Ispontha's Fifty Shades

Ispontha's Fifty Shades Beautiful Place Vlog share

জুলাই এ কি সবার আসল রূপ বের হয় নাকি?সাধারণ জনগণ আপনাদের সামনে এসব অন্যায় হয় আপনারা প্রতিবাদ করেন না কেনো?? ফেবুতে লিখলে ...
12/07/2025

জুলাই এ কি সবার আসল রূপ বের হয় নাকি?
সাধারণ জনগণ আপনাদের সামনে এসব অন্যায় হয় আপনারা প্রতিবাদ করেন না কেনো?? ফেবুতে লিখলে হবে? চোখের সামনে হওয়া অন্যায়ের প্রতিবাদ কি নিজের হাত পা চালিয়ে করা যায় না??

একটা মানুষকে পাব্লিক প্লেসে এই হাল করে কিভাবে?????

এতো গুলো মানুষের সামনে মারলো সেখানে কি young পোলাপান ১০ জনও ছিলো না?

১০জন মিলে ধরলে ওই পাতি নেতা যেতো কোথায়?পাতি নেতা হওয়ার আগে বড় কথা সে মানুষ হিসেবেই কোন মনুষ্যত্বের আধিকারী যে চাঁদার জন্য একটা মানুষকে পাথর মারে ?

কোন দলের লোক ব্যপার না,ব্যপার অন্যায়।আর অন্যায়কারী যেই হোক, কোনো অন্যায়ের হক রাখেনা।
গরিব মানে কি মারার লাইসেন্স পাওয়া যায়? বাহ।

গা*জা*র মানুষের সাথে ইহুদিরা যেমন আচরণ করে নিজের দেশের মানুষও দেখি কম না। সুযোগ পেলে তার চেয়েও বেশি করবেন আপনারা। ২ বছরের জুলাই প্রমাণিত ।
আর মানুষ হিসেবে বাইরের দেশের জন্য যেমনে চিল্লান দূর থেকে তাহলে নিজের দেশের ভেতর এই নির্মম অন্যায় মেনে নেন কিভাবে তাও চোখের সামনে???

মানুষ হিসেবে অন্যায়ের প্রতিবাদ করুন
যখন যেখানে যে অবস্থায় দেখতে পান না কেনো।

আর আপারে আগের বার অনেক কিছু লিখলেও এখন মনে হচ্ছে আসলে হাসু আপা/ আন্টি কিছু মানুষের জন্য একদম উচিত ব্যক্তি ছিল । Sorry to say আগে অনেক কিছু বললেও আমি এসব কাহিনি দেখে লিখতে বাধ্য হচ্ছি।উনি আসলেই এই ধরনের মানুষের জন্য ঠিক ছিলো।(স্টুডেন্টদের সাথে যেটা হইছে ওটা ১০০% অন্যায় সেটা আলাদা টপিক )

এই যদি হয় এখনি অবস্থা আরো দিন তো পড়ে আছে।
এখনো কাগজে কলমে ক্ষমতা হাতে পায় নি তার আগে মানুষ এমনে মারে এরা? ??
মানে সত্যি??এখন বইলেন না আপনাদের দলের না।তাহলে আপনাদের নাম ব্যবহার করে কিভাবে??? এতো সাহস আসে কিভাবে?
ক্ষমতা কাগজ কলমে পেলেতো বুলডুজার দিয়ে মারবেন যা দেখতেছি। নিজেদের দলের বিষদের নিজেরা খুজে বের করে নিজেরাই শাস্তি দিন এখনো সময় আছে।নাহলে আপনাদেরও মানুষ একই কাতারে মাপবে।

আমরা GenZ.
এখনো প্রতিবাদের ভাষা আছে।
এইসব অন্যায় করে পার পাবেন??

বা***ল কতো গুলা চু*ড়ি পড়া লোক এগুলা ক্ষমতার চেয়ারে বসে কি করে আল্লাহ জানে এখন , এদের বিয়া হানিমুন শেষ হলে এবার দেশের হাল ধরে দেশকে ভাল করুন । আইনের আওতায় এদের উচিত শিক্ষা দিন।

ক্ষমতা নেওয়ার আগে এতো বড় বড় ডায়ালগ দিলেন।
কতো গুলা মানুষ, ছেলে আপনাদের কথায় জান দিলো, হসপিটালে এখনো চিকিৎসাধীন আছে।
এখন ডেউলি দেশের এতো বাজে বাজে নিউজ, চুরি ছিনতাই, রে-প ।
আপনাদের হয়ে আগেরবার পোষ্ট করাই এখনো কতো মানুষ কটু কথা শোনায় যে খুবতো বললা দেশ ভাল হবে উন্নতি হবে।। এখন?

ভাই আপনারা যদি কন্ট্রোল করতে না পারেন, তো উপযুক্ত কাউকে দিন।

কিন্তু আমরা জণগণ হিসেবে নিরাপদ বাংলাদেশ চাই।

এইসব গার্বেজের জন্যই এখন সোস্যাল মিডিয়া একটিভ কম থাকি।কি ফালতু নিউজ। মা-বাপের নামে মামলা। ( আমিতো এখনো সেই লেভেলের ঝাড়ির...
11/07/2025

এইসব গার্বেজের জন্যই এখন সোস্যাল মিডিয়া একটিভ কম থাকি।
কি ফালতু নিউজ। মা-বাপের নামে মামলা। ( আমিতো এখনো সেই লেভেলের ঝাড়ির উপর থাকি গিয়ে কি কেইস করবো নাকি,আর এমন মেয়ে আমার ঘরে হলে আমিতো উষ্টা দিবো )? নাচ করবি গান করবি সেলিব্রিটি হবি ভাল বাট বুদ্ধিমত্তার স্মার্টনেস কই?

খেয়ে কাম কাজ আসলেই নেই।

পশ্চিমা দেশ হতে হলে তার উন্নতি গুলো কই??? আজাইরা কালচার ঠিক ই ফলো করতে মন চায় কিন্তু এখন যদি প্রযুক্তি, উন্নতি,শিক্ষা, চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলি সেসব উন্নত ফলো করার মানুষের সংখ্যা কম হবে।কিন্তু ফালতু জিনিস নাচতে নাচতে গ্রহণ করবে।

আর এর কেইস নিলোই বা কোন দু:খে?
কথা শুনেই তো বোঝা যাচ্ছে মাথায় সমস্যা আছে।লাইফ রিলস এর জগত বানাই ফেলছে।

Big shout out to my newest top fans! 💎 Shamol Chandra Shamol, Md Tanvir Bhuaayn, Md Jamal, Nizamuddin Shah, সাজিয়া আক্ত...
09/07/2025

Big shout out to my newest top fans! 💎 Shamol Chandra Shamol, Md Tanvir Bhuaayn, Md Jamal, Nizamuddin Shah, সাজিয়া আক্তার বিউটি, Komol Raj Jibon

Drop a comment to welcome them to our community, fans

আষাঢ়ে দোলনচাঁপা 🌿
08/07/2025

আষাঢ়ে দোলনচাঁপা 🌿

08/07/2025

Good Morning 😄

শপিং এ যাবে? ? 😃
02/07/2025

শপিং এ যাবে? ? 😃

আমার মালাই চা এর পার্টনার 😄 এটুক বাচ্চা চা এর কি বুঝে আল্লাহ জানে না দিলে আবার রাগ করে 😐
02/07/2025

আমার মালাই চা এর পার্টনার 😄 এটুক বাচ্চা চা এর কি বুঝে আল্লাহ জানে
না দিলে আবার রাগ করে 😐

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Ispontha's Fifty Shades posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category