্মনীতি, পাক-সাফ নীতি, হারাম-হালাল নীতি, চরিত্র-নীতি, লেহাজ-তমিজ, স্বাস্থ্যনীতি, অর্থব্যবস্থা, রাষ্ট্রনীতি, বিচার পদ্ধতি, শাসন-নীতি, আধ্যাত্মিক উন্নতি, মৃত্যুর পর কী হবে।
মুজাহিদে আযম আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.) বইটিতে বিদায় হজ্জে বিশ্ব মুসলিমের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীও সংযুক্ত করেছেন। এতে উঠে এসেছে, বিদায় হজ্জের খুতবার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট।
সুদ প্রথা আর চলবে না, পিতার অপরাধে পুত্রকে বধ করা চলবে না, মুসলমানের ধন-সম্পদ, ইজ্জতকে কিয়ামত পর্যন্ত আমানত ঘোষণা করা হলো। সাবধান! দাস-দাসীর প্রতি জুলুম করবে না।
নাম : সংক্ষেপে ইসলাম
গ্রন্থনায় : আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.)
প্রকাশক : মুহাম্মদ সাইফুল ইসলাম
পৃষ্ঠা : ৪৬
কাগজ : অফসেট
মূল্য : ৫০ (পঞ্চাশ টাকা মাত্র)
🍂সারাদেশে ক্যাশ অন হোম ডেলিভারী দেওয়া হবে, ডেলিভারী চার্জ ঢাকায় মাত্র ৬০ টাকা এবং ঢাকার বাহিরে ১০০ টাকা।🔥
বই সংগ্রহ করতে যোগাযোগ করুন-০১৯১৩০৫৩৩৭৪,০১৯৭৭৭৭৩৭৩৫-৩৬
অথবা কেনাকাটা করুন: www.bishokollanpublications.com থেকে।
https://rb.gy/8sdum
#সংক্ষেপে_ইসলাম #আল্লামাশামছুলহকফরিদপুরী(রহ.) #বিশ্বকল্যাণ_পাবলিকেশন্স #বিক্রয়কেন্দ্র