BD All News-বাংলাদেশী সকল পত্রিকা

BD All News-বাংলাদেশী সকল পত্রিকা BD All News ...........

26/06/2025

এই পেজ এ কাজ করতে আগ্রহী হলে ইনবক্সে মেসেজ দিন ,চিন্তা করতেছি একটা ওয়েবসাইট খুলবো

23/06/2025

বসুরহাট বাজারের মাকসুদাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের তালা ভেঙে ২০ টি ল্যাপটপ, ২০টি চেয়ার ও ১৩টি সিলিং ফ্যান চুরি।

15/06/2025

কোন নাম টা ঠিক হবে
www.bdallnews.com
www.bdallnews.com.bd
www.bdall.news

কোন নাম টা ঠিক হবে আপনি মনে করেন???
আপনাদের মন্তব্য আমাদের কাম্য

26/01/2025

বেতনে না পোষালে অন্য পেশায় চলে যান শিক্ষকদের উদ্দেশ্যে প্রাথমিকের উপদেষ্টা

17/01/2025

কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর।

_একদম লাষ্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে, তখন এভাবে গ্লোবস এর ভিতরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে কারো উপস্থিতি অনুভ...
13/01/2025

_একদম লাষ্ট স্টেজে যখন মানুষ আইসিইউ তে এডমিট থাকে,
তখন এভাবে গ্লোবস এর ভিতরে হালকা উষ্ণ গরম পানি দিয়ে কারো উপস্থিতি অনুভব করানো হয়।
বোঝানো হয় "সে একা নয় " তার হাত ধরে কেউ আছে পাশে।

একটি নির্মম কথা তাই না?
স্পর্শ অনেক দামী!! 🖤

25/09/2024

যারা ভিডিও দেখার জন্য কমেন্টে যান ক্লিক করেন তাদের বেশির ভাগ আইডি অনিরাপদ, কারন ঐগুলো ফিসিং লিংক
আইডির password চেঞ্জ করে নিন

❤️মেয়েদের সুখী হবার গোপন সূত্র........একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন? এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকা...
16/07/2024

❤️মেয়েদের সুখী হবার গোপন সূত্র........
একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মত ভালোবাসে জানেন?
এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার। যিনি তাঁর স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দুরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি।

একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যপারে জানতে চাইলেন।
কী ছিল সে রহস্য? মজার মজার খাবার বানানো? দৈহিক সৌন্দর্য? বেশী সন্তান জন্ম দেয়া? নাকি অন্যকিছু?
বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা অতপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরো বানাতে পারেন আবার চাইলে এটাকে জাহান্নামেও পরিনত করতে পারেন।
কীভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না। কেননা অনেক অর্থশালী মহিলা আছেন, যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না।
সন্তান জন্ম দান? না, তাও নয়। কারণ, অনেক মহিলা আছেন, যাদের অনেক সন্তান আছে, অথচ স্বামী পছন্দ করেননা। এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়।
ভালো খাবার বানানো? এটাও না, কারণ অনেক মহিলা আছেন, যারা রান্না বান্নায় বেশ দক্ষ, সারা দিন রান্না ঘরে কাজ করে, অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন।
তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কী?
বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নিরবতা অবলম্বন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম।

সাবধান! বিদ্রুপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে।
সাংবাদিক: ঐ সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন?
বৃদ্ধা: সাবধান! সেটা কখনো করবেননা। তখন তিনি মনে করবেন, আপনি তাঁর কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত, চুপ থেকে ওর প্রতিটি কথায় হা সুচক সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন।

অতপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে? এবার আমি যেতে পারি? তারপর আমি চলে যাই, আর আপন কাজে লেগে যাই। কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন।
সাংবাদিক: এরপর কি করেন? এক সপ্তাহ খানেক তার থেকে দূরে থাকেন, এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়?
বৃদ্ধা: সাবধান! এধরনের বদভ্যাস থেকে দূরে থাকুন।
যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এ অবস্থা তাকে প্রচন্ড জিদের দিকে ঠেলে দেবে।
সাংবাদিক: তাহলে কি করবেন তখন?
বৃদ্ধা: দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই, আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এসময় তার সাথে অত্যন্ত স্বাভাবিক ভাবেই কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছো? আমি বলি, না।
তারপর, তার দূর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন।
সাংবাদিক: আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন?
বৃদ্ধা: অবশ্যই। কেন নয়? শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে, রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব?
সাংবাদিক: তাহলে আপনার ব্যক্তিত্ব?
বৃদ্ধা: আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোন ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরি ভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব?

- সংগৃহীত

13/06/2024

বাংলাদেশের এক প্লেয়ার কে সবাই পছন্দ করতো ইদানীং দেখি সেই প্লেয়ার অনেক অহংকারী হয়ে গেছে তার নাম কি বলুনতো???

খুব গরম পড়েছে, তাইনা? দোষ কার?📷 তারেক হাসান (ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়ক, ফেনী)।
19/04/2024

খুব গরম পড়েছে, তাইনা? দোষ কার?

📷 তারেক হাসান (ছাগলনাইয়া-মুহুরীগঞ্জ সড়ক, ফেনী)।

প্রবাসী কল্যাণ ব্যাংক…কোম্পানীগঞ্জ প্রবাসী অধ্যুষিত উপজেলা। এখানকার মানুষজন পৃথিবীর নানা দেশে জীবন ও জীবিকার তাগিদে রয়েছ...
29/02/2024

প্রবাসী কল্যাণ ব্যাংক…

কোম্পানীগঞ্জ প্রবাসী অধ্যুষিত উপজেলা। এখানকার মানুষজন পৃথিবীর নানা দেশে জীবন ও জীবিকার তাগিদে রয়েছে। এর ভিতর সবচেয়ে বেশি রয়েছে মধ্যপ্রাচ্যে।

পরিবারের মুখে দু মুঠো খাবার তুলে দিতে আর ভাগ্যের পরিবর্তন ঘটাতে সৌদী ,ওমান ,আবুধাবিসহ বিভিন্ন দেশে পাড়ি দেন বহু তরুণরা।যাওয়ার বেলায় যখন আর্থিক সমস্যার সম্মুখীন হন তখন অন্য ব্যাংক গুলোর চাহিদামত জামানত না দিতে পেরে দারস্থ হন প্রবাসী কল্যান ব্যাংকের।

ঋণ নিতে ব্যাংকে পা রাখার পর প্রবাস যেতে ইচ্ছুক ওই তরুণরা দেখেন এ যেনো অন্য জগতে এসে দাঁড়িয়েছে। ঋণ নিতে একেরপর এক কাগজপত্র জমার পরও আরো বহু কাগজ দরকার ,এটা ওটা দরকার।একদিকে ঋণের দরকার অন্য দিকে ভিসা যাদের থেকে কেনা হয়েছে তাদের দেয়া টাকার চাপ।

তার ভিতরই ব্যাংকের ভিতরে অথবা বাইরের কেউ একজন বলছেন' বুঝোনা এরা কি চায়?'কি চায় প্রশ্ন করার পর উত্তর আসে 'কিছু দিলে হয়ে যাবে। 'তারপর সে কিছু কততে থামবে তা নির্ধারিত হয় কত লাখ নেয়া হবে? ২ নাকি ৩ লাখ?লাখে এত দিবেন অতঃপর হয়ে যায় ।

এমন চিত্র বহু দেখা গেছে। এ নিয়ে লিখাও হয়েছে। কিন্তু পরিবর্তন হচ্ছেনা।ভিতরে আর বাইরে থাকা এদের গলায় ঘন্টা পরাবে কে? যাদের ঘামের পয়সায় দেশ স্বস্তির নিশ্বাস পেলে তাদের বিপদের সময় গলায় ছু-রি চালানো এ লোকদের বিচার করবে কে?

30/12/2023

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD All News-বাংলাদেশী সকল পত্রিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share