18/07/2024
........কোটা সংস্কার ইস্যু........
আমরা সকলেই জানি শিক্ষাই জাতির মেরুদন্ড তবে কেন এই মেরুদন্ডকে ভেঙ্গে রক্তাক্ত করা হচ্ছে তবে কেন শিক্ষার্থীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে তবে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষাঙ্গন গুলো রক্তাক্ত হচ্ছে' আমরা এমন নির্মম চিত্র আর দেখতে চাই না, আমি একজন কর্মজীবী হয়েও শিক্ষার্থীদের এই দাবির সাথে একমত পোষণ করছি এবং দ্রুত মেধাকে সর্বোচ্চ মূল্যায়ন করে কোটা সংস্কার করার জোর দাবি জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন দেশের স্বার্থে জাতির স্বার্থে শিক্ষার্থীদের কে সমর্থন করে এবং শিক্ষার্থীদের সাথে সংযত আচরণ করে।
•
এবং আমি এও বলতে চাই আমি নিজেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তার মানে এই নয় যে মুক্তিযোদ্ধাদের অকল্পনীয় সুবিধা দিয়ে অন্যদেরকে কোটা পদ্ধতির মাধ্যমে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করতে হবে সুতরাং এভাবে একটি রাষ্ট্র পরিচালিত হতে থাকলে একটা সময় রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে সংকটে পড়ার সম্ভাবনা তৈরি হবে অতএব এখনো সময় আছে শুধু কোটা সংস্কার নয় বরং এই রাষ্ট্রটাকেও সংস্কার করা জরুরী মনে করছি তাই দেশের সর্বমোহলকে সচেতন এবং সতর্ক হওয়া জরুরী মনে করছি।
•
আর শিক্ষার্থীদের কে বলতে চাই একটি গণতন্ত্রের রাষ্ট্রে যে কারো যেকোনো যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন হতেই পারে তবে ধ্বংসাত্মক আন্দোলন সুফল বয়ে আনেনা তাই ধৈর্যের সাথে সুশৃংখল আন্দোলনের মধ্য দিয়ে তীব্র প্রতিবাদ করুন।
•
সর্বশেষ বলতে চাই ২০২৪ সালের এই কোটা ইস্যুতে শিক্ষার্থীদের এই তীব্র আন্দোলন বৃথা যাবে না আপনারা সফল হবেন এবং ইতিহাস হয়ে থাকবেন এবং এই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।