Daily Update BD

Daily Update BD This is the Official YouTube Channel for "Daily Update BD"

Bangladeshi Tv News,World News,Latest Up

চলচ্চিত্র ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ আছে প্রায় ১১ লাখ টাকা।
08/12/2023

চলচ্চিত্র ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ আছে প্রায় ১১ লাখ টাকা।

আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস। অনেক প্লট-ফ্ল্যাটের মালিক চিত্রনায...

আল্লাহ পাক দেরী করেন নাই আমাকে সাহায্য করতে।
08/12/2023

আল্লাহ পাক দেরী করেন নাই আমাকে সাহায্য করতে।

মোহাম্মদ মোকলেছুর রহমান: আল্লাহ র কাছে আত্মসমর্পণ করুন,অলৌকিক সাহায্য পাবেন ইনশাআল্লাহ ——————– আল্লাহ তা‘আলা প.....

নহে নহে প্রিয়! এ নহে মোর অভিযোগআমি চাহিয়াছি ত্যাগ,চাইনিকো ভোগ।
08/12/2023

নহে নহে প্রিয়! এ নহে মোর অভিযোগ
আমি চাহিয়াছি ত্যাগ,চাইনিকো ভোগ।

সে এক আমরণ। নহে মরণ,জীবন যাওয়াবিচারের পূর্বে বিচার,জ্বালা,লাঞ্চনা পাওয়া।কেহ ভাবে বিচার সব ই হবে পরপারেআদতে তেমন .....

টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে
08/12/2023

টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নির্বাচনে একটি অপশক্তি বিশৃঙ্খলা করতে চেষ্টা করবে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি...

বাড়ির বাইরে কোথাও গেলে মুখ ঢেকে বের হতে হচ্ছে
05/12/2023

বাড়ির বাইরে কোথাও গেলে মুখ ঢেকে বের হতে হচ্ছে

নানা অশান্তির আর বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বেশ কয়েকদিন ধরেই স্বামীর বাড়ি থেকে বাইরে থাকছেন অভিনেত্রী ঐশ্বরিয়া র.....

আমরা জয় নিয়ে আসব, সেভাবেই কাজ শুরু করেছি আমরা।
01/12/2023

আমরা জয় নিয়ে আসব, সেভাবেই কাজ শুরু করেছি আমরা।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে...

বিশ্বসভায় গুণী'র কদর থাকবে চিরকালমুর্খ লোকের ধারধারিলে করবে নাজেহাল।
30/11/2023

বিশ্বসভায় গুণী'র কদর থাকবে চিরকাল
মুর্খ লোকের ধারধারিলে করবে নাজেহাল।

অধিক বাক্যপ্রয়োগকারী বুদ্ধিদীপ্ত নয়বাঁচাল প্রকৃতপক্ষে মিথ্যাবাদী ই হয়। অধিক শক্তি প্রয়োগকারী শক্তিশালী নয়সিং...

tomas
30/11/2023

tomas

#টমাসআলভাএডিসন
পিতৃহারা ৭-৮ বছর বয়সের ছেলেটি স্কুল হতে বাড়ীতে এসে মাকে বলল,
"মা, প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে। আর, তোমার জন্য এই চিঠিটা।"

মা চিঠিখানা খুলে পড়ে কেঁদে ফেললেন।

মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল, "মা,
কাঁদছ কেনো?"

চোখ মুছতে মুছতে মা বললেন, "বাবা,
এটা আনন্দের কান্না!"

বলেই ছেলেটিকে চুমু দিয়ে বললেন, "আমার
জিনিয়াস বাবা, তোকে চিঠিটা পড়ে শোনাই।"

মা আনন্দের সাথে চিৎকার করে স্যার‌ের ল‌েখার ভাষা বদল‌ে নিজের মত কর‌ে পড়তে লাগলেন, "ম্যাম,
আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস।
আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মত
শিক্ষক আমাদের নেই।
তাই, যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে
কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয়। এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে।"

পত্রখানা পড়েই মা, ছেলেটিকে চুমু দিয়ে বললেন, "এই জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াব।"

মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্ৰ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানালেন

"টমাস আলভা এডিসন"

বৈদ্যুতিক বাল্ব, শব্দ রেকর্ডিং, মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্যাদি সহ হাজারো আবিষ্কার তাঁর।

মায়ের মৃত্যর পর টমাস এডিসন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়ীতে গিয়ে ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপ্যালের দ‌েয়া চিঠিটা পেল। চিঠিখানা পড়ে টমাস কেঁদে দিল।

তাতে লেখা ছিল,
"ম্যাডাম,
আপনার ছেলে টমাস এডিসন একজন মেন্টালি রিটার্ডেড।
সে এতটাই নির্বোধ যে, তাকে শিক্ষা দেওয়ার মত ক্ষমতা আমাদের নেই।
কার'ও আছে বলেও আমাদের জানা নেই। আপনার ছেলের কারণে আমাদের স্কুলটির সুনাম ক্ষুন্ন হবে।
তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হল।"

শিক্ষনীয়ঃ-
সন্তানের সাথে সর্বদাই পজিটিভ আচরন করবেন। বাসস্থান হল সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক।
(সংগৃহিত)

ছবিতে- রাজশাহীর বিখ্যাত #খেজুরের গুড়

যেদিকে তাকাই সেদিকেই দেখি অচেনা বন্দর!ও ভয়ংকর চালাকির বিষাক্ত কালো ফাঁদ।
29/11/2023

যেদিকে তাকাই সেদিকেই দেখি অচেনা বন্দর!
ও ভয়ংকর চালাকির বিষাক্ত কালো ফাঁদ।

বৈদেশিক উপহার হিসেবে আমি পেয়েছিলামএকটি পরাজিত ঝলমলে বন্দর,তবে কোন ইচ্ছেই তার সাথে আর যুদ্ধটা হয়নি,হরেকরকম ফাঁদপ....

সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘টাইগার ৩’।
27/11/2023

সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘টাইগার ৩’।

বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের একজন ক্যাটরিনা। ভারতের রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারও...

জানি মোর গোরস্থানে যাঁরা ই যাবেকেউ খুব খুশি হবে,কেউ আবার কষ্ট পাবে।
27/11/2023

জানি মোর গোরস্থানে যাঁরা ই যাবে
কেউ খুব খুশি হবে,কেউ আবার কষ্ট পাবে।

জানি কেউ কাঁদবে না মোর বিদায় বেলা,না চাহি চোখের জলের আহাজারিনা চাহি ফুলের মালা কাড়ি কাড়িনা চাহি এই দুনিয়ার বিশাল ব...

আমরা নবীর উম্মতেরাএইখানে চাই পড়তে সালাত।।
27/11/2023

আমরা নবীর উম্মতেরা
এইখানে চাই পড়তে সালাত।।

এই দুনিয়ায় আছে যাদেরনবী-প্রেমের খোশ‌ বরাততারাই খুঁজে পাবে রওজায়রিয়াদ-আল-জান্নাত। জান্নাতের এক টুকরা প্রভুদ...

বাবা-মা মারা যাওয়ার পর নানাই ছিলেন পরীমণির একমাত্র অবলম্বন।
24/11/2023

বাবা-মা মারা যাওয়ার পর নানাই ছিলেন পরীমণির একমাত্র অবলম্বন।

ঢালিউড অভিনেত্রী পরীমণির নানা শামসুল হক গাজী বৃহস্পতিবার দিবাগত রাত ২ টা ১১ মিনিটে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়...

বুঝিবে সেদিন,যেদিন সর্বহারা হবেআমি তো পোক্ত যত অসম্ভবে।
24/11/2023

বুঝিবে সেদিন,যেদিন সর্বহারা হবে
আমি তো পোক্ত যত অসম্ভবে।

তোমায় দেখতে এলুম অনেক দিনের পরতুমি তো দেখলে না মোরসাগর তীরের আজব গালার ঘর। যেদিকে উজান চলে,জীবন চলে মোর,তুমি যে এক.....

অথচ,এবং,আর,অতঃপর সব ই,পৃথিবীতে সবচেয়ে অসহায় কবি।
23/11/2023

অথচ,এবং,আর,অতঃপর সব ই,
পৃথিবীতে সবচেয়ে অসহায় কবি।

জগত চাহেনা মোরে নাহি মরি বলেদোষ মোর লাশ হ’য়ে চোখে দেখি বলে।এক চোখে জল মোর আর চোখ মরুমরণের দ্বারে তাই জীবনের শুরু।শ...

হিসাব মেলেনা দুনিয়ায়মানুষের রঙ বদলালে।
23/11/2023

হিসাব মেলেনা দুনিয়ায়
মানুষের রঙ বদলালে।

দুয়ে দুয়ে চার জানে সবেসোয়া চার নহে কোনোকালেহিসাব মেলেনা দুনিয়ায়মানুষের রঙ বদলালে। এখন সবই মানিদুয়ে দুয়ে চার জান....

বন্ধুর পথে বন্ধু জোটে না,ছাউনি বিহীন নীড়ে।
23/11/2023

বন্ধুর পথে বন্ধু জোটে না,
ছাউনি বিহীন নীড়ে।

পাথরের গায়ে লিখেছিলে নাম,(সেই) পাথর মারিলে ছুড়ে ।হৃদয়ে যদি লিখিতে সে নামছুড়িতে কেমন করে? সবকটা বলা কথা আরসবকটা কর.....

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Daily Update BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Update BD:

Share