Vivekananda Soldiers

Vivekananda Soldiers Philosophy Of Swami Vivekananda.

Namaskar to all Vivekananda Soldier,
It is our address to the people of our society to preserve the problem stricken society by being inspired by the ideals of Vivekananda and thus arouse our conscience overcoming all of our meanness.It is possible to establish a better future with all of our integrated efforts. (সকল বিবেকানন্দ সৈনিককে নমস্কার,
সমাজের মানুষের প্রতি আমাদের আহবান-আসুন স্বামী বিবেকান

ন্দের আদর্শে উজ্জীবিত হয়ে সমস্যা সংকুল নিমজ্জিতপ্রায় সমাজকে রক্ষার জন্য সকল প্রকার সংকীর্ণতা থেকে মুক্ত করে আমাদের বিবেককে জাগ্রত করি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর আগামী সৃষ্টি করা সম্ভব)

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য.........
বিবেকানন্দের দর্শন তথা মানবপ্রেম,শান্তি ও তারুণ্যকে উজ্জিবিতমূলক বিভিন্ন বানী প্রচারের মাধ্যমে মানব বিবেককে জাগ্রত করার লক্ষ্যে এটি আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।

(বিঃদ্রঃ এখানে এমন কোন পোস্ট/কমেন্ট করবেন না, যা অবৈধ বা কোন ধর্ম/জাতিকে আঘাত করে। ।)
Email:[email protected]

09/07/2025
“সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যবসায়, প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকা চাই। অধ্যবসায়শীল সাধক বলেন, 'আমি গন্ডুষে সমুদ্র পান করি...
09/06/2025

“সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যবসায়, প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকা চাই। অধ্যবসায়শীল সাধক বলেন, 'আমি গন্ডুষে সমুদ্র পান করিব। আমার ইচ্ছামাত্রে পর্বত চূর্ণ হইয়া যাইবে। এইরূপ তেজ, এইরূপ সঙ্কল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন কর। নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে।"

- স্বামী বিবেকানন্দ

13/05/2025

"ধর্ম এমন একটি ভাব, যাহা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে।"

-স্বামী বিবেকানন্দ

❝ জীবনের পরম সত্য এই, শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু। শক্তিই সুখ ও আনন্দ, শক্তিই অনন্ত ও অবিনশ্বর জীবন; দুর্বলতাই অবিরাম ...
18/03/2025

❝ জীবনের পরম সত্য এই, শক্তিই জীবন, দুর্বলতাই মৃত্যু। শক্তিই সুখ ও আনন্দ, শক্তিই অনন্ত ও অবিনশ্বর জীবন; দুর্বলতাই অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ; দুর্বলতাই মৃত্যু। ❞
- স্বামী বিবেকানন্দ

বাঙালির আত্মিক মুক্তি ও স্বনির্ভরতার প্রতীক রবি ঠাকুরের জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি... 🙏
08/05/2024

বাঙালির আত্মিক মুক্তি ও স্বনির্ভরতার প্রতীক রবি ঠাকুরের জন্মদিনে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি... 🙏

03/05/2024

“আদর্শকে যখন নিজের বাহিরে স্থাপন করা হয়, তখন তাহাই দ্বৈতবাদ। আর ঈশ্বরকে যখন নিজের অন্তরে খোঁজা হয়, তখন তাহাই অদ্বৈতবাদ।”

- স্বামী বিবেকানন্দ

আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৪ - জ্ঞানদায়িনী বিদ্যার দেবী বন্দনা'র শুভক্ষণ আসছে, তাই কিছুকথা শেয়ার করলাম...***বিদ্যাদেবী শ্রী...
10/02/2024

আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৪ - জ্ঞানদায়িনী বিদ্যার দেবী বন্দনা'র শুভক্ষণ আসছে, তাই কিছুকথা শেয়ার করলাম...

***বিদ্যাদেবী শ্রীশ্রী সরস্বতী পূজার তাৎপর্যঃ
মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। শ্রীশ্রী সরস্বতী মায়ের পূজার দিন। সরস্বতী শব্দটির বুৎপত্তিগত অর্থে 'সরস্+বতু' স্ত্রী লিঙ্গে 'ঈ' প্রত্যয় যুক্ত যোগে 'সরস্বতী'। 'সতত রসে সমৃদ্ধা'। তিনি শুক্লবর্ণা, শুভ্র হংসবাহনা, 'বীণা-রঞ্জিত পুস্তক হস্তে' অর্থাৎ এক হাতে বীণা ও অন্য হাতে পুস্তক।
সেগুলোর গূঢ় রহস্য তথা যথার্থ তাৎপর্য হৃদয়ে ধারণ করে মাকে পূজার্চনা করা উচিত। নয়তো পূজার আড়ম্বরতা যতই হোক না কেন তা অর্থহীন। শিক্ষার্থীরা দেবী সরস্বতীর পূজা বেশি করে। কেন? কারণ তিনি জ্ঞানদায়িনী বিদ্যার দেবী সরস্বতী। বিদ্যা দান করেন তিনি। মানুষ জ্ঞান পিপাসু। সর্বদা জ্ঞানের সন্ধান করে। 'শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়'(শ্রীমদ্ভগবদ্গীতা-৪/৩৯) অর্থাৎ শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করে থাকেন।
শ্রদ্ধাবোধ জাগ্রত হয় কীভাবে? শ্রদ্ধাবোধ গড়ে তোলার জন্য পারিবারিক শিক্ষা অতীব গুরুত্বপূর্ণ। বাল্যকাল থেকেই ধর্মীয় আচার-আচরণ ও নীতি-নৈতিকতার শিক্ষা দেয়া প্রয়োজন।

শিক্ষার্থীসহ সবাই যেন তার তাৎপর্য ও পূজার মূল আচরণে পূজিত হন সে কথা বিচার্য রেখে তার বর্ণনায় লক্ষ্য করা যাকঃ

দেবী শুক্লবর্ণাঃ
শুক্লবর্ণ মানে সাদা রং। সত্ত্বগুণের প্রতীকও হলো সাদা। পবিত্র গীতার চতুর্দশ অধ্যায়ের ৬নং শ্লোকে আছে 'তত্র সত্ত্বং নির্মলত্বাৎ' অর্থাৎ সত্ত্ব, রজঃ ও তমোগুণের মধ্যে সত্ত্বগুণ অতি পবিত্র গুণ, স্বচ্ছতার প্রতীক, নির্মলতার প্রতীক। আবার ওই অধ্যায়েরই ১৭নং শ্লোকে আছে, 'সত্ত্বাৎ সংজায়তে জ্ঞানং' অর্থাৎ সত্ত্বগুণে জ্ঞান লাভ হয়। তাই জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী শ্রীশ্রী সরস্বতী জ্ঞানে গুণান্বিত বলে তার গায়ের রং শুক্লবর্ণা অর্থাৎ দোষহীনা ও পবিত্রতার মূর্তি। আর জ্ঞানদান করেন বলে তিনি জ্ঞানদায়িনী। 'নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে'(শ্রীমদ্ভগবদ্গীতা-৪/৩৯) অর্থাৎ 'জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই'। আমরাও যেন সে গুণের অধিকারী হতে পারি এ আমাদের প্রার্থনা।

হংসঃ
জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন শ্বেতহংস। হাঁস অসারকে ফেলে সার গ্রহণ করে। দুধ ও জল মিশ্রণ করে দিলে হাঁস জল ফেলে শুধু দুধটুকু গ্রহণ করে নেয়। কিংবা কাঁদায় মিশ্রিত স্থান থেকেও তার খাদ্য খুঁজে নিতে পারে। মায়ের সঙ্গে পূজিত হয়ে শিক্ষা দিচ্ছে- সবাই যেন সবার অসার বা ভেজাল/অকল্যাণকর পরিহার করে সার বা ভালো কিছু অর্থাৎ নিত্য পরমাত্মাকে গ্রহণ করেন এবং পারমার্থিক জ্ঞান অর্জন করে সুন্দর পথে চলতে পারি।

বীণাঃ
'জীবন ছন্দময়'। বীণার ঝংকারে উঠে আসে ধ্বনি বা নাদ। বিদ্যাদেবী সরস্বতীর ভক্তরা সাধনার দ্বারা সিদ্ধি লাভ করলে বীণার ধ্বনি শুনতে পান। বীণার সুর মধুর। পূজার্থী বা বিদ্যার্থীর মুখ নিঃসৃত বাক্যও যেন মধুর হয় এবং জীবনও মধুর সংগীতময় হয় এ কারণেই মায়ের হাতে বীণা। হাতে বীণা ধারণ করেছেন বলেই তার অপর নাম বীণাপাণি।

পুস্তকঃ
বিদ্যার্থীর লক্ষ্য জ্ঞান অন্বেষণ। আর সে জ্ঞান ও বিদ্যা অন্বেষণের জন্য জ্ঞানের ভাণ্ডার 'বেদ' তার হাতে রয়েছে। 'বেদই বিদ্যা'। তিনি আমাদের আশীর্বাদ করছেন- 'জীবনকে শুভ্র ও পবিত্র রাখ। সত্যকে আঁকড়ে রাখ। মূল গ্রন্থের বাণী পালন কর। জীবন ছন্দময় কর। স্বচ্ছন্দে থাক।'

দেবী-বন্দনার জন্য নিম্নোক্ত মন্ত্রগুলি বিদ্যার্থীদের অবশ্যই জানা উচিত।
সরস্বতী দেবীর প্রণাম ও পুষ্পাঞ্জলি মন্ত্রঃ

ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমোহস্তুতে।।
ওঁ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈই নমো নমঃ।
বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানভ্যঃ এব চ
এষ সচন্দন পুষ্প বিল্বপত্রাঞ্জলি ওঁ ঐং সরস্বত্যৈ নমঃ।।

জ্ঞানদায়িনী সরস্বতী মায়ের পূজাতে ফাঁকি না দিয়ে আমরা সবাই সঠিকভাবে তার পূজা করি। তার পূজার শিক্ষায় আমরা সর্বদা সবাই শুদ্ধ জ্ঞানচর্চায় যেন রত থাকি এবং প্রার্থনা করি-

ওঁ অসতো মা সদ্গময়
তমসো মা জ্যোতির্গময়
মৃত্যুর্মা অমৃতংগময়
আবিরাবির্ম এধি।

অর্থাৎ- হে ঈশ্বর, আমাকে অসৎ থেকে সৎ লোকে, অন্ধকার থেকে আলোতে এবং মৃত্যু থেকে অমৃতে নিয়ে যাও।

(এই লেখায় ব্যবহৃত সকল তত্ত্ব-তথ্য এবং ছবি সংগৃহীত)

14/01/2024

হে মহান ব্রহ্মচারী হে মহান আত্মা আজ আপনার জন্মদিন আপনাকে হাজার হাজার প্রণাম ।
জয় স্বামী বিবেকানন্দ মহারাজ ❤️

❝হে বিরাট তব মঙ্গল আঁখিতলেকত পুষ্প ফোটে প্রেম-অশ্রুজলেঅরবিন্দ পদে আর কিছু না চাহিযেন গোপন প্রেমে মন রহে মজি❞..🙏পরমেশ্বর ...
06/09/2023

❝হে বিরাট তব মঙ্গল আঁখিতলে
কত পুষ্প ফোটে প্রেম-অশ্রুজলে
অরবিন্দ পদে আর কিছু না চাহি
যেন গোপন প্রেমে মন রহে মজি❞..🙏

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাবের পুণ্য তিথিতে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বর্ষিত হোক সকলের উপর।

শুভ জন্মাষ্টমী...🙏

“আদর্শকে যখন নিজের বাহিরে স্থাপন করা হয়, তখন তাহাই দ্বৈতবাদ। আর ঈশ্বরকে যখন নিজের অন্তরে খোঁজা হয়, তখন তাহাই অদ্বৈতবাদ।”
15/05/2023

“আদর্শকে যখন নিজের বাহিরে স্থাপন করা হয়, তখন তাহাই দ্বৈতবাদ। আর ঈশ্বরকে যখন নিজের অন্তরে খোঁজা হয়, তখন তাহাই অদ্বৈতবাদ।”

Address

Fulbaria

Telephone

+8801515211049

Alerts

Be the first to know and let us send you an email when Vivekananda Soldiers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vivekananda Soldiers:

Share

Category