Alor Thikana Prokashoni

Alor Thikana Prokashoni ‘আলোর ঠিকানা প্রকাশনী’-র নতুন পেইজ।
আমাদের শ্লোগান- ‘আলোর জন্য ভালো বই’।
:::
বই সংগ্রহ করতে যোগাযোগ করুন— +01979002737

জুলাই আন্দোলনের বই - বাকশাল থেকে স্বৈরাচার
28/07/2025

জুলাই আন্দোলনের বই - বাকশাল থেকে স্বৈরাচার

27/07/2025

শত ব্যস্ততায় প্রিয়তমা স্ত্রীকে হয়তো কখনো বলা হয়নি......

27/07/2025

আলোর ঠিকানা প্রকাশনী নিয়ে একজন পাঠকের মন্তব্য -
'আলোর টিকানা পেজটি সত্যিই প্রশংসার যোগ্য। প্রতিটি পোস্টে থাকে সুন্দর ও শিক্ষনীয় বার্তা, যা হৃদয় ছুঁয়ে যায়। ইসলামিক জ্ঞান ছড়ানোর এই প্রয়াস খুবই গুরুত্বপূর্ণ। দোয়া করি, আল্লাহ তাদের কাজে বারাকাহ দান করুন।'

যারা প্রকাশনী সম্পর্কে এমন বাণী ব্যক্ত করেন, তাদের জন্য বুকভরা ভালোবাসা !!

26/07/2025

ইনভাইট প্রতিযোগিতার বিজয়ী আমাতুল্লাহ আমি ।

পেইজের ইনবক্সে আপনার নিকটস্থ কুরিয়ার ঠিকানা দিন !!

একদিন হঠাৎ পেছন থেকে মেয়েলি কণ্ঠে জিজ্ঞেস করল— কেমন আছিস? এটি সেই কণ্ঠ, যে কণ্ঠ শুনলে প্রচণ্ড গরমেও শরীরে হিমেল হওয়া বয়ে...
26/07/2025

একদিন হঠাৎ পেছন থেকে মেয়েলি কণ্ঠে জিজ্ঞেস করল— কেমন আছিস?
এটি সেই কণ্ঠ, যে কণ্ঠ শুনলে প্রচণ্ড গরমেও শরীরে হিমেল হওয়া বয়ে যেত। আমি বুঝলাম, এটা সুমির কণ্ঠ। তার দিকে না তাকিয়েই উত্তর দিলাম— আলহামদুলিল্লাহ, ভালো আছি।
পালটা কোনো প্রশ্ন করলাম না।

প্রায় এক বছর পর আবার কথা হলো। নন্দনপার্কে সেই যে কথা থেমে ছিল, আর কথা হয়নি। কারণ, তার এবং আমার মাঝে ইসলাম চলে এসেছিল।

#বই : পথিক
#লেখক : শাহারুখ আহমেদ
#প্রকাশনী : আলোর ঠিকানা

যে কোনো প্রয়োজনে 01979-002737

 #মডারেটর_প্রয়োজন সহজ শর্তাবলি - আমাদের প্রকাশনীর বই নিয়ে ও কুরআনের উক্তি বা হাদিস সংমিশ্রিত পোস্ট করা, প্রতিদিন কমপক্ষ...
25/07/2025

#মডারেটর_প্রয়োজন

সহজ শর্তাবলি -
আমাদের প্রকাশনীর বই নিয়ে ও কুরআনের উক্তি বা হাদিস সংমিশ্রিত পোস্ট করা, প্রতিদিন কমপক্ষে ০৩টি।

ইচ্ছুক হলে কমেন্টে আগ্রহ প্রকাশ করুন অথবা আপনার যোগ্য বন্ধুকে মেনশন করুন ❤️

রকমারিতে ‘জুলাই জাগরণ’ অফার চলছে। আপনার পছন্দের বই আজই অর্ডার করুন-
24/07/2025

রকমারিতে ‘জুলাই জাগরণ’ অফার চলছে। আপনার পছন্দের বই আজই অর্ডার করুন-

চলছে,
জুলাই জাগরণ অফার!
৭ জুলাই - ৫ আগস্ট

📚 বইয়ে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড়!
🛍️ পণ্যে ৫০% পর্যন্ত ছাড়!

৭০% পর্যন্ত ছাড়ে নিন আলোর ঠিকানা প্রকাশনী এর বই সমূহ।
অর্ডার করতে ক্লিক করুন👉🏻 https://rkmri.to/E8UZWN0SO24U
*শর্ত প্রযোজ্য

কুরআনের পাখির স্মরণে—আলেমে দ্বীনকে ঘিরে ছন্দের শ্রদ্ধাঞ্জলিআল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)—একজন ব্যক্তি নন, একটি আদর...
24/07/2025

কুরআনের পাখির স্মরণে—আলেমে দ্বীনকে ঘিরে ছন্দের শ্রদ্ধাঞ্জলি
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)—একজন ব্যক্তি নন, একটি আদর্শ। একজন বক্তা নন, একজন যুগ-জাগানিয়া মুফাসসির। তিনি ছিলেন কুরআনের পাখি। এই কবিতার বইটিতে তাঁর জীবন, ত্যাগ, সংগ্রাম ও ঈমানি চেতনাকে শব্দে, ছন্দে, কাব্যে ধারণ করা হয়েছে।
যাঁরা তাঁকে একনজর দেখেছেন, যাঁরা তাঁর বয়ান শুনে কেঁদেছেন—এই বই তাদের হৃদয়ের ধ্বনি।
আর নতুন প্রজন্মের কাছে এটি একটি ঈমান জাগানিয়া দর্পণ। ‘কুরআনের পাখি আল্লাহ সাঈদী (র.)’ বইটি পাঠ করে জানুন—একজন আলেম কীভাবে পুরো জাতির জন্য হয়ে ওঠেন আলোকবর্তিকা।
#বই : কুরআনের পাখি আল্লাহ সাঈদী (র.)
#সম্পাদনায় : মরিয়ম মাহবুবা
#প্রকাশনী : আলোর ঠিকানা
যে কোনো প্রয়োজনে 01979002737

23/07/2025

কেউ নিজ আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না!
এই হাদিসটি মনের হাহাকার যেন বহুগুনে বাড়িয়ে দেয়......

প্রতিটি ছন্দে বিদ্রোহ, প্রতিটি শব্দে জাগরণ!কবিতা মানেই কি কেবল প্রেম আর প্রকৃতি? না, ‘বিদ্রোহী’ বইটি আলাদা। এই বইয়ে নেই ...
23/07/2025

প্রতিটি ছন্দে বিদ্রোহ, প্রতিটি শব্দে জাগরণ!
কবিতা মানেই কি কেবল প্রেম আর প্রকৃতি? না, ‘বিদ্রোহী’ বইটি আলাদা। এই বইয়ে নেই নরম তুলতুলে কল্পনা। আছে—
🔴 ইমানের দুর্বলতায় যন্ত্রণার চিত্র
🔴 ইসলাম-বিদ্বেষীদের বিরুদ্ধে কবিতায় হুংকার
🔴 আলেমদের অবমাননায় প্রতিবাদের সুর
🔴 মায়ের না-বলা কথার অশ্রু ঝরা বর্ণনা
🔴 মসজিদের ইমামের জিম্মি হওয়ার বাস্তবতা
🔴 প্রবাসীদের হৃদয় বিদারক কষ্টের ছায়া
🔴 নামাজ, কবর, সৃষ্টি রহস্য—ছন্দে ছন্দে উপস্থাপন।
এই বইটি শুধু কবিতা নয়, এটি হলো একটি প্রতিবাদ, একটি আহ্বান—ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলার! যারা ভাবতে জানেন, যারা অন্যায়ের প্রতিবাদে কলম তোলেন, যারা ছন্দের ভেতর সত্যের ঝড় খোঁজেন, তাদের জন্য ‘বিদ্রোহী’ বইটি এক অপরিহার্য পাঠ।
#বই : বিদ্রোহী
#লেখক : আসাদুল্লাহ আসাদ
#প্রকাশনী : আলোর ঠিকানা

যে কোনো প্রয়োজনে 01979-002737

এই ছবিটি দেখে হৃদয় কাঁদতে চায়! সামনে একটি গভীর শোকের ছায়া—একটি শিশুর শেষ যাত্রা। ছবিতে যে লাশটি দেখা যাচ্ছে, সেটি ক্লাস ...
22/07/2025

এই ছবিটি দেখে হৃদয় কাঁদতে চায়! সামনে একটি গভীর শোকের ছায়া—একটি শিশুর শেষ যাত্রা।
ছবিতে যে লাশটি দেখা যাচ্ছে, সেটি ক্লাস সেভেনে পড়ুয়া একটি ছেলের—নাম ফাইয়াজ, বয়স মাত্র ১২ বছর। মাইলস্টোন স্কুলের এই ছাত্রটি গত দু’দিন ধরে অসহ্য রোগে ভুগছিল, শরীর কাঁপছিল। সে মাকে বলেছিল, ‘মা, আজ স্কুলে যাব না, আমি ভালো নেই।’ কিন্তু তার কান্নাভেজা চোখের সেই অনুরোধটি ফিকে হয়ে গিয়েছিল।
স্কুলের নিয়ম কঠিন—টানা তিনদিন অনুপস্থিত থাকলে জরিমানা, শাস্তি, আর গার্ডিয়ানদের সম্মান! ফাইয়াজের মা বকাঝকার করে তাকে স্কুলে পাঠিয়ে দেন—একটি অসুস্থ শরীর, যা আর সহ্য করতে পারছিল না। মা বলেছিলেন, ‘টিফিনের পর স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আয়।’ কিন্তু ছুটির আগেই সব শেষ হয়ে গেল!
ফাইয়াজ বাড়ি ফিরলো ঠিকই, কিন্তু সেই ফিরে আসা ছিল একটি নিস্পন্দ লাশ হয়ে। অসুস্থ শরীর নিয়ে স্কুলে না গেলে, আজ হয়তো তার হাসি ফুটে থাকতো। জীবনের এই নির্মম ট্র্যাজেডি, এই অনিশ্চয়তা কতটা কষ্ট দেয়! আহা, কতটুকু ছোটো ছিল সে, আর কতটা বড়ো হয়ে গেল তার শোক!
ওর মা নিজেকে কি কখনো এই শোক কাটিয়ে উঠতে পারবেন? হয়তো পারবেন না। কারণ ওই যে, ফাইয়াজের সেই কথা তাকে বার বার তাড়া করে বেড়াবে, ‘মা আমি আজ ভালো নেই!’
দোয়া করি, আল্লাহ সকল নিহত ও আহদের পরিবারকে কষ্ট ভুলে যাওয়া ক্ষমতা দান করুন।

যে উপন্যাস পড়লে ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা জাগে—তা শুধু গল্প নয়, জীবনের শিক্ষাও বটে।‘কোলাহল শেষে’ এমনই এক কিশোর উপন্যাস...
22/07/2025

যে উপন্যাস পড়লে ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা জাগে—তা শুধু গল্প নয়, জীবনের শিক্ষাও বটে।
‘কোলাহল শেষে’ এমনই এক কিশোর উপন্যাস, যেখানে নেই অহেতুক প্রেম-ভালোবাসার গল্প, নেই চটুল কল্পনার ছড়াছড়ি। আছে শুধু স্বপ্ন, সংগ্রাম, সৌন্দর্য আর সত্যিকারের বন্ধুত্ব। এই উপন্যাসে গ্রামের সহজ-সরল প্রকৃতি যেমন পাঠককে মুগ্ধ করে, তেমনি একদল কিশোরের সমাজসেবামূলক কর্মকাণ্ড, নামাজ-চরিত্র গঠনের চর্চা, মানুষের পাশে দাঁড়ানোর মনোভাব আমাদের হৃদয়ে নাড়া দেয়।
কিশোর বয়সেই তারা শিখে যায়—
• কীভাবে গরিবদের সাহায্য করতে হয়
• কীভাবে নিজের চারপাশ পরিষ্কার রাখতে হয়
• কীভাবে অন্যদের জীবনে পরিবর্তন আনতে হয়
এমন একটি উপন্যাস প্রতিটি ছাত্রের হাতে তুলে দেওয়া উচিত—যাতে তারা বুঝতে পারে, জীবন মানেই শুধু নিজের স্বপ্ন নয়, অন্যদের জন্যও কিছু করার নামই হলো জীবনের সার্থকতা।

#বই : কোলাহল শেষে
#লেখিকা : হালিমা মুক্তা
#প্রকাশনী : আলোর ঠিকানা

একটি বই, যা শুধু কিশোরদের নয়—বড়োদের মনেও আলো জ্বালাবে।

আমাদের সঙ্গে কথা বলতে পারেন 01979-002737

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Alor Thikana Prokashoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category