Tour Abroad BD

Tour Abroad BD Many of life’s failures are people who did not realize how close they were to success when they ga

07/03/2024

আপনি যদি আপনার মা ও বোনের জন্য সিংহ হতে পারেন, অন্য মা-বোনদের জন্য কুকুর হতে যাবেন না প্লিজ...
মানুষের মতো মানুষ হয় একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে সমাজে চলো। তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ তোমার জন্য যা পছন্দ করো তোমার ভাইয়ের জন্যও তা পছন্দ না করবে।

জেদ্দা ইন্ডাস্ট্রিয়াল সিটি দাওয়াহ সেন্টার কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন ২০২৪। সৌদি আরব প্রবাসীরা সকলেই আমন্ত্রিত এবং...
05/03/2024

জেদ্দা ইন্ডাস্ট্রিয়াল সিটি দাওয়াহ সেন্টার কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন ২০২৪। সৌদি আরব প্রবাসীরা সকলেই আমন্ত্রিত এবং আপনাদের ফ্যামিলিকে সাথে নিয়ে আসবেন। দ্বীনি ভাইয়েরা ও বোনেরা পোস্টটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ।

30/01/2024

আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি এমন আমল করল যাতে আমার কোন নির্দেশনা নেই, তা পরিত্যাজ্য’ (মুসলিম হা/১৭১৮)।

08/01/2024

يَا أَيُّهَا الَّذِيْنَ آمَنُوْا قُوْا أَنْفُسَكُمْ وَأَهْلِيْكُمْ نَاراً

হে ঈমানদারগণ! তোমরা নিজেরাই নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো এবং তোমাদের আহলে পরিবারকেও।
অতএব, ছেলে মেয়েদের ভুল ত্রুটির জন্যও বাবাকে হিসাব দিতে হবে।

আল্লাহ তা‘আলা বলেন, إِقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِيْ خَلَقَ ‘পড় তোমার
প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন’

রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, طَلَبُ الْعِلْمِ فَرِيْضَةٌ عَلَى كُلِّ مُسْلِمٍ ‘বিদ্যা শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরয’।[1] আর সেটা হ’ল কুরআন ও ছহীহ হাদীছের শিক্ষা তথা দ্বীনী শিক্ষা। এ শিক্ষায় যদি সন্তানদের শিক্ষিত করে না তোলা হয়, তাহ’লে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। কেননা দুনিয়াবী শিক্ষা হচ্ছে বস্ত্তবাদী শিক্ষা। আর দ্বীনী শিক্ষা হচ্ছে আখেরাতমুখী শিক্ষা। যে শিক্ষা মানুষকে তার স্রষ্টার সন্ধান দেয় এবং পরকালে চূড়ান্ত সফলতার দিকে মানুষকে ধাবিত করে। দ্বীনী শিক্ষা ঠিক রেখে অপরাপর জ্ঞানার্জন করা যেতে পারে। তবে কখনো দ্বীনী শিক্ষাকে উপেক্ষা করে অন্য কোন বিদ্যা অর্জন করা সমীচীন নয়। এতে বরং পদচ্যুত ও পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনাই থেকে যায়।

08/01/2024

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ

হে মনের গতি পরিবর্তনকারী! আমার মনকে তোমার দ্বীনের উপর স্থির রাখ।

03/01/2024

তোমাদের কাছে যা কিছু আছে সেটা ফুরিয়ে যায়, কিন্তু আল্লাহর কাছে যেটা আছে সেটা স্থায়ী।

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tour Abroad BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tour Abroad BD:

Share

Category