
02/07/2025
২০২৪ এর শেষ থেকেই সময়টা ভালো যাচ্ছিলো না। আর ২০২৫ সালটা তো শুরু থেকেই আমার জন্য স্মুথ ছিল না। একটার পর একটা ঝামেলা হচ্ছিলোই। একটুও শান্তিতে থাকতে পারি নি। বেশ এনার্জেটিক মানুষ আমি! হুট করে এই মানুষের শুরু হইলো অসুস্থতা। এই অসুস্থতা জীবন থেকে তিনটা মাস কেমনে কেমনে নিয়ে গেল টেরই পেলাম না। অবশেষে দীর্ঘসময় যুদ্ধ করে ১৫ জুন মহান আল্লাহ মুক্তি দিলেন।
প্রথমত মহান আল্লাহ তায়ালার রহমত, আমার পরিবার- পরিজন, বন্ধু-বান্ধব, সহকর্মী সকলের দোয়া-ভালোবাসা এবং আমার চিকিৎসকের অক্লান্ত পরিশ্রমে আলহামদুলিল্লাহ এখন অনেকটা রিকোভার করেছি।
এই ব্যস্ত শহরে সময় করে খোঁজ নেয়া, দেখতে আসা, কনসার্ন হওয়ার সময় করা মানুষগুলো সত্যিই আপনজন। আমার ব্যথায় ব্যথিত হওয়া প্রতিটা মানুষকে ভালোবাসি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সুস্থতা অনেক বড় নেয়ামত। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।
বি.দ্র: ছবিতে ভরসার হাত আমার ভাই
゚viralシfypシ゚