22/07/2025
যতবার নিজেকে শান্ত করতে গেছি, ততবারই ওই নিষ্পাপ শিশুগুলোর পোড়া মুখ মনে পড়ে গায়ে কাঁটা দিয়ে উঠেছে।
আল্লাহ, এই ভয়াবহ দুর্ঘটনায় নিহত সকলকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করো, আর যারা আহত হয়েছে, তাদের তুমি দ্রুত আরোগ্য দান করো।
আমিন।
বন্ধুত্বের আসল মানে বুঝেছি এই ঘটনাটিতে —
একজন ছাত্র, দুর্ঘটনার পর জীবনের ঝুঁকি নিয়ে ফিরিয়ে আনতে গিয়েছিল তার আহত বন্ধুকে।
ফায়ার ব্রিগেড অফিসার বাধা দিয়েছিল, বলেছিল,
“এর আর কোনো মূল্য নেই, সে বেঁচে নেই।”
তবুও সে থামেনি…
বন্ধুর কাছে পৌঁছেই যখন তাকে কোলে তোলে, তখন তার বন্ধু এক ঝাপসা হাসি দিয়ে বলে—
“আমি জানতাম, তুই আসবি…”👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬
আর ওইটুকুই ছিল তার শেষ কথা।
বন্ধুটি সেই মুহূর্তের পরই নিথর হয়ে যায়…😢😢😭😢😭😢😢
এমন বন্ধুত্বের মানে কি কেবল গল্পে হয়? না ভাই, এই গল্প বাস্তব।
একটি অন্ধকার অধ্যায়ের মাঝে জ্বলজ্বলে এক আত্মত্যাগের আলো।
❤️ “বন্ধুত্ব মানেই এমন—শেষ মুহূর্তেও ভরসার ছায়া