Tamanna

Tamanna Wanderlust! A traveler who transcends the limits of knowledge. Companion of honesty and integrity.

২০২৪ এর শেষ থেকেই সময়টা ভালো যাচ্ছিলো না। আর ২০২৫ সালটা তো শুরু থেকেই আমার জন্য স্মুথ ছিল না। একটার পর একটা ঝামেলা হচ্ছি...
02/07/2025

২০২৪ এর শেষ থেকেই সময়টা ভালো যাচ্ছিলো না। আর ২০২৫ সালটা তো শুরু থেকেই আমার জন্য স্মুথ ছিল না। একটার পর একটা ঝামেলা হচ্ছিলোই। একটুও শান্তিতে থাকতে পারি নি। বেশ এনার্জেটিক মানুষ আমি! হুট করে এই মানুষের শুরু হইলো অসুস্থতা। এই অসুস্থতা জীবন থেকে তিনটা মাস কেমনে কেমনে নিয়ে গেল টেরই পেলাম না। অবশেষে দীর্ঘসময় যুদ্ধ করে ১৫ জুন মহান আল্লাহ মুক্তি দিলেন।
প্রথমত মহান আল্লাহ তায়ালার রহমত, আমার পরিবার- পরিজন, বন্ধু-বান্ধব, সহকর্মী সকলের দোয়া-ভালোবাসা এবং আমার চিকিৎসকের অক্লান্ত পরিশ্রমে আলহামদুলিল্লাহ এখন অনেকটা রিকোভার করেছি।
এই ব্যস্ত শহরে সময় করে খোঁজ নেয়া, দেখতে আসা, কনসার্ন হওয়ার সময় করা মানুষগুলো সত্যিই আপনজন। আমার ব্যথায় ব্যথিত হওয়া প্রতিটা মানুষকে ভালোবাসি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সুস্থতা অনেক বড় নেয়ামত। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।

বি.দ্র: ছবিতে ভরসার হাত আমার ভাই






゚viralシfypシ゚

অন্ধকার না থাকলে যেমন আলোর মূল্য থাকতো না, তেমনি খারাপ সময় না থাকলে মানুষ ভালো সময়ের মর্ম বুঝতো না।ক্ষণস্থায়ী দুনিয়ায় নি...
28/05/2025

অন্ধকার না থাকলে যেমন আলোর মূল্য থাকতো না, তেমনি খারাপ সময় না থাকলে মানুষ ভালো সময়ের মর্ম বুঝতো না।
ক্ষণস্থায়ী দুনিয়ায় নিজের যত্ন নেওয়ার বিকল্প আসলে কিছুই নাই!



゚viralシ

I'm A Strong Person. But Do You Know What Make Me Cry?When I Give My Best But Still Feel Useless 🙂     ゚viralシ
23/05/2025

I'm A Strong Person. But Do You Know What Make Me Cry?
When I Give My Best But Still Feel Useless 🙂



゚viralシ

লাস্ট ইয়ার আমি এই সময় কৃষ্ণচুড়ার সৌন্দর্য্য উপভোগ করছিলাম, এবছর আমার সবকিছু ধূসর লাগে!🙂সময় কত তাড়াতাড়ি বদলে যায় ! ...
10/05/2025

লাস্ট ইয়ার আমি এই সময় কৃষ্ণচুড়ার সৌন্দর্য্য উপভোগ করছিলাম, এবছর আমার সবকিছু ধূসর লাগে!🙂
সময় কত তাড়াতাড়ি বদলে যায় !


゚viralシ

মেয়ে মানুষ মায়ের জাত, এদের ভিতরে নাকি শুধু sacrifice, Adjustment আরো কত মহৎ ব্যাপার ভরপুর! তাহলে এই মহিলা কি মায়ের জা...
07/05/2025

মেয়ে মানুষ মায়ের জাত, এদের ভিতরে নাকি শুধু sacrifice, Adjustment আরো কত মহৎ ব্যাপার ভরপুর! তাহলে এই মহিলা কি মায়ের জাত না? এর ভিতরে আল্লাহ Adjustment এর ছিটাফোটা দেয় নাই?
মানুষ কতটা মানসিক অশান্তিতে থাকলে নিজের জীবনটা নির্দিধায় দিয়ে দেয়!
অফিস থেকে এসে ফোন টা নিতেই এই পোস্ট আর ভিডিও, নিতেই পারছি না ব্যপার টা ।

আল্লাহ দুনিয়া থেকে এসব মেয়ে নামের কলঙ্ক গুলা মুছে দিক।



゚viralシ

বেশ কিছুদিন যাবত অসুস্থ, জীবনে মেডিসিনের ধারে কাছে না যাওয়া মানুষ প্রতি বেলায় ৬/৭টা করে ট্যাবলেট ক্যাপসুল খাওয়া লাগছে। এ...
04/05/2025

বেশ কিছুদিন যাবত অসুস্থ, জীবনে মেডিসিনের ধারে কাছে না যাওয়া মানুষ প্রতি বেলায় ৬/৭টা করে ট্যাবলেট ক্যাপসুল খাওয়া লাগছে। এই কিছুদিনে বহুকিছু খুব কাছে থেকে উপলব্ধি করেছি। কিছু মানুষ চিনেছি, তাদের মানসিকতা বুঝেছি। এককথায় গভীর উপলব্ধি, যদিও মস্তিষ্কে চাপ নেয়া ঠিক না তবুও হয়ে গেছে আর কি!

মূলকথা হচ্ছে; জীবনে আর কিছু রাখেন আর না রাখেন, কিছু মানুষ রাখবেন যারা আসলেই আপনার শুভাকাঙ্ক্ষী। আপনার ভালো/খারাপ থাকা তাদের কিঞ্চিত নাড়ায়।
কিছু মানুষ আছে যারা আগাছার মতো জড়ায় থাকার চেষ্টা করে সবসময়। কিন্তু আপনি মরে গেলেও তাদের কিছু আসবে যাবে না। এই মানুষগুলোকে জাস্ট আগাছার মতোই উপরে ফেলে দিবেন। ব্যাস জীবন সুন্দর!

বি.দ্র. ফলের ঝুড়িটা আমার অফিস থেকে এসেছিল (As a Token of Care) যদিও এটা ফর্মালিটিতে পরে But I have a Prominent Circle in my Office, They actually Cares❤️


"Nobody loves a troubled soul" প্রচন্ড নিষ্ঠুর শোনালেও ব্যাপারটা সত্যি। আর আমরা ভেবে বসে থাকি; কেউ একজন আসবে রক্ষক হয়েসে...
03/05/2025

"Nobody loves a troubled soul" প্রচন্ড নিষ্ঠুর শোনালেও ব্যাপারটা সত্যি।

আর আমরা ভেবে বসে থাকি; কেউ একজন আসবে রক্ষক হয়ে
সে হতে পারে বন্ধু, প্রেমিক, জীবন সঙ্গী বা যেকোনো সম্পর্কের কেউ ।
যে সব বুঝবে, সব মেনে নেবে, সব ঠিক করে দেবে। কিন্তু এমনটা হয় না, বোঝাপড়া একান্ত নিজের সাথেই করতে হয়! নিজের দুঃখের ঝুলিটা আরেকজন কাঁধ পেতে নিতে আসে না, নিতে পারে না, তার ঠ্যাকা নেই আসলে।
আমাদের ছোট নরম দুঃখগুলো নিয়ে সান্ত্বনা দেয়ার মানুষ থাকলেও কষ্টগুলো নিজের করে নিয়ে দুহাতে মুছে দেয়ার কেউ থাকে না, এটাই নির্মম সত্য!
আপনি যখন সুসময়ে থাকবেন, সবাই আপনার আশেপাশে থাকতে চাইবে। আপনি যখন পজিটিভ ভাইবের মানুষ হবেন, মানুষের ভালোবাসা পাবেন। যখন আপনি একটা ট্রমাটাইজড, মেসড আপ মানুষ না হয়ে হীলড হবেন, আপনাকে ভালোবাসতে চাইবে অনেকেই।

02/05/2025

Ami r Cravings🙂 ゚viralシ Tamanna Islam

01/05/2025

এই হইল আমার অবস্থা! ゚viralシ

30/04/2025

শরীর টা ভালো থাকলে দুনিয়াতে শান্তি আর শান্তি ❤️ বাচ্চাপার্টির ডিমান্ডের ভাবির মজার রান্না😋 বহুদিন পর সুন্দর সময় 😍 ゚viralシ

18/04/2025

Amr Cravings 🙂 ゚viralシ

আমি বেশ চঞ্চল প্রকৃতির বিধায় অনেকেই আমার চঞ্চলতায় খুব বিরক্ত বোধ করে। কারো কারো ভাষ্য, এই মেয়ে বড় হচ্ছে অথচ বাচ্চা স্বভা...
14/04/2025

আমি বেশ চঞ্চল প্রকৃতির বিধায় অনেকেই আমার চঞ্চলতায় খুব বিরক্ত বোধ করে। কারো কারো ভাষ্য, এই মেয়ে বড় হচ্ছে অথচ বাচ্চা স্বভাব ছাড়ে না। বিয়েশাদি কি করা লাগবে না? লেখাপড়াও তো শেষ, হাত পা নিয়া এবার বসো। আল্লাহ কি ক্লান্তি দেয় নাই, শরীরে এত এনার্জি কই থেকে আসে? এত তুড়তুড় না করে বিয়ে করে সংসারে মনোযোগ দাও। অনেক হইছে এই রংঢং।

আপনারা এমন অতৃপ্ত আত্মা কেন বলেন তো? কারো একটু ভালো আপনারা কেন দেখতে পারেন না ? কেউ একটু তৃপ্তি নিয়ে বেঁচে আছে দেখলেই কেন কুনজর উঠিয়ে চলে আসেন মানুষের শান্তি নষ্ট করতে?

আপনাদের অলক্ষুণে নজর আর নোংরা মনের আশা ফাইনালি পূরণ হচ্ছে। আমি বহুদিন যাবত হাত পা নিয়ে চুপচাপ বসা। এমন অসুস্থতা, যেখানে চঞ্চলতার জায়গা ই নাই। একটু ভালো হতে হতেই আবার অসুস্থ হয়ে যাচ্ছি।

শুভাকাঙ্ক্ষী যারা আছেন, দোয়ায় স্মরণ রাখবেন।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Tamanna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category