কোরআন ও হাদিসের বাণী √

কোরআন ও হাদিসের বাণী √ প্রচার করো যদি একটি মাত্র আয়াতও হয়।-সহীহ বুখারী-৩৪৬১ ইসলামের আলো ছড়িয়ে দেওয়াই আমাদের কাজ

03/06/2025
15/04/2025

রাসূল সা. এক হাদিসে বলেছেন, আল্লাহর শপথ! আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি ইস্তিগফার (ক্ষমাপ্রার্থনা) ও তওবা করে থাকি।’
(সহিহুল বুখারি, হাদিস : ৬৩০৭)

03/03/2025

রমযান মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে। আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ কর এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন, তার জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা কর এবং যাতে তোমরা শোকর কর।
(সুর‌া বাকারা ১৮৫)

02/03/2025

‘‘হে ঈমানদারগণ, তোমাদের উপর রোযা ফরয করা হয়েছে, যেরূপ ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেযগারীতা (তাকওয়া) অর্জন করতে পার’’।
(সূরা বাকারাঃ ১৮৩)

09/11/2024

সেদিন মানুষ বলবে, ‘পালাবার স্থান কোথায়’?
সুরা কিয়ামাহ ~১০

28/10/2024

আঙ্গুল ও বাসন চেটে খাওয়া এবং পড়ে যাওয়া খাবারে যে আবর্জনা লেগেছে তা মুছে খাওয়া মুস্তাহাব, আর চেটে খাওয়ার আগে হাত মুছে ফেলা মাকরূহ; (কারণ ঐ বাকী অংশের মধ্যে খাদ্যের বারাকাত থেকে যাওয়ার সম্ভাবনা আছে)
[মুস‌লিম২০৩৪]

27/10/2024

আল্লাহ তাআলার
একমাত্র মনোনীত ধর্ম ও দ্বীন হলো ইসলাম✅
সূরা:আল ইমরান আয়াত:১৯ আলহামদুলিল্লাহ

24/10/2024

আর তারা বলবে, যদি আমরা শুনতাম অথবা বিবেক-বুদ্ধি প্রয়োগ করতাম, তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না।
সুরা মুলক ১০

23/10/2024

"তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহ কৌশল অবলম্বন করেন এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী"। (সূরা আলে ইমরান -৫৪)।
তারা কী চাইলো, আর কী হলো!!

23/10/2024

সুবহানাল্লাহ! আল্লাহর পরিকল্পনা কতই না নিখুঁত! অথচ আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি।

‘নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী’
[সূরা আনফাল : আয়াত : ৩০]

22/10/2024

"যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে অবশ্যই আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব
(সূরা ইবরাহীমঃ ০৭)
আলহামদুলিল্লাহ

21/10/2024

বল, ‘হে আমার বান্দাগণ, যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’।
(সুরা যুমারর ৫৩)

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when কোরআন ও হাদিসের বাণী √ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category