18/08/2024
হাসিনা,টিউলিপ, রেহানা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কমিশন খেয়েছে ৬০ হাজার কোটি টাকা।
এস আলমের কেবল ইসলামি ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে ঋন ৬৭ হাজার কোটি টাকা।
সালমান এফ রহমানের ৭টি ব্যাংক থেকে নেয়া ঋন ৩৬ হাজার কোটি টাকা।
এদিকে পদ্মা সেতু বানাতে খরচ হয়েছে ৩২ হাজার কোটি টাকা।।
এরা গত ১৫ বছরে এভাবে কতটি পদ্মা সেতু গিলে খেয়েছে?? একবার ভাবুন।
এরপরের কেউ যদি বলে আগেই ভালো ছিলাম,
তারে কি করা উচিত??